এস এস সি আমাদের জীবনে রসায়ন ১২ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )

   


ভিডিও ক্লাস: এস এস সি  আমাদের জীবনে রসায়ন ১২ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 

গুরুত্বপূর্ণ জ্ঞান মূলক

১। সোডা অ্যাশ কী? 

উঃ কাপড় কাচার সোডাকে সোডা অ্যাশ বলে।

২। ডিটারজেন্ট কী? 

উঃ দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকাইল বা অ্যারাইল সালফোনিক এসিডের সোডিয়াম লবণকে ডিটারজেন্ট বলে।

৩। সোডা অ্যাশের সংকেত কী?

 উঃ সোডা অ্যাশের সংকেত হলো Na2CO3

৪। কুইক লাইম কী? 

উঃ কুইক লাইম হলো ক্যালসিয়াম অক্রাইড (CaO)

৫। কৃত্রিম ভাবে কী দিলে ফল পাকানো হয়?

 উঃ ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে কৃত্রিম ভাবে ফল পাকানো হয়।

৬। মাছকে পতন হতে রক্ষা করতে কী ব্যবহার করা হয়? 

উঃ মাছকে পতন হতে রক্ষা করতে ফরমালিন ব্যবহার করা হয়।

৭। খাবার লবণের রাসায়নিক নাম কী? 

উঃ খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড (NaCl)।

৮। সোডিয়াম লবণ আমাদের শরীরের জন্য কেন জরুরী? 

উঃ সোডিয়াম লবণ আমাদের শরীরের ইলেক্টোলাইটের এর চাহিদা পূরণ করে।

৯। লাই কী? 

উঃ লাই এক ধরনের ক্ষারীয় তরল পদার্থ।

১০। সাবান তৈরির প্রধান কাঁচামাল কী? 

উঃ সাবান তৈরির প্রধান কাঁচামাল চর্বি ও ক্ষার। 

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি  আমাদের জীবনে রসায়ন ১২ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url