এসএস সি জীববিজ্ঞান ৪ র্থ অধ্যায়: জীবনীশক্তি


 

SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

   ৪র্থ অধ্যায় ➤   ৪র্থ  অধ্যায় কুইজ-4

১।ATP এর পূর্ণরূপ কোনটি ? 
[ সি. বো. ‘২২]  
(ক) অ্যাডিনোসিন মনোফসফেট 
(খ) অ্যাডিনোসিন ডাইফসফেট  
(গ) অ্যাডিনোসিন ট্রাইফসফেট
(ঘ) অ্যাডিনোসিন পেন্টফসফেট
উত্তর : গ
২।কোনটি অ্যাডিনোসিন ডাই-ফসফেট ?
[ কু. বো. ‘২১]  
(ক) AMP   (খ) ADP  (গ) AD2P  (ঘ) ADP2
উত্তর : খ
৩।কোন শক্তিটি সালোকসংশ্লেষণের সময় ADP গ্রহণ করে ?
[ চ. বো. ‘১৬]  
(ক) সৌর   (খ) বিদ্যুৎ  (গ) আলোক   (ঘ) তাপ
উত্তর : ক
৪। ATP ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয় ?
[ পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়,জশোর]  
(ক) GTP  (খ) CTP   (গ) UTP  (ঘ) ADP
উত্তর : ঘ
৫। আত্তিকরণ শক্তি হলো-
[রা. বো. ‘১৭]  
i. NADP
ii. ATP
iii. NADPH2
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii
উত্তর: গ
৬। কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি ?
(ক) ফণিমনসা  (খ) সুন্দির   (গ) মরিচ  (ঘ) হাইড্রিলা 
উত্তর : ঘ
৭। পানিতে শতকরা কত ভাগ CO2 থাকে ?
[ সি. বো. ‘২১]  
(ক) ০.০০৩%  (খ) ০.০৩%  (গ) ০.৩%  (ঘ)৩.০%
উত্তর : গ
৮। নিচের কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণ হার বেশি ?
[ দি. বো. ‘২১]  
(ক) বট গাছ  (খ) কাঠাঁল  (গ) পেয়ারা  (ঘ) কচুরিপানা 
উত্তর : ঘ
৯। ইংরেজ শরীর তত্ত্ববিদ ব্ল্যাকম্যান কর্তৃক আবিস্কৃত প্রক্রিয়া কোনটি ?
[ ঢা. বো. ‘২২]  
(ক) প্রস্বেদন  (খ) ইমবাইবিশন  (গ) সালোকসংশ্লেষণ  (ঘ) ব্যাপন 
উত্তর : গ
১০। দূর্বাঘাসের শর্করা তৈরির প্রধান স্থান কোনটি ?
[ চ. বো. ‘২২]  
(ক) ফুল  (খ) মেসোফিল টিস্যু  (গ) মূল   (ঘ) জাইলেম টিস্যু 
উত্তর : খ
১১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াল প্রধান স্থান কোনটি ?
  (ক) পত্ররন্ধ্র  (খ) সঙ্গীকোষ  (গ) মেসোফিল টিস্যু  (ঘ) মেসোফিল কোষ
উত্তর : গ
১২। কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ ৪-কার্বনবিশিষ্ট অক্সালো এসিটিক এসিড ?
[ সি. বো. ‘২২]  
(ক) আখ  (খ) আম  (গ) জাম  (ঘ) কাঁঠাল 
উত্তর : ক
১৩। কোন উপাদান গুলোর সংযুক্তির কারণে ATP উৎপন্ন হয় ?
i. ADP
ii. Pi 
iii. সৌরশক্তি
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii  (খ) ii ও iii  (গ) i ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ঘ
১৪। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ অক্সলো এসিটিক এসিড ?
(ক) আম  (খ) আখ  (গ) জাম  (ঘ) কাঁঠাল 
উত্তর : খ
১৫। C3- উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক এসিড ?
[ চ. বো. ‘১৯]  
(ক) ল্যাকটিক এসিড    (খ) পাইরুভিক এসিড  
(গ) ফসফোগ্লিসারিক এসিড    (ঘ) অক্সালোএসেটিক এসিড
উত্তর : গ
১৬। কোন উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক এসিড ?
 [ব. বো. ‘২১]  
(ক) আখ  (খ) ভুট্টা  (গ) কাঁঠাল  (ঘ) মুথা ঘাস
উত্তর : গ
১৭। কোনটি ‘‘C4`` উদ্ভিদ ?
[দি. বো. ‘২২]  
(ক) আম গাছ  (খ) কাঁঠাল  (গ) পিঁয়াজ  (ঘ) আখ 
উত্তর : ঘ
১৮। নিচের কোনটি C3 উদ্ভিদ ?
[ সি. বো. ‘২১]  
(ক) আখ  (খ) ভুট্টা  (গ) মুথাঘাস  (ঘ) ধান 
উত্তর : ঘ 
১৯। কোনটি `C3` উদ্ভিদ ?
[ দি. বো. ‘১৯]  
(ক) আখ  (খ) ভুট্টা  (গ) পাট  (ঘ) মুথাঘাস
উত্তর : গ
২০। পাইরুভিক এসিডের রাসায়নিক সংকেত কোনটি ?
[ ম. বো. ‘২১]  
(ক) C6H12O6  (খ) C3H4O3  (গ) C2H5OH  (ঘ) C12H22O11
উত্তর : খ
২১। কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় ?
[ ব. বো. ‘১৭]  
(ক) সবুজ  (খ) হলুদ  (গ) লাল  (ঘ) নীল 
উত্তর : গ
২২। ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে -
[ ব. বো. ‘১৭]   
(ক) Ca ও Fe  (খ) Na ও Mg  (গ) Fe ও N  (ঘ) Mg ও N
উত্তর : ঘ
২৩। সালোকসংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কোনটি ?
[ য. বো. ‘২২]  
(ক) 12૦C - 25૦C  (খ) 17૦C - 30૦C  (গ) 22૦C - 35૦C  (ঘ) 27૦C - 40૦C
উত্তর : গ
২৪। সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটি ?
[ ম. বো. ‘২১]  
(ক) পানি  (খ) ক্লোরোফিল  (গ) পটাশিয়াম  (ঘ) এনজাইম
উত্তর : ক
২৫। বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত ?
 (ক) ২০.৯৯%  (খ) ২০%  (গ) ২০.৯৫%  (ঘ) ২০.১০%
উত্তর : গ

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-   জীবনীশক্তি


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url