এসএসসি জীববিজ্ঞান ২য় অধ্যায়: জীবকোষ ও টিস্যু

SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

২য়  অধ্যায় ➤   ২য়  অধ্যায় কুইজ-2

১। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার ?

 [ কু. বো. ‘২১]  

(ক) ২  (খ) ৩  (গ) ৪  (ঘ) ৫

উত্তর : ক

২। আদি প্রকৃতির কোষে কোনটি থাকে ?

[ রা. বো. ‘২২ , কু;বো;২২ , দি;বো;১৬]  

(ক) মাইটোকন্ড্রিয়া   (খ) রাইবোজম  (গ) লাইসোজোম  (ঘ) প্লাস্টিড

উত্তর :  খ  

৩। পুং ও স্ত্রী জননকোষ মিলনের ফলে কোনটি সৃষ্টি হয় ?

[ ম. বো. ‘২০]  

(ক) নিকেষ  (খ) জাইগোট  (গ) ভ্রূণ  (ঘ) অমরা 

উত্তর :  খ

৪। মাইক্রোভিলাস কোথায় থাকে ?

(ক) কোষঝিল্লি  (খ) কোষপ্রচির  (গ) গলজিবস্তু  (ঘ) সাইটোপ্লাজম

উত্তর :  ক

৫। লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় ?

[ সি. বো. ‘২২]  

(ক) মাটি  (খ) আলো  (গ) বায়ু  (ঘ) পানি

উত্তর : খ

৬। কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে ?

[ কু. বো. ‘২০]  

(ক) Artocarpus   (খ) Copsychus   (গ) Trichomonas  (ঘ) Apis

উত্তর :  গ

৭।সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি ?

[ রা. বো. ‘২০]  

(ক) অক্সিজোম  (খ) ফাইকোএরিথ্রিন  (গ) ফাইকোসায়ানিন  (ঘ) থাইলাকয়েড 

উত্তর :  ঘ

৮। ক্লোরোপ্লাস্টের কোন অংশে সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘঠিত হয় ?

[ সি. বো. ‘২০]  

(ক) দুই ঝিল্লির মাঝে  (খ) গ্রানায়  (গ) স্ট্রোমায়  (ঘ) গ্রানাম ল্যামেলামে

উত্তর :  খ

৯। প্রাণী কোষে পাওয়া যায় কোনটি ?

[ রা. বো. ‘১৭]  

(ক) ক্লোরোপ্লাস্ট  (খ) ক্লোমোপ্লাস্ট  (গ) লিউকোপ্লাস্ট  (ঘ) গলজীবস্তু 

উত্তর : ঘ

১০। গলজী বস্তুর কাজ কোনটি ?

 [ সি. বো. ‘২১]  

(ক) শর্করা সঞ্চয়  (খ) হরমোন সিঃসরণ  (গ) প্রোটিন সংশ্লেষণ  (ঘ) জীবাণু ধ্বংসকরণ

উত্তর : খ

১১। সিস্টার্নি থাকে কোনটিতে ?

 [ কু. বো. ‘১৭]  

(ক) সেনেট্রাজোম  (খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম  (গ) গলজী বস্তু   (ঘ) লাইসোজোম 

উত্তর : গ

১২। মাইটোকন্ড্রিয়া , কোষগহ্বর সৃষ্টিতে কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ ?

 (ক) গলজী বস্তু  (খ) সেন্ট্রোজোম  (গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম  (ঘ) লাইসোজোম

উত্তর : গ

১৩। এন্ডোপ্লজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে -

i. কোষ গহ্বর সৃষ্টিতে

ii. গলজী বস্তু সৃষ্টিতে

iii. মাইটোকন্ড্রিয়া সৃষ্টিতে 

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: খ

১৪। অ্যাকটিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে ?

 [ ম. বো. ‘২২]  

(ক) সেন্ট্রোজোম  (খ) রাইবোজোম  (গ) কোষকঙ্কাল  (ঘ) ক্লোরোপ্লাস্ট

উত্তর : গ

১৫। মাছে বিদ্যমান প্রধান খাদ্য উৎপাদন নিচের কোনটি দ্বারা সংশ্লেষিত ?

(ক) লাইসোজোম  (খ) রাইবোজোম  (গ) গলজীবস্তু  (ঘ) সেন্ট্রোজোম

উত্তর : খ

১৬। ঝিল্লিবিহীন সািইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি ?

[ রা. বো. ‘২১]  

(ক) গলজী বস্তু  (খ) লাইসোজোম  (গ) রাইবোজোম  (ঘ) সেন্ট্রোজোম

উত্তর : গ

১৭। সেন্ট্রিওলের কাজ কোনটি ?

[ ব. বো. ‘২২]  

(ক) অ্যাস্টার তন্তু তৈরি করা  (খ) প্রোটিন সংশ্লেষণ করা  

(গ) জীবাণু ধ্বংস করা      (ঘ) শক্তি উৎপন্ন করা 

উত্তর : ক

১৮। নিম্নের কোনটি প্রাণী কোষে বিদ্যামান ?

[ সকল বোর্ড ‘১৮]  

(ক) ক্রোমোপ্লাস্ট   (খ) ক্লোরোপ্লাস্ট  (গ) কোষ প্রাচীর  (ঘ) সেন্ট্রোজোম

উত্তর : ঘ

১৯। সেন্ট্রোজোম পাওয়া যায় -

i. প্রাণীকোষে 

ii. উদ্ভিদকোষে

iii. ব্যাকটেরিয়ায়

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

২০। কোষের সকল কার্যাবলি নিয়ন্ত্রণ করে কোনটি ?

 [ রা. বো. ‘২১]  

(ক) নিউক্লিয়াস  (খ) মাইটোকন্ড্রিয়া  (গ) প্লাস্টিড  (ঘ) রাইবোজোম

উত্তর : ক

২১। সরল টিস্যু কত প্রকার ?

 [ সি. বো. ‘১৫]  

(ক) ৬  (খ) ৫  (গ) ৪  (ঘ) ৩

উত্তর : ঘ

২২। প্যারেনকাইমা টিস্যুতে কোনটি ঘটে ?

 [ য. বো. ‘১৭]  

(ক) খাদ্য প্রস্তুত  (খ) দৃঢ়তা প্রদান  (গ) পানি পরিবহন  (ঘ) খনিজ লবণ পরিবহণ

উত্তর : ক

২৩। লাউ গাছের কান্ডে দৃঢ়তা প্রদান করে কোনটি ?

 [ চ. বো. ‘২১]  

(ক) প্যারেনকাইমা  (খ) কোলেনকাইমা  (গ) ফাইবার  (ঘ) স্ক্লেরাইড

উত্তর : খ

২৪।জলন্ত উদ্ভিদে বায়ুকুঠুরিযুক্ত কোন টিস্যু থাকে ?

  [ ম. বো. ‘২১]  

(ক) স্ক্লেরেনকােইমা  (খ) কোলনকাইমা  (গ) অ্যারেনকাইমা  (ঘ) ট্রাকিড

উত্তর : গ

২৫। নিচের কোনটিতে স্টোন সেল বিদ্যমান

 [ রা. বো. ‘২১]  

(ক) তাল  (খ) কলা  (গ) বাঁশ  (ঘ) সাইকাস

উত্তর : ঘ

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-  জীবকোষ ও টিস্যু



 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url