এসএস সি জীববিজ্ঞান ১ ম অধ্যায়: জীবন পাঠ

SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

১ম  অধ্যায় ➤   ১ম  অধ্যায় কুইজ-1

 

১। প্রকৃতি বিজ্ঞনের প্রাচীনতম শাখা কোনটি ?

[ সি. বো. ‘১৫]  

(ক) জীববিজ্ঞান    (খ)  কৃষিবিজ্ঞন    (গ) বনবিজ্ঞান     (ঘ) সমুদ্রবিজ্ঞান

উত্তর: ক

২। টিস্যুসমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয় ?

[ দি. বো. ‘২২]  

(ক)  হিস্টোলজি     (খ)  এমব্রায়োলজি       (গ)  এন্ডোক্রাইনোলজি       (ঘ) সাইটোলজি

উত্তর: ক

৩। জীবদেহের শ্বাসন, রেচন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান কোনটি ?

[ ম. বো. ‘২২]  

(ক) শারিরবিদ্যা    (খ) চিকিৎসা বিজ্ঞান   (গ) ফার্মেসি   (ঘ) প্রান রসায়ন

উত্তর: ক

৪। ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটি ?

[ রা. বো. ‘২২]  

(ক) Forestry      (খ) Pharmacy         (গ)  Biotechnolgy        (ঘ) Medical science

উত্তর: খ

৫। জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি ?

[ য. বো. ‘২২]  

(ক) ভ্রূণবিদ্যা      (খ)  বাস্তুবিদ্যা         (গ)  জিব প্রযুক্তি        (ঘ) জীবভূগোল

উত্তর: গ

৬। নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত ?

[ ঢা. বো. ‘১৬ ব. বো.২২]  

(ক) বংশগতিবিদ্যা       (খ)  বিবর্তনবিদ্যা        (গ)  সামুদ্রিক জীববিজ্ঞান        (ঘ) জীবভূগোল

উত্তর: গ

৭। কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি ?

[ রা. বো. ‘২২]  

(ক)  অ্যামিবা     (খ) ডায়াটম         (গ) পেনিসিলিয়াম         (ঘ) প্যারামেসিয়াম

উত্তর: গ

৮। বাঙালী বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের গণের নাম কী ?

(ক)  Zakerana    (খ)  Shajidana        (গ) Bufo         (ঘ) Labeo

উত্তর: ক

৯। দ্বিপদ নামকরণের ভাষা কোনটি ?

(ক)  ইংরেজি     (খ)  স্প্যানিস        (গ) গ্রিক         (ঘ) ল্যাটিন

উত্তর: ঘ

১০। ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানি ?

(ক) সুইডেন      (খ)  পাকিস্তান        (গ)   জার্মানি       (ঘ) কানাডা

উত্তর: ক

১১। জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কী ?

(ক)   Sopsychus saular is    (খ) Nymphaea nouchali         

(গ) Panthera tigr is             (ঘ) Corchorus capsular is

উত্তর: গ

১২। Hibiscus rosa-sinensis কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ?

 (ক)  গোলাপ     (খ) কাঁঠাল         (গ) জবা          (ঘ) আম

উত্তর: গনিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার ?

(ক)  ২     (খ)  ৩        (গ)  ৪        (ঘ) ৫

উত্তর: ক

১৩। ছত্রাকের কোষ প্রচীর কী দিয়ে তৈরি ?

(ক) পেকটিন      (খ)  লিপিড        (গ) কাইটিন         (ঘ) পালিস্যাকারাইড

উত্তর: গ

১৪। কোষঝিল্লির ভাঁজকে কী বলে ?

(ক)   হাইলাস    (খ)  মাইক্রোভিলাই        (গ)  ক্রিস্টি        (ঘ) ম্যাট্রিক্স

উত্তর: খ

নিচের  উদ্দীপক থেকে ১৫ নং ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও। ১৫। সব ধরণের জীবকোষে পাওয়া যায় ?

(ক) C ও F     (খ) D ও  F      (গ) A  ও   B    (ঘ) C ও D

উত্তর: ক

১৬। প্রাণিকোষের জন্য প্রযোজ্য কোনটি ?

(ক)   A  ও   B      (খ)   C ও D       (গ) E ও  F         (ঘ) D ও  F

উত্তর: গ

১৭। কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া সংগঠিত হয় ?

[ চ. বো. ‘২২]  

(ক)কোষ গহ্বর  (খ)গলিজি বস্তু  (গ)রাইবোজোম  (ঘ)মাইটোকন্ড্রিয়া 

উত্তর : ঘ

১৮। মাইটোকন্ড্রিয়ার কাজ কী ?

[ ঢা. বো. ‘২২]  

(ক)কোষকে রক্ষা  (খ)শক্তি উৎপাদন  (গ)বংশ বৃদ্ধি (ঘ) খ্যাদ্য তৈরি

উত্তর :  খ

১৯। মাইটোকন্ড্রিয়ার অংশ -

i. ক্রিস্টি 

ii. গ্রানা

iii. ঝিল্লি 

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: গ

২০। ক্যারোটিনয়েড নামক রঞ্জক বেশি থাকে কোনটিতে ?

(ক) মুলা  (খ) গাজর  (গ) পিঁয়াজ  (ঘ) পেঁপে 

উত্তর :  খ

২১। জ্যান্থোফিল থাকলে উদ্ভিদ কী বর্ণ ধারণ করে ?

[ ঢা. বো. ‘২২]  

(ক) লাল  (খ) নীল  (গ) হলুদ  (ঘ) কমলা 

উত্তর : গ 

২২। উদ্ভিদ ও প্রণীকোষের পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু কোনটি ?

[ দি. বো. ‘২২]  

(ক) মাইটোকন্ড্রিয়ার  (খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম  (গ) প্লাস্টিড  (ঘ) রাইবোজোম 

উত্তর : গ

২৩। লাইসোজোমের কাজ কোনটি ?

[ঢা. বো.২১]

(ক) আমিষ সংশ্লেষন  (খ) খাদ্য সঞ্চয়  (গ) প্রবাহ পমের নির্দেশনা  (ঘ) জীবাণু ধ্বংস

উত্তর :  ঘ

২৪। কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটি ?

[ঢা. বো.২১]

(ক) কোষ গহ্বর  (খ) নিউক্লিয়াস  (গ) লাইসোজম  (ঘ) সেন্ট্রোসোম

উত্তর : গ

২৫। ক্লোরোপ্লাস্ট থাকে -

 [দি. বো.২১]

i. প্যারেনকাইমা কোষে

ii. কোলেনকাইমা কোষে

iii. স্ক্লেরেনকােইমা কোষে 

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-  জীবন পাঠ 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url