এইচএস সি ICT ৫ম অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট

এইচএস সি ICT ৫ম অধ্যায় প্রোগ্রামিং ভাষা


পেজ সূচীপত্র:


কিভাবে প্রশ্ন করা হয়/কিভাবে প্রশ্ন আসে

বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কর
অথবা,
Algorithm and flowchart for finding area of ​​circle and C program
অথবা,
বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম কর
অথবা,
বৃত্তের ক্ষেত্রফল ফ্লোচার্ট  নির্ণয়  কর,
অথবা,
বৃত্তের ক্ষেত্রফল লিথ ও প্রমাণ কর
অথবা,
ফ্লোচার্ট কর বৃত্তের ক্ষেত্রফল
অথবা,
অ্যালগরিদম কর বৃত্তের ক্ষেত্রফল
অথবা,
C program,Flowchart,flowchart 
অথবা,
বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট 

বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম                                 

#include<stdio.h>                                 

main()                                             

{                                                 

   float pi , area , r ;                           

   printf(“Enter the radius of the circle:r ");

   scanf("%f",&r);

    pi=3.1416;

    area=pi*r*r;

    printf("Area of circle=%f ",area);                                      

}  


বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট



ফ্লোচার্ট




অ্যালগোরিদম

ধাপ-১: প্রোগ্রাম শুরু করি।                   

ধাপ-২: ইনপুট হিসেবে radius এর মান গ্রহণ করি।     

ধাপ-৩: area=pi*r*r ব্যবহার করে area এর মান  নির্ণয় করি।

ধাপ-৪: area এর মান ছাপাই।                              

ধাপ-৫: প্রোগ্রাম শেষ করি।     


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url