আমাদের সম্পদ

 অধ্যায় ৮: আমাদের সম্পদ

 আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 

আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


বিজ্ঞান সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ৮: আমাদের সম্পদ

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. কাদা মাটির কণাগুলোর মধ্যকার রন্ধ্র হয়— খুব ছোট ও সরু। 
  • ২. হিউমাস জৈব পদার্থ থাকে— হরাইজোন A স্তরে।
  • ৩. জমির ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধ করা যায়- কপার সালফেট লবণ প্রয়োগে।
  • ৪. ফসল উৎপাদনে খুবই উপযোগী— দো-আঁশ মাটি।
  • ৫. মাটিতে জৈব পদার্থ— ৫% ।
  • ৬. পলি মাটিতে থাকে— কোয়ার্টজ ।
  • ৭. মাটিতে পানির শতকরা পরিমাণ— ২৫%।
  • ৮. কণা সবচেয়ে বড় হয়- বালুমাটির।
  • ৯. আলু ও গমের সর্বোচ্চ উৎপাদন হয় মাটির pH ৫-৬ হলে।
  • ১০. মাটির সবচেয়ে উপরের স্তর- টপসয়েল।
  • ১১. মাটিতে মৃত্তিকা রন্দ্রে থাকে— পানি ।
  • ১২. ক্ষারীয় প্রকৃতির- খড়িমাটি ।
  • ১৩. সবচেয়ে কঠিন খনিজ পদার্থ- হীরা।
  • ১৪. মাটির উর্বরতা নষ্ট করে— অতিরিক্ত পলি ও মাটি খনন।
  • ১৫. CNG এর মূল উপাদান- মিথেন।
  • ১৬. আলকাতরা, গ্রিজ, মোম তৈরিতে ব্যবহৃত হয়- পেট্রোলিয়াম । 
  • ১৭. সাধারণ অবস্থায় পেট্রোলিয়াম- তরল ।
  • ১৮. ইউরিয়া সারে প্রাকৃতিক গ্যাস থাকে— ২১ ভাগ ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. মাটি কাকে বলে? 

উত্তর: ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থিত নানারকম জৈব ও অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণকে মাটি বলে।

 প্রশ্ন-২. হিউমাস কাকে বলে?

উত্তর: হিউমাস হলো মাটিতে বিদ্যমান জৈব পদার্থ যা অ্যামিনো এসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন ও অন্যান্য অ্যারোমেটিক যৌগের সমন্বয়ে গঠিত। 

প্রশ্ন-৩. মাটির বায়বায়ন কাকে বলে?

উত্তর: যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে পৌঁছে এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে অবমুক্ত হয় সে প্রক্রিয়াকে মাটির বায়বায়ন বলে।

প্রশ্ন-৪. ট্যালক কী?

উত্তর: ট্যালক হচ্ছে কঠিনতার ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে নরম খনিজ যা ট্যালকম পাউডার তৈরিতে ব্যবহৃত হয়।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. হিউমাস কিভাবে তৈরি হয়? ব্যাখ্যা করো। 

উত্তর: মাটিতে বিদ্যমান জৈব পদার্থ হিউমাস নামে পরিচিত। হিউমাস হলো অ্যামিনো এসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন ও অন্যান্য অ্যারোমেটিক যৌগের সমন্বয়ে গঠিত একটি বিশেষ জটিল পদার্থ।এটি মৃত গাছপালা ও প্রাণীর দেহাবশেষ হতে তৈরি হয়।

প্রশ্ন-২. উদ্ভিদের জন্য মাটির বায়বায়ন গুরুত্বপূর্ণ কেন?

উত্তর: মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলের গ্যাসের বিনিময় হলো মাটির বায়বায়ন। উদ্ভিদের জন্য মাটির বায়বায়ন গুরুত্বপূর্ণ। কারণ, মাটিতে থাকা গ্যাসে যে অক্সিজেন থাকে তা অদ্রবণীয় অনেক খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় পদার্থে পরিণত করে, যা মাটিতে থাকা পানিতে দ্রবীভূত হয়ে পরে উদ্ভিদে স্থানান্তরিত হয়।

প্রশ্ন-৩.মাটির pH জানা থাকা জরুরি কেন?

উত্তর: pH দ্বারা কোনো দ্রবণের এসিড বা ক্ষারের মাত্রা নির্ণয় করা যায়। মাটির স্বাভাবিক pH হলো ৪-৮। সব pH এর মাটিতে সব ফসল ভালো হয় না। যেসব ফসল অম্লীয় মাটিতে জন্মে সেগুলো ক্ষার মাটি সহ্য করতে পারে না। আবার ক্ষারীয় মাটিতে জন্মানো ফসল অম্লতা সহ্য করতে পারে না। তাই ফসল সঠিকভাবে উৎপাদনের জন্য মাটির pH মান জানা জরুরি।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.কোন মাটির কণাগুলোর মধ্যকার রন্ধ্র খুব ছোট ও সরু হয়?

ক)  বেলে মাটি

খ) কাদা মাটি

গ)  পলি মাটি

ঘ) দোঁআশ মাটি

উ:খ

২.জমির ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধে কোন লবণটি প্রয়োগ করা হয়?

ক) কপার সালফেট

খ) পটাসিয়াম নাইট্রেট

গ) অ্যামোনিয়াম ফসফেট

ঘ) অ্যামোনিয়াম নাইট্রেট

উ:ক

৩.মাটিতে জৈব পদার্থের পরিমাণ কত? 

ক) ১৫% 

খ) 20%

গ) 8¢%

ঘ) ৫%

উ:ঘ

৪.কোন মাটিতে কোয়ার্টজ থাকে?

ক)  বালু মাটি

খ)  পলি মাটি

গ) কাদা মাটি

ঘ)  দো-আঁশ মাটি

উ:খ

৫.বেশিরভাগ ফসলের জন্য মাটির উত্তম pH কত?

ক)  দো-আঁশ মাটি

খ)  পলি মাটি

গ) কাদা মাটি

ঘ) কাদা মাটি

উ:খ

৬.মাটির pH কত হলে আলু এবং গমের সর্বোচ্চ উৎপাদন হয়?

ক) ৬-৭

খ) ২-৮

গ) ৫-৬

ঘ) ৫-৮

উ:গ

৭.মাটির সবচেয়ে উপরের স্তরের নাম--

ক) উপসয়েল 

খ) সাবসয়েল

গ) টপসয়েল

ঘ) মেইন সয়ে

উ:গ

৮.মাটিতে পানি কোথায় থাকে?

ক) মাটির কণায়

খ) অজৈব পদাে

গ) মৃত্তিকা রন্দ্রে

ঘ) জৈব পদার্থে

উ:গ

৯.মাটির কোন হরাইজোনে খনিজ পদার্থ বেশি থাকে?

ক)  A হরাইজোন

খ)  C রাইজোন

গ) B হরাইজোন

ঘ) D হরাইজোন

উ:গ

১০. খড়িমাটি প্রকৃতির সবচেয়ে কঠিন খনি কোনটি? 

ক) এসিডিক

খ)  ট্যালক

গ) কয়লা

ঘ) ক্ষারীয়

উ:ঘ

১২. বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

ক)  মাইকা

খ)  জিপসাম

গ) চুনাপাথর

ঘ) জিপসাম

উ:ক

১৩. কোনটি কার্বনের রূপভেদ?

ক) কোয়াটা 

খ) পাইরাইটস

গ) ডায়মন্ড 

ঘ) ম্যাগনেটাইট

উ:গ

১৪. কয়লার মূল উপাদান কোনটি? 

ক) কার্বন

খ)  অক্সিজেন

গ) সালফার

ঘ) নাইট্রোজেন

উ:ক

১৫. সবচেয়ে পুরনো ও শক্ত কয়লাতে শতকরা কত?

ক)  ৮৫ ভাগ 

খ) ৯৫ ভাগ

গ) ৫০ ভাগ

ঘ)  ৭৫ ভাগ

উ:ক

১৬. কোনটি তৈরিতে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়? 

ক) মাল্টিক

খ) আলকাতরা

গ) টায়ার

ঘ) ইউরিয়া সার

উ:খ

১৭. ইউরিয়া সারে শতকরা কতভাগ প্রাকৃতিক গ্যাস থাকে?

ক) ২০

খ) ২১

গ) ৪৬

ঘ) ৪৬

উ:খ

১৮ .বাংলাদেশে যানবাহনে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস কবে থেকে ব্যবহার হয়? 

ক)  ২০০৩

খ)  ২০০৫

গ) ২০০৪

ঘ) ২০০৬

উ:ক

১৯. অ্যানথ্রাসাইট কয়লার ক্ষেত্রে প্রযোজ্য হলো- 

i. সবচেয়ে পুরানো ও শক্ত কয়লা 

ii. শতকরা প্রায় ৯৫% কার্বন থাকে 

iii. প্রায় ৩০০ মিলিয়ন বছরের পুরানো

 নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

২০. আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় — 

i. বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১১% 

ii. ইউরিয়া সার উৎপাদন ২১% 

iii. বিদ্যুৎ উৎপাদনে ৫১%

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

২১. কয়লা হলো--

i. এক ধরনের পাললিক শিলা

ii. আগ্নেয় শিলা

iii. জীবাশ্ম জ্বালানি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

২২. কাচ, ঘড়ি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? 

ক)  কোয়ার্টজ

খ) মাইকা

গ) সিলভার

ঘ) জিসাম

উ:ক

২৩. কোয়ার্টজ যে সকল কাজে ব্যবহৃত হয়— 

i. কাঁচ তৈরিতে

ii. রেডিও তৈরিতে

iii. ধাতব মুদ্রা তৈরিতে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মামুনের মৎস্য খামারে অত্যাধিক বৃষ্টিপাতের কারণে প্রচুর রেগুপোনা নষ্ট হয়ে গেল। 

২৪. বৃষ্টির পানিতে যে সকল উপাদান থাকার কারণে এ ঘটনা ঘটেছে তা হলো- 

i. SO2 

ii. NO2

iii. MgO

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

সৃজনশীল প্রশ্ন

 ১. বন্যার ফলে ফসলি জমিতে অদ্রবণীয় পদার্থসহ এক ধরনের মাটি তলানি আকারে জমা হয়। ফসল উৎপাদনে এর প্রভাব রয়েছে । একটি প্রাকৃতিক সম্পদ যা বিভিন্ন কারণে ক্ষয় হচ্ছে।
ক.বায়বায়ন কাকে বলে?
খ.মাটিতে পানি থাকা উদ্ভিদের জন্য জরুরি কেন? 
গ.উদ্দীপকে জমা হওয়া মাটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 
ঘ.উদ্দীপকে প্রাকৃতিক সম্পদটির ক্ষয়রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়? বিশ্লেষণ করো।
২. তুহিনদের বাড়ি কুষ্টিয়া জেলার হরিপুর গ্রামে। এক সময় এই- গ্রামের জমি যেমন উর্বর ছিল, তেমনি প্রচুর গাছপালাও ছিল। এখন এ গ্রামে গাছপালা কেটে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। ফলে ফসলি জমির পরিমাণ যেমন কমছে; তেমনি জমির উর্বরতা শক্তিও হ্রাস পাচ্ছে। এতে করে পরিবেশের ক্ষতি হচ্ছে। 
ক. Top soil কী?.
খ. মাটির pH অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?
গ. হরিপুর গ্রামের জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিবেশের ক্ষতি নিরসনে তোমার সুপারিশগুলো যুক্তিসহকারে উপস্থাপন করো।
৫. প্রাকৃতিক গ্যাসের সংযোগ পাওয়া গ্রাহকদের মাস শেষে নির্ধারিত বিল পরিশোধ করতে হয়। গ্যাস ব্যবহার কম-বেশি হলেও বিল সমপরিমাণই দিতে হয়। সম্ভবত এ কারণে অধিকাংশ গ্রাহকরা কাজে- অকাজে সারাক্ষণই গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন।
ক. MRI এর পূর্ণরূপ লেখো।
খ. অ্যানোড ও ক্যাথোড বলতে কী বোঝা?
গ. উদ্দীপকে উল্লিখিত খনিজ সম্পদটির ব্যবহারের সীমাবদ্ধতা উল্লেখ করো।
ঘ. উল্লিখিত খনিজ সম্পদের সঙ্গে পেট্রোলিয়ামের তুলনামূলক ব্যবহার চিত্রসহ উপস্থাপন করো ।
৬. বিজনদের বাড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনার শিল্প অঞ্চলে। এলাকাটি ডোবা এবং আর্দ্র। তাদের এলাকার জমিতে ভালো ফসল হয় না। বিজন এই বিষয় নিয়ে জেলা কৃষি কর্মকর্তার কাছে সমাধানের পরামর্শ চাইলো। 
কৃষি কর্মকর্তার পরামর্শে পরবর্তীকালে তাদের এলাকার সমস্যার সমাধান ঘটে।
ক. 'দিগবলয়' কাকে বলে?
খ. প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত বিজনদের জমির সমস্যার কারণ বর্ণনা করো।
 ঘ. কৃষি কর্মকর্তার পরামর্শে পরবর্তীকালে বিস্তানদের এলাকার কৃষকদের ফসলের কোনো পরিবর্তন ঘটলো কি? বিশ্লেষণ করো।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url