দুর্যোগের সাথে বসবাস

 অধ্যায় ৯: দুর্যোগের সাথে বসবাস

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



বিজ্ঞান সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ৯: দুর্যোগের সাথে বসবাস

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.কৃষি প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অন্যতম সমস্যা— খরা।
  • ২.সামুদ্রিক প্রবালের উপযোগী তাপমাত্রা – ২২০-২৮° ।
  • ৩.নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা দেওয়াকে বলে— নদী প্রশিক্ষণ ।
  • ৪.নানা রকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম হলো- জনসংখ্যা বৃদ্ধি। 
  • ৫.জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ— উষ্ণতা বৃদ্ধি।
  • ৬.জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত সংস্থা- IPCC 
  • ৭.ভৌগোলিক অবস্থানের কারণে বন্যাপ্রবণ দেশ- বাংলাদেশ। 
  • ৮.বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস অনুপস্থিত ছিল- ২৬০ কোটি বছর আগে।
  • ৯.বায়ুমণ্ডলে তাপমাত্রার বৃদ্ধির কারণ- গ্রিন হাউস গ্যাস।
  • ১০. গ্রিন হাউস গ্যাসের উৎস- রেফ্রিজারেটর।
  • ১১. বাতাসে ঝড়ের বেগ কমাতে ব্যবহৃত হয়— AgI ।
  • ১২. বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন আঘাত হানে ১৯৯১ সালে। 
  • ১৩. ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম- রিখটার স্কেল । 
  • ১৪... শুধুমাত্র সাগরে সংগঠিত হয়- সুনামি।
  • ১৫. বাংলাদেশে ১৯৭৪ সালে বন্যার কারণে— দুর্ভিক্ষ হয়।
  •  ১৬. নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রার কারণে সৃষ্টি হয়— সাইক্লোন। 
  • ১৭. টর্নেডো ও সমুদ্রের তলদেশের প্লেট দুমড়ে যায়— সুনামির কারণে।
  •  ১৮. গভীর সমুদ্রে সৃষ্টি হয়— সাইক্লোন।
  • ১৯. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী - CO2, SO2 ও NO2 গ্যাসগুলো।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. IPCC এর পূর্ণরূপ কী?

উত্তর: IPCC-এর পূর্ণরূপ হলো— Intergovernmental Panel On Climate Change.

প্রশ্ন-২. কার্বন দূষণ কাকে বলে?

উত্তর:কার্বন দূষণ বলতে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই- অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে বোঝায় ।

 প্রশ্ন-৩. বৈশ্বিক উষ্ণতার কারণ কী?

উত্তর: বৈশ্বিক উষ্ণতার মূল কারণ হলো কার্বন ডাইঅক্সাইড, ওজোন মিথেন, নাইট্রাস, গ্যাস ও জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া । - 

প্রশ্ন-৪. সাইক্লোন কাকে বলে?

উত্তর: নিম্নচাপজনিত কারণে যখন প্রচণ্ড গতিবেগে ঘূর্ণনের আকারে বাতাস বয় তখন তাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে । - 

প্রশ্ন-৫. ভূমিকম্প কাকে বলে?

উত্তর:ভূ-অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন ভূত্বকে আকস্মিক যে আন্দোলন সৃষ্টি করে তাই ভূমিকম্প ।

প্রশ্ন-৬. বজ্রঝড় কী? 

উত্তর: বজ্রঝড় বা টর্নেডো হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ, যা হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড ধ্বংসযজ্ঞ সাধন করে।

প্রশ্ন-৭.খরা কাকে বলে? 

উত্তর: যখন মাটিতে পানির পরিমাণ কমতে কমতে মাটি পানিশূন্য হয়ে যায় এবং এর ফলে এতে গাছপালা ও শস্য জন্মাতে পারে না তখন সেই অবস্থাই হলো খরা ।

প্রশ্ন-৮.টেকটনিক প্লেট কী? 

উত্তর: আমাদের ভূগর্ভ কতগুলো ভাগে বিভক্ত, যাদেরকে বলা হয় টেকটনিক প্লেট।

প্রশ্ন-৯. সুনামি কী? 

উত্তর: যে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সমুদ্র তলদেশের প্রচণ্ড ভূমিকম্পনের ফলে সৃষ্ট সমুদ্রের লক্ষ লক্ষ টন পানির বিশাল ঢেউ তীর ভূমির কাছে এসে আরও দীর্ঘ ও শক্তিশালী হয়ে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের রূপ নেয় তাই হলো সুনামি ।

প্রশ্ন-১০. দুর্যোগ কী?

উত্তর: দুর্যোগ হচ্ছে এরূপ একটি ঘটনা, যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে ।

 প্রশ্ন-১১. এসিড বৃষ্টি কী?

উত্তর: বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ এসিড বিদ্যমান থাকলে তাকে বলা হয় এসিড বৃষ্টি ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. বৈশ্বিক উষ্ণতা বিপজ্জনক কেন? 

উত্তর: বৈশ্বিক উষ্ণতার মূল কারণ অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ না কমালে, বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেক বেড়ে যাবে। এতে পৃথিবীর দুই প্রান্তের মেরুর বরফ গলে যাবে এবং সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে। ফলে বহু দেশ এবং দ্বীপ সমুদ্রের পানিতে তলিয়ে যাবে। সমুদ্রের লবণাক্ত পানি মূল ভূ-খণ্ডের ভেতর ঢুকে খাবার ও ব্যবহার করা পানিকে লবণাক্ত করবে। এ কারণেই বৈশ্বিক উষ্ণতা বিপদজনক।

প্রশ্ন-২. গ্রিন হাউস গ্যাস বলতে কী বোঝায়?

উত্তর: যেসব গ্যাস সূর্যের তাপ পৃথিবীতে আসতে বাধা দেয় না কিন্তু উত্তপ্ত পৃথিবী থেকে তাপকে চলে যেতে বাধা দেয় তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে। যেমন— কার্বন ডাইাক্সাইড, মিথেন, সিএফসি, জলীয় বাষ্প ইত্যাদি। বায়ুমণ্ডলে এ সকল গ্যাস পরিমাণে বেশি থাকলে ভূ-পৃষ্ঠ ও বায়ুমণ্ডল তাপ হারিয়ে শীতল হতে পারে না। ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পায়।

প্রশ্ন-৩.ভূমিকম্প কেন হয়?

উত্তর: আমাদের ভূগর্ভ কতকগুলো ভাগে বিভক্ত, যাদেরকে টেকটনিক প্লেট বলা হয়। এই টেকটনিক প্লেট স্থিতিশীল থাকে না। টেকটনিক প্লেট স্থান পরিবর্তনের সময় একে অপরের সাথে সজোরে আঘাত লাগে। আর সেই আঘাতের ফলেই ভূমিকম্প সৃষ্টি হয় ।

প্রশ্ন-৪.খরা সৃষ্টি হয় কেন?

 উত্তর: দীর্ঘকালীন শুষ্ক আবহাওয়া ও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়ার কারণে খরা সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে বাষ্পীভবন ও প্রস্বেদনের পরিমাণ বৃষ্টিপাতের চেয়ে বেশি হলে এমনটি ঘটে থাকে। দিন দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিকল্পিত উন্নয়ন, বৃক্ষনিধন এবং গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডল ধীরে ধীরে রুক্ষ ও শুষ্ক হয়ে উঠেছে। ফলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, যা খরা সৃষ্টির মূল কারণ হিসেবে বিবেচিত হয়। 

প্রশ্ন-৫. এসিড বৃষ্টি বলতে কী বোঝায়? 

উত্তর: এসিড বৃষ্টি হলো এক ধরনের বৃষ্টিপাত যাতে বেশি পরিমাণ এসিড থাকে। এ বৃষ্টিতে সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিড বেশি এবং হাইড্রোক্লোরিক এসিড অল্প পরিমাণে থাকে। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণেএসিড বৃষ্টি হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত, গাছপালার পচন ইত্যাদি প্রক্রিয়ায় নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়, যা বাতাসের অক্সিজেন ও বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিড তৈরি করে। 

প্রশ্ন-৬. টর্নেডো বলতে কী বোঝায়? 

উত্তর: টর্নেডো হলো সাইক্লোনের মতো প্রচণ্ড বেগে বাতাস ঘূর্ণির আকারে প্রবাহিত হওয়ার ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগটি যেকোনো স্থানেই সৃষ্টি ও আঘাত হানতে পারে। এ অবস্থায় নিচের দিকে সৃষ্টি হওয়া শূন্যস্থান পূরণের জন্য শীতল বাতাস প্রচণ্ড বেগে ঐ শূন্যস্থানে ধাবিত হয়। এটি অল্প সময়ে সৃষ্টি হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি সৃষ্টি করতে সক্ষম ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.কোন দুর্যোগটি কৃষকের জন্য কিছুটা উপকারী?

ক) নদীভাঙন

খ) খরা

গ) বন্যা

ঘ) লবণাক্ততা,

উ:গ

২. সামুদ্রিক প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী তাপমাত্রা কত?

ক)  ১৫°C -২১°C

খ) ২৯°C-৩৪°C

গ) ২২°C-২৮°C

ঘ) ৩১°C-৩৬°C

উ:গ

৩. জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে— 

ক) ২৮% 

খ) ৩০%

গ) ৩২%

ঘ) ৩৪%

উ:খ

৪.২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে—

ক)  ১.৫°C -২.১°C

খ) ২.৯°C-৩.৪°C

গ) ২.২°C-২.৮°C

ঘ) ১.১-৬.৪০°C

উ:ঘ

৫.নানা রকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম কোনটি? 

ক) আবাদি জমি নষ্ট

খ)  বনভূমি উজাড়

গ)  জনসংখ্যা বৃদ্ধি

ঘ) খাদ্যাভাব

উ:গ

৬.কোনটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রাকৃতিক কারণ?

ক) দাবানল

খ) শিল্প-কারখানা

গ) যানবাহন

ঘ) জনসংখ্যা বৃদ্ধি

উ:ক

৭.বাংলাদেশে কবে বন্যার কারণে দুর্ভিক্ষ হয়? 

ক)  ১৯৭৪

খ) ১৯৮৪

গ) ১৯৯৪

ঘ) ১৯৯৫

উ:ক

৮.বাংলাদেশের কতটি নদী ভারত, নেপাল ও ভুটানে উৎপত্তি লাভ করেছে?

ক) ৪০টি 

খ) ৪৮টি 

গ) ৫৮টি

ঘ) ৬৫টি

উ:গ

৯.বাংলাদেশে এল-নিনোর প্রভাবে কী ঘটছে? 

ক) অধিক বৃষ্টি হচ্ছে

খ)  শীত বেশি হচ্ছে

গ) খরাপ্রবণ হচ্ছে

ঘ) ভূমিকম্প হচ্ছে

উ:গ

১০. আমেরিকাতে সাইক্লোনের অপর নাম কী?

ক)  হারিকেন

খ) টর্নেডো 

গ)  ঘূর্ণিঝড় 

ঘ)  সুনামি

উ:ক

১১. সাইক্লোন সৃষ্টির কারণ কোনটি?

ক) উচ্চচাপ

খ) নিম্ন চাপ

গ) শীতলতা

ঘ) বায়ুপ্রবাহ

উ:খ

১২. সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয়? 

ক) ২৩

খ) ২৭

গ) ৩২

ঘ) ৩৫

উ:খ

১৩. কোন রাসায়নিক দ্রব্য বাতাসে ছড়িয়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায়? 

ক) সিলভার আয়োডাইভ

গ) সিলভার ফ্লোরাইড

খ) সিলভার ক্লোরাইড

খ) সিলভার ব্রোমাইড

১৪. টর্নেডো আমাদের দেশে কী নামে পরিচিত?

ক) টাইফুন

খ) কালবৈশাখী

গ) বজ্রপাত

ঘ)  সাইক্লোন

উ:ঘ

১৫. কোন প্রাকৃতিক দুর্যোগটি হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড ধ্বংসযজ্ঞ করে ফেলতে পারে?

ক) কালবৈশাখী 

খ)জলোচ্ছ্বাস

গ) বজ্রঝড়

ঘ) দাবানল

উ:ক

১৬. টর্নেডো শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক) গ্রিক

খ)  জাপানি

গ) স্প্যানিশ

ঘ) বাংলা

উ:গ

১৭. সুনামি অর্থ কী? 

ক) সমুদ্রের জলোচ্ছ্বাস

খ) সমুদ্রের ঢেউ

গ)  বন্দরের ঢেউ

ঘ) সমুদ্রের গর্জন

উ:গ

১৮. কোন দুর্যোগটি শুধুমাত্র সাগরে সংঘটিত হয়?

ক) ভূমিকম্প

খ) কালবৈশাখী

গ) বন্যা

ঘ) সুনামি

উ:ঘ

১৯. সমুদ্র তলদেশে ভূমিকম্প, নভোজাগতিক ঘটনা নিচের কোনটি সৃষ্টি করে?

ক) বন্যা

খ) সুনামি

গ) ঘূর্ণিঝড়

ঘ) এসিড বৃষ্টি

উ:খ

২০. এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি?

ক) P2O

খ) CO2

গ) SO2

ঘ) 02

উ:গ

২১. কোনটি এসিড বৃষ্টির মনুষ্য সৃষ্ট কারণ? 

ক) গাছপালার পচন

খ) দাবানল

গ) যানবাহনের ধোঁয়া

ঘ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

উ:গ

২২.ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে? 

ক) পদ্মা

খ) মেঘনা 

গ)  ব্ৰহ্মপুত্ৰ

ঘ) যমুনা

উ:গ

২৩. ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? 

ক) চীন

খ)  মালদ্বীপ

গ) জাপান

ঘ) রাশিয়া

উ:গ

২৪. জলবায়ু পরিবর্তনের কারণ- 

i. খরা

ii. দাবানল

iii. নগরায়ণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

২৫. ম্যানগ্রোভ বন-

i. জীববৈচিত্র্যে পরিপূর্ণ

ii. জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখে

iii. সাইক্লোন প্রতিরোধে রক্ষাকবচ হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

২৬. গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে --

i. বায়ুর তাপমাত্রা বেড়ে যাবে

ii. জলবায়ুজনিত পরিবর্তন হবে

iii. বায়ুতে CO2 এর পরিমাণ কমে যাবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

২৭. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী গ্যাসসমূহ হচ্ছে –

i, CO

ii. SO2

iii. NO2

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

২৮. এসিড বৃষ্টিতে বেশি পরিমাণে থাকে— 

i. সালফিউরিক এসিড

ii. নাইট্রিক এসিড

iii. হাইড্রোক্লোরিক এসিড

নিচের কোনটি সঠিক? 

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

২৯. প্রকৃতি সংরক্ষণশীলতার কৌশল হলো— 

i.টেক্সট ম্যাসেজ পাঠিয়ে চিঠির কাজ করা

ii. অব্যবহৃত প্লাস্টিক সামগ্রী মাটিতে পুতে ফেলা

iii. ৫টি শার্টের পরিবর্তে ২টি শার্ট ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

সৃজনশীল প্রশ্ন

১.নেপাল একটি দুর্যোগে প্রায়ই চেয়ার, টেবিল, ভবন ইত্যাদি কম্পিত হয়। অন্যদিকে আমাদের উপকূলীয় অঞ্চল প্রায়ই সিরাং এর পুযোগের কবলে পড়ে। 
ক.ঘূর্ণিঝড় কাকে বলে?
খ. শিল্পোন্নত দেশে এসিড বৃষ্টি বেশি হয় কেন?
গ. নেপালে সংঘটিত দুর্যোগটির কারণ ব্যাখ্যা করো।
ঘ. নেপাল ও বাংলাদেশে সংঘটিত দুর্যোগ দুটির সংঘটন পরবর্তী করণীয় তুলনামূলক বিশ্লেষণ করো।
২. আরিনদের নদীর পাড়ে অনেক ফসলী জমি ছিল যা থেকে তারা প্রচুর ফসল পেত। কিন্তু বর্তমানে সে জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা শহরে চলে আসে। পরবর্তীতে শহরের একটি স্কুলে ভর্তি হয়। 
স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসে স্যার একটি ভিডিও দেখালেন যেখানে প্রচণ্ড রেগে বাতাস সাপের কুণ্ডলীর মতো ঘুরপাক খেতে খেতে সমুদ্র উপকূলে আছড়ে পড়ছে। অন্য একটি ভিডিওতে সমুদ্রের তলদেশের প্লেট 
একটির সাথে আর একটির সংঘর্ষের ফলে সমুদ্রের ঢেউ অনেক উঁচু হয়ে প্রচণ্ড রোগে উপকূলে আঘাত হানে।
ক. এসিড বৃষ্টি কাকে বলে?
খ. বনভূমি উজাড় হওয়ার মূল কারণ জনসংখ্যা বৃদ্ধি- ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকে জারিনের পর্যবেক্ষণকৃত প্রথম ভিডিওতে সংঘটিত দুর্যোগটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় ভিডিওতে সংঘটিত দুর্যোগের পরিণতি বিশ্লেষণ করো। 
৩.. আমাদের দেশে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। ১৯৮৯ সালে মানিকগঞ্জের সাটুরিয়াতে একটি দুর্যোগ সংঘটিত হয়েছিল।  এই সূর্যোগের ক্ষতিকর দিক হচ্ছে হঠাৎ
 করে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড পাসাজ করে ফেলতে পারে। আমাদের দেশে আরেকটি দুর্যোগ সৃষ্টি হয়। গভীর সমুদ্রে। এটি দৃষ্টিতে ভূমিকা পালন করে নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা।
ক. কার্বন দূষণ কী?
খ. এসিড বৃষ্টি কীভাবে তৈরি হয়? ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকের দ্বিতীয় দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 
ঘ. প্রথম ও দ্বিতীয় দুর্যোগের মধ্যে ভিন্নতা বিশ্লেষণ করো।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url