অর্থের সময়মূল্য

 অধ্যায় ৪: অর্থের সময়মূল্য

 অধ্যায় ৪: অর্থের সময়মূল্য সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



ফিনান্স এবং ব্যাংকিংসাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ৪: অর্থের সময়মূল্য

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়— অর্থের সময়মূল্য । 
  • ২. অর্থের সময়মূল্যের মূল কারণ— সুদের হার।
  • ৩. অর্থের সময়মূল্যের সাথে জড়িত সুদের হার, বাট্টাকরণ প্রক্রিয়া ও সময়ের পরিবর্তন।
  • ৪. প্রতিটি বিনিয়োগেরই রয়েছে— সুযোগ ব্যয়।
  • ৫. সুযোগ ব্যয়কে অর্থায়নে বলা হয়— বিনিয়োগ সিদ্ধান্ত।
  • ৬.ভবিষ্যতে পুণরুদ্ধারের সম্ভাবনা নেই এমন ব্যয়কে বলা হয়- সুযোগ ব্যয় । 
  • ৭. বুল-৭২ প্রয়োগ করে নির্ণয় করা যায়- মেয়াদ, সুদের হার।
  • ৮.টাকা দ্বিগুণ হলে ৭২-কে মেয়াদ দিয়ে ভাগ করলে পাওয়া যায়— সুদের হার। 
  • ৯. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করতে হয়- সুদের হার, সুযোগ ব্যয়, ভবিষ্যৎ আন্তঃপ্রবাহ ইত্যাদি ।
  • ১০. অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য অসমান হয় ।
  • ১১. বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা করতে হয়— দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে।
  • ১২. অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম — বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে ।
  • ১৩. ঋণ গ্রহণের আগে বিবেচনা করতে হয় কিস্তি পরিশোধের ক্ষমতা।
  • ১৪. বর্তমান মূল্য থেকে বের করা যায়— ভবিষ্যৎ মূল্য ।
  • ১৫. সুদ-আসল সবচেয়ে বেশি — চক্রবৃদ্ধি পদ্ধতিতে।
  • ১৬. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য প্রয়োজন— বর্তমান মূল্য, সুদের হার, সময় । 
  • ১৭. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করতে হয়— সুদের হার, সুযোগ ব্যয়, ভবিষ্যৎ আন্তঃপ্রবাহ ইত্যাদি।
  • ১৮. সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে পাওয়া যায়— বর্তমান মূল্য ।
  • ১৯. সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ ই- বাট্টাকরণ।
  • ২০. বাট্টার হার কমলে— বর্তমান মূল্য বেশি হবে। 
  • ২১. সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে '' এর মান- ৫২। 
  • ২২. ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হয়— মাসিক চক্রবৃদ্ধিতে। 
  • ২৩. ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে চক্রবৃদ্ধি হয়- ৪ বার। 
  • ২৪. ষান্মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে 'm'-এর মান 
  • ২৫. বার্ষিক সুদের হার প্রকাশে ব্যবহৃত হয়।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. অর্থের সময়মূল্য কী?

 উত্তর: সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে অর্থের সময়মূল্য বলে।

প্রশ্ন-২: অর্থের সময়মূল্যের মূল কারণ কী?

উত্তর: অর্থের সময়মূল্যের মূল কারণ সুদের হার ।

 প্রশ্ন-৩. সুযোগ ব্যয় কী?

উত্তর: কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য কোনো বিনিয়োগযোগ্য প্রকল্পের আয়ের সুযোগ হারানোকে সুযোগ ব্যয় বলে।

প্রশ্ন-৪. 'রুল-৭২' কী?

উত্তর: বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে রুল-৭২ ব্যবহার করা হয়।

 প্রশ্ন-৫. কোন ক্ষেত্রে কেবল আসল টাকার ওপর সুদ গণনা করা হয়?

উত্তর: সরল সুদের ক্ষেত্রে কেবল আসল টাকার ওপর সুদ গণনা করা হয়।

প্রশ্ন-৬.চক্রবৃদ্ধি সুদ  বলে

উত্তর: সুদাসলের ওপর নির্দিষ্ট হারে সুদ ধার্য করা হলে প্রাপ্ত সুদকে চক্রবৃদ্ধি সুদ বলে।

প্রশ্ন-৭. চক্রবৃদ্ধিকরণ কী? 

উত্তর: বিগত বছরের সুদাসলকে বর্তমান বছরের আসল ধরে তার ওপর. বর্তমান বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে চাকরণ বলে। 

প্রশ্ন-৮.বাট্টাকরণ পদ্ধতিতে অর্থের কোন মূল্য নির্ণয় করা হয়?

উত্তর: বাট্টাকরণ পদ্ধতিতে ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয়।

প্রশ্ন-৯. বাট্টা হার কী?

উত্তর: নির্দিষ্ট পরিমাণ ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করতে যে যার দ্বারা ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয় তাকে বাট্টা হার বলে। 

প্রশ্ন-১০.সাপ্তাহিক চক্রবৃদ্ধি সুদে ঋণ প্রদান করে কে? 

উত্তর: সাপ্তাহিক চক্রবৃদ্ধি সুদে ঋণ প্রদান করে গ্রাম্য মহাজন।

প্রশ্ন-১১. প্রকৃত সুদের হার কী?

উত্তর: একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ঐ নির্দিষ্ট মেয়াদে যে সুদ হয় তাই প্রকৃত সুদের হার।

প্রশ্ন-১২. EAR-এর পূর্ণরূপ কী?

উত্তর: EAR-এর পূর্ণরূপ হচ্ছে Effective Annual Rate বা প্রকৃত বার্ষিক সুদের হার।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. অর্থের সময়মূল্যের মূল কারণ ব্যাখ্যা করো।

উত্তর: অর্থের সময়মূল্যের মূল কারণ হলো বিনিয়োজিত অর্থের সুদের হার। সুদের হারের কারণেই মূলত অর্থের ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্যের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। যদি সুদের হার ১০% হয় তাহলে ১ বছর পরের ১০০ টাকার বর্তমান মূল্য হবে ৯০-৯১ টাকা। কিন্তু সুদের হার ২০% হলে ঐ একই ১০০ টাকার বর্তমান মূল্য হবে ৮৩.৩৩ টাকা। সুতরাং, সুদের হারই অর্থের সময়মূল্যের মূল কারণ।

প্রশ্ন-২. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?

উত্তর: কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার ফলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকেই বিনিয়োগের সুযোগ ব্যয় বলে।প্রত্যেকটি প্রকল্পেরই সুযোগ ব্যয় থাকে। কেননা, বিনিয়োগকারীকে একটি প্রকল্পে বিনিয়োগ করতে হলে অপর একটি প্রকল্পকে বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফার সুযোগ ত্যাগ করতে হয়।

প্রশ্ন-৩. '৭২' সম্পর্কে ব্যাখ্যা করো।

 উত্তর: বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে রুল-৭২ ব্যবহার করা হয়। এর মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে কত সময়ে দ্বিগুণ হবে তা জানা যায়। এছাড়া নির্দিষ্ট সময়ে কত সুদের হারে আসল দ্বিগুণ হবে তা জানা যায়। সুদের হার বের করতে ৭২-কে সময় দিয়ে ভাগ করতে হয়। আবার, সময় বের করতে ৭২-কে সুদের হার দিয়ে ভাগ করতে হয়।

প্রশ্ন-৪. অর্থের সময় মূল্য অনুসারে ঋণ গ্রহণের সিদ্ধান্ত ব্যাখ্যা করো।

উত্তর: অর্থের সময়মূল্যের মাধ্যমে ঋণের মেয়াদ, সুদ, কিস্তি বিবেচনা করে সবচেয়ে ফলপ্রদ ঋণ নেওয়া যায়। অর্থের সময়মূল্যের বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্য এবং চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় বর্তমানে বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য জানা যায়। অর্থের সময়মূল্য নির্ণয়ের উপাদান সময় এবং সুদের হারের পরিবর্তনের ফলে সাধারণত অর্থের সময়মূল্য বিভিন্ন সময় বিভিন্ন ফল প্রকাশ করে। ঋঋণ গ্রহণের সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থের সময়মূল বিবেচনা করা হলে অধিক সুদের হারে এবং অপেক্ষাকৃত বেশি সময়ের জন্য ঋণ পরিশোঅেধিক অর্থ ব্যয় করতে হয়। তাই অর্থের সময়মূল্য নির্ণয় করে বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদি কিস্তি বের করে ঋণ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ সহজ ও গ্রহণযোগ্য হয়।

 প্রশ্ন-৫. চক্রবৃদ্ধি সুদ বলতে কী বোঝায়?

উত্তর: সুদ আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। এ পদ্ধতিতে সুদ নির্ণয় করাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে সুদাসলের ওপর সুদ ধার্য করে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ- ১০০ টাকার ওপর ১০% হারে সুদ ধার্য করা হলে ১ বছর পর ভবিষ্যৎ মূল্য হবে ১০০ (১ + ০.১০) = ১১০ টাকা। ২ বছর পর ভবিষ্যৎ মূল্য হবে ১০০ (১ + ০.১০) = ১২১ টাকা।

প্রশ্ন-৬. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর: বিগত বছরের সুদাসলকে বর্তমান বছরের আসল ধরে তার ওপর বর্তমান বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। এ পদ্ধতিতে প্রতি বছর সুদাসলের ওপর সুদ নির্ধারণ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। সুদাসলের ওপর যে সুদ পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়।

প্রশ্ন-৭. বর্তমান মূল্য বলতে কী বোঝায়?

উত্তর: ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। একটি নির্দিষ্ট সময় পর প্রাপ্ত অর্থ আর আজকে প্রাপ্ত একই পরিমাণ অর্থ সমান মূল্য বহন করে না। একই পরিমাণ অর্থ ভবিষ্যতের চাইতে আজ অধিক মূল্যবান। এজন্য ভবিষ্যতে প্রাপ্ত অর্থ বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্যে রূপান্তর করে বিনিয়োগ ও অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রশ্ন-৮. চক্রবৃদ্ধিকরণের বিপরীত প্রক্রিয়া কী? ব্যাখ্যা করো।

উত্তর: চক্রবৃদ্ধিকরণের বিপরীত প্রক্রিয়া হলো বাট্টাকরণ। নির্দিষ্ট পরিমাণ ভবিষ্যৎ মূল্যের অর্থকে নির্দিষ্ট বাট্টা হার দ্বারা ভাগ করলে বর্তমান মূল্য পাওয়া যায়। আর এ প্রক্রিয়ার নামই বাট্টাকরণ। বাট্টাকরণের ফলে অর্থের মূল্য কমে যায়। পক্ষান্তরে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ (Compounding) বলে। এর ফলে অর্থের মূল্য বৃদ্ধি পায় ।

প্রশ্ন-৯. বাট্টাকরণ প্রক্রিয়া কী? ব্যাখ্যা করো।

 উত্তর: যে প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তা হলো বাট্টাকরণ।বর্তমানে পাওয়া আর ভবিষ্যতে পাওয়া একই পরিমাণ অর্থ সমান মূল্য বহন করে না। এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের চাইতে বর্তমান মূল্য বেশি মূল্যবান। এজন্য ভবিষ্যতে যে অর্থ পাওয়া যাবে তা বর্তমান মূল্যে রূপান্তর করে আর্থিক সিদ্ধান্ত নিতে হয়। আর বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.অর্থায়নের সাথে জড়িত বেশির ভাগ সিদ্ধান্তের মূলে কোন ধারণাটি জড়িত? 

ক)  অর্থের সময়মূল

খ) প্রান্তিক মূল্য

গ)  অর্থের আন্তঃপ্রবাহ

ঘ) অর্থের বহিঃপ্রবাহ

উ:ক

২.অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?

ক) অর্থের তারল্য

খ) সুদের হার

গ) মুদ্রানীতি

ঘ) উৎপাদন ব্যয়

উ:খ

৩.প্রতিটি বিনিয়োগের সাথে কোনটি জড়িত থাকে? 

ক) মোট ব্যয়

খ) মুখ্য বায়

গ) মুদ্রানীতি

ঘ)  সুযোগ ব্যয়

উ:ঘ

৪.'বুল-৭২' ব্যবহার করে নিচের কোনটি জানা যায়?

ক) সুযোগ ব্যয়

খ)  অর্থের বর্তমান মূল্য

গ) মেয়াদ

ঘ) অর্থের ভবিষ্যৎ মূল্য

উ:গ

৫. ৰূপক ব্যাংক ৫ লক্ষ টাকা ৯ বছরে দ্বিগুণ হওয়ার প্রস্তাব দিলে সুদের হার কত? 

ক) ৭%

খ) ৮%

গ) ৯%

ঘ) ১০%

উ:খ

৬. কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?

ক) সুদের হার নির্ধারণে

খ) আর্থিক অবস্থা নিরূপণে

গ) বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে

ঘ) ঋঋণের কিস্তি হ্রাসকরণে

উ:গ

৭. ব্যাংক বা যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কোনটি বিবেচনা করতে হয়? 

ক)  সুদের পরিমাণ

খ) কিস্তি পরিশোধ ক্ষমতা

গ) অর্থ বিনিয়োগ ক্ষমতা

ঘ) প্রকল্প নির্বাচন

উ:খ

৮. ক্ষুদ্র ব্যবসায়ী জনাব মতিন মাসিক ১০% সুদে ২,০০০ টাকা ২ বছরের জন্যব্যাংকে জমা রাখেন । ২ বছর পর তিনি কত টাকা পাবেন? 

ক)  ২,৪৮০ টাকা

খ) ২,৪৪০ টাকা

গ)  ২,৪৯০ টাকা

ঘ)  ২,৪৯৫ টাকা

উ:খ

৯.কোন ক্ষেত্রে সুদ-আসল সবচেয়ে বেশি?

ক)  চক্রবৃদ্ধি পদ্ধতিতে

খ) সরল সুদের

গ) বাট্টাকরণ পদ্ধতিতে

ঘ) সুযোগ ব্যয়ে

উ:ক

১০. একাধিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বাট্টাকরণের মাধ্যমে কোনটি নির্ণয় করা যায়?

ক) বর্তমান মূল্য

খ)  সুদের হার

গ) একাধিক চক্রবৃদ্ধির সংখ্যা

ঘ) বছরের বা মাসের সংখ্যা

উ:ক

১১. বাটার হার প্রয়োজন হয় কেন? 

ক) ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে ৰূপান্তর করতে

খ) নগদ প্রবাহ প্রাক্কলন করতে

গ) বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করতে

ঘ) প্রকল্পের আয়-ব্যয় নির্ণয় করতে

উ:ক

১২. সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে 'm'-এর মান কত? 

ক) ১২

খ) ৫২

গ) ৬৫

ঘ) ৫৬

উ:খ

১৩. কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হয়?

ক)  অর্ধ-বার্ষিক 

খ) মাসিক

গ) বার্ষিক

ঘ) ত্রৈমাসিক

উ:খ

 ১৪. সাপ্তাহিক ১% হারে সুদ নিলে বার্ষিক সুদ কত হবে?

ক) ৯%

খ) ১২%

গ)  ৫২%

ঘ) ৬৫%

উ:গ

সৃজনশীল প্রশ্ন

১. মিস জয়িতা ৫,০০,০০০ টাকা ৭ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান । “যমুনা ব্যাংক” তাকে ৯.৫% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয় এবং “পদ্মা ব্যাংক” তাকে বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়।
ক. প্রকৃত সুদের হার কী?
খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
গ. মিস জয়িতা “যমুনা ব্যাংকে” এ টাকা জমা রাখলে ৭ বছর পর কত টাকা পাবেন?
ঘ. কোন ব্যাংকে টাকা জমা রাখা মিস জয়িতার জন্য অধিক লাভজনক? বিশ্লেষণ করো।
২. জনাব রফিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি বার্ষিক ৯% চক্রবৃদ্ধি সুদে ১,৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। নির্দিষ্ট সময় পর তিনি কিছু টাকা সঞ্চয়ের আশা করছেন ।
ক. অর্থের সময়মূল্য কী?
খ. বাট্টাকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো।
গ. ৫ বছর পর জনাব রফিকের হিসাবে মোট কত টাকা জমা হবে? নির্ণয় করো। 
 ঘ. ৩ মাস অন্তর চক্রবৃদ্ধি হলে জনাব রফিকের ১০ বছর পর কত টাকা জমা হবে?
৩. সুমন ৫ বছর পর ১০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। সোনালী ব্যাংক তাকে বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে, জনতা ব্যাংক প্রস্তাব দিয়েছে ৯% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের।
ক. বাট্টাকরণ কী?
খ. চক্রবৃদ্ধি সুদ বলতে কী বোঝায়?
গ. ৫ বছর পর ৯০,০০০ টাকা পেতে হলে সোনালী ব্যাংকে বর্তমানে কত টাকা জমা দিতে হবে?
ঘ. সুমনের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে? মতামত দাও। 
৪. জনাব আলীম ৫০,০০০ টাকা ৫ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান। 
'ক' ব্যাংক তাকে ৮% হারে সুদ প্রদানের প্রস্তাব দেয় এবং '
খ' ব্যাংক তাকে একই হার সুদে ৫ বছর পর ৭৪,০০০ টাকা প্রদানের প্রস্তাব দেয়। অন্যদিকে, তার বন্ধু ফাহিম ৫ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় কিছু টাকা 
‘গ' ব্যাংকে জমা রাখতে চান। উক্ত 'গ' ব্যাংক তাকে ৭% মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে।
ক. অর্থের সময়মূল্য কী?
খ. সঠিক প্রকল্প নির্বাচনে অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করো।
গ. 'গ' ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করো ।
ঘ. 'ক' ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়পূর্বক জনাৰ আলীম কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভবান হবেন? বিশ্লেষণ করো।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url