শেয়ার,বন্ড ও ডিবোর

অধ্যায় ৩: শেয়ার,বন্ড ও ডিবোর সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



ফিনান্স এবং ব্যাংকিংসাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ৩: শেয়ার, বন্ড ও ডিবোর

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১,.বিনিয়োগের উৎস হিসেবে স্বকীয়তা থাকা আবশ্যক— সাধারণ শেয়ারের। 
  • ২.বিবরণপত্র হলো- শেয়ার বিক্রির প্রস্তাব।
  • ৩.পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক হলো— শেয়ার ক্রয়কারী। 
  • ৪.কোম্পানির মালিকানা লাভ করা যায়— শেয়ার ক্রয়ের মাধ্যমে। 
  • ৫.শেয়ারহোল্ডাররা শেয়ার বিক্রি করতে পারে- সেকেন্ডারি মার্কেটে। 
  • ৬.সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ নির্দিষ্ট না থাকায় এটি সবচেয়ে ঝুঁকিবহুল আয়। 
  • ৭.সাধারণ শেয়ার মালিকের ভোটাধিকার থাকে।
  • ৮.শেয়ার কিনেও কোম্পানির পুরোপুরি মালিক হতে পারে না- অগ্রাধিকার শেয়ার মালিকরা। 
  • ৯. ইক্যুইটি ও ঋণের মিশ্রণ হলো অগ্রাধিকার শেয়ার
  • ১০. প্রবর্তকগণ হলেন- বিলম্বিত শেয়ার মালিকরা।
  • ১১. কোম্পানির অবণ্টিত মুনাফা শেয়ারে পরিণত করে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হলো- বোনাস শেয়ার।
  • ১২. কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য হয় বড় মালিকরা।
  • ১৩. রঙ সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য।
  • ১৪. একটি নির্দিষ্ট পরিপক্বতার তারিখ থাকে— বন্ডের
  • ১৫. সুদের হার নির্দিষ্ট থাকে বন্ডে ও অগ্রাধিকার শেয়ারে । 
  • ১৬. শেয়ার ও বন্ডে ভিন্নতা আছে— প্রত্যাশিত আয়ে ও ঝুঁকিতে। 
  • ১৭. বন্ড এবং ডিবেঞ্চারের মধ্যে প্রধান পার্থক্য হলো— সুদের হার। 
  • ১৮. ডিবেঞ্চারকে ঝুঁকিপূর্ণ খাত বলা হয়- জামানত না থাকায়।
  • ১৯. ডিক্যোরের বিনিয়োগকারীরা সাধারণত বিনিয়োগ করে— বড় স্বনামধন্য কোম্পানিতে। 
  • ২০. নগদ অর্থে রূপান্তর করা কঠিন বন্ড ও ডিবেঞ্চার।
  • ২১, ডিবেঞ্চারের বিনিয়োগকারীরা মোকাবেলা করে সুদের হারের ঝুঁকি । 
  • ২২. শেয়ার বাজারের সূচক --- পরিবর্তনশীল।
  • ২৩. শেয়ারের দামের সাথে সূচকের সম্পর্ক সমমুখী।
  • ২৪. কোম্পানি নগদ লভ্যাংশ ছাড়াও স্টক লভ্যাংশ দিয়ে থাকে। 
  • ২৫. স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি— অধিক নমনীয়।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১.শেয়ার কাকে বলে?

উত্তর: যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে।

প্রশ্ন-২. বড় অঙ্কের মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করে কী হিসেবে বিক্রি করা হয়? 

উত্তর: বড় অঙ্কের মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শেয়ার হিসেবে বিক্রি করা হয়।

প্রশ্ন-৩. বন্ড কী?

উত্তর: যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধনের ব্যবস্থা করে তাকে বন্ড বলে।

প্রশ্ন-৪. জামানতবিহীন বন্ড কোনটি?

উত্তর: ডিবেঞ্চার হচ্ছে জামানবিহীন বন্ড ।

প্রশ্ন-৫. ডিবেঞ্চার মালিকরা কাদের সমান মর্যাদা ভোগ করে?

উত্তর: ডিবেঞ্চার মালিকরা বন্ডের মালিকদের সমান মর্যাদা ভোগ করে ।

প্রশ্ন-৬.বিনিয়োগকারীদের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন কেন?

উত্তর: বিনিয়োগকারীদের এবং শেয়ার ইস্যুকারী কোম্পানির শেয়ার ক্রয়- বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন হয়।

প্রশ্ন-৭. স্টক এক্সচেঞ্জ কী? 

উত্তর: যে প্রতিষ্ঠান শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার ব্যবস্থা করে তাকে স্টক এক্সচেঞ্জ বলে।

প্রশ্ন-৮.প্রাথমিক শেয়ার বাজার কাকে বলে?

উত্তর: কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব করে তাকে প্রাথমিক শেয়ার বলা হয় ।

প্রশ্ন-৯. সেকেন্ডারি মার্কেট কী?

উত্তর: যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মাঝে শেয়ার কেনা-বেচা করে তাকে সেকেন্ডারি মার্কেট বলে।

প্রশ্ন-১০. রাইট শেয়ার কী? 

উত্তর: কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রি করার ক্ষেত্রে পুরাতন শেয়ার মালিকগণ ঐ শেয়ার কিনতে অগ্রাধিকার পেলে তখন তাকে রাইট শেয়ার বলে।

প্রশ্ন-১১. কোন শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয়?

উত্তর: বিলম্বিত শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয়।

প্রশ্ন-১২.নগদ লভ্যাংশের পরিবর্তে অনেক সময় কোম্পানি কোন ধরনের লভ্যাংশ দেয়? 

উত্তর: নগদ লভ্যাংশের পরিবর্তে অনেক সময় কোম্পানি স্টক লভ্যাংশ দেয়।

প্রশ্ন-১৩. বিলম্বিত বিলম্বিত শেয়ার কাকে বলে? 

উত্তর: যে শেয়ার মালিকগণ অন্য শেয়ার মালিকদের লভ্যাংশ কর্তনের পর আনুপাতিক হারে লভ্যাংশ পায় তাকে বিলম্বিত শেয়ার বলে। 

প্রশ্ন-১৪. কোম্পানি সাধারণত কয়ভাবে লভ্যাংশ দিতে পারে?

উত্তর: কোম্পানি সাধারণত ২ ভাবে লভ্যাংশ দিতে পারে। 

প্রশ্ন-১৫. লভ্যাংশ নীতি কত প্রকার?

উত্তর: লভ্যাংশ নীতি তিন প্রকার।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. সাধারণ শেয়ারকে বিনিয়োগের ঝুঁকিপূর্ণ খাত বলা হয় কেন?

উত্তর:সাধারণ শেয়ারে বিনিয়োগ বেশি ঝুঁকিপূর্ণ। শেয়ার ইস্যুকারী কোম্পানি সব সময় সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ দেয় না। আবার কোম্পানি বিলুপ্তির সময় এদের দাবি সকলের শেষে পূরণ করা হয় ।এজন্য সাধারণ শেয়ারে বিনিয়োগ বেশি ঝুঁকিপূর্ণ।

প্রশ্ন-২. বিনিয়োগের কোন হাতিয়ারটি সর্বাধিক ঝুঁকিপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর: শেয়ার বাজারে সাধারণ শেয়ারে বিনিয়োগ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।কোম্পানি সাধারণ শেয়ার মালিকদের সবসময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। কোনো বছর কোম্পানি পর্যাপ্ত মুনাফা করতে না পারলে এই শেয়ার মালিকদের কোনো লভ্যাংশ দেওয়া হয় না। আবার কোম্পানির অবসায়নকালে এই শেয়ার মালিকদের দাবি সবার শেষে পূরণ করা হয়। 

প্রশ্ন-৩. কোন বিনিয়োগ খাতে বিনিয়োগকারীর আয়ের সম্ভাবনা সর্বাধিক?ব্যাখ্যা করো। 

উত্তর: সাধারণ শেয়ার বিনিয়োগ খাতে বিনিয়োগকারীর আয়ের সম্ভাবনা বেশি । এ খাতে বিনিয়োগের ক্ষেত্রে আয় নির্দিষ্ট থাকে না। ফলে আয় বেশিও হতে পারে আবার কমও হতে পারে। অর্থাৎ, আয়ের নির্দিষ্ট সীমা না থাকায় বিনিয়োগকারী সীমাহীন আয় উপভোগ করতে পারে। এজন্যই এখাতে বিনিয়োগে বিনিয়োগকারীর আয়ের সম্ভাবনা বেশি। তবে এক্ষেত্রে বিনিয়োগকারীকে বেশি ঝুঁকিও নিতে হয়।

প্রশ্ন-৪. বন্ডে বিনিয়োগকারীদের একটি সুবিধা ব্যাখ্যা করো।

উত্তর: সুদের হার নির্দিষ্ট থাকা বন্ডে বিনিয়োগকারীদের একটি সুবিধা। কারণ বন্ডে সুদের হার নির্দিষ্ট থাকে বিধায় বন্ডে বিনিয়োগকারীদের আয়ও নির্দিষ্ট হয়। ফলে তাদের আয়ে অনিশ্চয়তা কম। তবে কোনো কোনো সময় সুদের হার পরিবর্তনশীলও হতে পারে।

প্রশ্ন-৫. ঋণের মাধ্যমে অর্থায়ন সুবিধাজনক কেন? ব্যাখ্যা করো।

উত্তর: ঋণের সুদ করমুক্ত হওয়ায় এর মাধ্যমে অর্থায়ন সুবিধাজনক। সাধারণত প্রতিষ্ঠানগুলো মূল্যবান যন্ত্রপাতি, মেশিন, জমি ইত্যাদি কেনার জন্য দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে থাকে। এ ঋণের সুদ পরিশোধ করে তা  মোট মুনাফা থেকে বাদ দেওয়া হয়। এভাবে প্রতিষ্ঠানের করযোগ্য মুনাফা নির্ধারণ করা হয়। ফলে ঋণের জন্য প্রতিষ্ঠানকে অতিরিক্ত কর দিতে হয় না।

প্রশ্ন-৬: কোম্পানি পরিচালনার ক্ষেত্রে ডিবেঞ্চারহোল্ডারদের কোনো ভূমিকা থাকে না কেন? ব্যাখ্যা করো। 

উত্তর: ডিবেঞ্চার মালিকদের ভোটাধিকার থাকে না বলে কোম্পানি পরিচালনায় তাদের কোনো ভূমিকা থাকে না। ডিবেঞ্চার মালিকরা সাধারণ পাওনাদারদের সমান মর্যাদা ভোগ করে। তারা নির্দিষ্ট হারে ও 

নির্দিষ্ট মেয়াদে সুদ পায়। এছাড়া তারা শেয়ার মালিকদের। থেকে মূলধন ফেরত, লভ্যাংশ প্রাপ্তিতে অগ্রাধিকার পায়। তবে তাদের। কোনো ভোটাধিকার থাকে না। ফলে কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ।করতে পারে না।

প্রশ্ন-৮- সম্পত্তির দাবি পূরণে ডিবেশ্বার ও অগ্রাধিকার শেয়ারের মালিকদের মাঝে কাদের অবস্থান? ব্যাখ্যা করো। 

উত্তর: সম্পত্তির দাবি পূরণে ডিবেঞ্চার ও অগ্রাধিকার শেয়ারের মালিকদের মাঝে কারো অবস্থান নেই।কোম্পানির অবসায়নের সময় সম্পদের ওপর সর্বপ্রথম বন্ডের মালিকদের অধিকার থাকে। তাদের পাওনা পরিশোধের পর ডিবেঞ্চার মালিকদের পাওনা পরিশোধ করা হয়। এভাবে বন্ড ও ডিবেঞ্চার মালিকদের প্রাপ্য পরিশোধ করে ক্রমান্বয়ে অগ্রাধিকার শেয়ার মালিকদের এবং সবশেষে সাধারণত শেয়ার মালিকদের পাওনা পরিশোধ করা হয়। এক্ষেত্রে সম্পত্তির দাবি পূরণে ডিবেশ্বার ও অগ্রাধিকার শেয়ার মালিকদের মাঝে কেউ নেই।

প্রশ্ন-৮.শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জन ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।

উত্তর: সাধারণ শেয়ারবাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য সূচক ব্যবহার করা হয়। শেয়ারবাজারে সূচক প্রতিদিন ওঠা-নামা করে। এসব ওঠা-নামা বাজারের গতি বা দিক সম্পর্কে তথ্য দেয়। এ সূচকের ওঠা-নামা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারমূল্য ওঠা-নামার ওপর নির্ভর করে। অধিকাংশ শেয়ারের দাম বাড়লে সূচক বাড়ে আর অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলে সূচক কমে।

প্রশ্ন-৯. সেকেন্ডারি বাজার বলতে কী বোঝায়?

 উত্তর: যে বাজারে প্রাথমিক ইস্যুকৃত শেয়ার, বন্ড ইত্যাদি পরবর্তীতে কেনা-বেচা করা হয় তাকে মাধ্যমিক বা সেকেন্ডারি বাজার বলে। সেকেন্ডারি বাজারে শেয়ারের মূল্য সর্বদা ওঠা-নামা করে। আর এ কারণে সেকেন্ডারি বাজারে বিনিয়োগ তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। তবে শেয়ার বা বন্ডের নগদায়নে এ বাজার বিশেষ ভূমিকা রাখে। এ বাজারে ব্রোকার, ডিলার, ব্যক্তি ও প্রতিষ্ঠানও বিনিয়োগকারী হিসেবে অংশগ্রহণ করে।

প্রশ্ন-১০. বোনাস শেয়ার কী? ব্যাখ্যা করো।

উত্তর; কোম্পানির অবণ্টিত মুনাফা শেয়ার মালিকদের লভ্যাংশ হিসেবে না দিয়ে তা শেয়ারে রূপান্তর করে পুরোনো শেয়ার মালিকদের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হলে তাকে বোনাস শেয়ার বলে।সাধারণত কোম্পানিগুলো লভ্যাংশ দেওয়ার বিকল্প হিসেবে বোনাস শেয়ার ইস্যু করে। বোনাস শেয়ারের মাধ্যমে কোম্পানি অবণ্টিত মুনাফাকে সাধারণ শেয়ারে রূপান্তর করে। এর মাধ্যমে কোম্পানি লভ্যাংশকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে শেয়ারের পরিমাণ বাড়ায়।

প্রশ্ন-১১. কোন ধরনের শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলে? ব্যাখ্যা করো।

উত্তর: বিলম্বিত শেয়ারকে প্রবর্তকদের শেয়ার বলে। যে শেয়ার কিনলে শেয়ার মালিকগণ অন্য সব প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ পরিশোধের পর আনুপাতিক হারে লভ্যাংশ পায় তাকে বিলম্বিত শেয়ার বলে। কোম্পানি অবসায়নের ক্ষেত্রে এ শেয়ারহোল্ডারদের দাবি সবার পরে মেটানো হয়। এ ধরনের শেয়ার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বিধায় সাধারণত কোম্পানির প্রবর্তকগণ বিলম্বিত শেয়ার কিনে থাকে।

প্রশ্ন-১২. স্টক লভ্যাংশ বলতে কী বোঝায়?

উত্তর: কোম্পানির বর্তমান ইস্যুকৃত শেয়ারের সংখ্যা আনুপাতিক হারে বাড়িয়ে যে লভ্যাংশ দেওয়া হয় তাকে স্টক লভ্যাংশ বলে ।কোম্পানি অনেক সময় নগদ লভ্যাংশের পরিবর্তে অথবা নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ দেওয়ার মাধ্যমে কোম্পানির শেয়ার সংখ্যা বাড়ায়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.কে কোম্পানির লভ্যাংশ পায়? 

ক) বন্ডের মালিক

খ) পরিচালক

গ) ডিবেঞ্চারের মালিক

ঘ) শেয়ারের মালিক

উ:ঘ

২.বিনিয়োগকারীদের জন্য কোন শেয়ারে বিনিয়োগ বেশি ঝুঁকিপূর্ণ?

ক) সাধারণ শেয়ার

খ) সাধারণ

গ অগ্রাধিকার ঋণপত্র

ঘ)  রাইট

উ:খ

৩.কোন শেয়ার মালিকগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে?

ক) সাধারণ শেয়ার

খ) অগ্রাধিকার শেয়ার

গ) রাইট শেয়ার

ঘ) বোনাস শেয়ার

উ:ক

৪.কোন প্রকার বিনিয়োগে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায়? 

ক) ডিবেঞ্চার

খ) বন্ড

গ)  সাধারণ শেয়ার

ঘ) অগ্রাধিকার শেয়ার

উ:ঘ

৫.কোন শেয়ারের দাবি সকলের পরে মেটানো হয়?

ক)  সাধারণ শেয়ার

খ) বোনাস শেয়ার

গ) বিলম্বিত  শেয়ার

ঘ) অগ্রাধিকার শেয়ার

উ:গ

৬.কোন শেয়ারের মাধ্যমে কোম্পানি তার আয় পুনঃবিনিয়োগের সুজগ পায়?

ক) রাইট শেয়ার

খ) বোনাস শেয়ার

গ) বিলম্বিত শেয়ার

ঘ) অগ্রাধিকার শেয়ার

উ:খ

৭.কোনটির ক্ষেত্রে জামানত আবশ্যক?

ক) বন্ড

খ) ডিবেঞ্চার

গ) বিলম্বিত শেয়ার

ঘ) অগ্রাধিকার শেয়ার

উ:ক

৮.কোন বিষয়ের ক্ষেত্রে বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়? 

ক) মেয়াদ

খ) জামানত 

গ) নিয়ন্ত্রণ

ঘ) ডিবেঞ্চার

উ:খ

৯. ডিবেঞ্চারকে ঝুঁকিপূর্ণ খাত বলা হয় কেন? 

ক) জামানত না থাকায় 

খ) জামানত থাকায়

গ) সুদের হার বেশি থাকায়

ঘ) সুদের হার কম থাকায়

উ:ক

১০. শেয়ার ক্রয়-বিক্রয়ের প্রতিষ্ঠানটি কী নামে পরিচিত? 

ক)  শেয়ার বাজার

খ) সেকেন্ডারি বাজার

গ) স্টক এক্সচেঞ্জ

ঘ) সিকিউরিটি এক্সচেঞ্জ

উ:গ

১১.শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কয় ধরনের?

ক) ২

খ) 8

গ) ৬

ঘ) ৫

উ:ঘ

১২. কোম্পানি সাধারণত স্টক লভ্যাংশ দিয়ে থাকে কীভাবে? 

ক) যৌক্তিক হারে

খ) সমান হারে

গ) নির্দিষ্ট হারে

ঘ) আনুপাতিক হারে

উ:ঘ

১৩. বন্ডের যেসব বৈশিষ্ট্য রয়েছে তা হলো-

i. জামানত

ii. পরিপক্কতা

iii. রূপান্তরযোগ্যতা

নিচের কোনটি সঠিক?

ক i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

১৪. বিনিয়োগের প্রতিটি খাতে বিনিয়োগকারীর রয়েছে—

i. আয়ের ভিন্নতা

ii. ঝুঁকির ভিন্নতা

iii. লভ্যাংশ প্রাপ্তির নির্দিষ্টতা

নিচের কোনটি সঠিক?

ক i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:

মি. আজাদ স্থায়ী সম্পত্তি জামানত রেখে আমিন লিঃ-এর নিকট থেকে অর্থসংস্থান করে এবং ইস্যুকৃত বন্ডে উল্লেখ্য ১০.১০.১৩ তারিখে অর্থ ফেরত দিবে। কিন্তু পরে সে জানতে পারে যে তার কোন ভোটাধিকার নেই। তাই সে বন্ডগুলো রূপান্তরের সিদ্ধান্ত নেয়। 

 ১৫. উদ্দীপকে উল্লিখিত তারিখকে বলা যায়—

i. পরিপক্কতার তারিখ

ii. রূপান্তরের তারিখ

iii. লিখিত মূল্যে ফেরত পাবার তারিখ

নিচের কোনটি সঠিক?

ক i ও ii

খ) i ও ii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

১৬. মি. আজাদ তার দলিলের প্রকৃতিতে কীভাবে পরিবর্তন আনতে পারবেন?

ক)  অগ্রাধিকার শেয়ারে রূপান্তর করে

খ) ডিবেঞ্চারে রূপান্তর করে

গ) বিলম্বিত শেয়ারে রূপান্তরিত করে

ঘ) সাধারণ শেয়ারে রূপান্তর করে

উ:ঘ

উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।

‘বিথী লিমিটেড'-এর প্রতিটি ১৮০ টাকা মূল্যের ৫ লক্ষ শেয়ার রয়েছে। মিসেস মিথিলা ‘বিথী লিমিটেড' এর ১,০০০টি শেয়ারের মালিক। কোম্পানিটি এ বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ অর্থের পরিবর্তে ৪ : ১ অনুপাতে অতিরিক্ত শেয়ার প্রদানের ঘোষণা দেয় ।

১৭. কোম্পানির ঘোষণাকৃত নতুন শেয়ার কোন ধরনের?

ক) বিলম্বিত শেয়ার

খ) রাইট শেয়ার

গ) বোনাস শেয়ার

ঘ) অগ্রাধিকার শেয়ার

উ:গ

১৮. উক্ত শেয়ার প্রদানের ফলে—

i. মিথিলার শেয়ার সংখ্যা ১,২৫০টি হবে 

ii. কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে 

iii. কোম্পানির শেয়ারহোল্ডার বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ)  ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:ক

সৃজনশীল প্রশ্ন

১. রাজু ও নাহিদ লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। তারা একটি বড় কোম্পানীর দুই ধরনের শেয়ারহোল্ডার। জনাব রাজু কোম্পানীর পরিচালনায় অংশ নিতে পারেন এবং তার ভোটাধিকার আছে। অপরদিকে, জনাব নাহিদ ৪টি কোম্পানীতে লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে সুবিধা (লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়। পায়।
ক. রাইট শেয়ার কী?
খ. বন্ডে বিনিয়োগকারীদের একটি সুবিধা বর্ণনা করো।
গ. জনাব রাজু কোন ধরনের শেয়ার মালিক? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রাজু ও নাহিদের বিনিয়োগের মধ্যে কোন শেয়ারের বিনিয়োগটি উত্তম? তুলনামূলক বিশ্লেষণ করো।
২. সজিব কোম্পানি লিমিটেড শেয়ার বাজারের একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান । অর্থের ঘাটতি থাকায় তারা শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশের পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার দেওয়ার  সিদ্ধান্ত গ্রহণ করে। আর্থিক সংকট নিরসন না হওয়ায় কোম্পানিটি স্থায়ী সম্পদের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ।
ক. লভ্যাংশ নীতি কত প্রকার?
খ. সাধারণ শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ কেন? ব্যাখ্যা করো ।
গ. অর্থের ঘাটতি থাকায় সজিব কোম্পানি যে শেয়ার ইস্যু করে তা কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. আর্থিক সংকট নিরসন না হওয়ায় সজিব কোম্পানির গৃহীত সিদ্ধান্তটি যথার্থ কিনা তা মূল্যায়ন করো ।
৩. জনাব তন্ময় ও অন্তিক দুই ভাই তাদের পৈত্রিক সম্পত্তি থেকে ৫০,০০০ টাকা করে পান, যা তারা দুটি ভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেন। তন্ময়ের বিনিয়োগ ক্ষেত্র: সরকারি ট্রেজারি বন্ড ক্রয়, যা থেকে তিনি বছরে ৫,০০০ টাকা করে সুদ পান ।
অন্তিকের বিনিয়োগ ক্ষেত্র: ABC কোম্পানি থেকে শেয়ার ক্রয়, যা থেকে প্রথম তিন বছরে প্রাপ্ত লভ্যাংশ  ৪,৫০০ টাকা; ৪,০০০ টাকা; ৩,৫০০ টাকা।
ক. সাধারণত আদর্শ ঝুঁকির বড় মান কী নির্দেশ করে?
খ.সম্পত্তির দাবি পূরণে ডিবেঞ্চার ও অগ্রাধিকার শেয়ারের মালিকদের মাঝে কাদের অবস্থান? ব্যাখ্যা করো।
গ. জনাব অস্তিকের বিনিয়োগের ধরনটি ব্যাখ্যা করো।
ঘ. জনাব তন্ময় ও অন্তিকের বিনিয়োগের ক্ষেত্র দুটির মধ্যে কোনটি অধিক ঝুঁকিবহুল? বিশ্লেষণ করো।
৪. ইনায়া ও জাইফা দুজন মিলে স্পারটেক্স কোম্পানির যথাক্রমে ১,০০০ টি সাধারণ শেয়ার এবং ৮% অগ্রাধিকার শেয়ার ক্রয় করেন। ২০২১ সালে স্পারটেক্স কোম্পানি ২৫%
 মুনাফা অর্জন করে যা তাদের প্রত্যাশিত মুনাফা থেকে ৫% কম। চলতি বছর কোম্পানি জাইফাকে লভ্যাংশ প্রদান করলেও ইনায়াকে কোনো লভ্যাংশ প্রদান করেনি।
ক. শেয়ার কী?
খ. মাধ্যমিক বাজার কী? ব্যাখ্যা করো।
গ. ইনায়াকে স্পারটেক্স কোম্পানি লভ্যাংশ দিতে বাধ্য নয়'। বর্ণনা করো।
ঘ. স্পারটেক্স কোম্পানি জাইফার দাবি মেটানোর যৌক্তিকতা মূল্যায়ন করো।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url