অর্থায়নের উৎস

অধ্যায় ২: অর্থায়নের উৎস সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



ফিনান্স এবং ব্যাংকিংসাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ২: অর্থায়নের উৎস  

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. মুনাফা সর্বোচ্চকরণে তহবিল ব্যয় হওয়া উচিত— ন্যূনতম ।
  • ২. বড় কারবারি প্রতিষ্ঠানগুলো অর্থসংস্থান করে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে।
  • ৩.একজন ব্যবসায়ীর জন্য, উপযুক্ত অর্থায়নের উৎস — অভ্যন্তরীণ ও বহিস্থ তহবিল।
  • ৪.একই অর্থে ব্যবহৃত হয়— পুঞ্জিভূত মুনাফা, অবণ্টিত মুনাফা ও সংরক্ষিত তহবিল।
  • ৫. ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণ ও কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য সৃষ্টি করা হয়— সঞ্চিতি তহবিল।
  • ৬. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস- শেয়ার বিক্রয়।
  • ৭. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা- শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ।
  • ৮. লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টির জন্য ব্যবহার করা হয়— অবস্থিত মুনাফা। 
  • ৯. স্বল্পমেয়াদি অর্থায়নের সুদবিহীন উৎসের অন্তর্গত— প্রাপ্য বিল বা বাকিতে পণ্য ক্রয় ।
  • ১০. সরবরাহকারী বা বিক্রেতার কাছে বিনিময় বিল হলো— প্রাপ্য বিল 1
  • ১১. বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে— ব্যবসায়ের সুনাম। 
  • ১২, বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারে খ্যাতিমান ব্যক্তি, বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি ইত্যাদি।
  • ১৩. বহিস্থ তহবিলের উৎসের উদাহরণ- বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ । 
  • ১৪. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের উদাহরণ- শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি ।
  • ১৫. দীর্ঘমেয়াদি তহবিল ব্যবহৃত হয়- ভূমি, দালানকোঠা ও যন্ত্রপাতি ক্রয়ে । 
  • ১৬. আর্থিক প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া হয়- স্থায়ী বিনিয়োগের জন্য।
  • ১৭. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস ঋণ, ঋণপত্র ও লিজিং।
  • ১৮. শেয়ারের বিকল্প বলা হয়— ঋণপত্রকে ।
  • ১৯. দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতি — লিজিং।
  • ২০. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (ওগা)-এর সদস্য সংখ্যা- ১৮৯টি দেশ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কী?

উত্তর: তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন ।

প্রশ্ন-২. মালিক প্রদত্ত মূলধন কোন ধরনের তহবিলের উৎস?

উত্তর: মালিক প্রদত্ত মূলধন হলো অভ্যন্তরীণ তহবিলের উৎস।

প্রশ্ন-৩. অবণ্টিত মুনাফা কী?

উত্তর: মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাই অবণ্টিত মুনাফা।

প্রশ্ন-৪.সঞ্চিতি তহবিল কী?

উত্তর; অবণ্টিত মুনাফা আলাদা করে যে তহবিলে রাখা হয় তাকে সঞ্চিতি তহবিল বলে।

প্রশ্ন-৫. বহিস্থ তহবিল কী?

উত্তর: প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে সংগৃহীত তহবিলকে বহিস্থ তহবিল বলে।

প্রশ্ন-৬. বাণিজ্যিকপত্র কী? 

উত্তর: বাণিজ্যিকপত্র হলো এক ধরনের জামানতবিহীন অঙ্গীকারপত্র, যা মুদ্রা বাজারে বিক্রয় করে সুনামধারী প্রতিষ্ঠান এক বছরের কম সময়ের জন্য অর্থসংস্থান করে।

প্রশ্ন-৭. স্বল্পমেয়াদি অর্থায়নের মেয়াদ সর্বোচ্চ কত বছর?

উত্তর: স্বল্প মেয়াদি অর্থায়নের মেয়াদ সর্বোচ্চ এক বছর।

প্রশ্ন-৮. বাণিজ্যিক পত্র অর্থায়নের কোন ধরনের উৎস?

উত্তর: বাণিজ্যিক পত্র স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস ।

প্রশ্ন-৯.লিজিং কী?

উত্তর: যে পদ্ধতিতে সম্পত্তি সরাসরি ক্রয় না করে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ব্যবহার করা যায় তাকে লিজিং বলে।

প্রশ্ন-১০. ঋণপত্র কী?

 উত্তর: ঋণপত্র হলো ঋণের দলিল, যা বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারের বিকল্প হিসেবে বিবেচিত।

প্রশ্ন-১১. দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতি কোনটি?

উত্তর: লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি।

প্রশ্ন-১২.প্রাইভেট কোম্পানির উদ্যোক্তার সদস্য সংখ্যা কত থেকে কত হতে পারে?

উত্তর: প্রাইভেট কোম্পানির উদ্যোক্তার সংখ্যা ২ থেকে ৫০ জন পর্যন্ত হতে পারে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. ডিবেঞ্চার বলতে কী বোঝায়?

উত্তর: দীর্ঘমেয়াদি জামানতবিহীন ঋঋণের দলিলকে ডিবেঞ্চার বলে। ডিবেঞ্চারের বিপরীতে কোনো জামানত থাকে না। তাই সব কোম্পানির ডিবেঞ্চার বিনিয়োগকারীরা ক্রয় করে না। বিনিয়োগকারীরাডিবেঞ্চার থেকে নির্দিষ্ট হারে নিয়মিত আয় পায়। এতে নির্দিষ্ট মেয়াদের উল্লেখ থাকে।

প্রশ্ন-২.লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কী বোঝায় ?

উত্তর; কোনো বছর প্রতিষ্ঠানে মুনাফার ঘাটতি দেখা দিলে পূর্বের বছরের মুনাফা দ্বারা সৃষ্ট যে তহবিল থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়া হয় তাকে লভ্যাংশ সমতাকরণ তহবিল বলে।লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত। তবে কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না। কিন্তু এ অবস্থা ব্যবসায়ের সুনামকে ক্ষুণ্ণ করতে পারে।তাই অনেক ব্যবসায় প্রতিষ্ঠান যে বছরগুলোতে মুনাফা বেশি হয় সে বছর নিট মুনাফার একটি অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখে।

প্রশ্ন-৩. সঞ্চিতি তহবিল বলতে কী বোঝায়?

উত্তর: অবণ্টিত মুনাফা যে তহবিলে আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিতি তহবিল বলে। ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে এ ধরনের তহবিল সংগ্রহ করা হয়, তবে ভবিষ্যতের কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্যও সঞ্চিতি তহবিল সৃষ্টি করা যায়।

প্রশ্ন-৪. ‘লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে কোম্পানির সুনাম জড়িত'— উক্তিটি ব্যাখ্যা করো।

উত্তর: লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে কোম্পানির সুনাম প্রত্যক্ষভাবে জড়িত। নিয়মিত লভ্যাংশ দিতে পারলে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে। তবে লভ্যাংশ দিতে না পারলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়। তাই প্রতিষ্ঠান তার মুনাফার একটি অংশ আলাদা করে রাখে। এ অর্থ দিয়ে লভ্যাংশ সমতাকরণ তহবিল গঠন করা হয়। কোনো বছর প্রতিষ্ঠানে মুনাফা কম হলে এ তহবিলের মাধ্যমে প্রতিষ্ঠান শেয়ারহোল্ডারদের নিয়মিত লভ্যাংশ দিতে পারে। এতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকে ।

প্রশ্ন-৫. তহবিল সংগ্রহে বাহ্যিক উৎসগুলো জনপ্রিয় কেন? ব্যাখ্যা দাও।

 উত্তর: তহবিল সংগ্রহের জন্য বাহ্যিক উৎসগুলো অভ্যন্তরীণ উৎসের চেয়ে বেশি লাভজনক হওয়ায় এটি জনপ্রিয়। বাহ্যিক উৎসসমূহ যেমন: ব্যাংক থেকে ঋণ নেওয়া মাধ্যমে ব্যবসায় দীর্ঘমেয়াদি অর্থসংস্থান করে। এ উৎসটি জনপ্রিয় হওয়ার দুইটি কারণ আছে। প্রথমত, এ উৎসের সুদ পরিশোধের পরে মুনাফার ওপর কর ধার্য করা হয় বলে কর কম দিতে হয়। আর ছোট ছোট ব্যবসায়ের মূলধনের প্রয়োজন অনেক সময় অভ্যন্তরীণ অর্থায়নের তুলনায় বেশি হয়। সেক্ষেত্রে বাহ্যিক তহবিলই প্রধান উৎস হিসেবে কাজ করে।

প্রশ্ন-৬.চাহিদার দ্রুত পরিবর্তনশীলতার কারণে কোন মেয়াদি অর্থায়ন উপযুক্ত? ব্যাখ্যা করো।

উত্তর: চাহিদার দ্রুত পরিবর্তনশীলতার কারণে স্বল্পমেয়াদি অর্থায়ন উপযুক্ত। স্বল্পমেয়াদি অর্থায়ন সাধারণত ১ বছর বা তার কম সময়ের জন্য করা হয়। যেসব ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্যদ্রব্যের চাহিদা এক বছরের মধ্যে দ্রুত পরিবর্তন হয় তাদের এ অর্থায়ন প্রয়োজন। এক্ষেত্রে প্রতিষ্ঠান কম পরিমাণে পণ্য উৎপাদন করে। ফলে অর্থ বিনিয়োগের পরিমাণও কম হয়।

 প্রশ্ন ৭. ক্ষুদ্রঋণ বলতে কী বোঝায়? 

উত্তর: কৃষি নির্ভর এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের জন্য যে ঋণ দেওয়া হয় তা হলো ক্ষুদ্র ঋণ। কুটির শিল্প ব্যবস্থাপনা, কৃষি উপাদান ক্রয়, হ্যাচারি, খামার পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে এ ঋণ দেওয়া হয়। এ ঋণ ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে দেওয়া হয়। গ্রামীণ ব্যাংক, যুব উন্নয়ন ব্যাংক সমবায় ব্যাংক ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে।

প্রশ্ন-৮. প্রাপ্য বিল বাট্টাকরণের মাধ্যমে কীভাবে অর্থ সংগ্রহ করা যায়? ব্যাখ্যা করো। 

উত্তর: প্রাপ্য বিলকে উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে ভাঙ্গিয়ে অর্থ সংগ্রহ  করা হয়। একজন বিক্রেতা ধারে বিক্রি করা পণ্যের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তাস্বরূপ যে দলিল গ্রহণ করে তাকে প্রাপ্য বিল বলে। সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য এসব দলিল তৈরি করা হয়। উক্ত মেয়াদের পূর্বে বিলের প্রাপকের টাকার প্রয়োজন হলে তিনি বিলে উল্লিখিত টাকার পরিমাণের চেয়ে কম অর্থ গ্রহণের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কাছে বিলটি ভাঙাতে পারেন। এটি বিলের বাট্টাকরণ নামে পরিচিত।

প্রশ্ন-৯. প্রতিষ্ঠান কখন মজুত পণ্য ব্যবহার বা বিক্রি করতে পারে না? ব্যাখ্যা করো। 

উত্তর: মজুত মাল বন্ধক রাখলে প্রতিষ্ঠান মজুত পণ্য ব্যবহার বা বিক্রি করতে পারে না। স্বল্পমেয়াদি অর্থসংস্থানের জন্য মজুত পণ্য ব্যবহার করা হয় প্রতিষ্ঠানকোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তার মজুত পণ্য বন্ধক রেখে ঋণ নিতে পারে। ঋণের অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত মজুত মালের ওপর ঋণদাতার নিয়ন্ত্রণ থাকে।

 অর্থাৎ ঋণগ্রহীতা প্রতিষ্ঠান চাইলেও উক্ত পণ্য বিক্রি করতে পারে না।

প্রশ্ন-১০. অর্থায়নের অভিনব পদ্ধতি কোনটি এবং কেন?

উত্তর: লিজিং অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। যে পদ্ধতিতে সম্পত্তি সরাসরি ক্রয় না করে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ব্যবহার করা যায় তাকে লিঞ্জিং বলে। এ পদ্ধতিতে প্রতিষ্ঠানকে সম্পত্তি ক্রয়ের প্রয়োজন পড়ে না।বাৎসরিক নির্দিষ্ট চার্জ বা ভাড়া প্রদান করলেই সম্পত্তি ব্যবহারের পূর্ণ সুযোগ পাওয়া যায়। এভাবে দীর্ঘমেয়াদি সম্পত্তি সংগ্রহ করার ফলে নতুন করে তহবিল সংগ্রহের প্রয়োজন পড়ে না। এজন্যই লিজিংকে বলা হয় অর্থায়নের অভিনব পদ্ধতি।

প্রশ্ন-১১. ঋণপত্রের সুদ করযোগ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর: ঋণপত্রের সুদ প্রতিষ্ঠানের মূলধন ব্যয় হওয়ায় এটি করযোগ্য নয়। বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান ঋণপত্র বিক্রি করে তহবিল সংগ্রহ করে থাকে। ঋণপত্রের সুদ পরিশোধ করা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক ঋণপত্রের সুদ করপূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে প্রতিষ্ঠানের করযোগ্য মুনাফা নির্ধারণ করা হয় । অর্থাৎ, ঋণপত্রের সুদের উপর কর ধার্য করা হয় না।

প্রশ্ন-১২. যন্ত্রপাতি ক্রয় না করেও তা ভাড়ার বিনিময়ে ব্যবহার করা যায় কিভাবে? ব্যাখ্যা করো। 

উত্তর: লিজিং পদ্ধতিতে যন্ত্রপাতি না কিনেও ভাড়ার বিনিময়ে ব্যবহার করা যায়। এটি দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। কোনো প্রতিষ্ঠান যন্ত্রপাতি, মেশিন, যানবাহন ইত্যাদি না কিনে লিজিং কোম্পানির মাধ্যমে ভাড়া নিয়ে ব্যবহার করতে পারে। তবে সেক্ষেত্রে যন্ত্রপাতির মালিকানা লিজিং কোম্পানির থাকে। ছোট বা নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য লিজিং সবচেয়ে বেশি উপযোগী।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.অগ্রাধিকার শেয়ার বিক্রয় কোন ধরনের তহবিল? 

ক) অভ্যন্তরীণ 

খ)  অবণ্টিত

গ) বহিস্থ 

ঘ) সঞ্চিতি

উ:গ

২.নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস? 

ক) বাণিজ্যিকপত্র

খ) গ্রাম্য মহাজন

গ মজুদ মাল বন্ধকীকরণ

ঘ)  প্রদেয় বিল

উ:ঘ

৩.নিচের কোনটি অর্থায়নের মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস?

ক) অবণ্টিত মুনাফা

খ) প্রাপ্য বিল ভাঙানো

গ)  ঋণপত্র

ঘ) স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ

উ:ক

৪.সংগঠনের ভিত্তিতে ব্যবসায় কত প্রকার?

ক) 8

খ) ৫

গ) ৩

ঘ) ৬

উ:গ

৫.কোনো বছর মুনাফা অপ্রতুল হলে সে বছর কোম্পানি ব্যবহার করতে পারে কোনটি? 

ক) অবণ্টিত মুনাফা

খ) ঋণপত্র

গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল

ঘ) সঞ্চিতি তহবিল

উ:গ

৬.মালিকানাভিত্তিক অভ্যন্তরীন তহবিলের উৎস কোনটি?

ক) সঞ্চিতি তহবিল

খ) প্রদেয় বিল

গ) সাধারণ শেয়ার

ঘ) ঋণপত্র

উ:গ

৭.কী বিবেচনায় অভ্যন্তরীণ তহবিল হতে বহিস্থ তহবিল উত্তম?

ক) মেয়াদ

খ) পর্যাপ্ততা

গ) কর

ঘ্)  সুদের বাধ্যবাধকতা

উ:গ

৮.প্রাপ্য বিল বাট্টাকরণ কার কাজ?

ক) ব্যাংকের

খ) রপ্তানিকারকদের

গ) আমদানিকারকদের

ঘ) পাওনাদারদের

উ:ঘ

৯.কোনটি মূলধনী খরচবিহীন অর্থায়নের উৎস?

ক) লিজিং 

খ)  ঋণপত্র 

গ) প্রদেয় বিল 

ঘ) বাণিজ্যিক পত্র

উ:গ

১০. নিচের কোনটি অর্থায়নের মুনাফাভিত্তিক উৎস?

ক) অবন্টিত মুনাফা

খ) ব্যাংক ঋণ

গ) ঋণপত্র

ঘ) লিজিং

উ:ক

১১. ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে প্রদান করা হয় কোন ঋণ?

'ক) শিল্প'ঋণ 

খ)  গবেষণা ঋণ

গ) 'শিক্ষা' ঋণ

ঘ) কৃষি ঋণ

উ:ঘ

১২. বাণিজ্যিকপত্র বিক্রয়ের জামানত হিসেবে কাজ করে কোনটি?

ক) প্রতিষ্ঠানের ধরন

খ) প্রতিষ্ঠানের অবস্থান

গ) প্রতিষ্ঠানের সুনাম

ঘ) প্রতিষ্ঠানের আয়ের হার

উ:গ

১৩. কোনটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান? 

ক) বাংলাদেশ ব্যাংক

খ) কৃষি ব্যাংক

গ) অগ্রণী ব্যাংক

ঘ) জনতা ব্যাংক

উ:খ

১৪. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য সংখ্যা কত?

ক) ১৫৯

খ) ১৬৯

গ) ১৭৯

ঘ) ১৮৯

উ:ঘ

১৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 

ক)  ভিয়েনা

খ) লন্ডন 

গ) নিউইয়র্ক 

ঘ) ওয়াশিংটন 

উ:ঘ

১৬. ব্যবসায় অর্থ সংগ্রহের ক্ষেত্রে উৎস হিসেবে ব্যবহৃত হয়—

i. স্থায়ী মূলধন

ii. রেমিটেন্স

iii. ঋণকৃত মূলধন

নিচের কোনটি সঠিক?

ক)  i ও ii

খ) i ও iii 

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

১৭. লভ্যাংশ সমতাকরণ তহবিলের মাধ্যমে কোম্পানি—

i. নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে 

ii. নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করতে অক্ষম 

iii. শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণ করতে পারে 

নিচের কোনটি সঠিক?

ক)  i ও ii

খ) i ও iii 

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

সৃজনশীল প্রশ্ন

১.জনাব রাজেশ একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি সবসময় নতুন ডিজাইনের পোশাক নিয়ে চিন্তাভাবনা করেন। বেশি মূলধনের প্রয়োজন হলে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করেন। এতে তার মূলধনের 
ঘাটতি পূরণ হয় এবং ব্যবসায়িক কার্যক্রম সচল থাকে ।
ক. ঋণপত্র কী?
খ. পণ্য বৈচিত্ৰ্যায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে জনাব রাজেশের সংগৃহীত তহবিল কোন ধরনের তহবিলের অন্তর্গত? তা ব্যাখ্যা করো।
ঘ. কোন ধরনের তহবিল জনাব রাজেশের ব্যবসায় সচল রাখতে অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
২. ইলেকট্রিক সামগ্রী বিক্রেতা জনাব নাসির উদ্দিন সম্প্রতি ব্যবসায় বাড়ানোর সিদ্ধান্ত নেন। এজন্য তিনি রূপসা কোম্পানি থেকে ১,৫০০টি সিলিং ফ্যান ধারে ক্রয় করেন এবং তার বন্ধু রূপকের কাছ থেকে ৪ মাসের 
জন্য ঋণ নিয়ে আরেকটি শো-রুম স্থাপন করেছেন । কিন্তু বন্ধু ৪ মাস পর ঋণের টাকা ফেরত চাইলে তিনি চিন্তিত হয়ে পড়েন ।
ক. লভ্যাংশ সমতাকরণ তহবিল কী?
খ. মুনাফা কীভাবে অর্থায়নের উৎস হতে পারে? ব্যাখ্যা করো।
গ. জনাব নাসির উদ্দিন কোন ধরনের প্রাতিষ্ঠানিক অর্থায়ন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো, বন্ধুর কাছ থেকে ঋণ নেওয়া জনাব নাসির উদ্দিনের সিদ্ধান্ত সঠিক ছিল? উদ্দীপকের আলাকে বিশ্লেষণ করো।
৩. জনাব স্বপন একজন ফ্যাশন ডিজাইনার। তিনি নিত্য নতুন পোশাক ডিজাইন করে বেশ সফল হয়েছেন। ব্যবসায় তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। যদি কখনো মূলধনের ঘাটতি হয়, সেক্ষেত্রে তিনি
 ক্রেতার কাছ থেকে অগ্রিম গ্রহণ করেন । এতে তার মূলধনজনিত সমস্যা লাঘব হয় এবং ব্যবসায়িক কার্যক্রম সচল থাকে । 
ক. ঋণপত্র কী?
খ. কোনটিকে অর্থায়নের অভিনব পদ্ধতি বলা হয়? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের আলোকে সংগৃহীত তহবিল কোন ধরনের তহবিলের অন্তর্গত তা ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায় প্রতিষ্ঠান চালু রাখতে জনাব স্বপনের জন্য কোন ধরনের তহবিল অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? তা বিশ্লেষণ করো।
৪. জনাব সামি, একজন ঔষধ ব্যবসায়ী। বেশীর ভাগ ক্ষেত্রেই তিনি ক্রেতাদের নিকট থেকে অগ্রীম অর্থ গ্রহনের মাধ্যমে পুঁজির সংস্থান করেন। ফলে তার ব্যবসায়ের মূলধনের স্বল্পতা জনিত সমস্যা দূর হয়। 
 ক. মূলধন ব্যয় কী?
খ. সংরক্ষিত আয়ের হার বলতে কী বোঝায়?
গ. জনাব সামির ব্যবসায়ের অর্থায়নের উৎস ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায়ের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে বহিস্থ তহবিলের গুরুত্ব বিশ্লেষণ করো। 







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url