ঝুঁকি ও অনিশ্চয়তা

 অধ্যায় ৫: ঝুঁকি ও অনিশ্চয়তা

 অধ্যায় ৫: ঝুঁকি ও অনিশ্চয়তা সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



ফিনান্স এবং ব্যাংকিংসাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ৫: ঝুঁকি ও অনিশ্চয়তা  

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.চাওয়া ও পাওয়ার ব্যবধান থেকে সৃষ্টি হয়-- বিচ্যুতির।
  • ২. প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হয় — প্রকৃত ফলাফল । 
  • ৩. ঝুঁকির অন্যতম ধারণা বলা হয়— আয়ের উত্থান-পতনকে ।
  •  ৪. অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশকে বলা হয় — ঝুঁকি।
  • ৫. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে— ধনাত্মক সম্পর্ক।
  • ৬. অনিশ্চয়তা কমানো বা পরিহারযোগ্য না হওয়ায় পরিকল্পনা রাখতে হয়- বিকল্প কৌশলের।
  • ৭. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য খুঁজে বের করা জরুরি— ঝুঁকির উৎস ও শ্রেণি। 
  • ৮. পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি হয় – ব্যবসায়িক ঝুঁকির। 
  • ৯. বিক্রয়লব্ধ আয়ের অস্থিতিশীলতা থেকে সৃষ্টি হয়- ব্যবসায়িক ঝুঁকির। 
  • ১০. ব্যবসায়িক ঝুঁকির অন্তর্ভুক্ত — অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদি। 
  • ১১. ব্যবসায়িক ঝুঁকির অন্তর্গত— আপ্যায়ন খরচ।
  • ১২. ব্যবসায়িক ঝুঁকি এড়াতে করণীয় — আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করা। 
  • ১৩. ঋণ বা দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি হয়— আর্থিক ঝুঁকির। 
  • ১৪. ব্যবসায় প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে— ঋণ পরিশোধে ব্যর্থ হলে ও মুনাফা কম হলে।
  • ১৫. বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করলে তাদেরকে মোকাবিলা করতে হয়— সুদ হারের ঝুঁকি।
  • ১৬. সুদের হার কমলে – বিনিয়োগের চাহিদা ও বাজারমূল্য বাড়ে।
  • ১৭. ডিবেঞ্ঝার ক্রয়ের ফলে সৃষ্টি হতে পারে— তারল্য ঝুঁকির।
  • ১৮. তারল্য ঝুঁকি সবচেয়ে বেশি – একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। 
  • ১৯. তারল্য ঘাটতি হতে পারে— বেশি বিনিয়োগ করলে।
  • ২০. প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সবসময় সমান হয়- ঝুঁকিমুক্ত আয়ের ক্ষেত্রে। 
  • ২১. ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়কে বলা হয়- ঝুঁকিমুক্ত আয়। 
  • ২২. ঝুঁকি পরিমাপের জন্য ব্যবহৃত উল্লেখযোগ্য পদ্ধতি- আদর্শ বিচ্যুতি । 
  • ২৩. আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি । 
  • ২৪. আদর্শ বিচ্যুতির বড় মান প্রকাশ করে— বেশি ঝুঁকি । 
  • ২৫. আদর্শ বিচ্যুতির ছোট মান নির্দেশ করে— কম ঝুঁকি ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. ঝুঁকি কাকে বলে?

উত্তর: প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই ঝুঁকি বলে ।

প্রশ্ন-২. অনিশ্চয়তা থেকে কীসের সৃষ্টি হয়?

উত্তর: অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয় ।

প্রশ্ন-৩. অনিশ্চয়তা কী? 

উত্তর: ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না তখন তাকে অনিশ্চয়তা বলে।

প্রশ্ন-৪. অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশকে কী বলে?

উত্তর: অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশকে ঝুঁকি বলে ।

প্রশ্ন-৫. ঝুঁকির পরিমাণ কমানো যায় কেন?

উত্তর: ঝুঁকি পরিমাপ করা যায় বলে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাণ কমানো যায় ।

প্রশ্ন-৬. পরিচালন ব্যয় মেটানোর সক্ষমতা কীসের উপর নির্ভর করে?

উত্তর: পরিচালন ব্যয় মেটানোর সক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা এবং পরিচালনা খরচের মিশ্রণ অর্থাৎ স্থায়ী এবং চলতি খরচের অনুপাতের ওপর ।

প্রশ্ন-৭. আর্থিক ঝুঁকি কী? 

উত্তর: প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে ।

প্রশ্ন-৮. কোন বাজারে সহজে শেয়ারের ক্রেতা পাওয়া যায়?

উত্তর: সেকেন্ডারি মূলধন বাজারে বা শেয়ার মার্কেটে সহজে শেয়ারের ক্রেতা পাওয়া যায়।

প্রশ্ন-৯. ঋণ মূলধনের জন্য কী প্রদান করা বাধ্যতামূলক?

উত্তর: ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক।

প্রশ্ন-১০.বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস কয়টি?

উত্তর: বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস দুইটি।

প্রশ্ন-১১.তারণ্য ঝুঁকি কী?

উত্তর: বিনিয়োগকৃত সিকিউরিটিসমূহ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে তারল্য ঝুঁকি বলে।

প্রশ্ন-১২.বাজার ঝুঁকি কী?

উত্তর: অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন প্রভৃতি কারণে সৃষ্ট ঝুঁকি, যা কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে তাই বাজার ঝুঁকি। 

প্রশ্ন-১৩.ঝুঁকিমুক্ত আয় কাকে বলে?

 উত্তর: যে আরো প্রকৃত আয় সর্বদাই প্রত্যাশিত আয়ের সমান হয় তাকে 'ঝুঁকিমুক্ত আয় বলে।

প্রশ্ন-১৪. ট্রেজারি বিল কে ইস্যু করে? 

উত্তর: ট্রেজারি বিল দেশের সরকার ইস্যু করে।

প্রশ্ন-১৫. আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি?

উত্তর: আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি।

প্রশ্ন-১৬.আদর্শ বিচ্যুতি কী?

উত্তর: বিনিয়োগের প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতিকে আদর্শ বিচ্যুতি বলে ।

প্রশ্ন-১৭. আদর্শ বিচ্যুতির বড় মান কী নির্দেশ করে? 

উত্তর: আদর্শ বিচ্যুতির বড় মান বেশি ঝুঁকি নির্দেশ করে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১.সকল অনিশ্চয়তা ঝুঁকি নয়- ব্যাখ্যা করো।

উত্তর: অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশকে ঝুঁকি বলা হয়।

অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয়। তবে সব অনিশ্চয়তা ঝুঁকি নয়। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি। বিভিন্ন কৌশল প্রয়োগ করে এ ঝুঁকি হ্রাস করা যায়। সুতরাং বলা যায়, সকল অনিশ্চয়তা ঝুঁকি নয়, বরং ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তার শুধু পরিমাপযোগ্য অংশ। 

প্রশ্ন-২. ব্যবসায় প্রতিষ্ঠানে ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ করা জরুরি কেন? 

উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ করা জরুরি। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি থেকেই ঝুঁকির সৃষ্টি হয়। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি যত বেশি হয়,ঝুঁকি তত বাড়ে। আবার আয়ের বিচ্যুতি যত কমে ঝুঁকি তত কমে। এ কারণে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে ঝুঁকি পরিমাপ করা হয়। ঝুঁকি নিরূপণ করার মাধ্যমে ব্যবসায়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়।

প্রশ্ন-৩. ব্যবসায়িক ঝুঁকি বলতে কী বোঝায়?

উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ব্যবসায়ের পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতাকেই এবং প্রাপ্ত ফলাফলের মধ্যে বিচ্যুতি থাকার সম্ভাবনাকে ব্যবসায় ঝুঁকি বলে ।ব্যবসায় পরিচালনা করতে গেলে কিছু চলতি ব্যয় নির্বাহ করতে হয়। যেমন: শ্রমিকের বেতন, অফিস ভাড়া, কাঁচামাল ক্রয় ইত্যাদি। ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা বাজারে কমে গেলে এবং প্রতিষ্ঠানের বিক্রি কমে যাওয়ার ফলে যদি প্রতিষ্ঠানটি এসব ব্যয় পরিশোধ করতে ব্যর্থ হয় তখন ব্যবসায়িক ঝুঁকির উদ্ভব হয়।

প্রশ্ন-৪. আর্থিক ঝুঁকি বলতে কী বোঝায়?

উত্তর: দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয়, তা হলো আর্থিক ঝুঁকি। বহিস্থ উৎস থেকে গৃহিত ঋঋণের সুদ আসলসহ সময় মত পরিশোধ করতে না পারার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে। ঋণ নেওয়ার ফলে প্রতিষ্ঠানে দায়ের সৃষ্টি হয়। ঋণকৃত অর্থ নির্দিষ্ট সময় পর সুদ আসলসহ ফেরত দিতে হয়। কোনো কারণে প্রতিষ্ঠান এ দায় পরিশোধে অক্ষম হলে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়।

প্রশ্ন-৫. ঋণ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিটি ব্যাখ্যা করো।

 উত্তর: ঋণ পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। ঋণের সুদ আসলসহ সময়মতো পরিশোধ করতে না পারার আশঙ্কাকে আর্থিক ঝুঁকি বলা হয়। ঋণ নিলে মূলত প্রতিষ্ঠানে দায়ের সৃষ্টি হয়। কারণ ঋণ মূলধনের বিপরীতে সুদ দেওয়া বাধ্যতামূলক।

প্রশ্ন-৭.সুদ হারের ঝুঁকি বলতে কী বোঝায়?

উত্তর: সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগকৃত সম্পদের মূল্য কমার আশঙ্কাকেই সুদ হারের ঝুঁকি বলে । সুদের হারের ঝুঁকির ক্ষেত্রে সাধারণত সুদের হার বাড়লে বন্ড বা ডিবেঞ্চারের মূল্য কমে যায়। ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন । আবার সুদের হার কমলে এসব বিনিয়োগের বাজারমূল্য বাড়ে। এতে বিনিয়োগকারী লাভবান হন। সুদের হারের এ পরিবর্তনের কারণে বিনিয়োগের বাজারমূল্য ওঠা-নামা করে।

প্রশ্ন-৮. তারল্য ঝুঁকি কী? বুঝিয়ে লেখো।

উত্তর: বিনিয়োগকৃত সিকিউরিটিসমূহ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে তারল্য ঝুঁকি বলে । বাজারের আকার ও কাঠামোর ওপর তারল্য ঝুঁকি নির্ভর করে। যদি ক্রয়কৃত সম্পদ (শেয়ার, বন্ড) দ্রুত নগদ টাকায় রূপান্তর করা না যায় তবে তারল্য ঝুঁকি বেশি। আবার বেশি ক্ষতিতে দ্রুত বিক্রয় করে নগদ টাকা পাওয়া গেলেও তা তারল্য ঝুঁকি। অর্থাৎ কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে ও যুক্তিসংগত মূল্যে ক্রয়কৃত সম্পদ বিক্রি করতে না পারে। তখন তারল্য ঝুঁকির সৃষ্টি হয়।

প্রশ্ন-৯. তারল্য ঝুঁকি কখন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

উত্তর: একজন বিনিয়োগকারী যদি তার প্রত্যাশিত মূল্যে বাজারে শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার বিক্রি করতে না পারে তখন তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। বিনিয়োগকারী শেয়ার বন্ড বা ডিবেঞ্চার বিনিয়োগের পর নগদ অর্থের প্রয়োজন অনুভব করতে পারেন। কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং উপযুক্ত মূল্যে এ বিনিয়োগকৃত অর্থ নগদে রূপান্তর করতে না পারে তখন তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। এ ধরনের ঝুঁকি আর্থিক বাজারের আকার ও কাঠামোর ওপর নির্ভর করে।

প্রশ্ন-১০. ঝুঁকিমুক্ত আয় কী? ব্যাখ্যা করো। 

উত্তর: প্রকৃত আয় সবসময় প্রত্যাশিত আয়ের সমান হলে তাকে ঝুঁকিমুক্ত আয় বলে। কোনো দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য হয়। এসব খাতে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে। অর্থাৎ, নির্দিষ্ট হারে আয় দেওয়া হয় বলে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য করা হয়। ঝুঁকিমুক্ত আয়ে বুঝুঁকি প্রিমিয়াম নেওয়ার কোনো সুযোগ থাকে না।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.আয়ের উত্থান-পতন বেশি হলে কোনটি বৃদ্ধি পায়? 

ক)  ক্ষতি 

খ) মুনাফা

গ) ঝুঁকি

ঘ)  বিনিয়োগ

উ:গ

২. প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কী বলা হয়?

ক)  অনিশ্চয়তা

খ) ঝুঁকি

গ) দুর্যোগ

ঘ) লাভ বা ক্ষতি

উ:খ

৩. অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায় তাকে কী বলে?

ক) প্রত্যাশিত আয়

খ) প্রকৃত আয়

গ) বিচ্যুতি

ঘ) ঝুঁকি

উ:ঘ

৪.কোনটি ঝুঁকিমুক্ত আয়? 

ক) সাধারণ শেয়ার

খ) ট্রেজারি বিল

গ) ডিবেঞ্চার

ঘ) অগ্রাধিকার শেয়ার

উ:খ

৫.ব্যবসায়ে চলতি খরচ পরিচালনার অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? 

ক) আর্থিক ঝুঁকি

খ) তারল্য ঝুঁকি

গ) ব্যবসায়িক ঝুঁকি

ঘ) সুদ হারের ঝুঁকি

উ:গ

৬.বহিস্থ উৎস থেকে মূলধন সংগ্রহ করলে কোন ঝুঁকির সৃষ্টি হতে পারে? 

ক) তারল্য ঝুঁকি

খ) সুদ হারের ঝুঁকি

গ) আর্থিক ঝুঁকি

ঘ) ব্যবসায়িক ঝুঁকি

উ:গ

৭.কোম্পানি সংগঠনের তুলনায় একমালিকানা ও অংশীদারি কারবারে কোন ধরনের ঝুঁকি বেশি? 

ক) ব্যবসায়িক ঝুঁকি

খ) আর্থিক ঝুঁকি

গ) তারল্য ঝুঁকি

ঘ) সুদের হারের ঝুঁকি

উ:গ

৮.কে ট্রেজারি বিল ইস্যু করেন? 

ক) বাণিজ্য মন্ত্রী

খ) ব্যবস্থাপনা পরিচালক

গ) সরকার

ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী

উ:গ

৯.কোনটি ঝুঁকিবহুল আয়ের উৎস?

ক) ট্রেজারি বিল

খ) সাধারণ শেয়ার

গ) বন্ড

ঘ) ডিবেঞ্চার

উ:খ

১০. আদর্শ বিচ্যুতি ব্যবহার করে কোনটি পরিমাপ করা হয়?

ক) অনিশ্চয়তা

খ) বিনিয়োগ সিদ্ধান্ত

গ)  ঝুঁকি

ঘ) তারণ্য নীতি

উ:গ

১১. আদর্শ বিচ্যুতির বড় মান কী নির্দেশ করে?

ক)  বেশি ঝুঁকি

খ) কম ঝুঁকি 

গ) ঝুঁকিহীন

ঘ) অনিশ্চয়তা

উ:ক

১২. z প্রতিষ্ঠানের গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৬৭.৭৫। প্রতিষ্ঠানটির আদর্শ বিচ্যুতি কত হবে? 

ক)  ১২.৯৫% 

খ) ১৩.৯৫% 

গ) ১২.৫৯% 

ঘ) ১৩.৫৯% 

উ:ক

১৩. সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার সম্ভাবনাকে কী বলা হয়? 

ক)  ব্যবসায়িক ঝুঁকি

খ) আর্থিক ঝুঁকি

গ) তারল্য ঝুঁকি

ঘ) সুদ হারের ঝুঁকি

উ:ঘ

১৪. ঝুঁকি ও অনিশ্চয়তার ক্ষেত্রে প্রযোজ্য — 

i. অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয়

ii. সব অনিশ্চয়তা ঝুঁকি নয়

iii. পরিমাপযোগ্য অনিশ্চয়তাই ঝুঁকি

 নিচের কোনটি সঠিক?

ক)  i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

১৫. ঝুঁকিহীন বিনিয়োগ — 

i. মেয়াদি আমানত

ii. ট্রেজারি বিল

iii. সাধারণ শেয়ার

নিচের কোনটি সঠিক?

ক)  i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:

শুভ একজন ছাতা প্রস্তুতকারক। তিনি অধিক মুনাফার আশায় এই বছর অধিক পরিমাণ ছাতা উৎপাদন করেন। কিন্তু এ বছর বৃষ্টির পরিমাণ আশানুরূপ না হওয়ায় ছাতার চাহিদা একেবারেই কম। ফলে প্রচুর পরিমাণে ছাতা অবিক্রিত থাকায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। 

১৬. উদ্দীপকে বর্ণিত শুভ কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? 

ক) ব্যবসায়িক 

খ)  তারল্য 

গ)  সুদের হার

ঘ)  আর্থিক

উ:ক

 ১৭. উল্লিখিত ঝুঁকি হ্রাসের পন্থা হতে পারে কোনটি?

ক)  ব্যবসায় পরিবর্তন 

খ) অল্প পণ্য প্রস্তুত

গ) পণ্য মূল্য বৃদ্ধি

ঘ) বিকল্প পণ্য প্রস্তুত

উ:ঘ

সৃজনশীল প্রশ্ন

১. জনাব হাসান সাহেব ‘রবি' ও 'শশি' দুটি প্রকল্পে তার মূলধন বিনিয়োগ করেছেন। তার দুটি প্রকল্প ছাড়াও তিনি বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ব্যবসায়। করে থাকেন। ব্যবসায়ে সফলতা না পেয়ে মূলধনের ঘাটতি দেখা দিয়েছে। তাই তিনি একটি প্রকল্প বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রকল্প দুটির বিগত চার বছরের আয়ের পরিমাণ নিম্নরূপ:

ক. পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

খ. কম্পিউটার শুধু উৎপাদন কৌশলই নয় ব্যবসায়ের অর্থায়নকেও পাল্টিয়ে দেয়— ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত 'রবি' প্রকল্পের ব্যবধানের বর্গের গড় কত?

ঘ. উদ্দীপকে উল্লিখিত হাসান সাহেবের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে তুমি মনে করো? গাণিতিক যুক্তিসহ বুঝিয়ে দাও ।

২. আবিদ সাহেবের গোধূলি প্রকল্পের ৫ বছরের আয় যথাক্রমে ২৫%, ৩০%, ২০%, ১৫% ও ২৫%। অপরদিকে, সন্ধ্যা প্রকল্পের আয় যথাক্রমে

২০%, ২৫%, ১৫%, ২০%, ২৫%।

ক. অনিশ্চয়তা থেকে কীসের সৃষ্টি হয়?

খ. ঝুঁকি কীভাবে পরিমাপ করা হয়? ব্যাখ্যা করো। 

গ. 'গোধূলি' প্রকল্পের ঝুঁকি নির্ণয় করো।

ঘ., 'গোধূলি' ও 'সন্ধ্যা' প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত? গাণিতিক যুক্তি উপস্থাপন করো।

৩. সায়রা বানু লক্ষ্মীপুরের যমুনার তীরে সুপারিজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া শুরু করেন। কাঁচামালের প্রাপ্যতা, সুলভ শ্রমিক ও অবকাঠামোগত সুবিধার জন্য ব্যবসায় লাভজনক প্রতীয়মান হচ্ছে।গত ৫ বছরে লাভ-লোকসান নিম্নরূপ: (ঢাকা কলেজিয়েট স্কুল। ২০১৭–১২%, ২০১৮–১৮%, ২০১৯–১৫%, ২০২০-১৮%, ২০২১-২০%। 

ক. ঝুঁকিবিহীন বিনিয়োগ কোনটি?

খ. কোন ব্যবসায়ে তারল্য ঝুঁকি বেশি? ব্যাখ্যা করো ।

গ. সায়রা বানুর ব্যবসায়ের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।

ঘ. অর্থনৈতিক উন্নয়নে সুপারিজাত পণ্যের ব্যবসায় সম্প্রসারণে তোমার যুক্তিযুক্ত মতামত দাও।


৪. ‘নাবিস্কো লি.-এর নিকট ২টি প্রকল্প আছে। দুইটি প্রকল্পের মধ্যে যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক। নিম্নে দুইটি প্রকল্পের আয়ের হার দেওয়া হলো--                   

                                  

ক. আর্থিক ঝুঁকি কী?

খ. ঝুঁকিবহুল আয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের ‘নীলিমা প্রকল্প'-এর ব্যবধানের বর্গের গড় কত নির্ণয় করো। 

ঘ. 'নাবিস্কো লি.'-এর কোন প্রকল্পটিতে বিনিয়োগ করা উচিত হবে বলে তুমি মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা দাও।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url