এসএসসি ফিনান্স এবং ব্যাংকিং সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ || SSC Finance and Banking Short Suggestion-2024

এসএসসি ফিনান্স এবং ব্যাংকিং ১০০% কমনের   নিশ্চয়তায়… আমাদের প্রচেষ্টা-- বিভিন্ন ধরনের টেষ্ট পেপার ও মূলবই থেকে কমন উপযোগী প্রশ্ন গুলো নিয়ে আমাদের সাজেশন ,আশা করি অনেক কমন আসবে ইনশাআল্লাহ্…..

আমাদের  ওয়েবসাইট ও  চ্যানেলে তোমাদের  স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি । তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী!  এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!

শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ! 

বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা,  জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস। সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ।

ফিনান্স এবং ব্যাংকিং

অধ্যায় ১২: ব্যাংক ও গ্রাহক

পেজ সূচিপত্র :অধ্যায় ১২: ব্যাংক ও গ্রাহক

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র / মূলভিত্তি আস্থা ও বিশ্বাস।
  • ২. যিনি ব্যাংকিং সুবিধা গ্রহণ করেন তাকে বলা হয় - গ্রাহক।
  • ৩.ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে গ্রাহক ডেক্টর হিসেবে বিবেচিত হয়
  • ৪. ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক - আইনগত।
  • ৫. হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে সৃষ্টি হয়- চুক্তিবদ্ধ সম্পর্ক।
  • ৬.ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব— সততা, ঋণ পরিশোধ, সুদ আদায় ও সঠিকভাবে চেক অঙ্কন।
  • ৭.ব‍্যাংকে টাকা জমা দিলে গ্রাহক ক্রেডিটর হিসেবে বিবেচিত হয়।
  • ৮.ব্যাংক তার মক্কেলের হিসাবে সক্রিয়ভাবে জমা রাখে— প্রাপ্য সুদ। 
  • ৯.চেক একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল
  • ১০. চেক- আমানতকারীর লিখিত আদেশ।
  • ১১. চেকের প্রস্তুতকারককে বলা হয়- আদেষ্টা।
  • ১২. চেকের উল্টো পৃষ্ঠায় প্রাপকের স্বাক্ষর থাকে- ২টি
  • ১৩. হিসাবের মালিক দিলেই প্রাপক হলে ঢেকে প্রাপকের স্থানে
  • ১৪. বাহক ঢোকের অর্থ যে কেউ উত্তোলন করতে পারে বলে এটি অনিরাপদ। 
  • ১৫. নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না--- হুকুম চেকের অর্থ 
  • ১৬. চেকের উপরিভাগে আড়াআড়িভাবে সমান্তরাল রেখা আঞ্চন করাকে বলা হয়— দাগকাটা।
  • ১৭. দাগকাটা চেক ভাঙানো যায়- হিসাবের মাধ্যমে।
  • ১৮. মানসিকভাবে অসুস্থ ব্যক্তির সাথে ব্যাংকের সম্পর্কের সমাপ্তি ঘটার কারণ- অসুস্থ ব্যক্তির চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকে না।
  • ১৯. ঋণ গ্রহণের ক্ষেত্রে উচিত- বৃদ্ধি বিবেচনা করে তথ্য দেওয়া, সততার নীতি মেনে চলা ও প্রতারণার আশ্রয় না নেওয়া।
  • ২০. গ্রাহক দীর্ঘ সময় হিসাব চালু না রাখলে- হিসাব বন্ধ হয়ে যাবে।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১.বাংক ব্যবসায়ের মূলমন্ত্র কী? 

উত্তর: ব্যাংক ব্যবসায়ের মূলমন্ত্র হলো আস্থা ও বিশ্বাস।

প্রশ্ন-২. ব‍্যাংকের গ্রাহক কে?

উত্তর: ব্যাংক হিসাব বা অন্যান্য সেবার মাধ্যমে ব্যাংকের সাথে ব্যক্তিকে ব্যাংকের গ্রাহক বলা হয়।

 প্রশ্ন-৩. ব‍্যাংক ও গ্রাহকের সম্পর্ক কীসের? 

 উত্তর: ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক হলো বিশ্বাসের।

 প্রশ্ন-৪ ব্যাংক গ্রাহককে কখন টাকা ফেরত দেয়া ?

উত্তর: ব্যাংক গ্রাহককে চাওয়ামাত্র টাকা ফেরত দেয়।

 প্রশ্ন-৫. চেক কী? 

উত্তর আমানতকারী কর্তক ব্যাংকের ওপর লিখিত আদেশকে চেক বলা হয়।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. আমানতকারী ব্যাংকে টাকা জমা নিলে আমানতকারী ও ব্যাংকের মধ্যে কী সম্পর্ক সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

উত্তর: আমানতকারী ব্যাংকে টাকা জমা নিলে আমানতকারী ও ব্যাংকের মধ্যে ডেটর-ক্রেডিটির সম্পর্ক তৈরি  গ্রাহক ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক হয় ভেটর। আর গ্রাহক হয় ক্রেডিটর। আবার গ্রাহক ব্যাংক থেকে ঋণ নিলে গ্রাহক হয় ডেক্টর ও ব্যাংক হয় ক্রেডিটর।

প্রশ্ন-২. ব্যাংক কীভাবে অর্থের নিরাপত্তা বিধান করে? ব্যাখ্যা করো।

উত্তর: ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক আমানতকারীর অর্থের নিরাপত্তা বিধান করে।
অর্থের নিরাপত্তা বিধান করা ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। ব্যাংক আমানতকারীর অর্থ তার হিসাবে জমা রাখে। আবার আমানতকারীর নির্দেশ অনুযায়ী অর্থের ব্যবস্থা করে। এই ব্যবস্থায় কোনো ধরনের জালিয়াতি হওয়ার সুযোগ নেই। ফলে ব্যাংক হিসাবে অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে।


সৃজনশীল প্রশ্ন

১. জনাব শাহ আলম লেনদেন নিষ্পত্তির জন্য জনাব আশিককে একটি চেক প্রদান করে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য চেকটির বাম কোনের উপরিভাগে আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করে দিলেন। জনাব আশিক চেকের অর্থপ্রাপ্তির জন্য শাপলা ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা চেকটি তার ব্যাংক হিসাবে জমা দিতে বললেন ।
ক. ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র কোনটি?
খ. ডেটর-ক্রেডিটর সম্পর্ক বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব আশিককে প্রদত্ত চেকটি কোন ধরনের? বর্ণনা করো ।
ঘ. শাহ আলমের প্রতি শাপলা ব্যাংক কোন দায়িত্ব পালন করেছে? উদ্দীপকের আলোকে মতামত দাও ।
২. জনাব শিহাব 'শীতল ব্যাংকের একজন গ্রাহক। তি করেছেন। অন্য এক গ্রাহক জনাব বাতেন নীতাদিন হারে বা বছরের জন্য ১,০০,০০০ টাকা নিয়েছিলেন বিশেষ করেননি। 
ব্যাংক খোঁজ নিয়ে জানতে পারে যে, তিনি তার পক্ষে ঋণ পরিশোধ সম্ভ ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে। 
ক. কত সালে বাংলাদেশে ইসলাম চাকরিজীবীদের জন্য বিশেষ গুরুত্ব বহনকারী ব্যাংক হিসাব কোনটি? 
খ.ব্যাখ্য জনাব শিক্ষার শীত ব্যাংকের প্রতি কোন দায়িত্বটি পালন করেছেন।
গ.শীতল ব্যাংকের প্রতি কি মূল্যায়ন করে করো মূল্যায়ন করো
ঘ.বাতেনের সাথে শীতল ব্যাংকের সম্পর্কের অবসান ঘটানো মূল্যায়ন করো

 ৩. জনাব আনাস জনতা ব্যাংকের একজন গ্রাহক। গ্রাহক হিসেবে তার ভাবে পালন করেন। তিনি যখন কোন দেনা পরিশোধ করেন। তখন তা দাগকাটা চেকের মাধ্যমে পরিশোধ করেন।
ক. প্রত্যয়পত্র কী?
খ.ব্যাংকের একটি বিশেষ উদ্দেশ্য ব্যাখ্যা করো।
গ.জনাব আনাস গ্রাহক হিসেবে যেসব দায়িত্ব পালন করে তা ব্যাখ্যা করো। 
ঘ.সাগকাটা চেক দেওয়ার কৌশলকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? তোমার মতামত দাও।
৪. জনাব আব্দুল করিম একজন ব্যবসায়ী। তিনি বেশিরভাগ লেনদেন করতোয়া ব্যাংকের মাধ্যমে করেন।
 আব্দুর রহিম নামক একজন ব্যক্তিকে ব্যবসায়িক কাজে একটি চেক প্রদান করেন। চেকের উপরে বাম কোণে আড়াআড়ি দুইটি রেখা টেনে রেখাদ্বয়ের মধ্যে A/C Payee লিখে দিলেন। 
তার একজন দেনাদার জনাব মামুন তাকে পঞ্চাশ হাজার টাকার একটি বান্ডেল দিলেন। পরের দিন উক্ত টাকা ব্যাংকে জমা দেওয়ার আগেই তিনি বান্ডেলের ভিতর ৫০০ টাকার
 দুইটি জাল নোট দেখতে পেলেন। ফলে তিনি নিজের পকেট থেকে দুইটি পাঁচশত টাকার নোটসহ উক্ত টাকা ব্যাংকে জমা দিলেন। 
তিনি ব্যবসায়ের কাঁচামাল কেনার জন্য ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে যথাসময়ে পরিশোধ করেন। 

ক. হুকুম চেক কী?
খ. আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে আমানতকারী ও ব্যাংকের মধ্যে কীরূপ সম্পর্ক সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. আব্দুর রহিমকে প্রদত্ত চেকটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংকের প্রতি গ্রাহক হিসেবে আব্দুল করিমের দায়িত্ব মূল্যায়ন করো।

পেজ সূচিপত্র :অধ্যায় ১৩: কেন্দ্রীয় ব্যাংক

এসএসসি ফিনান্স এবং ব্যাংকিং সংক্ষিপ্ত সাজেশন-২০২৪

SSC Finance and Banking Short Suggestion-2024

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে

  • ১. সুসংগঠিত মুদ্রাবাজার গঠন— কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য।
  • ২. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য— জনকল্যাণ ।
  • ৩. . জাতীয় ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক গঠন করার প্রধান কারণ— অর্থনৈতিক প্রবৃদ্ধি ।
  • ৪. নোট ও মুদ্রার প্রচলন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য।
  • ৫.বাংলাদেশের মুদ্রাবাজারের অভিভাবক- বাংলাদেশ ব্যাংক।
  • ৬. মুদ্রার ক্রয়ক্ষমতা সংরক্ষণকারী ব্যাংক— কেন্দ্রীয় ব্যাংক।
  • ৮. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একান্তই জরুরি— ঋণের সংকোচন, ঋণ সরবরাহ। Clearing house অর্থ— নিকাশ ঘর।
  • ৯.কেন্দ্রীয় ব্যাংকের অতি গুরুত্বপূর্ণ কাজ— মুদ্রাস্ফীতি রোধে ব্যবস্থা গ্রহণ । 
  • ১০. নিকাশ ঘরের জনক- আরভিল ।
  • ১১. নিকাশ ঘরের কাজ— আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি।
  • ১২. কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে— সুদের হার পরিবর্তন করে, জমার হার পরিবর্তন করে, নৈতিক প্ররোচনা দিয়ে।
  • ১৩. ব্যাংক প্রতিষ্ঠা করতে অনুমতি লাগে— কেন্দ্রীয় ব্যাংকের।
  • ১৪. ঋণের শেষ আশ্রয়স্থল — কেন্দ্রীয় ব্যাংক।
  • ১৫. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা— সরকারি।
  • ১৬. বাংলাদেশ ব্যাংক গঠিত হয়— ১৯৭২ সালের আইন দ্বারা । ১৭. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী— গভর্নর।
  • ১৮. বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর - ৪ জন। 
  • ১৯. কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পদ— গভর্নর।
  • ২০. বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়— ৪ বছরের জন্য।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কোনটি?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ নিশ্চিত করা।
 প্রশ্ন-২. বাংলাদেশ ব্যাংক কোনটি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে? 
উত্তর: বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
 প্রশ্ন-৩. কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে কী হিসেবে কাজ করে? 
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে উপদেষ্টা হিসেবে কাজ করে।
প্রশ্ন-8. ঋণ নিয়ন্ত্রণ কী? 
উত্তর: ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলা হয় । 
 প্রশ্ন-৫. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কী? 
উত্তর: দেশীয় মুদ্রার সম্মানজনক বিনিময় হার তৈরি করার প্রক্রিয়াকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বলা হয় ।
 প্রশ্ন-৬. নিকাশঘর কী?  
উত্তর: যে ঘর বা স্থানে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করে তাকে নিকাশঘর বলা হয়।  
প্রশ্ন-৭. কেন্দ্রীয় ব্যাংক কোন ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে?
 উত্তর: কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে। 
 প্রশ্ন-৮, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী কে?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী হলো গভর্নর।
প্রশ্ন-৯. বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের সংখ্যা কত?
 উত্তর: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের সংখ্যা ১২ জন ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন?

উত্তর: একটি দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে কাজ করতে হয় বলে কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়।কেন্দ্রীয় ব্যাংক সব তালিকাভুক্ত ব্যাংকের আমানতের একটি অংশ নিজের কাছে জমা রাখে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণ দেয়। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে এবং পরামর্শ দেয় উপদেষ্টা হিসেবে কাজ করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকসমূহের ব্যাংকার বলা হয়।
প্রশ্ন-২. ‘ব্যাংক ব্যবস্থা ও মুদ্রাবাজার নিয়ন্ত্রণই কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির প্রধান উদ্দেশ্য' —ব্যাখ্যা করো। 

উত্তর: ব্যাংক ব্যবস্থা ও মুদ্রাবাজার নিয়ন্ত্রণই কেন্দ্রীয় ব্যাংক তৈরির প্রধান উদ্দেশ্য।
দেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরি করে।
 আবার এ ব্যাংক মুদ্রা সরবরাহ, মূল্যস্তর ইত্যাদি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে। এজন্য এ ব্যাংককে সব ব্যাংকের ব্যাংকার ও মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় ।

প্রশ্ন-৩. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

 উত্তর: বাজারে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে ।
কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় রাখে। 
এর আওতায় এ ব্যাংক খোলাবাজার নীতি, ব্যাংক হার নীতি, জমার হার নীতি ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণ করে।

প্রশ্ন-8. ঋণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?  

উত্তর: ঋণের পরিমাণকে কাম্যমাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলাহয়।
কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো ঋণ নিয়ন্ত্রণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করা।এ ব্যাংক অর্থবাজারকে স্থিতিশীল রাখার জন্য যে কৌশল অবলম্বন করে তাকে ঋণ নিয়ন্ত্রণ বলা হয়। ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি ইত্যাদির মাধ্যমে 
এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণ করে।

প্রশ্ন-৫. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে নোট ইস্যু করে?

উত্তর: কেন্দ্রীয় ব্যাংক চাহিদা অনুযায়ী নোট ইস্যু করে।
একটি দেশের অর্থনৈতিক প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করে।
দেশের ব্যবসা-বাণিজ্য ও সব অর্থনৈতিক কাজ সম্পাদনের জন্য কী পরিমাণ নোটের প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক তা নির্ধারণ করে। চাহিদামাফিক এ ব্যাংক ঐ পরিমাণ নোট ইস্যু করে।
 প্রশ্ন-৬.কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় কেন?

 উত্তর: কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রাবাজারের পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে  বিধায় একে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় । মুদ্রা সংক্রান্ত যাবতীয় বিষয় যেমন: মুদ্রা সরবরাহ, মূল্যস্তর ইত্যাদি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু কেন্দ্রীয় ব্যাংকের আছে।  এছাড়া নোট এবং মুদ্রার ইস্যু করা, মুদ্রাবাজারে মুদ্রা সরবরাহ করা ইত্যাদিও নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। তাই কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়।

প্রশ্ন-৭. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে? ব্যাখ্যা করো।
উত্তর: মুদ্রার সরবরাহ বাড়িয়ে বা কমিয়ে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে।
দেশের ব্যাংকিং ব্যবস্থায় অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ইস্যু করে । আবার মুদ্রার সরবরাহ বাড়িয়ে বা কমিয়ে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান অর্থাৎ মুদ্রার ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে। মুদ্রার সরবরাহ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এর ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে।
 আবার সরবরাহ কমিয়ে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক এর ক্রয় ক্ষমতা বাড়িয়ে দিতে পারে।

প্রশ্ন-৮, নিকাশঘর বলতে কী বোঝায়?

উত্তর: যে ঘর বা স্থানে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যকার লেনদেন নিষ্পত্তি করা হয় তাকে নিকাশঘর বলা হয় । কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘরের দায়িত্ব পালন করে। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে যে লেনদেন সংঘটিত হয় সেগুলোর নিষ্পত্তি করা হয়। ধরা যাক, X এবং Y বাণিজ্যিক ব্যাংকের মধ্যে একটি লেনদেন সংঘটিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের মাধ্যমে এই লেনদেনটির নিষ্পত্তি করা হয়।

 প্রশ্ন-৯. ঋণের শেষ আশ্রয়স্থল বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

 উত্তর: ঋণের শেষ আশ্রয়স্থল বলতে ঋণ পাওয়ার শেষ উৎসকে বোঝায় । তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণের প্রয়োজন হলে বিভিন্ন উৎস (শেয়ার বিক্রি, অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া) থেকে তা সংগ্রহের চেষ্টা করে। কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করা সম্ভব হয় না হলে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেয়।  এছাড়া কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক হুন্ডি, প্রতিজ্ঞাপত্র ইত্যাদি পুনঃবাট্টা করে বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ দেয়। এজন্য - কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থলও বলা হয়।

প্রশ্ন-১০.পটুয়াখালী এলাকার ভূমিহীন কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রকল্প অনুমোদনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কোন উদ্দেশ্য সম্পাদন হয়? ব্যাখ্যা করো। 
উত্তর: পটুয়াখালী এলাকার ভূমিহীন কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রকল্প অনুমোদনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের জনকল্যাণের উদ্দেশ্য সম্পাদন হয় । কেন্দ্রীয় ব্যাংক একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণে নিয়োজিত থাকা। ভূমিহীন কৃষকদের পক্ষে উচ্চ হারে ঋণ নেওয়া সম্ভব হয় না।  তাই তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংক সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তার জনকল্যাণমূলক উদ্দেশ্য সাধন করেছে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. মুদ্রাবাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয় কোন শতাব্দীতে?
ক) ষোড়শ শতাব্দী
খ) সপ্তদশ শতাব্দী
গ) অষ্টাদশ শতাব্দী
ঘ ঊনবিংশ শতাব্দী
উ: খ
২.নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কোন ব্যাংক? 
ক) সোনালী ব্যাংক
খ) জনতা ব্যাংক
গ) রূপালী ব্যাংক
ঘ) কেন্দ্রীয় ব্যাংক
উ:ঘ
৩.কেন্দ্রীয় ব্যাংক কী জাতীয় প্রতিষ্ঠান?
ক) অমুনাফাভোগী
খ) মুনাফাভোগী
গ) সুদের প্রতিষ্ঠান
ঘ) ঋণদানকারী প্রতিষ্ঠান
উ:ক
8.নোট ও মুদ্রার প্রচলন কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য?
ক) অন্যতম 
খ) বিশেষ
গ)প্রধান
ঘ)গুরুত্বপূর্ণ
উ: গ
৫.বাংলাদেশে ৫০০ টাকার নোট প্রচলন করে কোন ব্যাংক?
ক) বাংলাদেশ ব্যাংক
খ) সোনালী ব্যাংক
গ) বিডিবিএল
ঘ) জনতা ব্যাংক
উ: ক
৬.কোন ব্যাংক মূল্যস্তরকে স্থিতিশীল রাখে? 
ক) কর্মসংস্থান ব্যাংক
খ) একক ব্যাংক
গ) স্বায়ত্তশাসিত ব্যাংক
ঘ) কেন্দ্রীয় ব্যাংক
উ: 
৭.কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ?
ক) সরকারি ঋণের তদারকি করা 
খ) ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করা 
গ) শিল্প উন্নয়নে নীতি নির্ধারণ করা 
ঘ) ঋণের ব্যবহার নিশ্চিত করা
উ:খ
 ৮.কেন্দ্রীয় ব্যাংক যে কৌশলে বাজারে অর্থে পরিমাণ কাম্যস্তরে রাখে তাকে কী বলে?
ক) ঋণ বৃদ্ধি
খ) ঋণ নিয়ন্ত্রণ
গ) অর্থ কৌশল
ঘ) মুদ্রাস্ফীতি রোধ
উ: খ
৯.বর্তমানে বাংলাদেশে কয়টি নিকাশঘর ব্যবস্থা চালু আছে?
ক) ৭টি
খ) ৯টি
গ) ১২টি
ঘ) ১৬টি
উ: ঘ
১০. বাণিজ্যিক ব্যাংক তারল্য সংকটে আর্থিক সাহায্যের জন্য কোন ব্যাংকের শরণাপন্ন হন?
ক) বিদেশি ব্যাংক
গ) আঞ্চলিক ব্যাংক
গ) বিশেষায়িত ব্যাংক
ঘ) কেন্দ্রীয় ব্যাংক
উ: ঘ
১১. বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে?
ক) ১৯৬৯ সালে
খ) ১৯৭০ সালে
গ) ১৯৭১ সালে
খ) ১৯৭২ সালে
উ: গ
১২. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী কে? 
ক) গভর্নর
খ)সচিব 
গ) এমডি
ঘ) পরিচালক
১৩. বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কয় জন?
ক) ২জন
খ) ৪ জন
গ) ৬ জন
ঘ)  ৮ জন
উ: খ
১৪. বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা কয়জন?
ক) ২জন
খ) ১ জন
গ) ৬ জন
ঘ)  ৮ জন
উ: খ
১৫. ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে বাণিজ্যিক ব্যাংকের কাছে সবচেয়ে আপন কে? 
ক) গ্রাহক
খ) মার্চেন্ট ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) বিনিয়োগ ব্যাংক
উ: গ
১৬. নিকাশ ঘরের সেবা গ্রহণ করে কোন ব্যাংক?'
ক) কেন্দ্রীয় ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) তালিকাভুক্ত ব্যাংক
ঘ) সব ব্যাংক
উ: 
১৭. দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে – 
i. সরকার
ii. বাণিজ্যিক ব্যাংক
iii. কেন্দ্রীয় ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক) i 3 ii 
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)i, ii ও iii
উ: খ
১৮. কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণ করতে যে পদ্ধতি অনুসরণ করে তা হলো-
i. ব্যাংক হার নীতি
ii. খোলা বাজার নীতি
iii. জমার হার পরিবর্তন নীতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii 
খ) i ও iii
গ) ii ও iii 
ঘ) i, ii ও iii
উ: ঘ
১৯. কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক গবেষণা করার মাধ্যমে
i. সরকারের আর্থিক নীতি প্রণয়ন করে
ii. ব্যাংক ব্যবস্থার উন্নয়নে প্রয়াস চালায় 
iii. মুদ্রাবাজার পরিচালনা করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii 
খ) i ও iii
গ) ii ও iii 
ঘ) i, ii ও iii
উ: ক
উদ্দীপকটি পড়ো এবং ২০ নং প্রশ্নের উত্তর দাও:
দিপা পড়াশুনা শেষ করে ব্যাংকার হতে ইচ্ছুক। তবে সে দেশের প্রধান ব্যাংকটির ব্যাংকার হতে চায়, যা অন্যান্য ব্যাংকের অভিভাবক।
২০. দিপার ব্যাংকটির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে-
i. ব্যাংকটি স্বাধীনতা ভোগ করে
ii. প্রত্যেকটি স্বাধীন দেশে এ ব্যাংকটি আছে
 iii. দেশের মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii
খ) i ও iii 
গ) ii ও iii
ঘ)i, ii ও iii
উ: ঘ

সৃজনশীল প্রশ্ন 

১. ‘জবা ব্যাংক' দেশের এক ও অনন্য ব্যাংক। ব্যাংকটি দেশের নোট ইস্যু, প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও, ব্যাংকটি সরকারের তহবিল সংরক্ষণ, হিসাব সংরক্ষণ ও আয়কর আদায়সহ নানাবিধ কাজে সহায়তা প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে।

ক. খোলাবাজার নীতি কী?
খ. কেন্দ্রীয় ব্যাংককে ঋণের আশ্রয়স্থল বলা হয় কেন? ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকে উল্লেখিত ‘জবা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। 
ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে ‘জবা ব্যাংক’-এর পরবর্তী কাজগুলোর ভূমিকা মূল্যায়ন করো।

২।‘ক’ ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সদস্যভুক্ত ব্যাংকসমূহের সাহায্য সহযোগিতা প্রদান, নতুন নতুন ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবন এবং এগুলোর বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নেও ভূমিকা রাখছে এই ব্যাংক ।
ক. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান কে?
খ. নিকাশ ঘর বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে 'ক' ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
ঘ. অর্থনৈতিক উন্নয়নে 'ক' ব্যাংকের অবদান অনেক— ব্যাখ্যা করো ।

৩। জনাব রহিম ‘ক’ ব্যাংকের ডেপুটি গভর্নর। তার বন্ধু ‘খ’ ব্যাংকের সিনিয়র অফিসার। ‘খ’ ব্যাংকটির আর্থিক সংকটে ‘ক’ ব্যাংকটি গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে ।
ক. কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক কত জন?
খ. কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকসমূহের ব্যাংকার বলা হয় কেন? ব্যাখ্যা করো। 
গ. ‘ক’ ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ব্যাংক দুটির মধ্যে প্রদত্ত সম্পর্ক বিশ্লেষণ করো।

৪. আবুল রহমত একটি ব্যাংকের কর্মকর্তা। যে ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করেন এবং সরকারের পক্ষে কাজ করে।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
ক. বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ কয়টি?
খ. Clearing House কী? ব্যাখ্যা করো।
গ. আবুল রহমত কোন ব্যাংকের কর্মকর্তা? ব্যাখ্যা করো
ঘ.আবুল রহমতের ব্যাংকের সরকারের পক্ষে কাজের মূল্যায়ন করো। 


















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url