সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী

অধ্যায় :৯ সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী 

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



 ভূগোল  সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় :৯ সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. যেকোনো বস্তুর কার্যকারিতাই— সম্পদ।
  •  ২. সম্পদের অপচয় কমায়- রিসাইক্লিং।
  •  ৩. যোগান অসীম বলে সম্পদ নয়— বাতাস ।
  •  ৪. নবায়নযোগ্য সম্পদ- পুনঃসংগঠনশীল ।
  • ৫. সম্পূর্ণ ধ্বংস হতে পারে— অনবায়নযোগ্য সম্পদ।
  • ৬. কৃষি মৃত্তিকা রক্ষা করার পদ্ধতি— সোপান চাষ, শস্য আবর্তন । 
  • ৭. অর্থনৈতিক কার্যাবলি— ৩ প্রকার ।
  • ৮. প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি— পশুপালন, কৃষিকার্য ।
  • ৯. তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড— সেবা, ব্যবসা ।
  • ১০. মূলধনের প্রভাব বিশেষ উল্লেখযোগ্য— শিল্প স্থাপনে ।
  • ১১. ব্যাপক অবকাঠামো, প্রচুর শ্রমিক ও মূলধন প্রয়োজন— বৃহৎ শিল্পে ।
  • ১২. বাংলাদেশ রপ্তানি করে— পাটজাত পণ্য, পোশাক ।
  • ১৩. রপ্তানি অপেক্ষা আমদানি বেশি— বাণিজ্য ঘাটতি 
  • ১৪. বাংলাদেশের প্রধান আমদানি অংশীদার হচ্ছে— চীন ।
  • ১৫. জাপানি পণ্যের চাহিদা— বিশ্বব্যাপী।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১.সম্পদ কাকে বলে?

উত্তর: যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাই সম্পদ।

প্রশ্ন-২ নবায়নযোগ্য সম্পদ কাকে বলে? 

উত্তর: যেসব সম্পদ পুনঃসংগঠনশীল কিন্তু সময়ের ব্যবধানে পরিবর্তনশীল তাদেরকে নগরায়নযোগ্য সম্পদ বলে। যেমন- পানিসম্পদ

প্রশ্ন-৩. শিল্প কী?

উত্তর: প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য সম্পদকে কাজে লাগিয়ে প্রয়োজনীয়, দ্রব্যমগ্রী উৎপাদন করাই শিল্প। যেমন— প্রাকৃতিক গ্যাসের উপর ভিত্তি করে সার শিল্প।

প্রশ্ন-৪ বাংলাদেশে কয়টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?

উত্তর: বাংলাদেশে ২৫টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।

প্রশ্ন-৫. বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার কারণ কী? 

উত্তর: বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার কারণ শ্রমিকের সহজলভ্যতা।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. জলবিদ্যুৎ একটি নবায়নযোগ্য সম্পদ- ব্যাখ্যা করো।

উত্তর: যে সম্পদ বার বার ব্যবহার করা যায় এবং কখনো নিঃশেষ হয় না সেগুলোকে নবায়নযোগ্য সম্পদ বলে। জলবিদ্যুৎ একটি নবায়নযোগ্য সম্পদ কারণ এটি পুনঃসংগঠনশীল কিন্তু সময়ের ব্যবধানে বিশেষভাবে পরিবর্তনশীল। অর্থাৎ পানিকে বার বার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়।

প্রশ্ন-২. ডেইরি ফার্ম কারখানা কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো। 

উত্তর: ডেইরি ফার্ম কারখানা ক্ষুদ্র শিল্প। এ শিল্পে কম শ্রমিক ও স্বল্প মূলধনের প্রয়োজন হয়। এ শিল্পে শ্রমিক ক্ষুদ্র যন্ত্রপাতি ও উপকরণের সাহায্যে সম্পন্ন করে থাকে। কম কাঁচামালে স্বল্প উৎপাদন করা হয়। এই ধরনের শিল্পগুলো গ্রাম ও শহর এলাকায় ব্যক্তি মালিকানায় গড়ে ওঠে। যেমন- তাঁত শিল্প, বেকারি কারখানা, ডেইরি ফার্ম প্রভৃতি।

প্রশ্ন-৩. স্থিতিশীল রাজনৈতিক অবস্থা অর্থনীতির মূল ভিত্তি— ব্যাখ্যা করো।

উত্তর: রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে দেশি ও বিদেশি বিনিয়োগের অন্যতম নিয়ামক। পৃথিবীর যে দেশসমূহে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়, সেই দেশসমূহে শিল্প স্থাপনের সংখ্যা বৃদ্ধি পায়এবং তাতে দেশের অর্থনীতি মজবুত হয়। সুতরাং বলা যায়, স্থিতিশীল রাজনৈতিক অবস্থা অর্থনীতির মূলভিত্তি।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.সম্পদ বহির্ভূত উপাদান হলো- 

i. সূর্যকিরণ

ii. বাতাস

iii. মাটির অনেক গভীর খনিজ পদার্থ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

২.বাতাস সম্পদ নয় কেন?

ক) এর কোনো উপযোগ নেই

খ)এর চাহিদা যোগান অপেক্ষা বেশি

গ) এর বিনিময় মূল্য অধিক

ঘ) এর যোগান অসীম

উ:ঘ

৩.নবায়নযোগ্য সম্পদ কোনটি?

ক) তেল

খ) কয়লা

গ) প্রাকৃতিক গ্যাস

ঘ) পানি বিদ্যুৎ

উ:ঘ

৪.প্রাকৃতিক সম্পদের অর্ন্তভূক্ত - 

i. সৌরজগত 

ii. তেল 

iii. প্রাকৃতিক গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক) ieii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

৫.কোন সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হতে পারে? 

ক) তেল

খ) বায়ু 

গ) পানি 

ঘ)সৌন্দর্য

উ:ক

৬.সোপান চাষ কী? 

ক) একটি কৃষি পদ্ধতি

খ)একটি চাষ পদ্ধতি

গ) একটি বনায়ন পদ্ধতি

ঘ) একটি মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি

 উ:ঘ

৭.অর্থনৈতিক কার্যাবলিকে কত ভাগে ভাগ করা যায়? 

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ)  ৫

 উ:খ

৮.কোনগুলো প্রথম পর্যায়ের অর্থনৈতিক----

ক) মৎস্য শিকার ও শিক্ষক

খ)রান্না করা ও চিকিৎসক

গ) শিক্ষক ও চিকিৎসক

ঘ)পশু পালন ও মৎস্য শিকার

উ:ঘ

৯.৩য় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড কোনটি?

ক) কৃষি কাজ

খ). খুচরা ব্যবসা

গ) নির্মাণ কাজ

(ঘ) গাভীর খামার

উ:গ

১০.বস্ত্র শিল্পের জন্য কেমন জলবায়ু প্রয়োজন?

ক) অধিক

খ) আর্দ্র 

গ) শীতল 

ঘ) মৌসুমী

উ:খ

১১. খুলনায় নিউজপ্রিন্ট কাগজকল কোন কাঠের ওপর ভিত্তি করে গড়ে ওঠেছে?

ক)সুন্দরী

থ)গরান

গ) গজারি

ঘ) শাল

উ:ক

১২. শিল্প গড়ে ওঠার নিয়ামক -

i. শক্তিসম্পদের সান্নিধ্য

ii. মূলধন

iii. শ্রমিক সরবরা

নিচের কোনটি সঠিক?

ক) ieii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

সৃজনশীল প্রশ্ন 

১.
শিল্প
শ্রমিক            pic hoba
অবস্থান
A
কম শ্রমিক
গ্রাম ও শহর
B
প্রচুর শ্রমিক
শহরতলী
ক. খনিজ উত্তোলন কোন পর্যায়ের অর্থনৈতিক কাজ?
 খ.. বাণিজ্য ঘাটতি বলতে কী বোঝায়?
গ. 'A' শিল্পের বর্ণনা দাও ৷
ঘ. অধিক কর্মসংস্থান সৃষ্টিতে 'B' শিল্পের ভূমিকা মূল্যায়ন করো ।
২.ঢাকার অদূরে ডেমরা থেকে নারায়ণগঞ্জ শহর পর্যন্ত শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে দীর্ঘদিন ধরে নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে ইপিজেড, জুটমিল, 
কটনমিলস্ উল্লেখযোগ্য।
ক. কৃষিকাজ কোন ধরনের কর্মকাণ্ড?
 খ. রাণিজ্য ঘাটতি বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো কোন শ্রেণীর? ব্যাখ্যা করো ।
 ঘ. উক্ত অঞ্চলে শিল্প গড়ে উঠার প্রাকৃতিক কারণ বিশ্লেষণ করো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url