ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন
অধ্যায় ৯: ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন
অধ্যায় ৯: ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
পেজ সূচিপত্র : অধ্যায় ৯: ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১. দেশে মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চারে উদ্বুদ্ধ করা- ব্যাংক প্রধান উদ্দেশ্য।
- ২. ব্যাংক অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে শ্রমনির্ভর প্রবৃত্তিতে অর্থায়নের মাধ্যমে।
- ৩.কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী প্রাইভেট ব্যাংকের পরিচালক সংখ্যা- সর্বোচ্চ ১৩ জন, সর্বনিম্ন ২ জন।
- ৪. গ্রাহকের অর্থ চাহিবামাত্র ফেরতদানের ক্ষমতাকে ব্যাংকের ভাষার ব হয়- তারল্য।
- ৫. ব্যাকের কার্য পরিধি সম্প্রসারণে সাহায্য করে- প্রচারের নীতি।
- ৬. ব্যাংক মন্ডেলের আস্থা অর্জন করে থাকে হিসাবের গোপীর মাধ্যমে।
- ৭. অল্প ব্যয়ে অধিক কাজ এটি ব্যাংকের শিবরীতার নীতি।
- ৮. দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা।
- ৯. ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক হওয়া উচিত— সর
- ১০. আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের ইস্যুকৃত প্রত্যয়পত্র বাস্তব করা হয়- বিশেষায়ণের নীতি যারা ।
- ১১. ব্যাংকের অন্যতম নীতি— ব্যারো অধিক কাজ, গোপনীতা র
- ১২. বৈদেশিক বাণিজ্য, বাণদান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে অনুসরণ - বিশেষায়নের নীতি।
- ১৩. ব্যাংকের তারল্য সংকট হতে পারে- নতুন আমানত না আসলে, বনের টাকা অন্যদায়ী থাকলে, মিতব্যয়ীতার নীতি অনুসরণ না করলে।
- ১৪. যন্ত্রপাতি ক্রয়, ভূমি ক্রয়, কারখানা নির্মাণে ঋন দেয়— শিল্প ব্যাং
- ১৫. কৃষি ব্যাংককে বলা হয়- বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।
- ১৬. Bangladesh Development Bank কটি— শিল্প ব্যাংক।
- ১৭. বিশেষায়িত ব্যাকের উদাহরণ- গ্রামীণ ব্যাংক।
- ১৮. বयতি প্রদান করা হয়- কৃষি ও শিল্পের প্রয়োজনে
- ১৯. সমবায় ব্যাংকের মূল লক্ষ্য- সদস্যদের আর্থিক কল্যান।
- ২০. যৌথ মালিকানাধীন ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক।
- ২১. একটি দেশের জাতীয় সীমানার গন্ডিতে করে আন্তর্জাতিক ব্যাংক
- ২২. ল্যাপটপ ভয়ে ঋণ নেয়- ভোলা
- ২৩. বাজার অর্থনীতিতে প্রশ্নের উত্তর খোজা হয়- ৪টির।
- ২৫. গ্রাহক ইজারা সেবা পেতে পারে – ইসলামী ব্যাংক থেকে
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
প্রশ্ন-১. ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা।প্রশ্ন-২. ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কী?
উত্তর: ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস আমানত।প্রশ্ন-৩. গোপনীয়তার নীতি কী?
উত্তর: যে নীতি অনুযায়ী গ্রাহকের হিসাবসংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করা হয় তাকে গোপনীয়তার নীতি বলে।প্রশ্ন-৪. ব্যাংক ব্যবসায় সফলতার পূর্বশর্ত কোনটি?
উত্তর: ব্যাংক ব্যবসায় সফলতার পূর্বশর্ত হলো ব্যাংকের ওপর গ্রাহকদের আচ্ছা।প্রশ্ন-৫. কোন ব্যাংক ব্রিজ ফিন্যান্স নিয়ে কাজ করে?
উত্তর: বিনিয়োগ ব্যাংক ব্রিজ ফিন্যান্স নিয়ে কাজ করে ।প্রশ্ন-৬. নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক?
উত্তর: নোট ও মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক।প্রশ্ন-৭. কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দাও।
উত্তর: জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে।প্রশ্ন-৮. শিল্প ব্যাংক কাকে বলে?
উত্তর: দেশের শিল্প খাতের উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে শিল্প ব্যাংক বলা হয়।প্রশ্ন-৯, বন্ধকী ব্যাংক কাকে বলে?
উত্তর: ভূমি বন্ধক রেখে কৃষি বা শিল্পের প্রয়োজনে যে ব্যাংক দীর্ঘমেয়াদে ঋণ দেয় তাকে বন্ধকী ব্যাংক বলা হয়।প্রশ্ন-১০.আঞ্চলিক ব্যাংক কী?
উত্তর: কোনো নির্দিষ্ট অঞ্চলের কার্যক্রম পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত ব্যাংককে আঞ্চলিক ব্যাংক বলা হয়।প্রশ্ন-১১. সমবায় ব্যাংক কী?
উত্তর: সমবায়ের আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত ব্যাংককে সমবায় ব্যাংক বলে।প্রশ্ন-১২.ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয় কখন?
উত্তর: ইসলামি ব্যাংক ব্যবস্থার প্রবর্তন হয় ১৯৮৩ সালে।প্রশ্ন-১৩. মুদারাবা কী?
উত্তর: ইসলামি শরিয়া অনুযায়ী গ্রাহককে ব্যবসায়ের মূলধন যোগান এবং ব্যবসায়ের শরিক হিসেবে তার মূলধন ব্যবস্থাপনা করাকে মুদারাবা বলা হয়।প্রশ্ন-১৪.মুরাবাহা কী?
উত্তর: ঋণগ্রহীতাকে কোনো কিছু (গাড়ি, যন্ত্রপাতি) কেনার জন্য অর্থায়ন করাকে মুরাবাহা সেবা বলা হয়।অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. ব্যাংক কীভাবে কর্মসংস্থানের সুযোগ করে?
উত্তর: অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।ৰাণিজ্যিক ব্যাংক বৃহদায়তন পরিসরে গড়ে ওঠায় এর বিভিন্ন শাখায় অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। অন্যদিকে, এ ব্যাংকের আর্থিক সহায়তায় গড়ে ওঠা ব্যবসায়-বাণিজ্যে বহু লোকের কর্মসংস্থানের সুযোগ হয় ।ফলে দেশের বেকার সমস্যা হ্রাস পায়।
প্রশ্ন-২. ব্যাংকিং কার্যক্রমে বিশ্বস্ততা কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: গ্রাহকদের আস্থা অর্জনের জন্য ব্যাংকিং কার্যক্রমে বিশ্বমতা প্রয়োজন। দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত হলো ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা। এই আস্থা অর্জনের জন্য ব্যাংক সততা ও বিশ্বস্ততার নীতি অবলম্বন করে থাকে। এই আস্থার বলেই গ্রাহক তাদের অর্থ ও মূল্যবান সম্পদ (লকার সেবা) ব্যাংকের কাছে জমা রাখে। বিশ্বস্ততার ঘাটতি হলে ব্যাংক গ্রাহকের আস্থা হারাবে। ফলে গ্রাহক সংখ্যা ও মুনাফা উভয়ই কমে যাবে। তাই ব্যাংকিং কার্যক্রমে বিশ্বস্ততা খুবই জরুপ্রশ্ন-৩. ঋণ প্রদানে ব্যাংকের আমানত গ্রহণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংক ঋণের ব্যবসায়ী হওয়ায় ঋণ প্রদানে ব্যাংকের আমানত গ্রহণ প্রয়োজন হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো আমানত গ্রহণের মাধ্যমে ঋণ গ্রহণ করে। আবার উক্ত আমানত বিনিয়োগের মাধ্যমে ঋণ প্রদান করে।অর্থাৎ, ব্যাংক ঋণ গ্রহণ করে ঋণ প্রদান করে। অন্যভাবে বলতে গেলে, ব্যাংক আমানত সংগ্রহ করে ঋণ দেয়। তাই ঋণ প্রদানে ব্যাংকের আমানত গ্রহণ করা প্রয়োজন ।
প্রশ্ন-৪. ব্যাংকের সচ্ছলতার নীতি বলতে কী বোঝায়?
উত্তর: ব্যাংকিং ব্যবসায়ে ঝুঁকি কমানোর জন্য অনুসরণযোগ্য একটি মূলনীতি হলো সচ্ছলতা নীতি । সচ্ছলতা বলতে দায় পরিশোধের ক্ষমতাকে বোঝায়। অন্যের অর্থ নিয়ে ব্যবসায় করায় ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য সতর্ক থাকতে হয়। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে। তাই আর্থিক সচ্ছলতা অর্জনে ব্যাংক যে নীতি ব্যবহার করে তাকে সচ্ছলতার নীতি বলা হয়।প্রশ্ন-৫.ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা করো।
উত্তর: চাওয়ামাত্র আমানতকারীর অর্থ ফেরত দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণের নীতিকে ব্যাংকের তারল্য নীতি বলা হয়। গ্রাহকের আমানত বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস। এই আমানত থেকে ব্যাংক তার গ্রাহকদের ঋণ দেয়। তবে ব্যাংক অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তহবিলে জমা রাখে। ফলে ব্যাংক গ্রাহকের আমানতকৃত অর্থ সময়মতো ফেরত দিতে পারে।প্রশ্ন-৬.ব্যাংকের নিরাপত্তার নীতিটি ব্যাখ্যা করো।
উত্তর: গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করাই হলো নিরাপত্তার নীতি ব্যাংক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো গ্রাহকের অর্থ ও ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা বিধান। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংককে ঋণদানের সময় ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা উচিত। প্রয়োজনে পর্যাপ্ত জামানত গ্রহণ করতে হবে। এটিই ব্যাংকের নিরাপত্তার নীতি ।প্রশ্ন-৭. ব্যাংকিং ব্যবসায়ের দক্ষতার নীতিটি ব্যাখ্যা করো।
উত্তর: অধিক মুনাফা ও স্বল্প ব্যয় নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংক দক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনা নীতি অনুসরণ করে থাকে। ব্যাংক ব্যবস্থাপনায় পরিচালনা বোর্ড, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতার ওপর ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে। প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতা অর্জনের জন্য তাই দক্ষতা অর্জন ও তা মূল্যায়ন করা একান্ত প্রয়োজন।প্রশ্ন-৮.ব্যাংকিং কাজে আর্থিক সচ্ছলতা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর্থিক সচ্ছলতার প্রয়োজন। ব্যাংকের আর্থিক সচ্ছলতা বলতে চাওয়ামাত্র আমানত পরিশোধের জন্য ব্যাংকের হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কিনা তা বোঝায়। ব্যাংক আর্থিকভাবে সচ্ছল না হলে দেশের আইন বলে দেউলিয়া ঘোষিত হতে পারে। আবার গ্রাহকদের আস্থা অর্জন করাও কঠিন হয়ে পড়ে। তাই ব্যাংকিং কাজ পরিচালনা করার জন্য ব্যাংকের আর্থিক সচ্ছলতা থাকা অত্যন্ত জরুরি।প্রশ্ন-৯. 'কৃষি ব্যাংক' কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: দেশের কৃষি খাতের উন্নয়নের জন্য কৃষি ব্যাংক' প্রয়োজন। এ ব্যাংক কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়। কৃষি ব্যাংক কৃষকদের কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, সার ইত্যাদি ক্রয়ের জন্য মূলধনের ব্যবস্থাও করে। আমাদের দেশের কৃষি উন্নয়ন অনেকখানি। নির্ভর করে কৃষি ব্যাংকের দক্ষতার ওপর।প্রশ্ন-১০. স্কুল ব্যাংকিং কী? ব্যাখ্যা করো।
উত্তর: স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদেরকে সঞ্চয়ে উৎসাহ দেওয়ার জন্য ব্যাংক যে বিশেষ হিসাবের সুযোগ দেয় তাকে স্কুল ব্যাংকিং বলা হয়। এক্ষেত্রে স্কুলে ব্যাংকের শাখা খোলা হয়। শিক্ষার্থীরা উক্ত শাখায় স্কুল সঞ্চয়ী হিসাব খুলে তাদের সঞ্চিত অর্থ জমা রাখতে পারেন। এর মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে মিতব্যয়ী ও সঞ্চয়ী হবার শিক্ষা দেওয়া হয়।প্রশ্ন-১১.ইজারা কী? বর্ণনা করো।
উত্তর: মেশিন, যন্ত্রপাতি, যানবাহনসহ অন্যান্য ान সম্পত্তি ভয় না করে নির্ধারিত ভাড়া নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার হলো ইজারা।ব্যাংক গ্রাহকের অনুরোধে বিভিন্ন সম্পদ কিনে নির্দিষ্ট সময়ের জ গ্রাহকের ব্যবহারের উদ্দেশ্যে তার নিকট হস্তান্তর করে। এক্ষেে সম্পদের মালিকানা ব্যাংকের নিকট থাকে। নির্দিষ্ট সময় শেষে গ্রাহক এ সম্পদ পুনরায় ব্যাকের নিকট রেত দেয়। উক্ত সম্পদ ব্যবহারের সময়টুকুর জন্য গ্রাহক ব্যাংককে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিয়ে থাকে।বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.ব্যাংকের মক্কেলের আস্থা অর্জনের উপায় হিসাবে কোন নীতি ব্রহ্ম করা প্রয়োজন?
ক) গোপনীয়তার
খ) সুনামের
গ) বিনিয়োগের
ঘ) উদ্দেশ্যের
উ:ক
২.ব্যাকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলি নিচের কোনটি?
ক) মূলধন
খ) গঠন
গ) অর্থ স্থানান্তর
ঘ) সুনাম অর্জন
উ:ঘ
৩.সরকার ও রাষ্ট্রের পক্ষে ব্যাংক কোন উদ্দেশ্য পালন করে?
ক) সামাজিক অবদান
খ) উন্নয়নে অংশগ্র
গ) কর্মসংস্থান
ঘ) অর্থ স্থানান্তর
উ:গ
8. দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ কোনটি?
ক) বাণিজ্য ঘাটতি
খ) মুদ্রাস্ফীতি
গ) তারল্য সংকট
ঘ) জীবনযাত্রার মান উন্নয়ন
উ:
৫. প্রাইভেট ব্যাংকের পরিচালকের সংখ্যা সর্বনিম্ন কতজন?
ক) ২
খ) ৩
গ) ৫০
ঘ) ৬০
উ:ক
৬. “ গ্রাহকের প্রয়োজন মিটাতে সর্বদা নগদ টাকা রাখতে হবে।” – এটি ব্যাংকের কোন নীতি?
ক) নিরাপত্তা নীতি
খ) মুনাফা নীতি
গ) তারল্য নীতি
ঘ) প্রাচুর্য নীতি
উ:গ
৭. বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের কোন নীতি মেনে চলা উচিত?
ক) বিনিয়োগের নীতি
খ) সাবধানতার নীতি
গ) উদ্দেশ্যের নীতি
ঘ) মিতব্যয়িতার নীতি
উ:খ
৮. বৈদেশিক লেনদেন নিষ্পত্তির জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে?
ক) শিল্প ব্যাংক
খ) বিনিয়োগ ব্যাংক
গ) বিনিময় ব্যাংক
ঘ) আমদানি-রপ্তানি ব্যাংক
উ:গ
৯.দক্ষ ব্যাংক ব্যবস্থার পূর্বশর্ত কী?
ক) দক্ষ পরিচালনা
খ) ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা
গ) বহুমুখী সেবা প্রদান
ঘ) বিশেষায়নের নীতি অনুসরণ
উ:খ
১০. কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান?
ক) রাষ্ট্রায়ত
খ) স্বায়ত্তশাসিত
গ) সরকারি
ঘ) বিশেষায়িত
উ:ঘ
১১. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক) আন্তর্জাতিক ব্যাংক
খ) জাতীয় ব্যাংক
গ) আঞ্চলিক ব্যাংক
ঘ) এনজিও ব্যাংক
উ:গ
১২. নিচের কোনটি বিশেষ গ্রাহকভিত্তিক ব্যাংকের শ্রেণিবিভাগ?
ক) আঞ্চলিক ব্যাংক
খ) জাতীয় ব্যাংক
গ) আন্তর্জাতিক ব্যাংক
ঘ) শ্রমিক ব্যাংক
উ:ঘ
১৩.লাভ-লোকসানের সমবণ্টনের কথা বলা হয়েছে ইসলামি ব্যাংকিং-এর কোন সেবায়?
ক) মুদারাবা
খ) মুরাবাহা
গ) ইজারা
ঘ) মুসারাকা
উ:ঘ
১৪. ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি হলো—
i. স্বল্প ব্যয়ে অধিক মুনাফা
ii. গোপনীয়তা রক্ষা করা
iii. জনকল্যাণের লক্ষ্যে কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১৫. বিনিময় ব্যাংকের কাজ হলো-
i. বৈদেশিক মুদ্রা বিনিময়-
ii. রপ্তানি
iii. ব্রিজ ফিন্যান্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
আমানতকারীকে চাওয়ামাত্র নগদ অর্থ পরিশোধ করতে ব্যাংক বাধ্য। তাই ব্যাংক এমন পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে, যাতে আমানতকারীকে চাওয়ামাত্র টাকা পরিশোধ করা যায়।অবশিষ্ট সংগৃহীত আমানত ব্যাংক বিভিন্ন খাতে বিনিয়োগও করে থাকে।
১৬. উপরোক্ত উদ্দীপকটিতে কোন নীতির কথা ব্যক্ত করা হয়েছে?
ক) নিরাপত্তা
খ) তারল্য
গ) প্রচার
ঘ) বিনিয়োগ
উ:খ
১৭.উপরোন্ত উদ্দীপকে বর্ণিত নীতিসমূহ ব্যাংক ব্যবসায় অন্যান্য মূলনীতি সঠিকভাবে পালনের মাধ্যমে-
i. ঝুঁকি এড়ানো সম্ভব হয়
ii. ব্যাংকের সুনাম বৃদ্ধি পায়।
iii. পরিচালনা কার্য সহজ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
সৃজনশীল প্রশ্ন
১. জনাব রায়হান কাঠ দিয়ে সুন্দর সুন্দর শো-পিস তৈরি করে বিক্রয় করেন, সফলতাও অর্জন করেন। ইরা ব্যাংক তাকে সাহায্য করতে ঋণ প্রদান করে। কিন্তু ব্যাংকটি ঋণ প্রদানের ক্ষেত্রে সচেতন না হওয়ার জন্য সমস্যায় পড়েছে।
ক. সর্বনিম্ন কতদিনের মেয়াদি আমানত করা হয়?
খ. ব্যাংক কীভাবে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে? ব্যাখ্যা করো।
গ. কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী ‘ইরা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ.একটি বিশেষ নীতি মেনে চললে 'ইরা ব্যাংক' সমস্যাটি কাটিয়ে উঠতে সক্ষম হবে।" মূল্যায়ন করো।
২. হারুন সাহেব একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার কারখানায় নতুন সরঞ্জামের কয়ের জন্য অর্থের সংকট থাকায় তিনি ‘নীলাচল ব্যাংক'-এর শরণাপন্ন হন। 'নীলাচল ব্যাংক' কারখানার সরঞ্জাম ক্রয়ের জন্য ঋণ
প্রদান করাসহ বিভিন্ন উপদেশ প্রদান করা থাকে। ঋণের জন্য হারুন সাহেব তার কারখানার জমি বন্ধক রাখতে রাজি আছে। কিন্তু জমির দলিলে গড়মিল থাকায় 'নীলাচল ব্যাংক' তার ঋণের আবেদনটি প্রত্যাখ্যান করে।
ক. ইজারা কী?
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ. কার্যভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী 'নীলাচল' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. কোন নীতির আলোকে ব্যাংকটি হারুন সাহেবের ঋণ আবেদনটি প্রত্যাখ্যান করা তা যৌক্তিকতাসহ বিশ্লেষণ করো।
৩. নিচে দুটি ব্যাংকের তথ্যচিত্র দেওয়া হলো-
8
ব্যাংক
↓
প্রচলনকৃত উপাদান
↓
পদ্মা
↓
নোট, স্মারক মুদ্রা।মধুমতি
↓
চেক, ব্যাংক ড্রাফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড।
ক. ভূমি বন্ধক রেখে যে ব্যাংক কৃষি বা শিল্পের জন্য ঋণ দেয় তাকে কী ব্যাংক বলে?
খ.বিনিময় বিল বাট্টাকরণ কী? ব্যাখ্যা করো।
গ. পদ্মা ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায়ী হিসেবে কোন প্রতিষ্ঠানের সাথে তোমার প্রত্যক্ষ যোগাযোগ থাকবে? বিশ্লেষণ করো।
৪. 'কথাকলি' ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠার পর থেকেই বিপুল পরিমাণ ঋণ প্রদান করে। ঋণদান ও বিনিয়োগের পরিমাণ অত্যাধিক হওয়ার আমানতকারীদের জমাকৃত অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে। তাই ব্যাংকটি তার আর্থিক সংকট নিরসনে 'ব' ব্যাংকের শরণাপন্ন হয়। সিটি ব্যা
ক. বাংলাদেশের ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে কাজ করেন?
খ. কোন ধরনের হিসাব খুলে বিমার সুবিধা পাওয়া যায়? ব্যাখ্যা করো।
গ. কোন নীতি ভঙ্গ করার 'কথাকলি' ব্যাংক আমানতকারীদের জমাকৃত অর্থ পরিশোধ করতে পারছে না?— বর্ণনা করো।
ঘ. 'কথাকলি' ব্যাংকের আর্থিক সংকটে 'ব' ব্যাংকের শরণাপন্ন হওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url