বাণিজ্যিক ব্যাংক

 অধ্যায় ১০: বাণিজ্যিক ব্যাংক

 অধ্যায় ১০: বাণিজ্যিক ব্যাংক সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


ফিনান্স এবং ব্যাংকিং সাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ১০: বাণিজ্যিক ব্যাংক

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে সৃষ্টি করে— সঞ্চয়ের প্রবণতা। 
  • ২. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য- মূলধন গঠন।
  • ৩. বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য— জনকল্যাণ।
  • ৪. দারিদ্র দূরীকরণে বাণিজ্যিক ব্যাংক ঋণ সরবরাহ করে— উদ্যোক্তাদের ও উৎপাদনকারীদের।
  • ৫. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন।
  • ৬. মূলধন গঠন, বিনিময় মাধ্যম কার্যাবলি সৃষ্টি— বাণিজ্যিক ব্যাংকের প্রধান
  • ৭. ব্যাংক ঋণ হিসেবে প্রদান করে— জনগণের আমানতকৃত অর্থ ।
  • ৮. ব্যাংক ব্যবসায়ীদের ঋণ দিয়ে সহায়তা করে— উৎপাদনমূলক কাজে। 
  • ৯. বাণিজ্যিক ব্যাংক মুদ্রা প্রচলনে সহায়তা করে চেক ইস্যুর মাধ্যমে। 
  • ১০. দেনা-পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়— চেক, বিনিময় বিল ও ডেবিট কার্ড।
  • ১১. বিনিময়ের মাধ্যম ও মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে— চেক।
  • ১২. পরোক্ষ মুদ্রা প্রচলন করে – বাণিজ্যিক ব্যাংক।
  • ১৩. বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যুকরণের ক্ষেত্রে সরবরাহ করে— চেক। 
  • ১৪. অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য জরুরি— ঋণ নিয়ন্ত্রণ করা।
  • ১৫. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক সহায়তা করে— প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে। 
  • ১৬. গ্রাহকের পক্ষে এলসি ইস্যু করা বাণিজ্যিক ব্যাংকের কাজ।
  • ১৭. LC-এর পূর্ণরূপ— Letter of Credit
  • ১৮. এলসি ইস্যু করা হয়- রপ্তানিকারকের অনুকূলে ।
  • ১৯. বাণিজ্যিক ব্যাংক একটি দেশের অর্থনীতিকে সচল রাখে— ঋণদান ও বিনিয়োগের মাধ্যমে ।
  • ২০. বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের প্রধান উৎস— পরিশোধিত মূলধন। 
  • ২১. বাণিজ্যিক ব্যাংক-এর আয়ের প্রধান উৎস — ঋণের সুদ ।
  • ২২. ব্যাংক প্রচুর আয় করে— ব্যাংক ড্রাফট ও ট্রাভেলারস্ চেকের মাধ্যমে ।
  •  ২৩. বাণিজ্যিক ব্যাংক মক্কেলের অর্থ স্থানান্তর করে— কমিশনের বিনিময়ে । 
  • ২৪. ট্রাভেলারস চেক থেকে বাণিজ্যিক ব্যাংক পেয়ে থাকে— কমিশন।
  •  ২৫. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস ঋণের সুদ, বিল বাট্টাকরণ, ব্যাংকে ড্রাফট, ট্রাভেলার চেক, প্রত্যয়পত্র ইস্যু ও লকার ভাড়া ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

প্রশ্ন-১. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? 

উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়।

প্রশ্ন-২. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?

উত্তর: বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য মুনাফা অর্জন ।

প্রশ্ন-৩. বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্যটি কী?

 উত্তর: বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য হলো জনকল্যাণ।

 প্রশ্ন-৪. সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা কোন ব্যাংকের উদ্দেশ্য?

উত্তর: সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য।

প্রশ্ন-৫. কোন ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সাহায্য করে?

উত্তর: বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সাহায্য করে।

 প্রশ্ন-৬. LC কী?

উত্তর: যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয় তাকে প্রত্যয়পত্র বা LC (Letter of Credit) বলা হয়।

প্রশ্ন-৭. ব্যাংক মক্কেলের পক্ষে কিসের মাধ্যমে বিনিময় বিল ভাঙ্গিয়ে থাকে?

উত্তর: ব্যাংক মক্কেলের পক্ষে বাট্টাকরণের মাধ্যমে বিনিময় বিল ভাঙ্গিয়ে থাকে।

 প্রশ্ন-৮. পরিশোধিত মূলধন কী?

উত্তর: কোম্পানি প্রতিষ্ঠায় অনুমোদিত মূলধনের যে অংশ শেয়ারহোল্ডাররা পরিশোধ করে তাকে পরিশোধিত মূলধন বলে।

প্রশ্ন-৯. লকার ভাড়া কী?

উত্তর: সার্ভিস চার্জের বিনিময়ে গ্রাহকের স্বর্ণ, রৌপ্য এবং মূল্যবান দলিল পত্র লকারে সংরক্ষণের সুবিধা দেওয়াকে লকার ভাড়া বলা হয়। 

প্রশ্ন-১০. লকার ভাড়ার বিপরীতে ব্যাংক কী আদায় করে?

উত্তর: লকার ভাড়ার বিপরীতে ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে । 

প্রশ্ন-১১. বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?

উত্তর: বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো ঋণের সুদ ।

প্রশ্ন-১২. বিল বাট্টাকরণ কী?

 উত্তর: মেয়াদ শেষ হওয়ার আগে ধারক কর্তৃক কম মূল্যে বিল বিক্রি করার প্রক্রিয়াকে বিল বাট্টাকরণ বলা হয়।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুনাফা অর্জন করে? ব্যাখ্যা করো।

উত্তর: বাণিজ্যিক ব্যাংক বিনিয়োগ ও ঋণ দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জন করে। মূলত মুনাফা অর্জনের জন্য বাণিজ্যিক ব্যাংক তার ব্যাংকিং ক পরিচালনা করে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ ব্যাংক বিভিন্ন মেয়াদে ঋ দেয়। এছাড়াও বিভিন্ন উৎপাদনশীল ও লাভজনক খাতে বিনিয়োগ করে। এরূপ ঋণ থেকে পাওয়া সুদ এবং বিনিয়োগ থেকে পাওয়া মুনাফা এ ব্যাংকের আয়ের প্রধান উৎস।

প্রশ্ন-২. বাণিজ্যিক ব্যাংক কীভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে? ব্যাখ্যা করো। 

উত্তর: ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। পণ্যমূল্য বেড়ে গেলে বা মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের সরবরাহ কমাতে হয়। আবার অর্থের অভাব দেখা দিলে মুদ্রার সরবরাহ বাড়াতে হয়। এ কাজে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের খোলা বাজার নীতি, ব্যাংক হার নীতি, জমার হার পরিবর্তন নীতির প্রয়োগে সাহায্য করে। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয় ।

প্রশ্ন-৩. বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে? ব্যাখ্যা করো। 

উত্তর: বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে। ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার সময় সরাসরি অর্থ না দিয়ে তার হিসাবে জমা করে। এরপর ঋণগ্রহীতা চেকের মাধ্যমে ঐ হিসাব থেকে অর্থ উত্তোলন করে। এভাবেই বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে।

প্রশ্ন-৪. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো। 

উত্তর: বাণিজ্যিক ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিলের মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার ইত্যাদি হলো ব্যাংক সৃষ্ট বিনিময় মাধ্যম। এসব দলিল ও উপকরণের মাধ্যমে সহজে অর্থ লেনদেন করা যায়। উপরোক্ত দলিল ও উপকরণের প্রচলন ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।

প্রশ্ন-৫. "চেক বিনিময় মাধ্যম সৃষ্টিতে সহায়ক " - ব্যাখ্যা করো।

উত্তর: অর্থের বিকল্প হওয়ায় ব্যাংক চেক বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল। অর্থের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা হয়। চেকের মাধ্যমে পণ্য বা সেবা কেনা যায়। এর মাধ্যমে অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সুতরাং, বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাংক চেকের বহুল ব্যবহার রয়েছে।

প্রশ্ন-৬.নোট ইস্যু কী? ব্যাখ্যা করো।

উত্তর: দেশের মধ্যে নোট ইস্যুর একক দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক । যেকোনো দেশে নোট ইস্যু ও প্রচলনের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত। দেশের প্রয়োজনের সাথে মিল রেখেকেন্দ্রীয় ব্যাংক নোট সরবরাহের ব্যবস্থা করে। দেশের মোট সম্পদের সাথে নোট ইস্যুর সম্পর্ক বিদ্যমান। দেশের মধ্যকার অর্থনৈতিক কর্মকাণ্ডও এক্ষেত্রে বিবেচ্য।

প্রশ্ন- ৭. প্রত্যয়পত্র কী? ব্যাখ্যা করো।

উত্তর: আমদানিকারকের পক্ষে ও রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নিশ্চয়তাপত্রকে LC (Letter of Credit) বা প্রত্যয়পত্র বলা হয়। রপ্তানিকারক ও আমদানিকারক দু'দেশে অবস্থান করে।রপ্তানিকারকের পক্ষে আমদানিকারকের মূল্য পরিশোধের সক্ষমতা জানা কষ্টকর। এজন্য রপ্তানিকারক আমদানিকারকের পক্ষে ব্যাংকের নিশ্চয়তা চায়। ব্যাংক এধরনের নিশ্চয়তার মাধ্যমে আমদানিকারকের মূল্য পরিশোধের দায়িত্ব নেয়। যে পত্রের মাধ্যমে এ ধরনের নিশ্চয়তা দেওয়া হয় তাই LC বা প্রত্যয়পত্র।

প্রশ্ন-৮. পরিশোধিত মূলধন কেন প্রাথমিক মূলধন? ব্যাখ্যা করো।

উত্তর: ব্যবসায়ের শুরুতে প্রাথমিকভাবে বিনিয়োগকৃত মূলধন মালিক কর্তৃক পরিশোধিত হয় বলে পরিশোধিত মূলধনই প্রাথমিক মূলধন।যেকোনো ব্যবসায়ের শুরুতে যে মূলধন বিনিয়োগ করা হয় তাই প্রাথমিক মূলধন। অন্যদিকে ব্যবসায়ের মালিকপক্ষ যে মূলধন ব্যবসায়ে দিয়ে থাকে তাকে বলা হয় পরিশোধিত মূলধন। প্রতিটি ব্যবসায়ের শুরুতে প্রাথমিকভাবে যে মূলধন প্রয়োজন হয় তা মালিক পক্ষই সরবরাহ করে। তাই পরিশোধিত মূলধনকে প্রাথমিক মূলধন বলা হয়।

প্রশ্ন৯. সংরক্ষিত তহবিল কী? ব্যাখ্যা করো।

উত্তর: প্রতিবছর মুনাফার যে অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় তাকে সংরক্ষিত তহবিল বলা হয়।বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের একটি অন্যতম উৎস হলো সংরক্ষিত তহবিল। এ তহবিল ব্যবসায় সম্প্রসারণে মূলধন হিসেবে ব্যবহৃত হতে পারে।

প্রশ্ন-১০.বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কীভাবে আয় করে? ব্যাখ্যা করো। 

উত্তর: মেয়াদ শেষ হওয়ার আগে বিল জমা রেখে ব্যাংক কর্তৃক গ্রাহককে অর্থায়ন করাকে বিনিময় বিল বাট্টাকরণ বলা হয়। বাকিতে কেনা পণ্যের মূল্য পরিশোধকল্পে ক্রেতা যে লিখিত অঙ্গীকার করে তা বিক্রেতার কাছে প্রাপ্য বিল। এ বিলের নির্দিষ্ট মেয়াদ থাকে। বিক্রেতা মেয়াদ শেষে ক্রেতাকে বিল দেখিয়ে তার পাওনা আদায় করে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে বিক্রেতার টাকার প্রয়োজন হলে সে বিলটি ব্যাংকের কাছে বিক্রি করে দিতে পারেন। এক্ষেত্রে ব্যাংক বিলের লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিলটি কিনে। এটি বিনিময় বিলের . বাট্টাকরণ বা ভাঙ্গানো নামে পরিচিত।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কিসের প্রবণতা সৃষ্টি করে?

ক) বিমার 
খ) ঋণের 
গ) সঞ্চয়ের 
ঘ) জনকল্যাণের
উ:গ

২.কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য?

ক)  কর্মসংস্থান
খ)জনকল্যাণ
গ) সম্পদের সুষম বণ্টন
ঘ) বিনিময়ের মাধ্যম
উ:খ

৩. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি?

ক)  মুনাফা অর্জন
খ) মূলধন গঠন
গ) জনকল্যাণ
ঘ) কর্মসংস্থান সৃষ্টি
উ:ক

৪. বাণিজ্যিক ব্যাংক কোনটির মাধ্যমে মুদ্রা প্রচলনে সহায়তা করে?

ক) চেক ইস্যু করে
খ)  ঋণ আমানত সৃষ্টি করে।
গ) সরকারি কোষাগার হিসেবে কাজ করে
ঘ) অর্থের নিরাপত্তা দান করে
উ:ক

৫.LC কার অনুকূলে ইস্যু করা হয়?

ক) আমদানিকারকের
খ) বিনিয়োগকারী
গ) রপ্তানিকারকে
ঘ) উৎপাদনকারীর
উ:গ

৬.বিল বাট্টাকরণ করে কে? 

ক) কেন্দ্রীয় ব্যাংক
খ) পাওনাদার
গ)  বাণিজ্যিক ব্যাংক
ঘ) ব্যবসায়ী
উ:গ

৭.ব্যাংক ব্যবসায়ের তহবিলের প্রধান উৎস কোনটি?

ক)  আমানত সংগ্রহ
খ) অবণ্টিত মুনাফা
গ)  ডিসেম্বার
ঘ) শেয়ার
উ:ক

৮.বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?

ক) সার্ভিস চার্জ
খ) ঋণের সুদ গ্রহণ
গ) কমিশন আদায়
ঘ) প্রাপ্য বিল বাট্টাকরণ
উ:খ

৯.কোনটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস?

ক)  আমানতের সুদ
খ) বিমা প্রিমিয়াম
গ) বিল বাট্টাকরণ
ঘ)  কর্মীদের প্রশিক্ষণ
উ:গ

১০. বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত কোনটি?

ক)  প্রত্যয়পত্র 
খ) নিরীক্ষকের বিল
গ) বিল বাট্টাকরণ
ঘ) বৈদেশিক বিনিময়
উ:খ

১১. টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের খরচ?

ক) পরিবহন খরচ
খ)  মজুরি খরচ
গ) অফিস খরচ
ঘ) যোগাযোগ খরচ
উ:ঘ

১২. আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক-

i. মূলধন গঠন করে
ii. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে
iii. বিনিময় মাধ্যম সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)  ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:গ

১৩. দেনা-পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়- 

i. চেক
ii. বিনিময় বিল
iii. ডেবিট কার্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)  ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ

১৪. বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে — 

i. ট্রাভেলার চেক হতে
ii. সংরক্ষিত তহবিল হতে
iii. ব‍্যাংক ড্রাফট হতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)  ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
মিনি ব্যাংক পে-অর্ডার, চেক ও প্রত্যয়পত্র ইস্যু করে। এছাড়াও ওয়াসার পক্ষ হয়ে ব্যাংকটি পানির বিল আদায় করে। 

১৫. মিনি ব্যাংক ওয়াসার পক্ষে কী হিসেবে কাজ করে?

ক) অবলেখক
খ) প্রতিনিধি
গ) বিল বাট্টাকারী
ঘ) তত্ত্বাবধায়ক
উ:ক

১৬. উদ্দীপকে উল্লিখিত কাজের মাধ্যমে মিনি ব্যাংক-

i. প্রচুর অর্থ আয় করে
ii. গ্রাহকের লেনদেন কার্য সহজ করে
iii. গ্রাহকের কাছ থেকে সুদ আদায় করে
 নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)  ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উ:ক

সৃজনশীল প্রশ্ন

১. মি. এনায়েত একজন বিখ্যাত ব্যবসায়ী। সম্প্রতি তিনি ইতালির নতুন আমদানিকারকদের নিকট হতে পণ্য বিক্রয়ের প্রস্তাব পেয়েছেন। তিনি সিদ্ধান্তহীনতায় আছেন, কারণ ক্রেতা একদম নতুন।
 এ অবস্থায় 'R' ব্যাংকের নিশ্চয়তা পেয়ে তিনি রাজি হয়ে গেলেন। পরবর্তীতে উৎপাদন বৃদ্ধির জন্য 'R' ব্যাংক প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
ক. পরিশোধিত মূলধন কী?
খ. ব্যাংকিং ব্যবসায়ের মূলভিত্তি কী? ব্যাখ্যা করো। 
গ. এনায়েতের কাজের সম্মতির কারণ ব্যাখ্যা করো। 
ঘ. উদ্দীপকে 'R' ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো।
২. জনাব মাহবুৰ 'করতোয়া ব্যাংক' থেকে ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। এজন্য তাকে ব্যাংকটিতে একটি হিসাব খুলতে হয়। অপরদিকে, জনাব শুভর উক্ত ব্যাংকে একটি হিসাব রয়েছে । 
তিনি ঢাকার এলিফেন্ট রোড থেকে ৫০ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার ক্রয় করে নগদ অর্থের পরিবর্তে চেকে মূল্য পরিশোধ করেন।
ক. কোন মৌলিক উদ্দেশ্য অর্জনের জন্য বাণিজ্যিক ব্যাংক গঠিত? 
খ. বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কীভাবে আয় করে? ব্যাখ্যা করো। 
গ. জনাব মাহবুবকে প্রদত্ত করতোয়া ব্যাংক-এর কাজটি ব্যাখ্যা করো।
ঘ. করতোয়া ব্যাংক-এর কাজটি জনাব শুভর জন্য কেন গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো ।
৩. মিসেস স্বপ্না একজন গৃহিনী। গত দু'বছর ধরে তিনি মাটির ব্যাংকে অনেক টাকা জমিয়েছেন। তারই প্রতিবেশী মিসেস শিমুও গত দু'বছর ধরে টাকা সঞ্চয় করেছেন। তবে মাটির ব্যাংকে নয়, 
ক্যাপিটাল ব্যাংকে তিনি এজন্য পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়) ১০% হারে সুদও পাচ্ছেন ।
ক. ঋণের অর্থ গ্রাহকের হিসাবে কী করা হয়?
খ. বৈদেশিক বিনিময় বলতে কী বোঝ? ব্যাখা করো।
গ. মাটির ব্যাংকে টাকা রাখায় মিসেস স্বপ্নার সুযোগ ব্যয় কত হচ্ছে? ব্যাখা করো।
ঘ. মিসেস শিমুর সঞ্চয়ের মাধ্যমে ক্যাপিটাল ব্যাংকের কোন প্রধান কাজ সম্পাদিত হচ্ছে বলে তুমি মনে করো? মতামত দাও ।
৪. জনাব তাহের একজন স্বনামধন্য গার্মেন্টস্ ফ্যাক্টরির মালিক। তিনি গার্মেন্টস ব্যবসায়ে সফল একজন ব্যক্তি। তিনি চাহিদা অনুযায়ী বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে থাকেন। যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে 
একটি ব্যাংক তাকে ব্যাপক সহায়তা করে থাকে। উক্ত ব্যাংকটি গ্রাহকের নিকট হতে আমানত হিসেবে অর্থ জমা রাখে এবং বিভিন্ন ধরনের ব্যবসায়ীকে তা ঋণ হিসেবে প্রদান করে ।
ক.বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্যটি কী? 
খ.নোট ইস্যু কী? ব্যাখ্যা করো।
গ.জনাব তাহেরকে সহায়তাকারী ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো। ৩
ঘ..জনাব তাহের বিদেশ থেকে যন্ত্রাংশ আনার ক্ষেত্রে ব্যাংক থেকে কোন ধরনের সহায়তা পেয়েছিলেন? মতামত দাও।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url