মানব বসতি

 অধ্যায় ৮: মানব বসতি

ভূগোল ও পরিবেশ

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



পেজ সূচিপত্র :অধ্যায় ৭: জনসংখ্যা

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 

  • পরিবেশের সাথে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ— বসতি। 
  • প্রাচীন মানুষ পুঞ্জীভূত বসতি স্থাপন করে— প্রতিরক্ষার প্রয়োজনে। 
  • স্কটল্যাণ্ডের এডিনবরা, ভারতের আগ্রা- সামরিক নগর।
  • স্থায়ীভাবে বসবাসের জন্য আদর্শ সমভূমি ।
  • বন্ধুর ভূপ্রকৃতিতে গড়ে ওঠে— বিক্ষিপ্ত বসতি।
  • প্রাথমিক উৎপাদন অর্থাৎ কৃষির উপর নির্ভরশীল— গ্রামীণ বসতি। 
  • মানুষের সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান হলো- পরিবার।
  • মিশরের নীল নদের অববাহিকায় গড়ে ওঠে— মেম্‌ফিস, থেবস।
  • হরপ্‌পা নগরের উৎপত্তি ঘটে— সিন্ধু অববাহিকায় ।
  • বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নগর হলো— ইতালির পিসা
  • বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ বসবাস করে— শহরে ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

 প্রশ্ন-১.মানব বসতি কাকে বলে? 

উত্তর: কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষের একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করাকে মানব বসতি বলে।

প্রশ্ন-২ প্রাচীনকালে কোন সুবিধার জন্য মানুষ পুঞ্জিভূত বসতি স্থাপন করে?

উত্তর: প্রতিরক্ষার।

প্রশ্ন-৩. গ্রামীণ বসতি কাকে বলে?

 উত্তর: যে বসতি অঞ্চলের অধিকাংশ লোক প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে কৃষির সাথে জড়িত তাকে গ্রামীণ বসতি বলে।

 প্রশ্ন-৪.শহর বসতি কাকে বলে?

 উত্তর: যে বসতি অঞ্চলের অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতিত অকৃষিকাজে নিয়োজিত থাকে তাকে নগর বসতি বলে। 

প্রশ্ন-৫. অন্ধকার যুগ কাকে বলে? 

উত্তর: রোমান সাম্রাজ্য পতনের কারণে কয়েক শতাব্দী পর্যন্ত নগর প্রবৃদ্ধির গতি স্তিমিত থাকার কারণে এ সময়টিকে অন্ধকার যুগ বলে ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. সমতল ভূমিতে অধিক অনবসিত গড়ে উঠেছে কেন? ব্যাখ্য করো।

উত্তর: বসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সমতল ভূমিতে কৃষিকাজ সহজে করা যায়। কিন্তু পাহাড়ি এলাকার ভূমি অসমতল হওয়ায় কৃষিকাজ করা তেমন সম্ভব হয় না। ফলে যাতায়াতের সুবিধার্থে সমতল কৃষিজমির নিকটে জনবসতি তৈরি হয়। এছাড়া সমতল ভূমিতে রাস্তাঘাট এবং বিভিন্ন স্থাপনাও গড়ে তোলা সহজ। 

তাই সমতলভূমিতে অধিক জনবসতি গড়ে উঠেছে।

প্রশ্ন-২ নগরায়ণ কী? ব্যাখ্যা করো। 

উত্তর: বিশাল জনগোষ্ঠী অপেক্ষাকৃত ক্ষুদ্র পরিসরে নানা ধরনের অকৃষি পেশায় অর্থাৎ চাকরি, ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রভৃতিতে নিয়োজিত থেকে ঘন সন্নিবিষ্ট বসতি গড়ে তোলে। এই ঘন বসতি আরও সম্প্রসারিত হয়ে আরও ঘন সন্নিবিষ্ট হলে তাকে নগরায়ন বলে। মূলত নগরায়ন একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার জন্য একটি এলাকার জনসংখ্যা পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়। 

এটি কেন্দ্রীয় স্থানে গড়ে উঠে; দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ঐ জনসংখ্যার বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বাজার, যোগাযোগ ব্যবস্থা, শিল্প, প্রশাসন, সেবাকেন্দ্র প্রভৃতি সম্প্রসারিত হয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.জনবসতি গড়ে ওঠার পেছনে কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে? 

ক) যোগাযোগ 

খ) ভূপ্রকৃতি

 গ) প্রতিরক্ষা 

ঘ) পশুচারণ 

উ:খ

২.গ্রামের বসতিতে কীসের প্রাধান্য কম থাকে? 

ক) উঠান

(খ) পথঘাট

গ) রান্নাঘর 

(ঘ) গোয়ালঘর 

উ:খ

৩.পরিবেশের সাথে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কী?

(ক) বসতি স্থাপন

খ) পেশা নির্বাচন

গ) পরিবার গঠন

ঘ্) শিক্ষাগ্রহণ

উ:ক

৪.পানীয়জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা বসতিকে কী বলে? 

ক) জলবসতি

(খ) শীতল বসতি

গ) পানীয় বসতি

(ঘ) আর্দ্র বসতি

উ:ঘ

৫.প্রতিরক্ষা সুবিধার জন্য কোন ধরনের বসতি গড়ে ওঠে? 

ক) রৈখিক

খ) বিক্ষিপ্ত

গ পুঞ্জিভূত

 ঘ) গোষ্ঠীবদ্ধ

উ:গ

৬.‘এডিনবরা' কোন ধরনের নগর? 

ক) সামরিক ক্রিয়াকলাপভিত্তিক

(খ) শিল্পভিত্তিক

গ) বাণিজ্যভিত্তিক

(ঘ) প্রশাসনিক

উ:ক

৭.স্থায়ী বসবাসের জন্য কী ধরনের ভূমি আদর্শ?

ক) সমভূমি

 খ) পাহাড়ি

গ) মালভূমি 

ঘ )উচ্চভূমি

উ:ক

৮.গোষ্ঠীবদ্ধ বসতি স্থাপনের নিয়ামক হিসেবে কাজ করে—

i. ভূ-প্রকৃতি

ii. উর্বর মাটি 

iii. জলের উৎস 

নিচের কোনটি সঠিক?

ক) i.ii

 খ) ii.iii

গ)  i.iii

ঘ)i. iiও iii

উ:ঘ

৯.বিক্ষিপ্ত বসতিগুলো কী ধরনের ভূ-প্রকৃতিতে গড়ে ওঠে?

ক)সমতল 

খ) বন্ধুর

গ) নাতিশীতোষ্ণ 

(ঘ) উর্বর

উ:খ

১০. গ্রামীণ বসতি কীসের ওপর নির্ভরশীল?

ক) কৃষি

খ শিল্প

গ) চাকুরি 

ঘ) বাণিজ্য

উ:ক

১১. সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান কী?

ক)সমাজ

খ) বসতি

গ) পরিবার 

ঘ) রাষ্ট্র

উ:গ

সৃজনশীল প্রশ্ন

১. বাদল ও শুভ দুজনই শহরে বাস করে। শুভর শহরটি একটি প্রশাসনিক শহর । অন্যদিকে বাদল যে শহরে বাস করে সেটি আগে গ্রাম হিসেবে পরিচিত ছিল। 
কিন্তু কয়েক বছর আগে সেখানে একটি ইপিজেড প্রতিষ্ঠিত হওয়ায় তা এখন শহর হিসেবে পরিচিত লাভ করেছে। 
ক. কোন সভ্যতায় নগরায়ণের প্রসার ঘটে?
খ. মাটি কীভাবে বসতি স্থাপনে সহায়তা করে?
গ. বাদলের শহরটি গড়ে উঠার পেছনে ইপিজেডের ভূমিকা ব্যাখ্যা করো। 
 ঘ. শুভর শহরটি বাদলের শহর থেকে ভিন্ন প্রকৃতির যুক্তিসহ বিশ্লেষণ করো।

2.


ক. চিত্রে উল্লিখিত 'ক' ও 'খ' দ্বারা কোন কোন বসতিকে নির্দেশ করছে?
 খ. বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ লেখো ।
গ. ‘খ’ চিহ্নিত বসতির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
ঘ. ‘ক’ ও ‘খ’ বসতির তুলনামূলক বিশ্লেষণ করো ।
 ৩. দৃশ্যকল্প-১: সুলতানা এমন এক জায়গায় বেড়াতে গেল, যেখানে বসতিগুলো সারিবদ্ধভাবে একই লাইনে গড়ে উঠেছে ।
দৃশ্যকল্প-২: পাপিয়া যেখানে বাস করে সেখানে বসতিগুলো খুব কাছাকাছি এবং তাদের সামাজিক বন্ধন খুব শক্ত । তবে মাফিয়ার এলাকার বাড়িগুলো খুব দূরে দূরে এবং ছড়ানো ছিটানো ।
ক. গ্রামীণ বসতি কাকে বলে?
খ. ঊর্বর পলিমাটি অঞ্চলে বসতির ঘনত্ব বেশি কেন? ব্যাখ্যা করো।
গ. সুলতানার দেখা বসতির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ. পাপিয়া ও মাফিয়ার বসতির কোনটির সাথে বাংলাদেশের অধিকাংশ বসতির মিল আছে? তোমার মতামত দাও ৷


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url