Tricks of Article

 Article 



আমরা জানি A, AN, THE কে Article বলে। 
আজ আমরা Article এর ব্যবহার শিখবো।

A - এর ব্যবহার

  • সাধারণত কোন শব্দের শুরুতে consonant থাকলে তার পূর্বে a বসে। 
যেমন : a book, a bag
  • সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ Vowel এর মত না হলে a বসে।
 যেমন : B.A/B.com / B.Sc
  • কোন শব্দের প্রথমে u/eu/ew থাকলে তার উচ্চরণ যদি ইউ এর মত হয়। তবে Vowel হওয়া সত্ত্বেও তার পূর্বে a বসে। 
যেমন : European, ewe, university, useful, union, unique এগুলোর প্রত্যেকটির উচ্চারণ 
  • ইউ এর মত তাহলে এদের পূর্বে a বসে।
  • সংখ্যা বাচক শব্দ hundred, Thousand, Million, dozen, couple এর পূর্বে a বসে ।
  • Mr / Mrs / Miss এর পূর্বে a বসে।
  • H এর উচ্চারণ ‘হ' এর মত হলে a বসে। horse / history / hotel এর পূর্বে a বসে । one এর পূর্বে a বসে। ০ এর উচ্চারণ যদি ‘ওয়া' এর মত হয় তাহলে a বসে । 
যেমনঃ one, once

An -এর ব্যবহার

  • (a,e,i,o, u) Vowel এর পূর্বে সাধারণত an বসে।
  • শব্দের সংক্ষিপ্ত রূপ এর প্রথম অক্ষর consonant হওয়া সত্ত্বেও তার উচ্চারণ Vowel এর উচ্চরণের মত হলে তার আগে an বসে। 
  • (F, M, N, S, L) এই বর্ণগুলো উচ্চারণ Vowel এর মত উচ্চারণ হয়। 
যেমন M.A / SMS / FRCS
  • H এর উচ্চারণ 'হ' না হয়ে Vowel এর উচ্চারণের মত হলে an বসে। 
যেমন Hour, heir, honour, honest

The -এর ব্যবহার

  • সকল ধর্মগ্রন্থের নামের আগে The বসে। যেমন The Quran 
  • সংবাদপত্রের আগে The বসে। যেমন The Daily Star 
  • দিকের নামের আগে The বসে। যেমন The South
  • নদীর নামের আগে The বসে। যেমন The Meghna
  • জাহাজ, ট্রেন, বিমানের নামের আগে The বসে। যেমন The Tictanic
  • সাগর / উপসাগর / মহাসাগর/পর্বতমালার আগে The বসে। যেমন The Himalays
  • মরুভূমির নামের আগে The বসে। যেমন The Sahara
  • সমগ্র জাতি বা সম্প্রদায়ের নামের আগে The বসে।যেমন The muslims
  • বাদ্যযন্ত্র বাজালে তার আগে The বসে। যেমন The piano
  • প্রকৃতিতে যা একটি রয়েছে এর পূর্বে The বসে। যেমন The sun
  • তারিখের পূর্বে The বসে । যেমন The 26th march
  • One of এর পরে The বসে + plural noun.
  • Most of এর পরে The বসে + plural noun.
  • কোন adjective এর শেষে st থাকলে এর আগে The বসে ।
  • ক্রম বা সংখ্যা বাচক শব্দের আগে The বসে। যেমন The First, the fifth 
  • একক পদবী/ উপাধী এর নামের আগে The বসে। যেমন The President / The prime minister
  • Superlative degree এর adjective এর পূর্বে The বসে।
  • একজাতীয় সবগুলোকে বুঝাতে singular common Noun এর The বসে। যেমন The cow

No Article

  • Proper noun এর পূর্বে article বসে না ।
  • যে noun দ্বারা কোন ব্যক্তি, বস্ত্র, স্থান-প্রভৃতির নির্দিষ্ট নাম বুঝায় সেগুলো Proper noun.
  • Abstract noun এর পূর্বে সাধারণত article বসে না।
  • যে noun দেখা, ধরা বা ছোয়া যায় না সেগুলো Abstract noun. 
  • Uncountable Noun এর পূর্বে সাধারণত article বসে না।
  • যে সকল বস্তু গনণা করা যায় না সেগুলো Uncountable Noun. 
  • Material Noun এর পূর্বে সাধারণত article বসে না।
  • যা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না সেগুলো Material Noun.
  • Possessive adjective (My Our, Your, His, Her, Their) এর পূর্বে বা পরে article বসে না।
  • Many, much, most, little, few, any, some, other, both, enough, different, 
  • various, several এর পরে article বসে না ।
  • Relative Pronoun (Who, which, where, whose, whom, that) এর পূর্বে article বসে না।
  • Gerund এর পূর্বে article বসে না
  • (noun+ noun) পাশাপাশি দুটি noun থাকলে এর মাঝে article বসে না।
  • (adjective+ noun) পাশাপাশি থাকলে এর মাঝে article বসে না ।
  • দেশ, ভাষা ইত্যাদির নামের আগে article বসে না।
  • ঋতু বা উৎসবের নামের আগে সাধারণত article বসে না ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url