Tricks Right form of verb



 Right form of verb

যে সকল verb এর সাথে ing যোগ করতে হয় with a view to, look forward to, would you mind, mind, worth, can not help, could not help - এর পরে verb এর সাথে ing যোগ হয়।
Preposition এর পর verb এর সাথে ing যোগ হয়।

While এর পর verb থাকলে verb এর সাথে ing যোগ হয় ।
Be used to, get used to, be accuctomed to, addicted to, adverse to - এর পর verb  এর সাথে ing যোগ হয় ।Active voice- am, is, are, was, were, have been, has been, had been, will be, will have been এর পর verb এর সাথে ing যোগ হয়।
একটি বাক্যে দুটি মূল verb থাকলে দ্বিতীয় verb এর সাথে ing যোগ হয় অথবা দ্বিতীয় verb এর Present form এর পূর্বে to বসে।
object to, confess to, with an eye to - এর পর verb এর সাথে ing যোগ হয় ।
প্রথমে the এবং পরে of থাকলে মাঝে noun বসে, কিন্তু মাঝে verb থাকলে verb এর সাথে ing যোগ ।
sentence - এর শুরুতে verb থাকলে verb এর সাথে ing যোগ করে noun করতে হয়।
possessive case (my, our, your, his, her, their, ours, mine ) এর পর Gerund  (verb + ing) হয়।
Prefer -এরপর verb থাকলে উভয়টি ing যোগ হয় এবং এদের মাঝে to বসে।
Feel like, It is no good, It is no use - এরপর verb এর সাথে ing যোগ হয় । যে সকল verb এর past participle বা ৩য় রূপ হয়

Causitive verb - have, has, had, get, got, getting, having এরপর verb এর ৩য় রূপ হয় ।
Passive voice - can be, could be, may be, might be, shall be, should be, will be, 
would be, must be, used be, have to be, ought to be এরপর verb এর ৩য় রূপ হয়।
কোন sentence এ -  Just, just now, already, recently, lately, yet, ever থাকলে verb এর ৩য় রূপ হয়।
To be, to have - এরপর verb এর ৩য় রূপ হয় ।

Passive voice - এ am being, is being, are being, was/were being, will be being  এরপর verb এর ৩য় রূপ হয়।
should have, need not have, could have - এ verb এর ৩য় রূপ হয়।
যে সকল verb এর past form বা ২য় রূপ হয়
কোন sentence - এ  yesterday, last, ago থাকলে verb এর past form বা ২য় রূপ হয়।
sentence - এ it is time, It is high time এরপর sub থাকলে verb এর past form বা ২য় রূপ হয় ।
কোন sentence - এ যদি as if, as though থাকে তাহলে ব্রাকেটে (be) এর জায়গাতে were বসবে।
কোন sentence - এ যদি Once, Once upon a time, oneday, in the past, previously থাকলে 
verb এর past form বা ২য় রূপ হয় ।
কোন sentence - এ যদি wish, fancy - থাকে তাহলে verb এর past form বা ২য় রূপ হয় ।
যে সকল verb এর present form বা ১ম রূপ হয়
Modal verb - can, could, may, might, should, will, would, need, dare, ought to, 
have to, has to 4 verb 4 present form বা ১ম রূপ হয়।had better, had rather, would better, let, need not, did not, do not, does not, did,  never- এরপর verb এর present form বা ১ম রূপ হয়।
to - এরপর verb এর present form বা ১ম রূপ হয়।
used to, must - এরপর verb এর present form বা ১ম রূপ হয়। 
would rather, would sooner, had sooner - এরপর verb এর present form বা ১ম রূপ হয়।
Make, can not but, could not but verb present form বা ১ম রূপ হয় ।
Imperative sentence - এ always, never, please - এরপর verb এর present form বা ১ম রূপ হয়।
It is high time, It is time - এরপর to - থাকলে এরপর verbb এর present form বা ১ম রূপ হয়।
Be supposed to, have/has got to, was about to, dying to - এরপর verb  এর present form বা ১ম রূপ হয় ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url