তাপগতিবিদ্যা

 
thermodynamics

অধ্যায় ১:তাপগতিবিদ্যা

ক নম্বর প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. তাপীয় সমতা কী?

[য. বো. ২০২১, ব., রো, কু, বো. ২০১৫]

উত্তর: যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না তাকে তাপীয় সমতা বলে ।

প্রশ্ন-২. তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কী? 

[চা. বো., দি, বো, ২০২৩, কু, বোন, ২০২২, রা, বো, ২০২১, চ. বো. ২০১৭, য.বো., 2017]

উত্তর: দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে।

প্রশ্ন-৩. পানির ত্রৈধ বিন্দু কাকে বলে? 

[চ বো, সি. বো. ২০২২; রা. বো. ২০১৯]

 উত্তর: যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট চাপে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয়বাষ্প তাপীয় সাম্যাবস্থায় সহাবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে ।

প্রশ্ন-৪. অন্তঃস্থ শক্তি কাকে বলে? 

[ঢা বো., দি. বো. ২০২৩; ঢা. বো, দি. বো. ২০২২; রা. বো., দি বো, ২০২১, রা, বো, কু. বো, চ. বো, য. বো, ব. বো. 2018]

উত্তর: কোনো 'সিস্টেমের সকল কণার মোট বিভব শক্তি ও গতি শক্তি যার বিনিময়ে সিস্টেম বাহ্যিক শক্তি সরবরাহ ছাড়া কাজ করতে পারে, তাকে সিস্টেমের অন্তঃস্থ শক্তি বলে ।

প্রশ্ন-৫.তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত করো ।

[রো, য, বো, ২০২২, সি. বো. ২০২১, ঢা. বো. ২০১৯; আলীম ২০১৮]

 উত্তর: যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়, তবে কাজ তাপের সমানুপাতিক ।

প্রশ্ন-৬. রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে?

 [য. বো, ২০১৫]

উত্তর: যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু পরিবেশের সাথে তাপের আদান-প্রদান হয় না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে ।

প্রশ্ন-৭. সমোষ্ণ প্রক্রিয়া কাকে বলে? 

[ক. বো. ১৯]

উত্তর: যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে।

প্রশ্ন-৮. তাপীয় সিস্টেম কী?

 [সি. বো. ২০১৭]

উত্তর: পদার্থের একটি নির্দিষ্ট অংশ, তাপগতীয় স্থানাঙ্কের সাহায্যে যার অবস্থার বর্ণনা দেয়া যায় তাদেরকে তাপীয় সিস্টেম বলে ।

প্রশ্ন-৯. তাপ গতিবিদ্যার ২য় সূত্র লিখ। 

[চ. বো. ২০২৩; ঢা. বো. ২০২২, ২০১৭]

 উত্তর: এমন একটি ইঞ্জিনের পরিকল্পনা কখনোই সম্ভব নয়, যার পূর্ণ আবর্তনে, কেবল একটি তাপীয় উৎস হতে তাপ সংগৃহীত হবে এবং অন্যত্র কোনো পরিবর্তন ব্যতীত সংগৃহীত তাপের সবটুকুই কাজে রূপান্তরিত করা যাবে।

প্রশ্ন-১০. প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়া কী?

মি. বো, ২০২১, দি বো, ২০১৭, কু. বো: সি. বো, ব. বো, ২০১৬]

1) উত্তর: যেসব তাপগতীয় প্রক্রিয়া পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী পরিবর্তনের ক্ষেত্রে পর প্রতিটি স্তরে তাপ, কাজ ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন সমান ও বিপরীত হয় তবে ঐ সব প্রক্রিয়াকে প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। বা. 

প্রশ্ন-১১. অপ্ৰত্যাগামী প্রক্রিয়া কী? 

য. বো. ২০২২, কু. বো. ২০১৭
উত্তর: যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় না তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে ।

 প্রশ্ন-১২.কার্নো চক্র কী? 

[সি. বো. ২০১৫]

ক উত্তর: ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো সকল দোষ-ত্রুটিমুক্ত একটি ইঞ্জিনের পরিকল্পনা করেন । এ ইঞ্জিনের চার ঘাতবিশিষ্ট যে চক্রের মাধ্যমে কার্য সম্পাদন হয় তাই হলো কার্নো চক্র ।

প্রশ্ন-১৩. তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কী? 

[য. বো. ২০২৩; রা. বো. ২০১৭]

উত্তর: সরবরাহকৃত তাপের কত অংশ কোনো ইঞ্জিন কাজে রূপান্তর করতে পারে, তাই হলো ঐ ইঞ্জিনের কর্মদক্ষতা ।

প্রশ্ন-১৪. এনট্রপি কী?

 [সি. বো. ২০২৩; সি. বো. ২০২২, কু, বো, সি. বো, ব বো. ২০২১, চ, বো, ২০২০, দি বো, ব, বো, ২০১৯; য. বো. ২০১৬: ঢা. বো, চ, বো, ২০১৫, দি, বো, ২০১৫]

উত্তর: রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির, থাকে, তাই এনট্রপি। 

 খ নম্বর প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. ‘উষ্ণতামিতি পদার্থ হিসাবে পারদ ব্যবহার সুবিধাজনক'— ব্যাখ্যা করো। 

ম. বো. 2022
উত্তর: তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা যায়, তাকে উষ্ণতামিতি ধর্ম বলে এবং যে সকল পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে উষ্ণতামিতিক পদার্থ বলে । পারদ একটি উত্তম উষ্ণতামিতিক পদার্থ। পারদ থার্মোমিটার তৈরিতে পারদের প্রসারণকে উষ্ণতামিতি ধর্ম হিসেবে ব্যবহার করা হয়। | তাপমাত্রা বাড়লে পারদের আয়তন বাড়ে বা প্রসারণ ঘটে। তাপমাত্রা কমলে আয়তন কমে। তাপমাত্রা পরিবর্তনের সাথে পারদের আয়তন | সুষমভাবে পরিবর্তিত হয়। এজন্য উষ্ণতামিতি পদার্থ হিসেবে পারদ।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url