বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 100% প্রশ্ন কমন

 


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট

মডেল টেস্ট-২

01. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে -

(A) পাঞ্চ কার্ড

(B) ট্রানজিস্টর 

(C) বায়ুশূন্য টিউব

(D) ইন্টিগ্রেটেড সার্কিট

Ans : B

02. কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?

(A) কো এক্সিয়াল ক্যাবল

(B) ফাইবার অপটিক ক্যাবল

(C) টুইস্টেড পেয়ার ক্যাবল

(D) আর জে 45 কানেক্টর

Ans : B

03. নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?

(A) মনিটর

(B) স্পিকার

(C) প্রিন্টার

(D) মাউস 

Ans : D

04.বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে -

(A) BD-News

(B) E-News

(C) NTV News

(D) Prothom Alo

Ans : A

05. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?

(A) RAM

(B) ROM

(C) Hardware

(D) Software

Ans : B

06. বর্তমান সময়কে বলা হয়-

(A) শিল্প-বাণিজ্যের যুগ

(B) শিক্ষা যুগ

(C) তথ্য প্রযুক্তির যুগ

(D) বিনোদনের যুগ

Ans : C

07. নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন?

(A) ইয়াহু

(B) গুগল

(C) স্কাইপ

(D) বিং

Ans : D

08. উইন্ডোজ অপারেটিং সিস্টেম Ctrl + Alt + Del ব্যবহৃত হয় -

(A) To start a new program

(B) Shutdown the computer

(C) A Help on windows

(D) Toggle both English & Bangla Keyboard

Ans : A

09. নিচের কোন মাধ্যমটির ডেটা (Data) ধারণক্ষমতা সবচেয়ে বেশি?

(A) ফ্লপি ডিক্স

(B) কমপ্যাক্ট ডিক্স

(C) ডিজিটাল ভিডিও ডিক্স

(D) মডেম

Ans : C

10. নিচের কোনটি আউটপুট যন্ত্র?

(A) মাউস

(B) ট্র্যাকার বল

(C) স্ক্যানার

(D) প্রিন্টার

Ans : D

11. কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?

(A) লেজার প্রিন্টার

(B) ইনকজেট প্রিন্টার

(C) ডটমেট্রিক্স প্রিন্টার

(D) বাবল জেট প্রিন্টার

Ans : A

12. আধুনিক কম্পিউটারের জনক কে?

(A) উইলবার রাইট

(B) চার্লস ব্যাবেজ

(C) টিম বার্নাস লি

(D) জন বেয়ার্ড

Ans : B

13. কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয়-

(A) তথ্য দেওয়া ও তথ্য নেওয়ার অংশ বিশেষ 

(B) এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

(C) যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে

(D) কম্পিউটার তৈরির নক্সা 

Ans : B

14. কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কী নামে পরিচিত বলে?

(A) বাইনারি

(B) ডেসিমাল

(C) অক্টাল

(D) হেক্সাডেসিমাল

Ans : A

15. CPU এর পূর্ণরূপ কী ?

(A) Central Processing Unit

(B) Core Programming Unit

(C) Core Profermane Unit

(D) Cyber Programming Unit

Ans : A

16. এম.এস.ওয়ার্ড এ কোনো কিছু কপি করতে হলে কী-বোর্ড কমান্ড বাটন হচ্ছে-

(A) Ctrl + C

(B) Shift + Copy

(C) Alt + G

(D) Shift + C

Ans : A

17. এম এস ওয়ার্ডে কাজ করার সময় Ctrl + Home বাটন চাপলে কারসরটি কোথায় যাবে?

(A) নতুন ডকুমেন্ট ওপেন হবে

(B) কারসর ডকুমেন্টের শুরুতে যাবে

(C) কারসর সেন্টেন্স এর শুরুতে যাবে

(D) কারসর ডকুমেন্টের শেষে যাবে

Ans : B

18. নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে?

(A) গ্রাফিক্স কার্ড

(B) হার্ডডিস্ক

(C) র‍্যাম

(D) প্রসেসর 

Ans : D

19. কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?

(A) ডিভিডি রম ড্রাইভ

(B) মডেম

(C) পেন ড্রাইভ

(D) টাচ স্ক্রিন

Ans : B

20. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? 

(A) উইন্ডোজ ভিস্তা

(B) এম এস এক্সেল

(C) ওরাকল

(D) নোটপ্যাড

Ans : A

21. বাংলাদেশে তৈরি সার্চ ইঞ্জিন কোনটি ? 

(A) পিপীলিকা

(B) ইন্টারনেট এক্সপ্লোরার

(C) বিং

(D) বাইডু

Ans : A

22. ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ সময়-

(A) ১ মিলি সেকেন্ড

(B) ১ মাইক্রো সেকেন্ড

(C) ১ ন্যানো সেকেন্ড 

(D) ১ পিকো সেকেন্ড

Ans : C

23. নিচের কোন সাইটটি কেনাবেচার জন্য নয়?

(A) ekanei.com

(B) Olx.com

(C) google.com

(D) amazon.com

Ans : C

24. টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়?

(A) কথা বা শব্দ

(B) ছবি

(C) বার্তা

(D) শব্দ ও ছবি

Ans : A

25. কম্পিউটারের কয়টি প্রধান বৈশিষ্ট্য আছে?

(A) ২টি

(B) ৩টি

(C) ৪টি

(D) ৫টি

Ans : B


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url