বাংলাদেশওবিশ্বপরিচয় ; অধ্যায় ১: পূূূূূূব বাংলার আন্দোলন জাতীয়তাবাদের উত্থান( ১৯৪৭ খ্রি.-১৯৭০ খ্রি.)

 



SSC  বাংলাদেশওবিশ্বপরিচয়  Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-1


১. পাকিস্তান সরকার কেন ১৪৪ ধারা জারি ? 

(ক) সংগ্রাম বন্ধ করতে? 

 (খ) বিদ্রোহীদের দমন করতে

(গ) ভাষার দাবি স্তব্ধ করতে 

( ঘ) জরুরি অবস্থা মোকাবেলা করতে 

উ: গ

২. ১৯৫২ সালে পাকিস্তানের প্রধানমন্তী কে ছিলেন?

 (ক)শহীদুল্লাহ 

 (খ) জিন্নাহ

 (গ) নাজিমুদ্দনি

 (ঘ) আব্দুল মতিন

উ: গ

৩. ১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারির শোক র‌্যালিতে পুলিশের হামলায় কে শহিদ হন?

 (ক) আব্দুস সালাম 

 (খ) শফিউর রহমান

 (গ) আবদুল জব্বর

(ঘ) আব্দুল বরকত

উ: খ

৪। তমদ্দুন মজলিস’ কোন ধরনের প্রতিষ্ঠান /

[সি.বো.২০]

(ক) ধর্মীয়   (খ) রাজনৈতিক   (গ) সামাজিক   (ঘ) সাংস্কৃতিক 

উত্তর: ঘ

৫। ১৯৪৮ সালের কত তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুর্নগঠিত হয় ?

[ব.বো.১৯]

(ক) ২রা মার্চ   (খ) ১১ই মার্চ   (গ) ১২ই এপ্রিল   (ঘ) ১২ই জুন 

উত্তর: ক

৬। ধীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে পাকিস্থান গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি করেন ?

(ক) ২৫শে ফেব্রুয়ারি ১৯৪৮   (খ) ২৪শে ফেব্রুয়ারি ১৯৪৮   

(গ) ২৩শে মার্চ ১৯৪৮   (ঘ) ২৩শে এপ্রিল ১৯৪৮ 

উত্তর: ক

৭। কার নেতৃত্বে ‘তমদ্দন মজলিস’ নামক সংগঠন গড়ে উঠে ?

[রা.বো.২০]

(ক) অধ্যাপক আবুল কাশেম   (খ) অধ্যপক ড. মুহম্মদ শহীদুল্লাহ  

(গ) ড. মুহম্মদ এনামুল হক   (ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত 

উত্তর: ক

৮। কে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসে দাবি জানান ?

(ক) ভাসানী   (খ) এনামুল হক   (গ) ধীরেন্দ্রনাথ দত্ত   (ঘ) বঙ্গবন্ধু 

উত্তর: গ

৯। ১৯৪৭ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন ?

[ব.বো.২০]

(ক) ড. জিয়াউদ্দিন আহমদ    (খ) ড. মুহাম্ম এনামুল হক   

(গ) ড. মুহাম্মাদ শহীদুল্লাহ   (ঘ) ড. কুদরত-এ-খুদা  

উত্তর: ক

১০। ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির রচয়িতা কে ?

(ক) ড. মুনির চৌধুরি   (খ) আলাউদ্দিন আল আজাদ   (গ) আবদুল গাফফার (ঘ) জহির রায়হান 

উত্তর: ঘ

১১। ইউনেস্কো কবে ২১শে ফেব্রুয়ারিকে আন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ?

(ক) ২১শে মার্চ ১৯৪৮   (খ) ২১ ফেব্রুয়ারি ১৯৪৮   (গ) ১৬ ডিসেম্বর ১৯৭১   (ঘ) ১৭ নভেম্বর ১৯৯৯ 

উত্তর: ঘ

১২। কার পিতা প্রথম শহিদ মিনার উদ্বোভন করেন ?

[রা.বো.১৯]

(ক) শহিদ সালামের   (খ) শহিদ শফিউরের   (গ) শহিদ আবুল বরকতের   (ঘ) শহিদ শফিকের 

উত্তর: খ

১৩। প্রাদেশিক যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিলেন ?

(ক) ৫৩ দিন   (খ) ৫৪ দিন   (গ) ৫৫ দিন   (ঘ) ৫৬ দিন 

উত্তর: ঘ

১৪। ৬ দফা ও ১১ দফার মূল লক্ষ্য ছিল-

i. গনতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন 

ii.  স্বায়ত্তশাসন

iii. পাকিস্থানের দু’অংশের বৈষম্য ধূর করা

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

১৫। পাকিস্থানে প্রথম সাধারণ নির্বাচন অিনুষ্ঠিত হয় কত সালে ?

[ঢা.বো.২০]

(ক) ১৯৫৪   (খ) ১৯৬৫   (গ) ১৯৬৯   (ঘ) ১৯৭০ 

উত্তর: ঘ

১৬। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ মহিলা সংরক্ষিত আসনসহ সর্বমোট কয়টি আসন লাভ করে ?

[ম.বো.২০]

(ক) ১৬৭ টি   (খ) ১৬২ টি   (গ) ১৬০ টি   (ঘ) ১৫৮ টি  

উত্তর: ক

১৭।  আইয়ুব খান কবে বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন ?

(ক) ১৯৭১ সালের ২৫শে মার্চ   (খ) ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি  

(গ) ১৯৬৮ সালের ১৯শে জুন   (ঘ) ১৯৭০ সালের ১৬ই ডিসেম্বর  

উত্তর: খ

১৮। আইয়ুব খান কত সালে সামরিক শাসন ঝারি করেন ?

[রা.বো.১৯]

(ক) ১৯৫৮   (খ) ১৯৬১   (গ) ১৯৬৬  (ঘ) ১৯৬৯ 

উত্তর: ক

১৯। ‘মৌলিক গণতন্ত্র’ ধারণার প্রবর্তক কে ?

[দি.বো.১৯]

(ক) মোহাম্মদ আলী জিন্নাহ   (খ) হোসেন শহিদ সোহরাওয়ার্দী   

(গ) আইয়ুব খান   (ঘ) ইয়াহিয়া খান  

উত্তর: গ

২০। ১৯৫৬ সালের সংবিধান বাতিল করেন কে ?

(ক) আইয়ুব খান   (খ) ইয়াহিয়া খান   (গ) ইস্কান্দার মীর্জা   (ঘ) গোলাম মোহাম্মদ 

উত্তর: গ

২১। পূর্ব পাকিস্থান আওয়ামী লীগ কবে গঠিত হয় ?

(ক) ১৯৪৭   (খ) ১৯৪৮   (গ) ১৯৪৯   (ঘ) ১৯৫২  

উত্তর: গ

২২। ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয় যে কারণে -

i. সভা-সমাবেশ বন্ধ করতে 

ii. মিছিল বন্ধ করতে 

iii. সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ করতে 

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

২৩। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে ?

(ক) ১৬৭টি   (খ) ১৬৯টি   (গ) ২২৩টি   (ঘ) ২৩৭টি 

উত্তর: গ

২৪। ‘কবর’ নাটকটির রচয়িতা কে ?

[দি.বো.২০]

(ক) জহির রায়হান   (খ) আলাউদ্দিন আল আজাদ   (গ) ড. মুনীর চৌধুরি   (ঘ) মাহবুব-উল আলম 

উত্তর: গ

২৫। পাকিস্থান সংবিধানে কত সালে বাংলাকে পাকিস্থানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ?

(ক) ১৯৫৬ সালে   (খ) ১৯৬২ সালে   (গ) ১৯৬৬ সালে   (ঘ) ১৯৭০ সালে  

উত্তর: ক

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- পূূূূূূব বাংলার আন্দোলন  জাতীয়তাবাদের উত্থান( ১৯৪৭ খ্রি.-১৯৭০ খ্রি.)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url