বাংলাদেশওবিশ্বপরিচয়; অধ্যায় ২: স্বাধীন বাংলাদেশ


SSC  বাংলাদেশওবিশ্বপরিচয়  Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ২য় অধ্যায় ➤  ২য় অধ্যায় কুইজ-2

 ১। কত তারিখে পাকিস্থানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ?

(ক) ৭ সেপ্টেম্বর ১৯৭০   (খ) ৭ অক্টোবর ১৯৭০   

(গ) ৭ নভেম্বর ১৯৭০       (ঘ) ৭ ডিসেম্বর ১৯৭০ 

উত্তর: ঘ

২। রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল ধরে রাখতে সহয়তা করেছে কারা ?

(ক) নারী   (খ) গণমাধ্যম   (গ) শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী   (ঘ) বঙ্গবন্ধু  

উত্তর: গ

৩। টিক্কা খান এবং রাও ফরমান আলী নীল নকশা করেন-

(ক) অপারেশন সার্চলাইট       (খ) অপারেশন জ্যাকপট 

(গ) অপারেশন ডেজার্ট স্ট্রম   (ঘ) অপারেশন ওশান ব্লু 

উত্তর: ক

৪। ১৯৭১ সালের ১লা মার্চ অধিবেশন স্থগিত করা কোন ধরনের সিদ্ধান্ত ছিল ?

(ক) যৌক্তিক   (খ) স্বৈরাচারী   (গ) ষড়যন্ত্রমূলক   (ঘ) গণতান্ত্রিক 

উত্তর: গ

৫। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এম এ হান্নান ২য় বার প্রচার করেন কোথা থেকে ?

(ক) কালুরঘাট বেতার কেন্দ্র থেকে   (খ) চট্রগ্রাম বেতার কন্দ্রে 

(গ) ঢাকা বেতার কেন্দ্র                      (ঘ) খুলনা বেতার কেন্দ্র 

উত্তর: ক

৬। ৭ই মার্চ, ১৯৭১ এর ভাষণে কীসের ইঙ্গীত রয়েছে ?

[চ.বো.২০]

(ক) ঐক্য   (খ) নির্বাচন   (গ) জাতীয়তা   (ঘ) স্বাধীনতা

উত্তর: ঘ

৭। কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ?

[রা .বো.`১৯; পাবনা জেলা স্কুল]

(ক) ২৬শে মার্চ ১৯৭১  (খ) ১০ ই এপ্রিল ১৯৭১

(গ) ১১ই এপ্রিল ১৯৭১ (ঘ) ১৭ই এপ্রিল ১৯৭১

উত্তর: খ 

৮। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

[দি.বো.‘২০দি]

(ক) এম. মনসুর আলী       (খ) সৈয়দ নজরুর ইসলাম   

(গ) তাজউদ্দীন আহমদ    (ঘ) এ.এইচ.এম কামারুজ্জামান  

উত্তর: গ

৯। মুজিব নগর সরকারের ‘বিশেষ দূ’ হিসেবে কাজ করেন কে ?

 [কু.বো.২০]

(ক) অধ্যাপক ইউসুফ আলী                (খ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী  

(গ) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ   (ঘ) খন্দকার মোশতাক আহমেদ

উত্তর: খ

১০। মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে শপথ গ্রহন করেন ?

[য.বো.১৭]

(ক) ২৫ই মার্চ   (খ) ১০ই এপ্রিল   (গ) ১৭ই এপ্রিল   (ঘ) ১৬ই ডিসেম্বর  

উত্তর: গ

১১। যারা আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করতে ষড়যন্ত্রে লিপ্ত ছিল -

i. ইয়াহিয়া খান 

ii. আইয়ুব খান

iii. জুলফিকার আলী ভুট্টো

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: খ

১২। কোন বছর শিক্ষানীতি ঘোষনা করা হয় ?

[য.বো.১৯]

(ক) ২০১১   (খ) ২০১০   (গ) ২০০৮   (ঘ) ২০০৬ 

উত্তর: খ

১৩। ঢাকায় প্রত্যাবর্তনের পর স্বাধীন বাংলাদেশ সরকার কত তারিখে শাসন ক্ষমতা গ্রহন করে ?

(ক) ২২শে জানুয়ারি   (খ) ২৬শে মার্চ   (গ) ১৭ই এপ্রিল   (ঘ) ২২শে ডিসেম্বর  

উত্তর: ঘ

১৪। যুদ্ধবিধ্বস্ত সাড়ে সাত কোটি বাঙালির জন্য বড় চ্যালেঞ্জ ছিল কতটি ?

(ক) ৫টি   (খ) ৬টি   (গ) ৭টি   (ঘ) ৮টি  

উত্তর: গ 

১৫। বাংলাদেশ প্রথম কত সালে সামরিক শাসন জারি করে ?

(ক) ১৯৭৫ সালে   (খ) ১৯৭৭ সালে   (গ) ১৯৭৮ সালে   (ঘ) ১৯৮২ সালে  

উত্তর: ক

১৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অস্থায়ী সংবিধান আদেশ জারী করে ?

[রা.বো.২০]

(ক) ১৯৭২ সালের ১১ই জানুয়ারি   (খ) ১৯৭২ সালের ১৫ই জানুয়ারি 

(গ) ১৯৭২ সালের ২৬শে মার্চ        (ঘ) ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর  

উত্তর: ক

১৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ‘বাংলাদেশ গণপরিষদ’ আশে জারী করে ?

[ম.বো.২০]

(ক) ১৯৭২ সালের ১০ই এপ্রিল     (খ) ১৯৭২ সালের ২৩শে মার্চ 

(গ) ১৯৭২ সালের ১১ই জানুয়ারি  (ঘ) ১৯৭২ সালের ১০ই জানুয়ারি 

উত্তর: খ

১৮। বাংলাদেশ গনপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়-

(ক) ১৯৭২ সালের ১১ই জানুয়ারি     (খ) ১৯৭২ সালের ১০ই এপ্রির  

(গ) ১৯৭২ সালের ১২ই আক্টোবর    (ঘ) ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর

উত্তর: খ

১৯। খাদ্য নীতি -২০০৬ এর উদ্দেশ্য -

i. খাদ্য নিরাপত্তা অর্জন

ii. খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন

iii. দরিদ্র জনগোষ্ঠির পুষ্টি নিশ্চিত করা 

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: খ

২০। গণতন্ত্র মুক্তি পাক , স্বৈরাচার নিপাত যাক -  এ স্লোগানটিকে শরীরের লিখে মিছিলে অংশ গ্রহণ করেছিলেন কে ?

(ক) নূর হোসেন   (খ) নূর মোহাম্মাদ   (গ) মেনন হোসেন   (ঘ) ইশতিয়াক আহমেদ  

উত্তর: ক

২১। মুজিব নগর সরকার গঠনের প্রধান উদ্দেশ্য ছিল -

i. বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি করা 

ii. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন বাহিনী গঠন 

iii. রাজনৈতিক নেতৃত্ব ও দল গঠন করা 

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

২২। জিয়াউর রহমান তার শাসনকে বৈধ করার জন্য কত তারিখে গণভোটের আয়োজন করেন ?

(ক) ১৯৭৬ সালের ৩০শে এপ্রিল    (খ) ১৯৭৬ সালের ৩০শে মে  

(গ) ১৯৭৭ সালের ৩০শে এপ্রিল     (ঘ) ১৯৭৭ সালের ৩০শে মে 

উত্তর: ঘ

২৩। ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য হলো-

i. স্বাধীনতা অর্জন

ii. স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণা

iii. একটি ঐতিহাসিক দলিল

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

২৪। এরশাদের সামরিক শাসনের অবসান ঘটে নিচের কোনটির মাধ্যমে ?

(ক) ১৯৭০ সালের নির্বাচন   (খ) ৭৫-এর সামরিক অভ্যুস্থান  

(গ) ৯০-এর গণঅভ্যুস্থান     (ঘ) ৬৯-এর গণঅভ্যুস্থান 

উত্তর: গ

২৫। ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীয় মাধ্যমে বৈধতা লাভ করেছিল ?

[সি.বো.২০]

(ক) ৪র্থ   (খ) ৫ম   (গ) ৬ষ্ঠ   (ঘ) ৭ম 

উত্তর: খ

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- বাংলাদেশওবিশ্বপরিচয়; অধ্যায় ২: স্বাধীন বাংলাদেশ 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url