এস এস সি অধ্যায় অধ্যায়-১১ চলতড়িৎ

 

HSC Physics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)


১। ইলেকট্রনের প্রবাহ কী ?
(ক) তড়িং প্রবাহ  (খ) বিভব (গ) আধান  (ঘ) ধারকত্ব
উত্তর: ক
২। চার্জের প্রবাহ কোনটির ওপর নির্ভর করে ?
(ক) পরিবাহীর রোধ  (খ) তড়িং বিভব 
 (গ) তড়িং তীব্রতা (ঘ) তড়িং বল
উত্তর: খ
৩। সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে কী বলে ?
(ক) বিভব  (খ) তড়িং প্রবাহ  (গ) রোধ  (ঘ) পরিবাহিতা
উত্তর: খ
৪। সাধারণ যে ব্যটারি সেলগুলো ব্যবহার করা হয় তার বিভব পার্থক্য কত ?
(ক) 4.5 V  (খ) 3.5 V (গ) 1.5 V  (ঘ) 1.25 V
উত্তর: গ
৫। ব্যটারি সেলের তড়িচ্চালক শক্তির সঠিক সমীকরণ কোনটি ?
(ক) EMF=WQ  (খ) EMF=Q/W (গ) EMF=W+Q (ঘ) EMF=W/Q 
উত্তর: ঘ
৬। কোনো তড়িংকোষ এর ঋণাত্মক প্রান্ত হতে 2 C চার্জকে বহিঃস্থ বর্তনীর 
      মধ্য দিয়ে ধনাত্মক প্রাত্নে আনতে 6J  কাজ করলে এর EMF  কত ?
(ক) 1.5 V  (খ) 2.0 V (গ) 2.5 V (ঘ) 3V
উত্তর: ঘ
৭। কোন বৈদ্যুতিক যন্ত্র ক্রমাগত পটেনশিয়াল পার্থক্য তৈরি করতে সক্ষম ?
(ক) মোটর   (খ) ট্রান্সফর্মাট  (গ) জেনারেটর (ঘ) ক্যাপাসিটর
উত্তর: গ
৮। নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে ?
(ক) কাচ  (খ) সিলিকন  (গ) অ্যালুমিনিয়াম (ঘ) জার্মেনিয়াম
উত্তর: গ
৯। বিদ্যুৎ সুপরিহারী পদার্থ কোনটি ?
(ক) কাঠ   (খ) প্লাস্টিক (গ) কাচ  (ঘ) সোনা
উত্তর: ঘ
১০। নিচের কোনটি পরিবাহী ?
(ক) মানবদেহ  (খ) কাঠ  (গ) কাগজ (ঘ) প্লাস্টিক
উত্তর: ক
১১। নিচের কোনটি অধাতু হলেও বিদ্যুৎ পরিবহন করে ?
(ক) গ্রাফাইট  (খ) অ্যালুমিনিয়াম (গ) সিলিকন (ঘ) আর্সেনিক
উত্তর: ক
১২। নিম্নের কোনটি অন্তরক ?
(ক) মানবদেহ (খ) মাটি  (গ) কাচ (ঘ) লোহা
উত্তর: গ

১৩। কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না ?

(ক) পরিবাহী  (খ) অপরিবাহী (গ) অর্ধ পরিবাহী (ঘ) সুপরিবাহী

উত্তর: খ

১৪। দৈন্দিন জীরনে ব্যবহৃত তামার তার কী দিয়ে মোড়ানো থাকে ?

(ক) পরিবাহী  (খ) অপরিবাহী (গ) অর্ধ পরিবাহী  (ঘ) কুপরিবাহী

উত্তর: খ

১৫। তাপমাত্র বাড়ালে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায় ?

(ক) তামা  (খ) লোহা (গ) জিংক  (ঘ) সিলিকন

উত্তর:ঘ

১৬। নিচের কোনটি অর্ধ পরিবাহী ? 

(ক) কাচ   (খ) সোনা  (গ) রাবার  (ঘ) জার্মেনিয়াম

উত্তর:ঘ

১৭।P-টাাপি অর্ধপরিবাহী তৈরীতে কোনটি মেশানো হয় ?

(ক) ফসফরাস (খ) বোরণ (গ) আর্সেনিক  (ঘ) এন্টিমনি

উত্তর: খ

১৮। নিচের কোনটি অপরিবাহী পদার্থ ?

(ক) অ্যালুমিনিয়াম   (খ) সিলিকন  (গ) রাবার  (ঘ) জার্মেনিয়াম

উত্তর: গ

১৯। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কোনটি প্রবাহিত হয় ?

(ক) তড়িং প্রবাহ  (খ) ইলেকট্রন (গ) নিউট্রন (ঘ) প্রোটন

উত্তর: ক

২০। 5 সেকেন্ড সময়ে 10 C  চার্জ প্রবাহিত হলে বিধ্যুৎ প্রবাহ কত ?

(ক) 0.5 A  (খ) 2 A  (গ) 5 A  (ঘ) 10 A

উত্তর: খ
২১। কোনো পরিব্হীর যেকোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে  8s ও 4A তড়িং 
প্রবাহীত হলে কত কুলম্ব চার্জ প্রবাহিত হয় ?
(ক) 2 C  (খ) 32 C  (গ) 1/2 C  (ঘ) 1.6 x 10-19 C
উত্তর: খ
২২। বর্তনীতে তড়িং প্রবাহের  সৃষ্টি করে কোনটি ?
(ক) প্রোটনের প্রবাহ  (খ) নিউট্রনের প্রবাহ 
(গ) ইলেকট্রনের প্রবাহ   (ঘ) তাপের প্রবাহ
উত্তর: গ
২৩। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্খক্য 100 V  এবং তড়িং প্রবাহ
মাত্রা 10 Aহলে এর রোধ কত ?
(ক) 1000 Ω (খ) 0.1 Ω (গ) 10 Ω  (ঘ) 1 Ω 
উত্তর: গ
২৪। তড়িং প্রবাহমাত্রা এবং বিভব পার্খক্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করে কোন
বিজ্ঞানী ?
(ক) নিউটন  (খ) ও‘হম  (গ) লেনজ  (ঘ) হার্জ 
উত্তর: খ
২৫। বিভব পার্থক্য মাপার যন্ত্রটির নাম কী ?
(ক) গ্যালভানোমিটার  (খ) জেনারেটর  (গ) অ্যামিটার  (ঘ) ভোল্টমিটার 
উত্তর: ঘ

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-চলতড়িৎ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url