এইচ এস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস ১ম অংশ

অর্ডিনেট স্কুল অ্যান্ড কলেজ

এইচ এস সি প্রিপারেশন ২০২৩
বিষয় ICT (৩য় অধ্যায় ১ম অংশ) কোডঃ ২৭৫
সময়ঃ ১ ঘণ্টা পূর্ণমানঃ ৬০




সংখ্যা পদ্ধতি

১। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ভিত্তি কত?

ক) ২     খ) ৪

গ) ৮       ঘ) ১৬      উঃঘ

২। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে কত ধরনের সংখ্যা পদ্ধতি আছে?

ক) ৩    খ) ৪

গ) ৫     ঘ) ৬   উঃখ

৩। দশমিক সংখ্যার ১২ এর বাইনারি মান কত?

ক. ১০০১    খ. ১০১০

গ. ১০১১     ঘ. ১১০০   উঃঘ

৪। কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে ?

ক.দশমিক    খ.বাইনারি

গ.অক্ট্যাল     ঘ.হেক্সাডেসিমেল   উঃখ

৫। দশমিক সংখ্যার ভিত্তি কত?

ক) ২     খ) ৮

গ) ১০    ঘ) ১৬     উঃগ

৬। দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটিকে কত দ্বারা ভাগ দিতে হয়?

ক) ২     খ) ৮

গ) ১০    ঘ) ১৬   উঃক

৭। পূর্ণ দশমিক সংখ্যাকে অক্ট্যাল সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে কত দ্বারা ভাগ দিতে হয়?

ক) ২      খ) ৮

গ) ১০     ঘ) ১৬   উঃখ

৮। ভগ্নাংশকে অক্ট্যাল সংখ্যায় রূপান্তরিত করার উপর্যুপরি ৮ দিয়ে - করতে হবে।

ক) গুণ        খ) ভাগ

গ) বিয়োগ      ঘ) বিয়োগ   উঃ ক

৯। পূর্ণ দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে কত দ্বারা ভাগ দিতে হয়?

ক) ২            খ) ৮

গ) ১০          ঘ) ১৬   উঃঘ

১০। ভগ্নাংশকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করার উপর্যুপরি ১৬ দিয়ে - করতে হবে।

ক) যোগ     খ) বিয়োগ

গ) গুণ        ঘ) ভাগ   উঃগ

১১। বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করার জন্য বাইনারি সংখ্যাকে কত দ্বারা গুণ দিতে হয়?

ক) ২         খ) ৮

গ) ১০        ঘ) ১৬   উঃক

১২। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করার সময় ২ এর ঘাত কত হতে শুরু হয়?

ক) ০       খ) ১

গ) -১       ঘ) কোনটিই নয়   উঃক

১৩। অক্ট্যাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করার জন্য অক্ট্যাল সংখ্যাকে কত দ্বারা গুণ দিতে হয়?

ক) ২         খ) ৮

গ) ১০        ঘ) ১৬   উঃখ

১৪। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অক্ট্যাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করার সময় ৮ এর ঘাত কত হতে শুরু হয়?

ক) ০          খ) ১

গ) -১         ঘ) কোনটিই নয়   উঃক

১৫। হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করার জন্য বাইনারি সংখ্যাকে কত দ্বারা গুণ দিতে হয়?

ক) ২           খ) ৮

গ) ১০          ঘ) ১৬   উঃঘ

১৬। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করার সময় ১৬ এর ঘাত কত হতে শুরু হয়?

ক) ০           খ) ১

গ) -১           ঘ) কোনটিই নয়   উঃক

১৭। অক্ট্যাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি অক্ট্যাল অংককে কত বিট বিশিষ্ট বাইনারি গ্রুপ করতে হয়?

ক) ৩         খ) ৪

গ) ৫          ঘ) ৬   উঃক

১৮। ৭ অক্ট্যাল সংখ্যাটির বাইনারি মান কত?

ক) ১০১           খ) ০১১

গ) ১১১            ঘ) ১০০   উঃগ

১৯। হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি হেক্সাডেসিমেল অংককে কত বিট বিশিষ্ট বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়?

ক) ৩        খ) ৪

গ) ৫         ঘ) ৬   উঃখ

২০। হেক্সাডেসিমেল অ সংখ্যার বাইনারি মান কত?

ক) ১০০০           খ) ১০০১

গ) ১০১০            ঘ) ১০১১   উঃগ

নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :

মি. আতিক কামালকে বলল, “তোমার বয়স কত?” কামাল বলল যে তার বয়স (১০১১০১)২।

২১। কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলো-

ক. (২৫)৮         খ. (৩৫)৮

গ. (৫৫)৮         ঘ. (৬৫)৮   উঃগ

২২। দশ বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে?

ক.(১০১০১১)২         খ.(১০১১১০)২

গ.(১০১১১১)২          ঘ.(১১০১১১)২   উঃঘ

২৩। ১+১=০, ক্যারি=?

ক) ১           খ) ০

গ) -১         ঘ) কোনটিই নয়   উঃক

২৪। ১-১=?

ক) ০       খ) -১

গ) ১          ঘ) কোনটিই নয়   উঃক

২৫। চিহ্ন বিট ০ হলে সংখ্যাটিকে?

ক) ধনাত্মক                   খ) ঋণাত্মক

গ) ধনাত্মক- ঋণাত্মক   ঘ) কোনটিই নয়   উঃক

২৬। ৮ বিটের রেজিস্টারের সর্বোচ্চ ঋণাত্মক মান কত?

ক) -১২৮           খ) -২৫৬

গ) ২৫৬             ঘ) কোনটিই নয়   উঃক

২৭। ASCII এর পূর্ণরূপ কোনটি?

ক. American Standard Code for Information Interchange

খ. American Standard Code for International Interchange

গ. American Standard Code-II

ঘ. American Standard Code for Interchange   উঃক

২৮। EBCDIC কোডিং করা হয় কোন কম্পিউটারের জন্য?

ক. IBM এর মেইনফ্রেম কম্পিউটার     খ.ENIAC কম্পিউটারের জন্য

গ. UNIVAC কম্পিউটারের জন্য           ঘ. ABC কম্পিউটারের জন্য   উঃক

২৯। ইউনিকোডের বৈশিষ্ট্য কোনটি?

ক. ৮ বিট কোড          খ. ১৬ বিট কোড

গ. ৩২ বিট কোড        ঘ. ৬৪ বিট কোড   উঃখ

৩০। (৫)৮ -কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে?

ক. ০০১         খ. ১১০

গ. ১০১           ঘ. ০১১   উঃগ

৩১। বাইনারি সংখ্যা ১০১১০০-এর অক্ট্যাল মান কত?

ক. ৪৪        খ. ৫৪

গ. ৬৪        ঘ. ৭৪   উঃক

৩২। ১০২A৮ সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির?

ক. দশমিক           খ. হেক্সাডেসিমেল

গ. বাইনারি            ঘ. অক্ট্যাল   উঃখ

৩৩। AB হেক্সাডেসিমেল সংখ্যাটির বাইনারি সমকক্ষ সংখ্যা কত?

ক. ১০১০১০১১       খ. ১০০১১০০১

গ. ১০১০১০১১       ঘ. ১০০০১০০১   উঃক

৩৪।বাইনারি সংখ্যা ১১০০১ থেকে ১০০১ এর বিয়োগফল কত?

ক. ১১০০০         খ. ১০১০০

গ. ১০০০০         ঘ. ১১০১০   উঃগ

৩৫। দশমিক সংখ্যা পদ্ধতি বলতে বুঝায় 

i. ১০টি প্রতীক

 ii. ১০টি অঙ্ক 

iii. ভিত্তি ১০

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii             খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii   উঃঘ

৩৬। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে E মানের সমতল্য মান হবে--

i. (১৪)১০

ii. (১২)১০

iii. (১৪)৮

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii   উঃগ

৩৭। নিলয়ের বাবার বয়সকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে হয় (৬৭)। এটি কোন সংখ্যা পদ্ধতি?

ক.দশমিক         খ.বাইনারী

গ.অক্ট্যাল          ঘ.হেক্সাডেসিমেল    উঃগ

৩৮। নিলয়ের বয়স বাইনারি সংখ্যায় রূপান্তর করলে হয়-

ক.১০০১১          খ.১১০০১

গ.১১০১১             ঘ. ১১১০০   উঃখ

 সৃজনশীল প্রশ্ন

১। নিলয় বাংলা, ইংরেজি ও আইসিটি পরীক্ষায় যথাক্রমে ৬৫৮, ১০১১০১২ও ৪৪১৬ নম্বর পেয়েছে।

ক. কোড কী? 

খ. ৭ এবং -৫ যোগের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি ব্যাখ্যা কর। 

গ. উদ্দীপকে নিলয়ের বাংলাতে প্রাপ্ত নম্বর ডেসিমেলে প্রকাশ কর। 

ঘ. উদ্দীপকে নিলয় আইসিটি ও ইংরেজি বিষয়ের মধ্যে কোনটিতে বেশি দূর্বল? বিশ্লেষণ কর। 

২।

ক। সংখ্যা পদ্ধতি কী?

খ। (২৯৮)৮ সংখ্যাটি সঠিক কি না ব্যাখ্যা কর।

গ। “বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব”-ব্যাখ্যা কর।

ঘ। পৃথিবীর সকল ভাষাকে কোন কোডের মাধ্যমে কোডভুক্ত করা হয়েছে-ব্যাখ্যা কর।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url