এইচ এস সি পদার্থবিজ্ঞান ১ম পত্র অধ্যায় ৪র্থ নিউটনের বলবিদ্যা

অর্ডিনেট স্কুল অ্যান্ড কলেজ

এইচ এস সি প্রিপারেশন   ২০২৩

 বিষয় : পদার্থবিজ্ঞান ১ম পত্র   (নিউটনের বলবিদ্যা )   কোডঃ ১৭৪

সময়ঃ ১ ঘণ্টা              পূর্ণমানঃ ৬৫


১। মৌলিক বল কয়টি?

(ক) ১টি          (খ) ২টি 

(গ) ৩টি          (ঘ) ৪টি   উঃঘ

মনে রাখার উপায়:  ”তামান্না দূর্বল মহন সবল”

২। বস্তুর স্থিতি জড়তা কোনটির সমানুপাতিক?

  (ক) ভরের          (খ) আয়তনের

  (গ) ঘনত্বের       (ঘ) স্থিতিস্থাপকতার উঃক

৩। কোন বল প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস তৈরি করে?

   (ক) মহাকর্ষ বল              (খ) তাড়িতচৌম্বক বল 

  (গ) সবল নিউক্লিয় বল    (ঘ) দুর্বল নিউক্লিয় বল উঃগ

৪। তাড়িতচৌম্বক বলের পাল্লা-

  (ক) 10-16m     (খ) অসীম   

  (গ) 16-15m     (ঘ) শূন্য উঃখ

৫। মহাকর্ষ বলের মান

i) দূরত্ব বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়

 ii) নির্দিষ্ট দূরত্বের বাইরে শূন্য হয়

 iii) কখনও শূন্য হয় না

কোনটি সঠিক?

(ক) i ও ii        (খ) i ও iii

(গ) ii ও iii      (ঘ) i, ii ও iii উঃখ

৬। দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার ফলে বস্তুগুলো কোন দিকে যাবে তা কিসের দ্বারা নির্ধারিত হয়?

  (ক) ভর          (খ) বেগ 

 (গ) ভরবেগ   (ঘ) সংঘর্ষের ক্রিয়াকাল উঃগ

৭। বলের মাত্রা সমীকরণ কোনটি?

(ক) [F] = ML2T-2

(খ) [F] = MLT-2

(গ) [F] = ML2T-1

(ঘ) F = MLT-2 উঃখ

৮। একটি ১০ kg ভরের গোলকের বেগ ১১৫ms-1 হলে এর ভরবেগ কত হবে?

(ক)250 N            (খ) 150 kgms-1

(গ) 250 kgms-1   (ঘ) 10 N উঃখ

একজন ক্রিকেটার ক্যাচ লুফে নেওয়ার সময় তার হাতজোড়া নিজের দিকে সামান্য পিছিয়ে নেন।

৯। উপরিউক্ত ঘটনা নিউটনের গতির কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়?

(ক) প্রথম সূত্র     (খ) দ্বিতীয় সূত্র 

(গ) তৃতীয় সূত্র    (ঘ) চতুর্থ সূত্র উঃখ

১০। উদ্দীপকে বর্ণিত উপায় অবলম্বন না করে হাত স্থির রাখলে-

i) বলের ভরবেগের পরিবর্তনের হার বিরাট মানের হতো।

ii) ক্রিকেট বলটি থামানো যেতো না

iii) প্রচন্ড মানের বল হাতে ক্রিয়া করত

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii         (খ) i ও iii 

(গ) ii ও iii       (ঘ) i, ii ও iii উঃখ

১১। পাখাটির কেন্দ্রভাগ হতে প্রান্তভাগের দূরত্ব ২ স হলে প্রান্তভাগের কোনো বিন্দুর রৈখিক দ্রুতি কত ?

(ক) 310 ms-1

(খ) 314 ms-1

(গ) 318 ms-1

 (ঘ) 322 ms-1 উঃখ

নিচের তথ্যটি থেকে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দিন।

6 kg ভরের একটি বন্দুক থেকে 10g ভরের একটি বুলেট 300 ms-1

বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময়

একটি বল পেছনের দিকে ধাক্কা দিল।

১২। উদ্দীপকে নিউটনের কোন সূত্রটির প্রয়োগ দেখানো হয়েছে?

(ক) ১ম গতিসূত্র     (খ) ২য় গতিসূত্র 

(গ) ৩য় গতিসূত্র      (ঘ) মহাকর্ষ সূত্র উঃগ

১৩। বন্দুকের আদি ভরবেগ কত?

(ক) 0.4 kgms-1

(খ) 0.8 kgms-1

(গ)0.18 kgms-1

(ঘ) 0 kgms-1 উঃঘ

১৪। একটি নৌকাকে লগি দিয়ে গতিশীল করা হলে নিচের কোন রাশি নৌকাকে সামনের দিকে এগিয়ে নেয়া যায়?

(ক) লগি কর্তৃক প্রযুক্ত বলের উল্লম্ব উপাংশ

(খ) লগি কর্তৃক প্রযুক্ত বলের অনুভ‚মিক উপাংশ

(গ) প্রতিক্রিয়া বলের উল্লম্ব উপাংশ

(ঘ) প্রতিক্রিয়া বলের অনুভ‚মিক উপাংশ। উঃঘ

১৫। কোনো ব্যক্তি ভ‚মিতে দন্ডায়মান থাকলে ভ‚মির উপর নিচ বরাবর যে বল প্রযুক্ত হয় তাহলো-

i) ক্রিয়া ii) প্রতিক্রিয়া iii) ঐ ব্যক্তির ওজন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii    (খ) i ও iii

 (গ) ii ও iii    (ঘ) i, ii ও iii উঃখ

১৬। ঘোড়ার হাঁটার ক্ষেত্রে সৃষ্ট প্রতিক্রিয়া বল কয়টি উপাংশে বিভাজিত হয়?

 (ক) ২   (খ) ৩

 (গ) ৪    (ঘ) ৫ উঃক

১৭। 10 kg ভরের কোন বস্তু 12 ms-1 বেগে গতিশীল হলে তার ভরবেগ কত হবে?

(ক) 12 kgms-1

(খ) 10 kgms-1

(গ) 120 kgms-1

(ঘ)  1.2 kgms-1 উঃগ

১৮।  4N বল একটি বস্তুর উপর 1 s ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত?

(ক) 2 kgms-1

(খ) 4 kgms-1

(গ) 8 kgms-1

(ঘ) 16 kgms-1 উঃখ

১৯। ভরবেগের ক্ষেত্রে নিচের সঠিক বিবরণ হলো-

i) ভরবেগ=ভর x সরণ/ বেগ

ii) ভরবেগ একটি ভেক্টর রাশি

iii) ভরবেগের মাত্রা MLT-1

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) i ও iii 

(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii উঃঘ

২০। গতিশক্তি সংরক্ষিত হলে এ ধরনের সংঘর্ষকে বলে?

(ক) অস্থিতিস্থাপক      (খ) স্থিতিস্থাপক

(গ) পূর্ণস্থিতিস্থাপক    (ঘ) দ্বিমাত্রিক সংঘর্ষ উঃখ

২১। কোন ধরনের সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয় না?

(ক) স্থিতিস্থাপক সংঘর্ষ     (খ) একমাত্রিক সংঘর্ষে

(গ) দ্বিমাত্রিক সংঘর্ষে      (ঘ) অস্থিতিস্থাপক সংঘর্ষে উঃঘ

২২। স্থিতিস্থাপক সংঘর্ষ-

i) সাধারণত অণু, পরমাণু ও মৌলিক কণিকার মধ্যে হয়

ii) বল বিয়ারিংয়ের মধ্যে

iii) দুটি কাদা গোলা পরস্পরের সাথে আটকে গেলে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) i ও iii 

(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii উঃক

২৩। কোনো বস্তুর জড়তার ভ্রামক নিম্নের কোন রাশির উপর নির্ভর করে না?

 (ক) ভর                 (খ) ভরের বণ্টন 

 (গ) কৌণিক গতি  (ঘ) ঘূর্ণন অক্ষ উঃগ

২৪। একটি চাকার ভর ২ kg এবং চক্রগতির ব্যাসার্ধ ৫ m । চাকাটির জড়তার ভ্রামক-

(ক) 25 kgm-2

(খ) 2.5 kgm2

(গ) 0.25 kgm2

(ঘ) 50 kgm2 উঃখ

২৫। ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামককে কী বলে?

(ক) গতি জড়তা          (খ) স্থিতি জড়তা

(গ) সামষ্টিক জড়তা   (ঘ) ঘূর্ণন জড়তা উঃঘ

২৬। ঘূর্ণনরত কোনো কণার কৌণিক গতিবেগ পরিবর্তিত হওয়া সত্তে¡ও কোনটি অপরিবর্তিত থাকবে?

(ক) রৈখিক দ্রুতি          (খ) জড়তার ভ্রামক

(গ) কৌণিক ভরবেগ    (ঘ) ঘূর্ণন গতিশক্তি উঃখ

২৭। কোনো বিন্দুর সাপেক্ষে ভরবেগের ভ্রামককে কী বলা হয়?

(ক) জড়তার ভ্রামক       (খ) ভরের ভ্রামক

(গ) কৌণিক ভরবেগ     (ঘ) টর্ক উঃগ

একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে। সুইচ বন্ধ করার 4 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায়।

২৮। সুইচ বন্ধ করার মুহূর্তে পাখাটির কৌণিক বেগ কত ছিল ?

(ক) 152 rads-1

(খ) 155 rads-1

(গ)157 rads-1

(ঘ) 159 rads-1 উঃগ

২৯। কৌণিক ভরবেগ-

i) বস্তুর কৌণিক গতির ওপর নির্ভর করে

ii) ভরবেগের ভ্রামকের সমান

iii) বস্তুর ভর ও কৌণিক বেগের গুণফল

নিচের কোনটি সঠিক

(ক)  i ও ii       (খ) i ও iii 

(গ)  ii ও iii     (ঘ) i, ii ও iii উঃক

৩০। নিউটনের ঘূর্ণন গতি সংক্রান্ত দ্বিতীয় সূত্রানুসারে ঘূর্ণায়মান বস্তুর

i) প্রযুক্ত টর্কের দিকেই এর কৌণিক ভরবেগের পরিবর্তন হবে

ii) কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক

iii) বস্তুর কৌণিক ত্বরণ ঘটে না

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii     (খ) i ও iii 

(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii উঃক

৩১। কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের কয়টি সূত্র বিদ্যমান

    (ক) ১    (খ) ২

    (গ) ৩   (ঘ) ৪ উঃগ

৩২। একটি চাকার জড়তার ভ্রামক 10 kgm-2 । চাকাটিতে ১10 rads-2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে

কত টর্ক প্রয়োগ করতেহবে?

 (ক) 10 Nm   (খ) 100 Nm 

 (গ) 50 Nm   (ঘ) 200 Nm উঃখ

৩৩। যখন কোনো কণার ওপর প্রযুক্ত টর্ক শূন্য তখন নিচের কোন রাশিটি ধ্রুবক হয়?

(ক) বল                      (খ) কৌণিক ভরবেগ

(গ) রৈখিক ভরবেগ   (ঘ)  কোনোটিই নয় উঃখ

৩৪। কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বলের ভ্রামককে কী বলে?

(ক) টর্ক                  (খ) দ্বন্দ্ব 

(গ) কেন্দ্রমুখী বল  (ঘ) বলের বাহু উঃক

৩৫। বৈদ্যুতিক পাখার সুইচ ‘অন’ করলে প্রথমাবস্থায়-

i) এর রৈখিক বেগ ক্রমান্বয়ে বাড়তে থাকে

ii) এতে কৌণিক ত্বরণের সৃষ্টি হয়

iii) এর কৌণিক বেগ ক্রমান্বয়ে বাড়তে থাকে

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii   (খ) i ও iii

 (গ) ii ও iii  (ঘ) i, ii ও iii উঃঘ

৩৬। একটি বস্তুকে ঘূর্ণনরত রাখতে যে বল প্রয়োজন তাকে কি বলে?

(ক) কৌণিক ভরবেগ   (খ) জড়তার ভ্রামক

 (গ) কেন্দ্রমুখী বল       (ঘ) কেন্দ্রবিমুখী বল উঃগ

৩৭। কোনটির জন্য রাস্তার বাঁকে সাইকেল আরোহীকে বাঁকের কেন্দ্রের দিকে হেলতে হয়?

(ক) কেন্দ্রবিমুখী বলের যোগান দেয়ার জন্য 

(খ) কৌণিক বেগ বাড়ানোর জন্য

(গ) রৈখিক বেগ বাড়ানোর জন্য 

(ঘ) কেন্দ্রমুখী বল যোগান দেয়ার জন্য উঃঘ

৩৮। কেন্দ্রমুখী বল ক্রিয়া করে-

i) একটি সুতার একপ্রান্তে বেঁধে যখন কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হয়

ii) সূর্যের চারদিকে পৃথিবী ঘুরার সময়

iii) নিউক্লিয়াসের চারদিকে ইলেক্ট্রনগুলো ঘুরার সময়

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii 

(খ) i ও iii 

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii উঃঘ

৩৯। রাস্তার ব্যাংকিং নির্ভর করে-

i) গাড়ির দ্রুতির ওপর 

ii) বাঁকের ব্যাসার্ধের ওপর

 iii) গাড়ির ভরের ওপর

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii 

(খ) i ও iii 

(গ) ii ও iii 

(ঘ) i, ii ও iii উঃক

৪০। একক সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর গতিশক্তির -

(ক) সমান 

(খ) অর্ধেক

(গ) দ্বিগুণ 

(ঘ) তিনগুণ উঃগ

৪১। নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়?

(ক) গ্র্যাভিটন 

(খ) নিউট্রিনো

(গ) মেসন 

(ঘ) ইলেকট্রন উঃগ

৪২। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কোনটি?

(ক) L = ধ্রুবক 

(খ) P = ধ্রুবক 

(গ) S  = ধ্রুবক 

(ঘ) F = ধ্রুবক  উঃক

৪৩। নিচের কোনটি ভেক্টর রাশি ?

(ক) ভর

 (খ) দূরত্ব 

(গ) টর্ক

 (ঘ) জড়তার ভ্রামক উঃগ

৪৪। কেন্দ্রমুখী বল----

i. একটি কার্যহীন বল

ii. এটি বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে

iii. এর মান mv2/r

কোনটি সঠিক ?

(ক) i ও ii 

(খ) i ও iii 

(গ) ii ও iii 

(ঘ) i, ii ও iii উঃখ

৪৫। দুটি একই ভরের মার্বেল সরলরেখা বরাবর একই দিকে চলমান অবস্থায় সংঘর্ষে লিপ্ত হলে এদের বেগ

i. একই থাকবে

ii. পরিবর্তিত হবে

iii. বিনিময় করবে

কোনটি সঠিক ?

(ক) i ও ii 

(খ) i ও ii

 (গ) i ও iii

 (ঘ) ii ও iii উঃক


১। সৃজনশীল প্রশ্ন 

নিউটনের গতিসূত্রের ওপর পাঠ চলাকালে স্যার এক ছাত্রকে ১ম সূত্র সম্বন্ধে বলতে বলায় ছাত্রটি বলল , বাইরে থেকে কোন বল বস্তুর উপর প্রযুক্ত না হলে আথ্যা   বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকেবে এবং গতিশিল বস্তু সমত্বরনে সরল রেখায় চলতে থাকে। সে আরো বলল ,প্রথম সূত্র নিয়ে আমাদের বিব্রত হওয়ার কিছু নেই , কারণ নিউটনের ২য় সূত্রে প্রথম সূত্র অন্তরভুক্ত । 

ক) ঘাত বল কী ?

খ) 50 N বল বলতে কী বোঝায় ? 

গ)100 N বল  10 Kg ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে । 5s  এ বস্তুটি কত দূর যাবে ?

ঘ) ছাত্রটির শেশের বক্তব্যটি কি সঠিক ? গাণিতিক ভাবে বিশ্লেয়ন কর ।

২। সৃজনশীল প্রশ্ন 

 নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।

যশোর-খুলনা হাইওয়ের মডেল কলেজ রোড সংলগ্ন রাস্তাটি 50m ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ঐ স্থানে রাস্তাটি 0.5m চওড়া এবং ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 0.5m উচুঁ। বাঁকের কিছুটা সামনে সর্বোচ্চ গতিবেগের নির্দেশনা দেওয়া আছে। একজন মোটর সাইকেল আরোহী 8 ms-1 বেগে বাঁক নিতে গিয়ে রাস্তার ডান পাশে দন্ডায়মান একজন ব্যক্তিকে আঘাত করল। ট্রাফিক পুলিশ মোটর সাইকেল আরোহীকে দোষী সাব্যস্ত করল।

ক. লম্ব অক্ষ উপপাদ্যটি কী? ১

খ. কেন্দ্রমুখী বলকে সংরক্ষণশীল বল বলা হয় কেন? ২

গ. উদ্দীপক অনুসারে রাস্তাটির ব্যাংকিং কোণ নির্ণয় কর। ৩

ঘ. পদার্থবিজ্ঞানের ভাষায় মোটর সাইকেল আরোহী দোষী না নির্দোষ? গাণিতিকভাবে ব্যাখ্যা কর। ৪





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url