এইচএসসি হিসাববিজ্ঞান১ম পত্র অধ্যায়-২ হিসাবের বইসমূহ সাজেশন

 অধ্যায়-২ হিসাবের বইসমূহ

Account books

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র   ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Accounting 1st paper100% Common Suggestion-2023

বিশ্ববিদ্যালয় এডমিশন 100% কমন সাজেশন(কমার্স শাখা)

পেজ সূচিপত্র :অধ্যায়-২ হিসাবের বইসমূহ

তথ্যকণিকা(Information)

পেজ সূচিপত্র :অধ্যায়-২ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা 

তথ্যকণিকা(Information)


অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর


তথ্যকণিকা(Information)

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি

১.দুতরফা দাখিলা পদ্ধতির জনক-লুকা প্যাসিওলি

২. ইতালিয় ধর্মযাজক, দার্শনিক ও গণিত শাস্ত্রবিদ— লুকা প্যাসিওলি। 

৩.দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি— ৫টি।

৪.দূতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে— De Computis et Scriptures অধ্যায়ে।

৫. সর্বজন স্বীকৃত হিসাববিজ্ঞানের নীতি হলো— GAAP (Generally Accepted Accounting Principles)

৬. স্বতঃসিদ্ধ বৈশিষ্ট্য ও মূলনীতি অনুসারে হিসাব সংরক্ষণ করা হয়— দুতরফা দাখিলা পদ্ধতিতে।

 ৭.দূতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা শুরু হয়— - ইতালির ভেনিস শহরে ।

৮.হিসাবরক্ষণের নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো— দুতরফা দাখিলা পদ্ধতি ।

৯.ডেবিট ও ক্রেডিট শব্দ দুটোর ব্যবহার শুরু হয়— ১২১১ খ্রিস্টাব্দে।

১০. আয়কর, ভ্যাট, আমদানি-রপ্তানি শুল্কের সঠিক হিসাব রাখা যায়- দুতরফা দাখিলা পদ্ধতিতে। 

১১. মালিক ও ব্যবসায়ের সত্তাকে পৃথক করা হয়েছে— দুতরফা দাখিলা পদ্ধতিতে ।

১২. দুতরফা দাখিলা পদ্ধতিতে— ডেবিট টাকা ও ক্রেডিট টাকার সমান ।

১৩. দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবিত হয়— প্রায় ছয়শত বছর পূর্বে।

১৪. ধারাবাহিকভাবে হিসাবের বই প্রস্তুত করা হয়— দুতরফা দাখিলা পদ্ধতিতে। 

১৫. সম্পদের ওপর অধিকারভিত্তিক হিসাববিজ্ঞান কাঠামো গড়ে তোলা হয়- 

১৬. মৌলিক হিসাব সমীকরণটি হলো— A = L + OE ।

 ১৭. মালিকানা স্বত্ব প্রভাবিত হয়— চারটি উপাদান দ্বারা ।

১৮. নিট মালিকানা স্বত্ব— OE = {(C – D) + (R – E)}।

১৯. আধুনিক হিসাববিজ্ঞানে দায়কে বলা হয়— পরিশোধযোগ্য হিসাব ।

২০..হিসাব সমীকরণের বর্ধিত রূপ হলো A = L+(C+R-E-D)।

২১. মালিক কর্তৃক বিনিয়োগ ও আয় থেকে— মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়

২২.খরচ সংক্রান্ত লেনদেনকে লিপিবদ্ধ করা হয়— দুভাবে।

২৩. আয়ের ওপর অধিকার থাকে— শুধু মালিক পক্ষের।

২৪. হিসাববিজ্ঞান কার্যাবলির চলমান গতি হলো— হিসাব চক্র।

২৫. হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হলো— কার্যপত্র ও বিপরীত দাখিলা ।

২৬. হিসাব চক্রের কাজ শুরু হয়— লেনদেন চিহ্নিতকরণ ও পরিমাপকরণ হতে।

২৭. খরচ ও আয় হিসাবগুলো বন্ধ করা হয়— সমাপনী দাখিলার মাধ্যমে।

২৮. হিসাব চক্রের ৭ম ধাপ – আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ।

২৯. সমাপনী দাখিলায় বন্ধ করা হয়— নামিক বা আয়-ব্যয় হিসাব ।

৩০. সমন্বয় দাখিলার বিপরীত রূপ হলো— বিপরীত দাখিলা ।

৩১. বিগত বছরের ব্যালেন্স চলতি বছরের হিসাব বইতে স্থানান্তরিত হয়— প্রারম্ভিক জাবেদা দ্বারা ।

৩২. কার্যপত্র হলো- একটি খসড়া বিবরণী বা তালিকা ।

৩৩. লেনদেন নির্ভর করে— সংশ্লিষ্ট প্রমাণপত্রের ওপর। 

৩৪. ধারে মাল ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল হলো— চালান।

৩৫. ক্রয় ও বিক্রয় জাবেদা লেখা হয়— চালানের ওপর ভিত্তি করে।

৩৬. চালানে বিক্রেতার স্বাক্ষর থাকে— ডান দিকে।

৩৭. ভাউচার অর্থ হলো- সাক্ষ্য অথবা প্ৰমাণ ।

৩৮. ভাউচারকে ভাগ করা যায়- তিন ভাগে।

৩৯. ক্রেডিট ভাউচারের সাথে যুক্ত করা হয়- চালানের কপি ও ক্যাশমেমো ।

 ৪০. ক্রেডিট ভাউচার নম্বর লিখা হয়- ক্যাশবুকের ডেবিট দিকে।

৪১. ক্যাশমেমো করা হয়— তিন কপি ।

৪২. ডেবিট ও ক্রেডিট নোট ব্যবহার করা হয়— পণ্য ফেরতের ক্ষেত্রে

৪৩. Journal শব্দটির উৎপত্তিস্থল হলো- ফরাসি শব্দ Jour থেকে।

 88. হিসাবের প্রাথমিক বই হলো- জাবেদা।

৪৫.জাবেদায় লেনদেন লিপিবদ্ধ করা হয় – তারিখের ক্রমানুসারে ।

 ৪৬. খতিয়ানের সহকারী বই বলা হয়- জাবেদাকে।

৪৭. জাবেদার ছকে মোট কলাম সংখ্যা— পাঁচটি।

৪৮. ভবিষ্যৎ লেনদেন সম্পর্কিত তথ্য পাওয়া যায়— জাবেদা থেকে। 

৪৯.লেনদেনের তথ্যকেন্দ্র হিসেবে কাজ করে— জাবেদা। 

৫০. জাবেদাকে প্রধানত ভাগ করা হয়— দুভাগে।

৫১. বাট্টা প্রধানত- দুপ্রকার।

৫২. কুলি খরচ লিপিবদ্ধ হবে— ক্রয় পরিবহন খরচ হিসেবে।

 ৫৩. ইংরেজি Ledger শব্দটি এসেছে— Ledge শব্দ থেকে।

 ৫৪. লেনদেনসমূহ স্থায়ীভাবে সংরক্ষিত থাকে— খতিয়ানে ।

 ৫৫. হিসাবসমূহকে পৃথক পৃথকভাবে শ্রেণিবিভাগ করা হয়—খতিয়ানে ।

 ৫৬. খতিয়ানের T ছকে মোট ঘরের সংখ্যা — ৮টি। 

৫৭.হিসাবের ভুলত্রুটি ও জালিয়াতিরোধে সহায়ক— খতিয়ান ।

৫৮. ব্যবসায়ের আর্থিক ফলাফলের দর্পণ হলো— খতিয়ান । 

৫৯. খতিয়ান উদ্বৃত্ত থেকে প্রস্তুত করা হয়— রেওয়ামিল । 

৬০. কারবারের পূর্ণাঙ্গ হিসাবের প্রতিচ্ছবি হলো— খতিয়ান ।

 ৬১.উদ্বৃত্ত লেখার জন্য অতিরিক্ত ঘর থাকে— চলমান জের ছকে ।

৬২. খতিয়ানকে প্রধানত ভাগ করা হয়— ২ ভাগে ।

৬৩. নামিক খতিয়ানে লিপিবদ্ধ করা হয়— আয়-ব্যয়, লাভ-লোকসান সংক্রান্ত হিসাব ।

৬৪. হিসাবের যাবতীয় তথ্যের প্রাণকেন্দ্র হলো— খতিয়ান ।

৬৫. Brought down (b/d) অর্থ— উপর থেকে আনীত।

 ৬৬. Carried Forward (c/d) অর্থ— সামনে নেওয়া হলো ।

৬৭.সমাপনী একই জের সামনের পৃষ্ঠায় দেওয়া হলে ব্যবহৃত হয়— C/F.

৬৮. চলমান জের ছকের মোট ঘরের সংখ্যা— ৭টি।

৬৯. চলমান জের ছকের ক্ষেত্রে প্রযোজ্য নয়— জের টানা ।

৭০.খতিয়ান হিসাবের সনাতন পদ্ধতি পরিচিত—'T' ছক নামে ।

৭১.'T' ছককে বিভক্ত করা হয়— ২টি অংশে।

৭২. ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে সম্পাদিত হয়- বাট্টা ।

৭৩. বাট্টা প্রধানত – ২ প্রকার।

৭৪. লিখিত মূল্যের ওপর ছাড় দেওয়া হলে তা হলো— কারবারি বাট্টা ।

 ৭৫.কারবারি বাট্টা প্রদান করা হয়—বিক্রয় বাড়ানোর উদ্দেশ্যে ।

 ৭৬.জাবেদা দাখিলা প্রণয়ন করা হয় না— কারবারি বাট্টার। 

৭৭.আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় না— কারবারি বাট্টা ।

 ৭৮. কারবারি বাট্টা জড়িত— ক্রয়-বিক্রয়ের সাথে।

৭৯.দেনা-পাওনার নিষ্পত্তির সাথে জড়িত— নগদ বাট্টা ।

 ৮০. কারবারি বাট্টা প্রয়োগ করা হয়- বিক্রয় নীতি হিসাবে। 

৮১. খুচরা বিক্রেতাকে মুনাফা অর্জনে সহায়তা করে— কারবারি বাট্টা।

 ৮২. নগদ লেনদেন লিপিবদ্ধ করার প্রাথমিক হিসাবের বই হলো— নগদান বই ।

৮৩. নগদান হিসাবের ন্যায় কাজ করে— নগদান বই ।

৮৪. নগদান হিসাবের দুকলামের পার্থক্যকে বলা হয়- নগদ উদ্বৃত্ত । 

৮৫.নগদান বইয়ের অপর নাম হলো- জমা খরচের বই। 

৮৬. জাবেদা ও খতিয়ান বইয়ের সমন্বিত রূপ হলো- নগদান বই। 

৮৭.সবসময় ডেবিট জের হয়ে থাকে- নগদ কলামে।

৮৮.নগদান বই হলো- বিশেষ জাবেদা।

৮৯. ব্যবসায়ের ক্ষেত্রে অন্যতম সহকারী বই হলো— নগদান বই। 

৯০.নগদ লেনদেনের স্থায়ী বা পাকা বই বলা হয়— নগদান বইকে ।

৯১. নগদান বইকে বলা হয়- জাবেদায়িত খতিয়ান ।

.৯২. একটি মাত্র টাকার ঘর থাকে— একঘরা নগদান বইয়ের।

 ৯৩. নগদান বইয়ের ডেবিট দিকে লেখতে হবে— প্রারম্ভিক উদ্বৃত্ত।

 ৯৪. নগদান বইতে উভয় দিকে লিপিবদ্ধ হয়— চেকে পরিশোধ।

৯৫.নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়— দুঘরা নগদান বইতে । 

৯৬.নগদ ও ব্যাংক উভয় হিসাবকে প্রভাবিত করে— বিপরীত দাখিলা ।

৯৭. কন্ট্রা এন্ট্রি সংক্ষেপে লেখা হয়— 'C' বা 'ক' অক্ষর দ্বারা।

৯৮.বাট্টা সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয় তিনঘরা নগদান বইতে

৯৯.তিনঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়— নগদ বাট্টা ।

১০০. দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ হয়— দ্বৈত সত্তায় ।

 ১০১. দুতরফা দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো— দ্বৈত সত্তা ।

১০২. দ্বৈত সত্তার অর্থ হলো— দুটি পক্ষ বা হিসাব ।

১০৩. হিসাবের সর্বজনস্বীকৃত পদ্ধতি হচ্ছে— দুতরফা দাখিলা পদ্ধতি ।

১০৪. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব— দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে ।

১০৫. হিসাব সমীকরণের মূল উপাদান হলো— সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব ।

১০৬, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য প্রয়োজন— দুতরফা দাখিলা পদ্ধতি ।

১০৭. দুতরফা দাখিলা পদ্ধতির ওপর প্রকাশিত প্রথম বই— সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা(১৪৯৪)

১০৮. ডেবিট-ক্রেডিট শব্দ দুটির উৎপত্তি— ল্যাটিন ভাষা থেকে।

১০৯. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী— ডেবিট এবং সুবিধা প্রদানকারী— ক্রেডিট

১১০. দুতরফা দাখিলার মোট ডেবিট টাকা সর্বদাই সমান হবে— মোট ক্রেডিট টাকার।

১১১. একটি হিসাব মোট ৩ ধরনের জের প্রকাশ করতে পারে— ডেবিট, ক্রেডিট ও শূন্য জের

১১২. হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি হলো— শ্রেণিভিত্তিক পদ্ধতি ও সমীকরণভিত্তিক পদ্ধতি।

১১৩. হিসাবের শ্রেণিভিত্তিক পদ্ধতিকে বলা হয়- সনাতন পদ্ধতি

১১৪. সনাতন পদ্ধতিতে হিসাব হলো— ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক ও নামিক হিসাব

১১৫. ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সনাতন পদ্ধতিকে বলা হয়— স্বর্ণসূত্র ।

১১৬. হিসাবের সমীকরণ ভিত্তিক পদ্ধতিকে বলা হয়—আধুনিক পদ্ধতি

১১৭. আধুনিক পদ্ধতিতে হিসাব হলো— আয়, ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব হিসাব।

১১৮. বিপরীত সম্পত্তি ক্রেডিট জের প্রকাশ করে। যেমন: পুঞ্জীভূত অবচয়, কুঋণ সঞ্চিতি ইত্যাদি।

১১৯. হিসাব সমীকরণের একদিকের পরিবর্তনকে বলে – কাঠামোগত বা গুণগত পরিবর্তন ।

১২০. হিসাব সমীকরণের দুদিকের পরিবর্তনকে বলে – পরিমাণগত বা নিট পরিবর্তন

১২১. সাধারণত হিসাব চক্রের ধাপ হলো— ১১টি।

১২২. হিসাব চক্রের ধাপগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করে— রেওয়ামিল

১২৩. প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে— চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে।

১২৪. হিসাব চক্র পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে রক্ষা করে— ধারাবাহিকতা

১২৫. প্রাপ্য ও অনুপার্জিত আয়, বকেয়া ও অগ্রিম খরচ দ্বারা গঠিত— সমন্বয় দাখিলা

১২৬. পণ্যের দাম, পরিমাণ, দর, শর্ত প্রভৃতি উল্লেখ থাকে— চালানে ।

১২৭.পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়ের জন্য ব্যবহৃত হয়— ডেবিট ভাউচার।

 ১২৮. পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য ব্যবহৃত হয়— ক্রেডিট ভাউচার

১২৯.যাবতীয় অনগদ লেনদেনের জন্য ব্যবহৃত হয়— জার্নাল ভাউচার।

১৩০. ডেবিট নোট প্রস্তুত করে— ক্রেতা।

১৩১. ক্রেডিট নোট প্রস্তুত করে- বিক্রেতা।

১৩২. জাবেদা শব্দের অর্থ— দিন বা দিবস।

১৩৩. লেনদেনসমূহ সর্বপ্রথম প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়- জাবেদায়।

১৩৪.জাবেদায় লেনদেনসমূহের ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করা হয় বলে এটি কাজ করে- প্রামাণ্য দলিল হিসেবে।

১৩৫. জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়।

১৩৬.লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা যায়— জাবেদা থেকে।

১৩৭. জাবেদা সংরক্ষণ করলে সহজ হয়— লেনদেন শ্রেণিবিন্যাসকরণ।

১৩৮. হিসাবের ভুল ভ্রান্তি হ্রাস করে- জাবেদা।

১৩৯. বিশেষ জাবেদা – ৬ প্রকার।

১৪০. প্রকৃত জাবেদা — ৪ প্রকার।

১৪১. ব্যবসায়ের অধিকাংশ লেনদেন অন্তর্ভুক্ত হয়—বিশেষ জাবেদায়

১৪২.ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়—বাকিতে বা ধারে পণ্য ক্রয় ।

১৪৩. বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়— বাকিতে বা ধারে পণ্য বিক্রয়।

১৪৪. ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে লিপিবদ্ধ হয়— ক্রয় ফেরত জাবেদায় ।

১৪৫. বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে লিপিবদ্ধ করা হয়— বিক্রয় ফেরত জাবেদায় ।

১৪৬.যাবতীয় নগদ প্রাপ্তি লিপিবদ্ধ করা হয়— নগদ প্রাপ্তি জাবেদায় ।

১৪৭. যাবতীয় নগদ প্রদান লিপিবদ্ধ করা হয়— নগদ প্রদান জাবেদায় ।

১৪৮. সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা— একই অর্থবোধক ।

১৪৯. প্রকৃত জাবেদা হলো— সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা ও প্রারম্ভিক জাবেদা।

১৫০. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না— কারবারি বাট্টা ।

১৫১. নগদান বইতে অন্তর্ভুক্ত হয়— সব প্রকার নগদ প্রাপ্তি ও প্রদানসমূহ ।

১৫২. একঘরা নগদান বই প্রকাশ করতে পারে না— ক্রেডিট উদ্বৃত্ত।

১৫৩. নগদ তহবিলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব— নগদান বই সংরক্ষণের মাধ্যমে।

১৫৪. নগদ তহবিলের ক্রেডিট উদ্বৃত্ত নির্দেশ করে— হিসাবে ভুল হয়েছে।

১৫৫. অপেক্ষাকৃত ছোট আয়তনের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ তৈরি করে— একঘরা নগদান বই ।

১৫৬. নগদান ও ব্যাংক হিসাব দুটোই একসাথে প্রভাবিত হয়— কন্ট্রা বা বিপরীত দাখিলা দ্বারা ।

১৫৭. একঘরা নগদান বইতে কলাম থাকে— ১০টি।

১৫৮. দুঘরা নগদান বইতে কলাম থাকে- ১২টি।

১৫৯. তিনঘরা নগদান বইতে কলাম থাকে—১৪টি।

১৬০. দুঘরা নগদান বইয়ের ক্রেডিট জের নির্দেশ করে- ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ।

১৬১.দুঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না -•প্রাপ্ত ও প্রদত্ত বাট্টা।

১৬২. তিনঘরা নগদান বইতে উদ্বৃত্ত নির্ণয় করা হয় না— বাট্টা কলামের ।

১৬৩. খতিয়ান প্রস্তুতের ছক— দুটি।

১৬৪. হিসাবের পাকা বই— খতিয়ান ।

১৬৫.খতিয়ানকে বলা হয়- সব বইয়ের রাজা।

১৬৬. জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করার কাজকে বলা হয়— স্থানান্তরকরণ বা পোস্টিং । 

১৬৭.খতিয়ান প্রস্তুতকরণের দ্বিতীয় ধাপ হলো— ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয় ।

১৬৮.যেকোনো সময় হিসাবের উদ্বৃত্ত জানা যায়— চলমান জের ছক থেকে ।

১৬৯. সাধারণ খতিয়ানের দেনাদার ও পাওনাদার হিসাবদ্বয়কে বলা হয়— মূল খতিয়ান ।

 ১৭০. চলমান জের ছককে বলা হয়— চারঘরা খতিয়ান ছক।

১৭১. প্রতিটি দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুত করা হয়- সহকারী খতিয়ান ।

১৭২. খতিয়ানের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তসমূহের সমষ্টির সমান হওয়া নির্দেশ করে— হিসাবের গাণিতিক শুদ্ধতা।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর


১ সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবসমূহ হলো— 

[টারি ২০২১-২২]

ক.সম্পদ, ব্যয় এবংআয়

খ. সম্পদ, দায় এবং মালিকের উত্তোলন

 গ. সম্পদ, ব্যয় এবং মালিকানা স্বত্ব

 ঘ. সম্পদ, মালিকের উত্তোলন এবং ব্যয়

উ:ঘ

২. নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি ১৫,০০০ টাকা বৃদ্ধি পাবে?

 [টারি ২021-22]

 ক. নগদ ১৫,০০০ টাকার দায় পরিশোধ করা হলে 

 খ. নগদ ১৫,০০০ টাকায় একটি গাড়ি ক্রয় করা হলে

 গ. ধারে ১৫,০০০ টাকায় আসবাবপত্র ক্রয় করা হলে

 ঘ. দেনাদারের কাছ থেকে ১৫,০০০ টাকা আদায় করা হলো। 

উ:ঘ

৩.বিপরীত সম্পত্তি কী ধরনের জের প্রকাশ করে?

 [ঢাবি ২০১৯-২০]

ক. ক্রেডিট 

খ. ডেবিট

গ. শূন্য

ঘ. ডেবিট এবং ক্রেডিট দুটোই

উ:ক

৪.একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে?

[ঢাবি ২০১৯-২০]

ক. ডেবিট জের

খ. ক্রেডিট জের

গ. ডেবিট এবং ক্রেডিট জের দুটোই

ঘ. ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের

উ:ঘ

৫.'কমিশন অগ্রিম পাওয়া গেল' লেনদেনটির জাবেদা হবে-

 [ঢাবি ২০১৭-১৮ ]

ক. প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আয় ক্রেডিট

|খ. নগদান হিসাব ডেবিট, কমিশন আয় ক্রেডিট 

গ. নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত কমিশন আয় ক্রেডিট

ঘ. নগদান হিসাব ডেবিট, প্রাপ্য কমিশন ক্রেডিট

উ:গ

৬.অনুপার্জিত আয় সম্পর্কিত সমন্বয় জাবেদা ভুলবশত বাদ পড়েছে। এই ভুলের কারণে— 

[জাবি ২০১৮-১৯]

ক. দায় এবং খরচ কম দেখানো হবে

খ. দায় বেশি এবং আয় কম দেখানো হবে

গ. সম্পদ বেশি এবং ব্যয় কম দেখানো হবে

ঘ. সম্পদ বেশি এবং আয় কম দেখানো হবে

উ:খ

৭. নিচের কোন হিসাবগুলোর স্বাভাবিক জের ডেবিট?

 [জাবি ২০১৮-১৯]

ক. সম্পদ, ব্যয় এবং মালিকের মূলধন

খ. সম্পদ, ব্যয় এবং আয়

গ. সম্পদ, দায় এবং মালিকের উত্তোলন

ঘ. সম্পদ, ব্যয় এবং মালিকের উত্তোলন

উ:ঘ

৮. সমন্বয় জাবেদা করা হয়— 

[জাবি ২০১৮-১৯]

ক. বছর শেষে নামিক হিসাবসমূহ বন্ধ করার জন্য

খ. একটি নির্দিষ্ট হিসাবকালে সংঘটিত আয় এবং ব্যয়সমূহ দেখানোর জন্য

গ. ভুল সংশোধনের জন্য

ঘ, ডেবিট এবং ক্রেডিট সমান করার জন্য

উ:খ

৯.ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য গাড়ি কিনতে মালিককে একটি চেক প্রদান করা হলো । এর জন্য কোন দাখিলাটি সঠিক?

 [চবি ২০১৭-১৮]

 ক. কোনো দাখিলা প্রয়োজন নেই

খ, মোটরগাড়ি হিসাব ডেবিট; ব্যাংক হিসাব ক্রেডিট 

গ. উত্তোলন হিসাব ডেবিট; মূলধন হিসাব ক্রেডিট 

ঘ. উত্তোলন হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট 

উ:গ

১০. ধারে ক্রয়কৃত পণ্য ক্রেতা ফেরত পাঠালে বিক্রেতা সাধারণত যে বহিতে লিখবে—

 [রাবি ২০২১-২২]

ক. নগদ পরিশোধ জাবেদায় 

খ, বিক্রয় জাবেদা

গ. সাধারণ জাবেদায়

ঘ. নগদ গ্রহণ জাবেদায়

উ:গ

১১. দুতরফা দাখিলা পদ্ধতি মতে কোনটি সঠিক?

 [রারি ২০১৮-১৯]

ক. নগদ ডেবিট, নগদ ক্রেডিট

খ. ব্যাংক ডেবিট, ব্যাংক ক্রেডিট

গ. ব্যাংক ডেবিট, দেনাদার ক্রেডিট

ঘ. ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট

উ:গ

১২. ধারে ক্রীত যন্ত্রপাতি লিপিবদ্ধ করা হয়— 

[রাবি ২০১৭-১৮]

ক. নগদ প্রাপ্তি জাবেদায়

খ. নগদ প্রদান জাবেদায়

গ. সাধারণ জাবেদায়

ঘ. ক্রয় জাবেদায়

উ:গ

১৩. মালিকের ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করা হলো । সঠিক জাবেদা কোনটি? 

[রাবি ২০১৮-১৯]

ক. আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট

খ. ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট

গ. উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট

ঘ. উত্তোলন ডেবিট, আসবাবপত্র ক্রেডিট

উ:গ

১৪. কোনটি হিসাব চক্রের ধাপ নয়? 

[রাবি ২০১৭-১৮]

ক. লেনদেনের বিশ্লেষণ

খ. যাচাইকরণ

গ. জাবেদাভুক্তকরণ

ঘ. শ্রেণিবদ্ধকরণ

উ:খ

১৫. ২/১০ এবং নিট ৩০ শর্তে ১৩ জুন ৭৫০ টাকার পণ্য ধারে বিক্রয় করা হলো। ১৬ জুন ৫০ টাকার পণ্য ফেরত আসলো যা নথিভুক্ত করা হয়েছে। জুনের ২৩ তারিখে কত টাকা পরিশোধ করতে হবে? 

[জবি ২০১৮-১৯]

ক. ৭০০ টাকা

খ. ৬৮৬ টাকা

গ. ৬৮৫ টাকা

ঘ. ৬৫০ টাকা

উ:খ

১৬. নিচের কোনটির জন্য সমন্বয় দাখিলা প্রয়োজন হয় না?

[জবি ২০১৮-১৯]

ক. অগ্রিম খরচ

খ. বকেয়া আয়

গ. বকেয়া ব্যয়

ঘ. অর্জিত আয়

উ:ঘ

১৭. একজন হিসাবরক্ষক সম্পদ হিসাবকে ১,২০০ টাকা দ্বারা ডেবিট এবং দায় হিসাবকে ৫০০ টাকা দ্বারা ক্রেডিট করলো। সমীকরণ মিলকরণের জন্য নিচের কোনটি করণীয়?

 [জবি ২০১৮-১৯]

ক. ডেবিট মালিকানা স্বত্ব ৭০০ টাকা

খ. ডেবিট সম্পদ হিসাব ৭০০ টাকা

গ. ক্রেডিট সম্পদ হিসাব ৭০০ টাকা

ঘ. কোনো জাবেদা প্রয়োজন নেই

উ:গ

১৮.কোন হিসাবটি বছরের শেষে বন্ধ করে দেওয়া হয়? 

[ঢাবি ২০১৮-১৯]

ক. ক্রয় ফেরত

খ. অনুপার্জিত রাজস্ব আয়

গ. পুঞ্জীভূত অভচয়

ঘ. কুঋণ সঞ্চিতি

উ:ক

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনে কী সৃষ্টি হয়?

ক.একটি একমুখী ফলাফল

 খ.দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল

গ. দুটি একমুখী ফলাফল

ঘ. বহুমুখী ফলাফল

উ:খ

২.দাখিলা পদ্ধতি কোন দেশে প্রবর্তিত হয়েছে?

ক. ইংল্যান্ড

খ. ইতালিতে

গ. জাপানে

ঘ. আমেরিকায়

উ:খ

৩.দাখিলা পদ্ধতিতে একটি হিসাব সুবিধা গ্রহণ করে এবং অপরটি সুবিধা প্রদান করে এক্ষেত্রে কোনটি সঠিক?

 ক. সুবিধা গ্রহণকারী ক্রেডিট ও প্রদানকারী ডেবিট করা হয়

 খ. সুবিধা গ্রহণকারী ডেবিট ও প্রদানকারী ক্রেডিট করা হয়

 গ. সুবিধা গ্রহণকারী ও প্রদানকারী উভয়কে ডেবিট করা হয়

 ঘ. সুবিধা গ্রহণকারী ও প্রদানকারী উভয়কে ক্রেডিট করা হয়

উ:খ

 ৪.দুতরফা দাখিলা পদ্ধতির ওপর প্রকাশিত প্রথম বইটির নাম কী?

 ক. প্রিন্সিপলস অব ডাবল এন্ট্রি সিস্টেম অব বুক কিপিং

খ. সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনা

গ. ফান্ডামেন্টাল একাউন্টিং প্রিন্সিপলস

ঘ. থিওরি অ্যান্ড প্র্যাকটিস অব ফিনান্সিয়াল একাউন্টিং

উ:খ

৫. কোন পদ্ধতিতে হিসাব রাখলে সঠিক আয়কর, ভ্যাট ও বিক্রয়কর নির্ধারণ করা যায়?

ক. দুতরফা দাখিলা

খ. একতরফা দাখিলা

গ. ত্রুটিপূর্ণ হিসাব

ঘ. অসম্পূর্ণ হিসাব

উ:ক

৬. দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র নয় কোনটি?

ক. সমবায় ব্যবসায়

খ. অংশীদারি ব্যবসায়

গ. রাষ্ট্রীয় ব্যবসায়

ঘ. একমালিকানা ব্যবসায়

উ;ঘ

৭. কোন পদ্ধতিতে হিসাবরক্ষণে অধিক সময়ের প্রয়োজন?

ক. একতরফা

খ. দুতরফা

গ. অসম্পূর্ণ হিসাব

ঘ. সনাতন

উ;খ

৮. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে কোনটি অসম্ভব হয়ে পড়ে?

ক. হিসাবের সচ্ছতা

খ. নীতি নির্ধারণ

গ. গোপনীয়তা রক্ষা

ঘ. লাভ-লোকসান নির্ণয়

উ:গ

৯. ক্ষুদ্রায়তনের ব্যবসায় প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ অলাভজনক কেন?

ক. সময় সাপেক্ষে

খ. ব্যয় সাপেক্ষে

গ. ভুলভ্রান্তির সম্ভাবনায়

 ঘ. সহজ প্রয়োগে

উ:খ

১০. কোনটিতে লিপিবদ্ধের সময় লেনদেনের স্বপক্ষীয় দলিলপত্র থাকে?

ক.. জাবেদা

খ. খতিয়ান

গ. রেওয়ামিল

ঘ. চূড়ান্ত হিসাব

উ:ক

১১. 'লেজ' শব্দের অর্থ কী?

ক.. আপনা

খ. তাক বা শেলফ

গ. খোপ বা বাক্স

ঘ. সিড়ি

উ:খ

১২.মূলধন ও দায় হিসাবসমূহ কখন ডেবিট করা হয়?

ক. মূলধন এবং দায় হ্রাস পেলে

খ. মূলধন এবং দায় বৃদ্ধি পেলে

গ. মূলধন বৃদ্ধি পেলে এবং দায় হ্রাস পেলে

ঘ. মূলধন হ্রাস পেলে এবং দায় বৃদ্ধি পেলে

উ:ক

১৩. ‘প্রাপ্য হিসাবের কাছ থেকে চেক পাওয়া গেল।' এখানে হিসাবসমূহের ওপর কী প্রভাব পড়বে?

ক. ব্যাংক হ্রাস পাবে, দেনাদার হ্রাস পাবে

খ. ব্যাংক বৃদ্ধি পাবে, প্রাপ্য হিসাব হ্রাস পাবে

গ. নগদ বৃদ্ধি পাবে, ঋণ বৃদ্ধি পাবে

ঘ. মজুদ বৃদ্ধি পাবে, মূলধন হ্রাস পাবে

উ:খ

১৪. ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হলে প্রতিষ্ঠানের সম্পদ ও দায় হিসাবের ওপর কী প্রভাব পড়বে?

ক. ব্যাংক হ্রাস, ঋণ হ্রাস

খ. ব্যাংক হ্রাস, ঋণ বৃদ্ধি

গ. ব্যাংক বৃদ্ধি, ঋণ বৃদ্ধি

ঘ. ব্যাংক বৃদ্ধি, ঋণ হ্রাস

উ:গ

১৫. ডেবিট দ্বারা কোনটিকে প্রকাশ করা হয়?

 ক. সম্পদ ও দায় উভয় বৃদ্ধি পায়

খ. সম্পদ ও দায় উভয় হ্রাস পায়

গ. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পায়

 ঘ. সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পায়

উ:গ

 ১৬. কখন মালিকানা স্বত্ব হ্রাস পায়? 

ক. উত্তোলন এবং নগদ কমে গেলে

খ. খরচ ও দায় বেড়ে গেলে

গ. উত্তোলন ও খরচ বেড়ে গেলে

ঘ. খরচ ও দায় কমে গেলে

উ:গ

১৭. দুতরফা দাখিলা পদ্ধতিতে Debit ও Credit শব্দ দুটি কোন অর্থে ব্যবহৃত হয়?

ক. শাব্দিক অর্থে

খ. প্রায়োগিক অর্থে

গ. রূপক অর্থে

ঘ. বিশেষ অর্থে

উ:খ

১৮. ডেবিট এবং ক্রেডিট শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?

ক. জার্মান

খ. ল্যাটিন

গ. ইংরেজি

ঘ. ফরাসি

উ;খ

১৯.হিসাব চক্রের ধাপসমূহ পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কী রক্ষা করে?

ক. যোগাযোগ

খ. সেতুবন্ধন

গ. ধারাবাহিকতা

ঘ. যোগসূত্র

উ;গ

২০.সমীকরণের সাহায্যে ডেবিট-ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিকে কী বলে?

ক. সনাতন পদ্ধত

খ. আধুনিক পদ্ধতি

গ. স্বর্ণসূত্র পদ্ধতি

ঘ. একতরফা দাখিলা পদ্ধতি

উ:খ

২১.৫,০০০ টাকার পণ্য নগদে বিক্রয় হিসাব সমীকরণে কীরূপ প্রভাব বিস্তার করে?

ক. দায় বৃদ্ধি ও মালিকানা হ্রাস

 খ. দায় বৃদ্ধি ও মালিকানা বৃদ্ধি

 গ. সম্পদ বৃদ্ধি ও মালিকানা বৃদ্ধি

 ঘ. সম্পদ বৃদ্ধি ও মালিকানা হ্রাস

উ:গ

২২. হিসাব চক্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?

ক. জাবেদা

খ. খতিয়ান

গ. রেওয়ামিল

ঘ. আর্থিক বিবরণী

উ:ঘ

২৩. হিসাব চক্রের অষ্টম ধাপ কোনটি?

ক. সমন্বয় জাবেদা

খ. সমন্বয় দাখিলার পূর্বে

গ. আর্থিক বিবরণী

ঘ. সমাপনী দাখিলা 

উ:ঘ

২৪. হিসাব চক্রের কোন ধাপটিতে কাগজের সাশ্রয় হয়?

 ক. জাবেদা

খ. খতিয়ান

গ. রেওয়ামিল

ঘ. চূড়ান্ত হিসাব

উ:খ

২৫. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ডেবিট করতে হবে?

ক. বিক্রয় হিসাব

খ. ক্রয় হিসাব

গ.আসবাবপত্র হিসাব

ঘ. প্রাপ্য হিসাব

উ:খ

২৬. বিপরীত দাখিলা কখন দেখা হয়?

ক. হিসাব কালের প্রথম তারিখে

খ. সমন্বিত রেওয়ামিল

গ. হিসাবকালের শেষ তারিখে

ঘ. আর্থিক বিবরণী তৈরির পূর্বে

উ:ক

২৭. সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূন্য হবে?

ক. বকেয়া বেতন

খ. অগ্রিম ভাড়া

গ. বিমা প্রিমিয়াম

ঘ. পুঞ্জীভূত অবচয়

উ:গ

২৮. ২/১০, নিট ৩০ কোন ধরনের শর্ত?

ক. নগদ বাট্টা

খ. কারবারি বাট্টা

গ. প্রাপ্ত বাট্টা

ঘ. প্রদত্ত বাট্টা

উ:ক

২৯. মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলা দিতে হয় বা প্রয়োজন?

ক. বিপরীত

খ. সমাপনী

গ. সংশোধনী

ঘ. সমন্বয়

উ:খ

৩০. এন.জি.ও থেকে ঋণ নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করা হলে ডেবিটহিসাব খাত—

ক. নগদান হিসাব

খ. এন.জি.ও হিসাব

গ. ঋণ হিসাব

ঘ:. পাওনা হিসাব

উ:ক

৩১. মালিক কর্তৃক বিক্রয়মূল্যে পণ্য উত্তোলন। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী এ লেনদেনটি কোন কোন হিসাবকে প্রভাবিত করবে?

ক. উত্তোলন হিসাব ও বিক্রয় হিসাব

খ. উত্তোলন হিসাব ও ক্রয় হিসাব

গ. উত্তোলন হিসাব ও নগদান হিসাব

ঘ. উত্তোলন হিসাব ও মূলধন হিসাব

উ:ক

৩২. নিচের কোন লেনদেনটির ফলে স্বত্বাধিকার বাড়বে এবং দায় হ্রাস পাবে?

ক. পাওনাদারকে পরিশোধ করা হলে

খ. কারবারে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা হলে

গ. অনুপার্জিত আয় উপার্জিত হলে

ঘ. ধারে পণ্য বিক্রয় করা হলে

উ:গ

৩৩. সেবা প্রদান করে নগদ প্রাপ্তি হলে কোনটি ঘটে?

ক. নগদ ও দায় বৃদ্ধি পায়

খ. মালিকানা স্বত্ব ও দায় বৃদ্ধি পায়

গ. সম্পদ ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়

ঘ. আয় ও সম্পদ বৃদ্ধি পায়

উ:গ

৩৪. 'মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন আনা হলো'-এর জাবেদা কোনটি?

ক. ব্যাংক ডেবিট; মূলধন ক্রেডিট

খ. মূলধন ডেবিট; নগদ ক্রেডিট 

গ. ব্যাংক ডেবিট; নগদ ক্রেডিট

 ঘ. নগদ ডেবিট; মূলধন ক্রেডিট

উ:ঘ

৩৫. 'ব্যবসায়ের একজন পাওনাদার ইকবাল সোবহানকে মাদি তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করলেন।' -এর পরিব দাখিলা কোনটি?

ক. পাওনাদার ডেবিট; নগদ ক্রেডিট

খ. ব্যাংক ডেবিট: ইকবাল সোবাহান ক্রেডিট

গ. প্রদেয় হিসাব (ইকবাল সোবহান) ডেবিট; মূলধন ক্রেডিট

ঘ. নগদ ডেবিট; মূলধন ক্রেডিট

উ:গ

৩৬ বছরান্তে সম্পত্তির অবচয় ধার্যের জন্য কোন ধরনের প্রয়োজন হয়?

ক. প্রারম্ভিক দাখিলা

খ. সমন্বয় দাখিলা

গ. বিপরীত দাখিলা

ঘ. ভুল সংশোধনী দাখিলা

উ:খ

৩৭. হিসাব চক্রের কোন ধাপের কাজ পরবর্তী হিসাবকালের দিনে সম্পন্ন হয়?

ক. সমাপনী দাখিলা

খ. সাধারণ দাখিলা

গ. সমন্বয় দাখিলা

ঘ. বিপরীত দাখিলা

উ:ঘ

৩৮. বিক্রয় বইতে মোট কয়টি ঘর থাকে?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬টি

উ:ঘ

৩৯. ক্রয় বইতে কয়টি ঘর/কলাম থাকে?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি

ঘ. ৭টি

উ:গ

৪০. বিক্রয় বহি ও বিক্রয় হিসাবের মধ্যে পার্থক্য কী?

ক. এদের মধ্যে কোনো পার্থক্য নেই।

খ. প্রথমটি খতিয়াম পরেরটি জাবেদা

গ. প্রথমটি জাবেদা পরেরটি খতিয়ান

ঘ. প্রথমটি সম্পদ হিসাব ও পরেরটি দায় হিসাব

উ:গ

৪১. ব্যবসায়ে ব্যবহারের জন্য বাকিতে আসবাবপত্র ক্রয় করা হলে কোথায় লিপিবদ্ধ করা হয়?

ক. ক্রয় বইতে

খ. নগদান বইতে

গ. প্রকৃত জাবেদায়

ঘ. মূলধন হিসাবে

উ:গ

৪২. নিচের কোন উক্তিটি সঠিক?

ক. ক্রয় বইতে সব ধরনের ক্রয় লিপিবদ্ধ করা হয়

 খ. কারবারি বাট্টা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় 

গ. বিক্রয় বইতে শুধু ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়

ঘ. বিক্রয় ফেরত বইতে ধারে বিক্রয় লিপিবদ্ধ করা হয়। 

উ:গ

৪৩. মিশ্র দাখিলায় কয়টি হিসাবখাত জড়িত থাকে?

ক. একটি

খ. দুটি

গ. তিনটি

ঘ. চারটি

উ:ঘ

৪৪.জাবেদার কাজ কোনটি?

ক. লেনদেনের প্রমাণপত্র হিসাবে

 খ. গাণিতিক শুদ্ধতা যাচাই

গ. হিসাবের জের নির্ণয়

ঘ. মোট যোগফল নির্ণয়

উ:ক

৪৫. বিশেষ জাবেদা থেকে সাধারণ খতিয়ানে স্থানান্তর করা হয় কখন?

ক. প্রতিদিন

খ. প্রতি সপ্তাহে

গ. প্রতি মাসে

ঘ. প্রতিবছর

উ:গ

৪৬. বিক্রয় জাবেদার বিকল্প নাম কোনটি?

ক. দৈনিক বিক্রয় বই

খ.গ. বিক্রয় চালান

 দৈনিক বিক্রয় ফেরত বই

ঘ. বিক্রয় খতিয়ান

উ:ক

৪৭. ক্রয় জাবেদা হতে সাধারণত কখন সাবসিডিয়ারি লেজার পোস্টিং করা হয়?

ক. বাৎসরিক

খ. মাসিক

গ. সাপ্তাহিক

ঘ. দৈনিক

উ:ঘ

৪৮. লেনদেন-সংঘটিত হওয়ার পর সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ হয়?

ক. জাবেদায় এ. রেওয়ামিলে

খ. খতিয়ানে

গ. রেওয়ামিলে

ঘ. নগদান বইতে

উ:ক

৪৯.লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণ করা হয় কোথায়?

ক. জাবেদায় 

খ. খতিয়ানে

গ. রেওয়ামিলে

ঘ. আর্থিক বিবরণীতে

উ:ক

৫০.জাবেদার প্রধান উদ্দেশ্য কোনটি?

ক. লেনদেনসমূহ প্রাথমিকভাবে হিসাবভুক্তকরণ 

খ. খতিয়ান হিসাব প্রস্তুতকরণ

গ.এই লেনদেনের কারণ সম্বন্ধে অবগত হওয়া

ঘ.. ভুল সংশোধনে সহায়তা

উ:ক

৫১.খতিয়ানের ভুল-ত্রুটি কীসের মাধ্যমে কমানো যায়?

ক. আয় বিবরণী

খ. জাবেদান

গ.গদান বই

ঘ. রেওয়ামিল

উ:খ

৫২.লেনদেন জাবেদাভুক্তির সময় প্রধান কাজ কোনটি?

ক. ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ

খ. হিসাবখাত নির্ধারণ

গ. লেনদেনের প্রকৃতি নির্ণয়

ঘ.তারিখ অনুযায়ী লিপিবদ্ধকরণ

উ:ক

৫৩.খতিয়ানে সঠিক ও বিস্তারিত তথ্য উপস্থাপন করা কোনটির কাজ?

ক. জাবেদার

খ. নগদান বইয়ের

গ. আর্থিক বিবরণীর

ঘ. রেওয়ামিলের

উ:ক

৫৪. লেনদেনসমূহ তারিখের ক্রমানুসারে দ্বৈত সত্তা বিশ্লেষণপূর্বক কোথায় লিপিবদ্ধ করা হয়?

ক. সাধারণ জাবেদায়

খ. প্রকৃত জাবেদায়

গ. প্রধান জাবেদায়

ঘ. বিশেষ জাবেদায়

উ:ক

৫৫. জাবেদার হক প্রস্তুতের ক্ষেত্রে কোন ধারাবাহিকতাটি মেনে চলতে হয়?

ক. তারিখ, বিবরণ,

 খ. পৃ., ডেবিট ও ক্রেডিট টাকা

.গ. বিবরণ, ডেবিট ও ক্রেডিট টাকা, তারিখ, খ., পৃ.

ঘ. খ. পৃ., তারিখ, বিবরণ, ক্রেডিট ও ডেবিট টাকা

উ:ক

৫৬. ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলে কোন হিসাব ক্রেডিট করতে হবে?

ক. প্রাপ্য হিসাব

খ. প্রদেয় হিসাব

গ. ক্রয় হিসাব

ঘ. নগদান হিসাব

উ:খ

৫৭. ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলে কোন হিসাব ডেবিট হবে?

ক. প্রদেয় হিসাব

খ. প্রাপ্য হিসাব

গ.বিক্রয় হিসাব

ঘ. নগদান হিসাব

উ:খ

৫৮. আধুনিক পদ্ধতিতে পাওনাদারের পরিবর্তে কোন হিসাব লেখা হয়?

ক. প্রাপ্য হিসাব

খ. প্রদেয় হিসাব

গ. প্রাপ্য বিল হিসাব

ঘ. প্রদেয় বিল হিসাব

উ:খ

৫৯. আধুনিক পদ্ধতিতে দেনাদারের পরিবর্তে কোন হিসাব লেখ হয়?

ক. প্রাপ্য হিসাব

খ. প্রদেয় হিসাব

গ. প্রাপ্য বিল হিসাব

ঘ. প্রদেয় বিল হিসাব

উ:ক

৬০.মেশিন সংস্থাপন ব্যয় হিসেবে টাকা প্রদান করলে কোন হিসা ডেবিট করা হবে?

 ক. আসবাবপত্র হিসাব

খ. মেশিন হিসাব

গ. মেরামত হিসাব 

ঘ. সংস্থাপন ব্যয় হিসাব

উ:খ

৬১. গ্যাস, পানি, বিদ্যুৎ ও টেলিফোন বিলকে কোন হিসাব বলা হয়?

ক. সাপ্লাইজ হিসাব

খ. উপযোগ খরচ হিসাব

গ. সেবা ব্যয় হিসাব

ঘ. বিবিধ খরচ হিসাব

উ:খ

৬২. 'বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো ১৮,০০০ টাকা,' এখানে সংশ্লিষ্ট হিসাব কোন দু'টি?

ক. ক্রয় হিসাব, নগদান হিসাব

খ. যন্ত্রপাতি হিসাব, নগদান হিসাব

গ. নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব

ঘ. যন্ত্রপাতি হিসাব, বিক্রয় হিসাব

উ:ক

৬৩. পুরাতন আসবাবপত্র বিক্রয়ের জাবেদা দাখিলা কী?

ক. নগদান হিসাব ডে.. আসবাবপত্র হিসাব ক্রে.

খ. আসবাবপত্র হি. ডে.. নগদান হি. কে.

গ. প্রাপ্য হি. ডে.. আসবাবপত্র হি. কে.

ঘ. আসবাবপত্র হি. ডে.. প্রাপ্য হি. কে

উ:ক

 ৬৪. ব্রুয় ফেরতের সঠিক জাবেদা কোনটি?

ক. প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

 খ. প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট

 গ. ব্রুয় ফেরত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 

ঘ. ব্রুয় ফেরত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 

উ:খ

৬৫. বিক্রয় ফেরতের সঠিক জাবেদা দাখিলা কোনটি?

ক. বিক্রয় ফেরত হিসাব ডেরিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 

খ. প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট

 গ. বিক্রয় ফেরত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

 ঘ. নগদান হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট

উ:ক

৬৬. কোনো খরচ প্রদানের সঙ্গে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে কোনটি ডেবিট হবে?

ক.ঐ ব্যক্তির নাম 

খ.সংশ্লিষ্ট খরচের নাম

গ. সংশ্লিষ্ট ব্যয় হিসাব

ঘ. দেনাদার হিসাব

উ:খ

৬৭.চেক মারফত প্রদান করা হলে এর জন্য ডেবিট হবে কোনটি?

ক. ব্যাংক হিসাব

খ. চেক হিসাব

গ. প্রদেয় হিসাব

ঘ. নগদান হিসাব

উ:গ

৬৮. ব্যবসায় থেকে টাকা চুরি হলে এর জন্য ক্রেডিট করতে হবে কোন হিসাবকে?

ক. নগদান হিসাব

খ. বিবিধ ক্ষতি হিসাব

গ. চুরি হিসাব

ঘ. ব্যাংক হিসাব

উ:ক

৬৯. ব্যবসায় থেকে পণ্য চুরি হলে এর জন্য ক্রেডিট করতে হবে কোন হিসাবকে?

ক. ক্রয় হিসাব

খ. নগদান হিসাব

গ. বিবিধ ক্ষতি

ঘ. মূলধন হিসাব

উ:ক

৭০. বকেয়া বেতন প্রদানের সঠিক জাবেদা কোনটি?

ক. বকেয়া বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 

খ. বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 

গ. বকেয়া বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট

 ঘ. নগদান হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট

উ:ক

 ৭১. আয়কর প্রদান করা হলো'-এর জাবেদা কী হবে?

 ক. উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 

খ. উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট

 গ. আয়কর হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

 ঘ. আয়কর হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

উ”:ক

৭২. 'প্রাইজবন্ডের বিনিময়ে পণ্য ক্রয় করা হলো'-এর আাবেদা কী হবে?

ক. প্রয় হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট

খ. বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

গ. ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

ঘ. বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

উ:ক

৭৩. 'পণ্য বিক্রয় করে প্রাপ্ত অর্থ মালিকের ব্যক্তিগত তহবিলে জমা দেওয়া হলো'— জাবেদা কী হবে?

ক. উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট

খ. নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 

গ. মূলধন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 

ঘ. নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট

উ:ক

 ৭৪. শেয়ার ক্রয় করা হলো'-এর জাবেদা কোনটি?

ক. বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 

খ. নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

 গ. ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

 ঘ. শেয়ার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 

উ:ক

৭৫. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদের জাবেদা কী?

ক. ব্যাংক হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট 

খ. সুদ আয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

 গ. নগদান হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট

 ঘ. সুদ আয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

উ:ক

৭৬. ধারে ক্রয় করা পণ্য ফেরত দেওয়া হলে কোন বইতে লেখা হয়?

ক. ক্রয় বই

খ. ব্রুয় ফেরত বই

গ. বিক্রয় বই

ঘ. বিক্রয় ক্ষেত বই

উ;খ

৭৭. ধারে সম্পত্তি ক্রয়/বিক্রয় কোথায় লিপিবদ্ধ করা হয়?

ক. ক্রয় বইতে

খ. বিক্রয় বইতে

গ. প্রকৃত জাবেদায়

ঘ. বিশেষ জাবেদায়

উ:গ

৭৮. কোন দাখিলার মাধ্যমে চূড়ান্ত হিসাব প্রণয়নের সময় বকেয়া আয়- ব্যয় সম্পদের অবচয় এবং মুনাফার সঞ্চিতি সমন্বয় করা হয়?

ক. প্রারম্ভিক দাখিলা

খ. সমাপনী দাখিলা

গ. সমন্বয় দাখিলা

ঘ. স্থানান্তর দাখিলা

উ”:গ

৭৯. বিল বাট্টাকরণ বা প্রত্যাখ্যানজনিত দাখিলা কোন বইতে লেখা হয়?

ক. নগদান বইতে

খ. প্রকৃত জাবেদায়

গ. বিশেষ জাবেদায়

ঘ. খতিয়ানে

উ:খ

৮০. কৃঋণ বা অনাদায়ী সংক্রান্ত এন্ট্রি কোথায় লেখা হয়?

ক. ক্রয় বইতে

 খ. বিক্রয় বইতে

গ. প্রাপ্য বিল বইতে

ঘ. প্রকৃত জাবেদায়

উ”:ঘ

৮১. দাগকাটা চেকের মাধ্যমে কোনটি ক্রেডিট হবে?

ক. লভ্যাংশ আয় হিসাব

খ. নগদান হিসাব

গ. বিনিয়োগ হিসাব

ঘ. ব্যাংক হিসাব

উ:ক

৮২. নগদ প্রাপ্তি বই কোন জাবেদার অন্তর্ভুক্ত?

ক. সাধারণ জাবেদা

খ. প্রকৃত জাবেদা

গ. বিশেষ জাবেদা

ঘ. সহায়ক জাবেদা

উ:গ

৮৩. খুচরা নগদান বই কোন জাবেদার অন্তর্ভুক্ত?

ক. প্রারম্ভিক জাবেদা

খ. বিশেষ জাবেদা

গ. সাধারণ জাবেদা

 ঘ. প্রকৃত জাবেদা

উ:খ

৮৪. নোটের মাধ্যমে ঋণ গ্রহণ করলে ক্রেডিট হবে কোন হিসাবটি?

ক. প্রদেয় নোট হিসাব

খ. ঋণ হিসাব

গ. নগদান হিসাব

ঘ. ব্যাংক হিসাব

উ:ক

৮৫. বিক্রেতাকে ডেবিট করার খবর যে চিঠিতে জানানো হয় তাকে কি বলে?

ক. ডেবিট নোট

গ. ডেবিট ভাউচার

খ. দেনালিপি

ঘ. 'ক' 'খ' উভয়ই

উ:ঘ

 ৮৬. মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ২,000 টাকা উঠালেন কিন্তু পথে ৫০০ টাকা হারিয়ে গেল। এর সঠিক জাবেদা কোনটি হবে?

ক. নগদান হিসাব ডেবিট ৬,৫০ বিবিধ ক্ষতি হিসাব ডেবিট ৫০০ ব্যাংক হিসাব ক্রেডিট ৭,০০০

 খ. নগদান হিসাব ডেবিট ৭,০০ ব্যাংক হিসাব ক্রেডিট ৭,০০০

 গ. উত্তোলন হিসাব ডেবিট ৭,০০০ ব্যাংক হিসাব ক্রেডিট ৭,০০০

ঘ. উত্তোলন হিসাব ডেবিট ৭,০০০ নগদান হিসাব ক্রেডিট ৭,০০০

উ:গ

৮৭. মি. নাঈমের নিকট ৪,০০০ টাকার বেতন বকেয়া হলো। এর জন্য সঠিক জাবেদা হবে কোনটি?

ক. বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

 খ. নাঈম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

গ. বকেয়া বেতন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

ঘ. বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট

উ:ঘ

৮৮. বছরান্তে মুনাফা জাতীয় ব্যয় হিসাব বন্ধকরণে হিসাব চক্রের কোন ধাপ প্রয়োগ করা হয়?

 ক. প্রারম্ভিক জাবেদার ধাপ

 খ. সমাপনী দাখিলার ধাপ

গ. কার্যপত্র প্রস্তুতের ধাপ

ঘ. সমন্বয় দাখিলার ধাপ

উ:খ

৮৯. কোনটিকে কেন্দ্র করে হিসাবরক্ষণের যাবতীয় কার্য পরিচালিত হয়।

ক. খতিয়ান

খ. জাবেদা

গ. নগদান বই

ঘ. রেওয়ামিলে

উ:খ

৯০. আগুনে পণ্য বিনষ্টের জাবেদা কোনটি?

ক. আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডে. নগদান হিসাব কে.

খ. আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডে.

গ. বিবিধ ক্ষতি হি. ডে.

ঘ. আগুনে বিনষ্ট পণ্য হি. ডে.

উ:খ

৯১. ক্রেডিট নোট ইস্যু করলে অন্তর্ভুক্ত হবে কোথায়? 

ক. বিক্রয় হিসাবে

খ. বিক্রয় জাবেদায়

গ. অন্তঃফেরত হিসাবে

ঘ. বিক্রয় ফেরত জাবেদা

উ:ঘ

৯২.মালিক কর্তৃক বিক্রয়মূল্যে পণ্য উত্তোলন। দুতরফা দাখিলপদ্ধতি অনুযায়ী এ লেনদেনটি কোন কোন হিসাবকে প্রভাবিতকরবে?

ক. উত্তোলন ও বিক্রয় হিসাব 

খ. উত্তোলন ও ক্রয় হিসাব

 গ. উত্তোলন ও নগদান হিসাব

 ঘ. উত্তোলন ও মূলধন  হিসাব

উ:ক

 ৯৩. পূর্বে বিক্রয়কৃত ২,০০০ টাকার পণ্যের মধ্যে থেকে ৫০০ পণ্য ফেরত আসল এক্ষেত্রে জাবেদায় ক্রেডিট হবে কোনটি? 

 ক. বিক্রয় ফেরত হিসাব ৫০০ টাকা

খ. বিবিধ দেনাদার হিসাব ৫০০ টাকা 

গ. বিবিধ পাওনাদার হিসাব ১,৫০০ টাকা

 ঘ. বিক্রয় হিসাব ১,৫০০ টাকা

উ:খ

৯৪. বাকিতে কলকব্জা ক্রয়ের ফলে কোনটি হবে ?

 ক. একটি সম্পত্তি বৃদ্ধি পাবে এবং অন্য একটি সম্পত্তি হ্রাস পাবে

 খ. একটি সম্পত্তি বৃদ্ধি পাবে এবং মূলধন বৃদ্ধি পাবে 

গ. একটি সম্পত্তি বৃদ্ধি পাবে এবং একটি দায় হ্রাস পাবে।

ঘ. একটি সম্পত্তি বৃদ্ধি পাবে একটি দায় বৃদ্ধি পাবে

উ:ঘ

৯৫. বিপরীত দাখিলা কেন দেওয়া হয়?

ক. পূর্ববর্তী বকেয়া ও অগ্রিম আয়-ব্যয় নতুন বছরের আয়-ব্যয় হিসাবের সাথে সমন্বয় করার জন্যে

খ.পূর্ববর্তী আয়-ব্যয় নতুন বছরের আয়-ব্যয় হিসাবের সাথে

সমন্বয় করার জন্যে

গ সরকার ও দায় চলতি বছরের আয়-ব্যয়ের সাথে সমন্বয়

করার জন্যে

.ঘ. পূর্ববর্তী আয়-ব্যয় হিসাব চলতি বছরের সম্পদ ও দায়ের সাথে সমন্বয়

করার জন্যে

উ:ক

৯৬.কোন হিসাবগুলোর বিপরীত দাখিলা দেওয়া হয়?

ক. আয় ও ব্যয়

খ. অগ্রিম আয় ও খরচ

গ., সম্পদ ও দায়

ঘ. বকেয়া ও অগ্রিম আয় ও ব্যয়

উ:ঘ

৯৭. কোন ধারণার ওপর ভিত্তি করে সমন্বয় জাবেদা প্রস্তুত করা হয়?

ক. হিসাবকাল ও বকেয়া ধারণা

খ. হিসাবকাল ও আয়-ব্যয় সংযোগ ধারণা

 গ. চলমান ধারণা ও হিসাবকাল ধারণা

ঘ. বকেয়া ধারণা ও আয়-ব্যয় সংযোগ ধারণা

উ:ঘ

৯৮. উত্তোলন হিসাব কোন হিসাবের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়?

.ক. মূলধন হিসাব

খ. দায় হিসাব

গ. পাওনাদার

ঘ. সঞ্চিতি হিসাব

উ:ক

৯৯.নিট ক্ষতির জন্য সমাপনী জাবেদা হবে কোনটি?

ক. নিট ক্ষতি ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট

খ. মূলধন হিসাব ডেবিট, নিট ক্ষতি ক্রেডিট 

গ. আয় সারাংশ ডেবিট, নিট ক্ষতি ক্রেডিট 

ঘ. নিট ক্ষতি ডেবিট, আর্থিক বিবরণী ক্রেডিট

উ:খ

 ১০০. বকেয়া সেবা আয়ের বিপরীত দাখিলা কোনটি?

ক. দেনাদার হিসাব ডেবিট, প্রাপ্য আয় হিসাব ক্রেডিট

খ. সেবা আয় হিসাব ডেবিট, প্রাপ্য আয় হিসাব ক্রেডিট

গ. প্রাপ্য আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট

 ঘ. প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট

উ:খ

১০১. জাবেদা লেনদেনের ভবিষ্যৎ রেফারেন্স হিসাবে কাজ করে কিভাবে? 

ক. লেনদেনের দ্বৈত সত্তার বিশ্লেষণের মাধ্যমে

খ. লেনদেনের ডেবিট-ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে

গ. লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে

 ঘ. লেনদেনগুলো ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করে

উ:খ

 ১০২.আসবাবপত্রের পরিবহন খরচ বাবদ নগদ প্রদান করা কোন হিসাব ডেবিট করতে হয়?

ক. পরিবহন খরচ হিসাব

খ. অফিস সরঞ্জাম হিসাব

গ. আসবাবপত্র হিসাব

ঘ. নগদান হিসাব

উ:গ

১০৩.প্রত্যেক প্রকার জাবেদা বইয়ের পৃথক ও সঠিক তথ্য পাওয়া কীসের মাধ্যমে?

 ক. বিশেষ জাবেদার

খ. সাধারণ জাবেদার

গ. রেওয়ামিলের

ঘ. প্রকৃত জাবেদার

উ:ক

১০৪. তিন বছরের জন্য বাড়িভাড়া নগদে প্রদান করলে সেক্ষেত্রে জাবেদা হবে কোনটি?

ক. বাড়িভাড়া ডেবিট, নগদান ক্রেডিট

খ. অগ্রিম বাড়িভাড়া ডেবিট, নগদান ক্রেডিট

গ. নগদান ডেবিট, ভাড়া ক্রেডিট

ঘ. নগদান ডেবিট, অগ্রিম বাড়িভাড়া ক্রেডিট

উ:খ

১০৭. বাংলাদেশে মুসক-এর প্রচলন হয় কবে থেকে?

ক. ১৯৯০ সালের ১ জুলা

 খ. ১৯৯১ সালের ১ জুলাই

 গ. ১৯৯২ সালের ১ জুলাই 

ঘ. ১৯৯৩ সালের ১ জুলাই

উ:খ

১০৮. ভ্যাট চূড়ান্তভাবে কে পরিশোধ করে?

ক. ক্রেতা

খ, ভোক্তা

গ. বিক্রেতা

ঘ. উৎপাদনকারী

উ:ক

১০৯. আদায়কৃত ভ্যাট হতে প্রদত্ত ভ্যাটের পার্থক্যকে কী বলে?

ক. ব্রুয় ভ্যাট

খ. বিক্রয় ভ্যাট

গ. ভ্যাট দায়

ঘ. প্রাপ্ত ভ্যাট

উ:গ

১১০. খুচরা নগদ তহবিল বৃদ্ধির জন্য কোন হিসাবটি ডেবিট করা হয়?

কখ. নগদান হিসাব

. বিবিধ ব্যয় হিসাব

গ. খুচরা নগদান হিসাব

ঘ. ব্যাংক চলতি হিসাব

উ:গ

১১১. আলিম ব্রাদার্সের ফেব্রুয়ারি মাসে খুচরা খরচের পরিমাণ ছিল ৮০০ টাকা। অগ্রদত্ত অর্থের পরিমাণ ছিল ১,০০০ টাকা, ফেব্রুয়ারি মাসের শেষে হাতে নগদের পরিমাণ কত?

ক. ৮০০ টাকা

খ. ২০০ টাকা

গ. ১,০০০ টাকা

ঘ. ১,৮০০ টাকা

উ:ক

১১২. নগদান বইয়ের ক্রেডিট দিকে কোনটি লেখা হয়?

ক. জাবেদা পৃষ্ঠা

খ. চালান নং

গ. রশিদ নং

ঘ. ভাউচার নং

উ:ঘ

১১৩. ব্যবসায় জগতে বহুল প্রচলিত খতিয়ান ছক কে কি বলে?

ক. আধুনিক হিসাব ছক

খ. চলমান জের ছক

গ. T ছক

ঘ. আমেরিকান হিসাব ছক

উ:গ

১১৪. একটি নির্দিষ্ট দিনে ব্যবসায়ে নগদ টাকা কত আছে তা কী দেখে জানা যায়?

ক. নগদান বই

খ. মূলধন হিসাব

গ. জাবেদা বই

ঘ, খতিয়ান বই

উ:ক

১১৫. একঘরা নগদান বই সাধারণত সর্বদা কোন ব্যালেন্স প্রদর্শন করে?

ক. শূন্য জের

খ. ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স

গ. ডেবিট ব্যালেন্স

ঘ. ক্রেডিট ব্যালেন্স

উ:গ

১১৬. দুঘরা নগদান বইয়ের মোট কলাম সংখ্যা কয়টি?

ক. ১০টি

খ. ১২টি

গ. ১৪টি

ঘ. ১৬টি

উ;খ

১১৭. কোন নগদান বইয়ের প্রাপ্তির খাত এক হলেও ব্যয়ের খাত অনেক?

ক. এক ঘরা নগদান বই

খ. দু'ঘরা নগদান বই

গ. তিনঘরা নগদান বই

ঘ. খুচরা নগদান বই

উ;ঘ

১১৮. দুঘরা নগদান বইতে পরিশোধের সাথে কোনটি ওতপ্রোতভাবে জড়িত?

ক. পরিশোধ ভাউচার নম্বর

খ.. প্রাপ্তি ভাউচার 

 গ. জমা রসিদ নম্বর

ঘ. প্রাপ্তি রসিদ নম্বর

উ:ক

১১৯. নগদান বইয়ের কোথায় কন্ট্রা এন্ট্রির সময় C বা ক লেখা হয়?

ক. নগদ টাকার ঘরে

খ. জাবেদা পৃষ্ঠা ঘরে

 গ. খতিয়ান পৃষ্ঠা ঘরে 

ঘ. ব্যাংক টাকার ঘরে

উ:গ

১২০.Petty cash book কী? 

ক. এক ঘরা নগদান বই

খ. দুঘরা নগদান বই

গ. তিনঘরা নগদান বই

ঘ. খুচরা নগদান বই

উ:ঘ

১২১. চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিলে কোন হিসাবটি ক্রে. হবে?

ক. ব্যাংক হিসাব

খ. পাওনাদার হিসাব

গ. দেনাদার হিসাব

ঘ. নগদান হিসাব

উ:গ

১২২. একজনের কাছ থেকে চেক পেয়ে তা আরেকজনকে দিলে দুঘরা নগদান বইয়ের কোন কলামে বসবে?

ক. ডেবিট দিকে নগদ কলামে

খ. ডেবিট দিকে ব্যাংক কলামে

গ. ডেবিট ও ক্রেডিট উভয়দিকে নগদ কলামে

ঘ. কোনো দিকেই বসবে না

উ:গ

১২৩. মি. হাকিমের প্রতিষ্ঠানে মি. তুফুলের নিকট ৯,০০০ টাকা দেনার নিষ্পত্তিতে ৪,০০০ টাকা নগদে এবং ৪,৫০০ টাকা চেকে দেওয়া হলো। নগদান বইয়ের ব্যাংক ও বাট্টা ঘরে কী লিপিবদ্ধ হবে?

 ক. ডেবিট দিকে ৪,৫০০ টাকা ও ৫,০০০ টাকা

 খ. ডেবিট দিকে ৪,৫০০ টাকা ও শূন্য টাকা 

গ. ক্রেডিট দিকে ৪,৫০০ টাকা ও শূন্য টাকা

ঘ. ক্রেডিট দিকে ৪,৫০০ টাকা ও ৫০০ টাকা

উ:ঘ

১২৪. আতিক অ্যান্ড কোং নগদে ২৫,০০০ টাকার পণ্য বিক্রয় করল। লেনদেনটি কোন সহকারী বইয়ে লিখবে?

ক. ক্রয় বইয়ে

খ. বিক্রয় বইয়ে

গ. নগদান বইয়ে

ঘ. বিশেষ জাবেদায়

উ:গ

১২৫. নগদান বই খতিয়ান হওয়ার কারণ কী?

ক. এটি লেনদেন লেখার প্রাথমিক হিসাবের বই

খ. নগদান বই হতে খতিয়ান হিসাবে তোলা হয়।

গ. খতিয়ান হিসাবের মতো নগদান বইয়ের উদ্বৃত্ত নির্ণয় করা হয়

 ঘ. এটি লেনদেনের সর্বশেষ বই

উ:গ

১২৬. নগদান বই অসম্পূর্ণ রাখা যায় না। এর কারণ কী?

ক. এটা অসম্পূর্ণ রাখলে হিসাব জটিল ও কঠিন হয়

খ. নগদান বই অসম্পূর্ণ রাখা আইনত নিষেধ

গ. প্রতিদিন নগদান বইয়ের জেরের সাথে নগদ তহবিল মেলানো হয়

ঘ. নগদান বই সম্পূর্ণ রাখা ক্যাশিয়ারের অপরিহার্য কর্তব্য

উ:গ

১২৭. নগদান বইতে স্বল্প সময়ে তহবিল তছরূপ ও ভুলভ্রান্তি ধরা পড়ে কীভাবে?

ক. নগদান বই থেকে প্রতিদিনের নগদ তহবিলের পরিমাণ জানা যায়

খ. নগদান বই গাণিতিক শুদ্ধতা যাচাই করে

গ. প্রতিদিন নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে নগদ তহবিল মেলানো হয়।

ঘ. প্রতিদিন নগদ প্রাপ্তি ও পরিশোধের পরিমাণ জানা যায়

উ:গ

১২৮.নগদ ও ব্যাংক জমার জন্য একটি মাত্র টাকার ঘর সম্বলি নগদান বইকে কী বলে? 

ক. একঘরা নগদান বই

খ. দুঘরা নগদান বই

গ. তিনঘরা নগদান বই

ঘ. বহুঘরা নগদান বই

উ:ক

১২৯.কখন খুচরা তহবিল সরবরাহ করা হয়?

ক. প্রতিদিন

খ. প্রতি সপ্তাহে

গ. প্রতিমাসে

ঘ. নির্দিষ্ট সময় পর

উ:ঘ

১৩০. করিমকে প্রদত্ত ৫,০০০ টাকার চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসল। দুঘরা নগদান বইতে কোথায় লিপিবদ হবে?

ক. ডেবিট দিকে ব্যাংকের ঘরে

 খ. ডেবিট দিকে নগদ ঘরে

 গ. ক্রেডিট দিকে নগদ ঘরে

 ঘ. ক্রেডিট দিকে ব্যাংক ঘরে

উ:ক

১৩১.অগ্রদত্ত বলতে কী বোঝায়?

ক. অগ্রিম দেওয়া

খ. অগ্রিম খরচ

গ. আগাম আয়

ঘ. আগাম বার্তা

উ:ক

১৩২. প্রায় সর্বত্রই কোন পদ্ধতির বহুঘরা খুচরা নগদান বই সংরক্ষন হয়ে থাকে?

ক. অগ্রদত্ত পদ্ধতি

খ. বিশ্লেষণ পদ্ধতি

গ. একঘরা পদ্ধতি

ঘ. বহুঘরা পদ্ধতি

উ:ক

১৩৩. কোনটি বিজ্ঞানসম্মত খুচরা নগদান বই?

ক. সাধারণ খুচরা নগদান

খ. বিশ্লেষণাত্মক খুচরা নগদান

গ. অগ্রদত্ত খুচরা নগদান

ঘ. প্রধান খুচরা নগদান

উ:ঘ

১৩৪. খুচরা নগদানকে কী বই বলা হয়?

ক. প্রাথমিক বই

খ.সাধারণ বই

গ. জাবেদা বই

ঘ. পাকা বই

উ:ক

১৩৫. কন্ট্রা এন্ট্রির বৈশিষ্ট্য কোনটি?

ক. একটি হিসাব ডেবিট হলে অপরটি ক্রেডিট হয়

খ. একটি হিসাব ডেবিট হয়

গ. একটি হিসাব ক্রেডিট হয়।

 ঘ. সব হিসাব ক্রেডিট হয়

উ:ক

১৩৬. বিক্রয়মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরাসরি তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয়—

ক. নগদ বাট্টা

খ. কারবারি বাট্টা

গ. প্রাপ্ত বাট্টা

ঘ. প্রদত্ত বাট্টা

উ:খ

১৩৭. ক্রয়/বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে বাদ দেওয়া হয় কোন বাট্টা?

ক. চেইন বাট্টা

খ. নগদ বাট্টা

গ. কারবারি বাট্টা

ঘ. প্রদত্ত বাট্টা

উ:গ

১৩৮. কারবারি বাট্টা কিসের ওপর হিসাব করা হয়?

ক. ক্রয় মূল্য

খ. বিক্রয় মূল্য

গ. দেনাদারের ওপর

ঘ. তালিকা মূল্য

উ:ঘ

১৩৯. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?

ক. পরিমাণ বাট্টা

খ. বিক্রয় বাট্টা

গ. ক্ৰয় বাট্টা

ঘ. নগদ বাট্টা

উ;ঘ

১৪০. দেনাদার থেকে টাকা প্রাপ্তির সময় পণ্য বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে কী বলা হয়?

ক. প্রদত্ত বাট্টা

খ. ব্যাংক বাট্টা

গ. কারবারি বাট্টা

ঘ. প্রাপ্ত বাট্টা

উ:ক

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর 



অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 




বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url