এসএস সি উচ্চতর গণিত ৯ম অধ্যায়: সূচকীয় ও লগারিদমীয় ফাংশন



ভিডিও ক্লাস: এসএস সি  উচ্চতর গণিত  ৯তম অধ্যায়: স্থানাঙ্ক জ্যামিতি MCQ Part-৯

SSC Higher math Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ৯তম অধ্যায় ➤  ৯ তম অধ্যায় কুইজ-৯

 ১। 25^3x=5^x+1 হলে, x এর মান কত ?

[ ম.বো.২১]

(ক) 1/8   (খ) 1/5   (গ) 1/4   (ঘ) 1/2 

উত্তর: খ

২। a^x = b, b^y=c এবং c^z=a হলে, xyz=কত ?

[রা; চ; কু.বো.১৫]

(ক) -1   (খ) 0   (গ) 1   (ঘ) 2 

উত্তর: গ

৩। 3^mx-1=3a^mx-2 হলে , x এর মান কত ?

(ক) m/2   (খ) 2/m   (গ) 2m    (ঘ) 3^m 

উত্তর: খ

৪। 3^x=a ধরলে 3^2x -4.3^x+3=0 সমীকরণটিতে ‍a এর মান কত ?

(ক) -3,-9   (খ) 1,3   (গ) -1/3,9   (ঘ) 3,1/9 

উত্তর: খ

৫। [1-1{1-(1-x)^-1}^-1]^-1 এর মান কোনটি ?

(ক) 1/1-x   (খ) 1/x   (গ) 1-x   (ঘ) x 

উত্তর: খ

৬। 4^1/x=64^1/y হলে x:y= কোনটি ?

[কু.বো.২১]

(ক) 1 : 3   (খ) 1 : 2   (গ) 2 : 1   (ঘ) 3 : 1 

উত্তর: ক

৭। যদি a^x=b^y=c^z এবং abc=1 হলে , x  তবে নিচের কোনটি সঠিক ?

[দি.বো.১৭]

(ক) x+y+z=0   (খ) ax+by+cz=0   (গ) 1/x+1/y+1/z=0   (ঘ) 1/x+1/y+1/z=1 

উত্তর: গ

৮। log5 {17+√x}=2 হলে , x এর মান কত ?

[সি.বো.২১]

(ক) 2√2   (খ) 49   (গ) 64   (ঘ) 225 

উত্তর: গ

৯। log4(x+y)=2=log2(x-y) হলে, (x,y) এর মান নিচের কোনটি ?

[ঢা.বো.২২]

(ক) (6,2)   (খ) (10,6)   (গ) (6,10)   (ঘ) (20,12) 

উত্তর: খ

১০। logx√1/64=-3/2 হলে, x এর মান কত ?

(ক) 1/16   (খ) 1/4   (গ) 4   (ঘ) 16

উত্তর: গ

১১। 5^log5^30 এর মান কত ?

[ম.বো.২১]

(ক) 5    (খ) 25    (গ) 30   (ঘ) 900 

উত্তর: গ 

১২। logx4+logx8=5 হলে, x এর মান কত ?

[ব.বো.২১]

(ক) 2   (খ) 4   (গ) 8   (ঘ) 32 

উত্তর: ক

১৩। 1+loga(bc)=0 হলে নিচের কোনটি সঠিক ?

[কু.বো.২২]

(ক) abc-1=0   (খ) abc+1=0   (গ) a+bc=0   (ঘ) abc=0 

উত্তর: ক

১৪। log√8^x=3.1/3 হলে, x এর মান কত ?

[চ.বো.২০]

(ক) 8   (খ) 16   (গ) 32   (ঘ) 64 

উত্তর: গ

১৫। logk(1+3x)/logkX=2 হলে, x+1/x=কত?

(ক) ±3   (খ) 3   (গ) ±√13   (ঘ) √13

উত্তর: ঘ

১৬। f(x)=ln8=x/8-x এর ডোমেন নিচের কোনটি ?

[রা.বো.২১]

(ক) (0,8)   (খ) (-8,8)   (গ) [-8,8]   (ঘ) [0,8] 

উত্তর: খ

১৭। y=1-6^-x এর বিপরীত ফাংশন কোনটি ?

[রা.বো.২১]

(ক) log6(1-x)   (খ) 1-6^x   (গ) log6(x-1)   (ঘ) log6(1/1-x) 

উত্তর: ঘ 

১৮। logx4+logx16=6 হলে log'x8=কত ?

(ক) 1   (খ) 2   (গ) 3   (ঘ) 6 

উত্তর: গ

১৯। f(x) = ln(x-2) এর ক্ষেত্রে -

i. ডোমেন f=(2,∞)

ii. ylogx=xlogy

iii. (x/y)^x/y=x^x/y-1

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

২০। a^x=a^y হলে, x=y হবে নিচের কোন শর্তে ?

(ক) a > 0   (খ) a < 0   (গ) a > 0, a≠1   (ঘ) a < 0, a≠1

উত্তর: গ

২১। 144 সংখ্যাটির-

i. 12 এর সূচক 2

ii. 2√3 এর সূচক 4

iii. √6 এর সূচক 6

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

২২। 2^x+4=128 হলে, x  এর মান কত ?

(ক) 3   (খ) 4   (গ) 6   (ঘ) 1 

উত্তর: ক

২৩। 3^x=81^y হলে, y:x=?

(ক) 4:1   (খ) 1:4   (গ) 1;2   (ঘ) 2:1 

উত্তর: খ

২৪। 8^a=64^b হলে, a:b এরমান নিচের কোনটি ?

[চ.বো.২১]

(ক) 1:2   (খ) 2:1   (গ) 2:3   (ঘ) 3:2 

উত্তর: খ

২৫। 3^mx-1=3a^mx-2 হলে , x এর মান কত ?

(ক) m/2    (খ) 2/m   (গ) 2m   (ঘ) 3^m 

উত্তর: খ

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এসএস সি  উচ্চতর গণিত  ৯ম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url