এস এস সি রসায়ন ও শক্তি ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )

 


রসায়ন ও শক্তি (Chemical And Energy)

ভিডিও ক্লাস: এস এস সি   রসায়ন ও শক্তি ৮ম অধ্যায়  জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক

১। ধাতব পরিবাহী কী? 

উঃ যে সকল পরিবাহী ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে তাকে ধাতব পরিবাহী বলে।

২। ফুয়েল সেল কী?

 উঃ আধুনিককালের ও পরবর্তী প্রজন্মের ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনের যান্ত্রিক বিন্যাসকে ফুয়েল সেল বলে।

৩। ক্যাথড কী?

 উঃ তড়িৎ বিশ্লেষণ যে তড়িৎ দ্বারা ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে ক্যাথড বলে।

৪। বিওডি কী?

 উঃ বায়ুর উস্থিতিতে পানির উপস্থিত সকল জৈব বস্তুকে ভাঙতে যে পরিমান অক্রিজেন প্রয়োজন তার পরিমানকে বিওডি বলে।

৫। তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে? 

উঃ যে কোষে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। 

৬। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?

     উঃ বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তড়িৎ রাসায়নিক কোষের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় সংঘটিত করাকে তড়িৎ বিশ্লেষষ বলে।

৭। ভোল্টাকত সালে গ্যালভানিক কোষ আবিষ্কার করেন? 

উঃ ভোল্টা ১৮০০ খ্রিষ্টাব্দে গ্যালভানিক কোষ আবিষ্কার করেন ?

৮। গ্যালভানিক কোষ কত সালে আবিষ্কার হয়?

  উঃ ১৭৮০ খ্রিষ্টাব্দে গ্যালভানিক কোষ আবিষ্কার হয়।

৯। নিউক্লিয়ার ফিশন কাকে বলে?   

 উঃ যে বিক্রিয়ায় একটি অতিবৃহৎ নিউক্লিয়াস দুটি প্রায় কাছাকাছি ভরবিশ্লিষ্ট  নিউক্লিয়াসে বিভক্ত হয় তাকে   নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া  বলে।

১০। কোন গ্যাস বায়ুর অন্য উপাদানের সাথে বিক্রিয়া  করে না?  

উঃ   CO2 গ্যাস বায়ুর অন্য উপাদানের সাথে বিক্রিয়া করে না।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি  রসায়ন ও শক্তি ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url