মৌলিক বল মনে রাখার সহজ উপায়:

 

ভিডিও ক্লাস: মৌলিক বল মনে রাখার সহজ টেকনিক “তামান্না দূর্বল মহন সবল”

মৌলিক বল মনে রাখার সহজ উপায়:

“তামান্না দূর্বল মহন সবল”

তামান্না =তাড়িতচৌম্বক বল

দূর্বল= দুর্বল নিউক্লিয় বল

মহন= মহাকর্ষ বল

সবল=সবল নিউক্লিয় বল 

পেজ সূচিপত্র:


মৌলিক বল 

যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় বরং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে।

 প্রকৃতিতে মৌলিক বল (Kinds of Fundamental forces)

 ৪টি। 

এগুলো হলোঃ

১. মহাকর্ষ বল (Gravitation force)

২. তাড়িতচৌম্বক বল (Electromagnetic force)

৩. সবল নিউক্লিয় বল (Strong Nuclear force)

৪. দুর্বল নিউক্লিয় বল (Weak Nuclear force)

১. মহাকর্ষ বল (Gravitation force) : 

মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। কোনো বস্তুর ওজন হচ্ছে মহাকর্ষ বলের ফলশ্রুতি। যদিও স্থল বস্তুগুলোর মধ্যকার মহাকর্ষ বল খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে, কিন্তু চারটি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল হচ্ছে দুর্বলতম বল।

পাল্লা:-অসীম

আপেক্ষিক সবলতা:-1

২. তাড়িতচৌম্বক বল (Electromagnetic force):

তড়িৎচুম্বকীয় ক্ষেত্র আহিত বস্তুর উপর যে বল প্রয়োগ করে তাকে তাড়িতচৌম্বক বল বলে।  এই বল আকর্ষণধর্মী ও বিকর্ষণধর্মী- উভয় প্রকারের হতে পারে। আগে তড়িৎ ও চুম্বকত্ব এ দুটিকে দুটি ভিন্ন বল মনে করা হত। ১৮৭৩ সালে জেমস র্ক্লাক ম্যাক্সওয়েল প্রমাণ করেন এ দুটি আসলে একই অভিন্ন বলের প্রকাশ।

পাল্লা;-অসীম

আপেক্ষিক সবলতা:-10^ 39

৩. সবল নিউক্লিয় বল : 

স্বল্পপাল্লার (10-15 m) এবং সবচেয়ে শক্তিশালী যে মৌলিক বল নিউক্লিয়ন সমূহকে একত্র করে রাখে তাকে সবল নিউক্লিয় বল বলে।

পাল্লা:-10 ^−15m

আপেক্ষিক সবলতা:-10^ 41


৪. দুর্বল নিউক্লিয় বল :

 নিউক্লিয়াসে বিটাক্ষয় জনিত কারণে উদ্ভূত যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল বল বলে।

পাল্লা:-10 ^−16m

আপেক্ষিক সবলতা:-10^ 30

N.B:চারটি মৌলিক বলের পরিমাপের আপেক্ষিক সবলতা তুলনা করলে দেখা যায় যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লীয় বল এবং সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- মৌলিক বল মনে রাখার সহজ  টেকনিক

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url