পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় গতি

  পদার্থবিজ্ঞান

 ২য় অধ্যায় গতি


বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। সময়ের সাথে কোনটির অবস্থানের পরিবর্তন হয় ?

(ক) দৃঢ় বস্তু     (খ) স্থির বস্তু     (গ) গতিশীল বস্তু   (ঘ) কোমল বস্তু

উত্তর: গ

২। যে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অন্য কোন বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয়

করা হয় তাকে কী বলে ?

(ক) স্থির বিন্দু      (খ) সাপেক্ষ বিন্দু      (গ) প্রসঙ্গ বিন্দু   (ঘ) চূড়ান্ত বিন্দু

উত্তর: গ

৩। চলোন্ত ট্রেন লাইনের পাশে দাড়ানো ব্যক্তির সাপেক্ষে ট্রেন--

(ক) আপেক্ষিক গতিশীল     (খ) আপেক্ষিক স্থির     (গ) পরম গতিশীল   (ঘ) পরম স্থির

উত্তর: ক

৪। বস্তুর অবস্থান,স্থিতি,গতি ইত্যাদি নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয় ? 

(ক) প্রসঙ্গ বিন্দু     (খ) প্রসঙ্গ কাঠামো     (গ) মূল বিন্দু   (ঘ)  কাটেসিয়ান ব্যবস্থা

উত্তর: খ

৫। সূর্যের  গতিপথের কেন্দ্র কোনটি ?

(ক) নক্ষত্র     (খ) নিউট্রন তারকা     (গ) গ্যালাক্সি   (ঘ) কৃষ্নগহ্বর

উত্তর: গ

৬। সরলরৈখিক গতি কোনটি ?

(ক) পড়ন্ত বস্তুর গতি     (খ) বৈদ্যুতিক পাখার গতি     

 (গ) ঘড়ির কাটার গতি    (ঘ) উড়ন্ত পাখির গতি  

উত্তর: ক

৭। নিচের কোনটি ঘূর্ণিন গতি ?

(ক) সরল দোলকের গতি    (খ) সুরশলাকার গতি    

 (গ) পৃথিবীর গতি   (ঘ) বৈদ্যুতিক পাখার গতি  

উত্তর: ঘ

৮।  একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা--

(ক) স্পন্দন গতি     (খ) চলন গতি     (গ) পর্যায়বৃত্ত গতি   (ঘ) ঘূর্ণন গতি

উত্তর: খ

৯। বৈদ্যুতিক পাখার গতি কী রকম গতি ?

(ক) রৈখিক গতি      (খ) ঘূর্ণন গতি     (গ) উপবৃত্তাকার গতি    (ঘ) স্পন্দন গতি

উত্তর: খ

১০। পেট্রোল ইন্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি ?

(ক) রৈখিক গতি     (খ) ঘূর্ণন গতি      (গ) চলন গতি    (ঘ) পর্যায়বৃত্ত গতি

উত্তর: ঘ

১১। ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া 

একটি গাড়ির গতি--

(ক) চলন গতি     (খ) ঘূর্ণন গতি     (গ) পর্যায়বৃত্ত গতি    (ঘ) সরল স্পন্দন গতি

উত্তর: ক

১২। স্প্রিং এর গতি এবং গিটারের তারের গতি কোন প্রকার গতির উদাহরণ ?

(ক) স্পন্দন গতি     (খ) চলন গতি      (গ) উপবৃত্তাকার গতি    (ঘ)  ঘূর্ণন গতি

উত্তর: ক

১৩। স্প্রিং এ ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি কীরুপ ?

(ক) পর্যায় গতি     (খ) ঘূর্ণন গতি     (গ) চলন গতি   (ঘ) বক্রগতি

উত্তর: ক

১৪। একটি শিশু দোলনায় দোল খাচ্ছে । শিশুটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ?

(ক) সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে বেশি    

(খ) সাম্যাবস্থায় বেগ সবচেয়ে কম     

(গ) সাম্যাস্থায় হতে যে কোন দিকেই বিভবশক্তি বৃদ্ধি পায়    

(ঘ) সাম্যাস্থায় হতে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কম

উত্তর: গ

১৫। পর্যায়বৃত্ত গতি হচ্ছে--

i.সরল দোলকের গতি

ii.পেট্রোল ইন্জিনের সিলিন্ডারের গতি

iii.কম্পমান সুরশলাকার গতি

(ক) iও ii  (খ) i ও iii      (গ) ii ও iii   (ঘ) i,ii ও iii 

উত্তর: ঘ

১৬। দিকের বিবেচনায় বস্তু জগতের রাশিগুলোকে কয় ভাগে ভাগ করা হয় ?

(ক) দুই      (খ) তিন     (গ) চার    (ঘ) পাঁচ

উত্তর: ক

১৭। কোনটি স্কেলার রাশি ?

(ক) বেগ      (খ) দ্রেুতি      (গ) সরণ    (ঘ) ত্বরণ

উত্তর: খ 

১৮। কোনটি ভেক্টর রাশি ?

(ক) কাজ     (খ)  প্লবতা    (গ) চাপ   (ঘ) দ্রুতি

উত্তর: খ

১৯। দুইটি ভিক্টর রাশি 2 cm ও 3cm । এদের যোগফলের সর্বনিম্ন মান কত সে. মি. ?

(ক) 1      (খ) 2.5      (গ) 5    (ঘ) 13   

উত্তর: ক

২০। বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব 

নিচের কোনটি নির্দেশ করে ?

(ক) সরণ      (খ) অতিক্রান্ত দূরত্ব      (গ) বেগ    (ঘ) দ্রুতি

উত্তর: ক

২১। একটি বস্তু সরল পথে 10 m  অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 m ফিরে এলো ।

দূরত্ব ও সরণের পার্থক্য কত ?

(ক) 4 m  (খ)  6 m   (গ) 8 m   (ঘ) 14 m

উত্তর: গ 

২২। করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০ মি. ব্যাসার্ধের একটি বৃত্তাকার

ট্যাক একবার ঘুরে আসল । তার সরণ হবে --

(ক) 188.49 মিটার     (খ) 94.24 মিটার    (গ) 60 মিটার  (ঘ) 0 মিটার  

উত্তর: ঘ

২৩। 10 m ব্যাসবিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির এক-চতুর্থাংশ অতিক্রম করলে সরণ কত হবে ?

(ক) 7.854 m  (খ) 7.071 m   (গ) 5 m    (ঘ)  2.5 m

উত্তর: খ

২৪। এক মিনিটে একটি ঘড়ির সেকেন্ডের  কাটার সরণ কত ?

(ক) 2 rr  (খ) r    (গ) 0    (ঘ) rr

উত্তর: গ

২৫। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কী বলে ?

(ক) সরণ     (খ) দ্রুতি     (গ) বেগ    (ঘ) ত্বরণ

উত্তর: খ      

  

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় গতি MCQ Part-4

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url