পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ,ক্ষমতা ও শক্তি

 


বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। কাজের একক কোনটি? 

(ক)Nm (খ)Nm-1 (গ) NS(ঘ) kgms-1
উ: ক 

২। বল ও সরণ ভেক্টর রাশিদ্বয়ের স্কেলার গুণফল কী? 

(ক)ত্বরণ (খ)কাজ (গ)ক্ষমতা (ঘ)শক্তি 
উ:খ 

৩। বল ও সরণ এর মধ্যবর্তী কোণের মান কত হলে কাজ শূণ্য হবে?

(ক)০ (খ)১৮০ (গ)৯০  (ঘ) -১৮০ 
উ: গ

৪। কাজের মাত্রা  কোনটি? 

(ক) [MLT-2](খ)  [ML2T-2] (গ)  [MLT-3] (ঘ)  [MLT-1]
উ:খ 

৫। 1j=?

(ক)1Nkg (খ)1N/m (গ)1NC (ঘ)1Nm 
উ: ঘ

৬। 1KWh=কত j?

(ক) 3.6x10^5 (খ) 3.6x10^6  (গ) 3.6x10^7  (ঘ) 3.6x10^8 
উ: খ 

৭। 10MeV=কত j?

(ক) 1.6x10^-19 (খ) 3.2x10^-19  (গ) 1.6x10^-12  (ঘ) 1.6x10^-11 
উ: গ 
উ: 

৮। শক্তির মাত্রা  কোনটি? 

(ক) [ML2T-1](খ)  [ML2T-2] (গ)  [MLT-3] (ঘ)  [MLT-1]
উ:খ  

৯। শক্তির রুপ কয়টি? 

(ক)৩ (খ)৬ (গ)৯ (ঘ)১১ 
উ:গ

 শক্তির রুপ মনে রাখার উপায় ”সৌযা রানি চৌআতে শবি”

১০।1MW=?W 

(ক) 1x10^6 (খ) 1x10^-6  (গ) 1.6x10^-6  (ঘ) 1.6x10^-11 
উ: ক

১১। 200MeV=কত j?

(ক) 1.6x10^-19 (খ) 3.2x10^-11  (গ) 1.6x10^-12  (ঘ) 1.6x10^-11 
উ: খ

১২। শক্তির উৎস কয় প্রকার?

(ক)2 (খ)4 (গ)1 (ঘ)3 
উ:ক 

১৩। কোন বস্তুর উপর 1N বল প্রয়োগে বস্তুর  1m সরণ হলে বল দ্বারা কৃতকাজ কত ?

(ক) 1জুল    (খ) 2 জুল   (গ) 3জুল   (ঘ) 4 জুল
উ: ক

১৪। একটি মসৃণ তলে 10 kg ভরের একটি বস্তু উপরের দিকে 10m দূরত্ব অতিক্রম করল। অভিকর্ষ বল দ্বারা সাধিন কাজের পরিমান কত ?

(ক) 9800J  (খ) 98J  (গ) 980J  (ঘ) 100KGM
উ: গ

১৫। 1kWh=কত জুল ?

(ক) 3.6x10^5  (খ) 3.6x10^6  (গ) 3.6x10^7  (ঘ) 3.6x10^8
উ:খ

১৬। 10MeV=কত জুল ?

(ক) 1.6x10-19j  (খ) 3.2x10-19j  (গ) 1.6x10-12j  (ঘ) 1.6x10-11j
উ: গ

১৭। যান্ত্রিক শক্তি কত প্রকার ?

(ক) 2  (খ) 3  (গ) 4  (ঘ) 7
উ: ক

১৮। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে--

(ক) যান্ত্রিক শক্তি   (খ) শব্দ শক্তি 
(গ) বিদ্যুৎ শাক্ত     (ঘ) তাপশক্তি
উ: ক

১৯। একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন 
শক্তি জমা থাকে ?

(ক) গতি শক্তি  (খ) বিভব শক্তি  
(গ) তাপ শক্তি   (ঘ) রাসায়নিক শক্তি
উ: খ

২০। কোন শর্তে কোন বস্তুর গতিশক্তি 16গুণ হবে ?

(ক) ভর দ্বিগুণ,বেগ দ্বিগুণ            (খ) ভর আটগুণ,বেগ অর্ধেক 
(গ) ভর চারগুণ,বেগ অপরিবর্তিত  (ঘ) ভর অপরিবর্তিত,বেগ চারগুণ
উ: ঘ

২১। 60kg ভরের একজন দৌড়বিদে 12.5sec এ 100m দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি কত জুল হবে ?

(ক) 240  (খ) 280  (গ) 1920  (ঘ) 3840
উ: গ

২২। 70kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715j  হলে, তার বেগ কত ?

(ক) 201.5ms-1  (খ) 0.215ms-1
(গ) 7ms-1          (ঘ) 0.7ms-1
উ: গ

২৩।2kg ভরের কোনো বস্তুর বেগ 3ms-1  থেকে 6ms-1  করা হলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে ?

(ক) 27j  (খ) 9j   (গ) 36j   (ঘ) 18j
উ: j

২৪। নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি 4  গুণ করলে বেগ কত গুণ হবে ?

(ক) 1/4    (খ) 1/2  (গ) 2   (ঘ) 16
উ: গ

২৫। 5kg ভরের একটি বস্তুকে 50m  উচু দালানের ছাদ থেকে নিচে ফেলে দেয়া হল।ভূমিতে স্পর্শ করার আগে মুহূর্তে গতিশক্তি কত হবে ?

(ক) 245j   (খ) 845j   (গ) 1225j   (ঘ) 2450j
উ: ঘ






 










এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url