অধ্যায়-০১ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
HSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ
প্রথম অধ্যায়
➤ প্রথম অধ্যায় কুইজ-২
➤ প্রথম অধ্যায় কুইজ-৩
দ্বিতীয় অধ্যায়
➤ দ্বিতীয় অধ্যায় কুইজ-১
➤ দ্বিতীয় অধ্যায় কুইজ-২
➤ দ্বিতীয় অধ্যায় কুইজ-৩
তৃতীয় অধ্যায়
➤ তৃতীয় অধ্যায় কুইজ-২
➤ তৃতীয় অধ্যায় কুইজ-৩
চতুর্থ অধ্যায়
➤ চতুর্থ অধ্যায় কুইজ-১
➤ চতুর্থ অধ্যায় কুইজ-২
➤ চতুর্থ অধ্যায় কুইজ-৩
পঞ্চম অধ্যায়
➤ পঞ্চম অধ্যায় কুইজ-১
➤ পঞ্চম অধ্যায় কুইজ-২
➤ পঞ্চম অধ্যায় কুইজ-৩
বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)
১. নিচের কােনটি আধুনিক পৃথিবীর সম্পদ ?
(ক) তথ্য (খ) উপাত্ত
(গ) কম্পিউটার (ঘ) ইন্টারনেট
উত্তর: ক
২.গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন ?
(ক) নিউজিল্যান্ড (খ) মেক্রিকো
(গ) ইতালি (ঘ) জার্মানি
উত্তর: গ
৩.নিউরাল নেটের লুকায়িত স্তর থাকতে পারে--
i. একটি ii. একটিও না iii. একাধিক
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ)i.ii ও iii
উত্তর: খ
৪। নিউরাল নেটের স্তর--
i. ইনপুট স্তর ii. লুকায়িত স্তর iii. অনুবাদ স্তর
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর:ক
৫। পেট্রোলিয়ামে ন্যাপথার পরিমান কত ?
(ক) তথ্য (খ) সফটওয়্যার (গ) হার্ডওয়্যার (ঘ) কানেক্টিভিটিি
উত্তর: ঘ
৫। D N A এর নতুন সেকুয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয় ?
(ক) জেনেটিক ইন্জিনিয়ারিং (খ) ন্যানো টেকনোলজি
(গ) বায়োইনফরমেটিক্স (ঘ) বায়োমেট্রিক্স
উত্তর: ক
৬। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয় ?
(ক) একমাত্রিক (খ) দ্বি মাত্রিক
(গ) ত্রি মাত্রিক (ঘ) বহুমাত্রিক
উত্তর; গ
৭। টেলি প্রেজেন্স এর প্রয়োগক্ষেত্র কোনটি ?
(ক) ক্রায়োসার্জারি (খ) বায়োমেট্রিক্স
(গ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্জ (ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর: ঘ
৮। উদ্দীপকে অফিসে প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ?
(ক) ভার্চুয়াল রিয়েলিটি (খ) বায়োমেট্রিক্স
(গ) বায়োইনফরমেট্রিক্স (ঘ) ন্যানোটেকনোলজি
উত্তর: খ
৯। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে বেশি নির্ভুলভাবে কাজ করে কোনটি ?
(ক) ফিঙ্গারপ্রিন্ট (খ) হ্যান্ড জওেমেট্রি
(গ) আইরিশ ও রেটিনা স্ক্যান (ঘ) ফেস রিকগনিশন
উত্তর: ক
১০। উদ্দীপকে নতুন প্রযুক্তি কোনটি ?
(ক) জেনেটিক ইন্জিনিয়ারিং (খ) ব্যায়োইনফরমেটিক্স
(গ) ব্যায়োমেট্রিক্স (ঘ) ন্যনোটেকনোলজি
উত্তর ক
১১। অপরাধকারী সনাক্তকরণ করা যায় কোনটির মাধ্যমে ?
(ক) DNA পরীক্ষার মাধ্যমে (খ) RNA পরীক্ষার মাধ্যমে
(গ) ক্লোনিং-এর মাধ্যমে (ঘ) বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে
উত্তর: ক
১২। কোয়ান্টাম কম্পিউটিং তৈরিতে কোন পযুক্তি ব্যবহৃত হয় ?
(ক) রোবটিক্স (খ) বায়োইনফরমেটিক্স
(গ) ন্যানোটেকনোলজি (ঘ) জেনেটিক ইন্জিনিয়ারিং
উত্তর: গ
১৩। ক্রিকেট,টেনিস ও ফুটবলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য কোন প্রযুক্তি
ব্যবহার করা হয় ?
(ক) বায়োটেকনোলজি (খ) জেনেটিক ইন্জিনিয়ারিং
(গ) ন্যানোটেকনোলজি (ঘ) রোবটিক্স
উত্তর: গ
১৪। ন্যানোটেকনোলজির মাধ্যমে কোনটি তৈরি হয় ?
(ক) এন্টি-এজিং ক্রিম (খ) ক্রায়োজেনিক গ্যাস
(গ) স্প্যাম (ঘ) ড্রোন
উত্তর: ক
১৫। হার্ডডিস্কের ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য কোনটি ব্যবহৃত হয় ?
(ক) ন্যানোটেকনোলজি (খ) জেনেটিক ইন্জিনিয়ারিং
(গ)বায়োমেটিক্স (ঘ) বায়োইনফরমেটিক্স
উত্তর:ক
১৬। সোলার সেল তৈরিতে কোন প্রযুক্তি প্রয়োজন ?
(ক) VR প্রযুক্তি (খ) জেনেটিক প্রযুক্তি
(গ) বায়োইনফরমেটিক্স (ঘ) ন্যানোটেকনোলজি
উত্তর: ঘ
১৭। ন্যানোচিপ ও মনিটর তৈরিতে কোন প্রযুক্তি বেশি ব্যবহৃত হয় ?
(ক) জেনেটিক প্রকৌশল (খ) বায়োইনফরমেটিক্স
(গ) ন্যানোটেকনোলজি (ঘ) ভার্চুয়েল রিয়েলিটি
উত্তর: গ
১৮। ন্যানোটেকনোলজিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে
নির্দিষ্ট আকার দেয়া হলে তাকে কি বলে ?
(ক) Top Down (খ) Down Top
(গ) Etching (ঘ) Nano
উত্তর:ক
১৯। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলেপ
করার প্রযুক্তি কোনটি ?
(ক) রোবটিক্স (খ) বায়োমেটিক্স
(গ) বায়োইফরমেটিক্স (ঘ) ন্যানোটেকনোলজি
উত্তর:ঘ
২০। ন্যানোটেকনোলজির নেতিবাচক দিক কোনটি ?
(ক) জীববিধ্বংসী ভাইরাস তৈরি (খ) নতুন যুদ্ধাস্ত্র তৈরি
(গ) প্রাণঘাতি অস্ত্র তৈরি (ঘ) গোপন তথ্য সংগ্রহ
উত্তর: গ
২১। নিচের কোনটি জীববিজ্ঞানভিত্তিক তথ্যের গবেশনাতে তথ্যের
সংরক্ষণ ও পুনঃব্যবহার নিশ্চিত করে ?
(ক) বায়োইনফরমেটিক্স (খ) জেনেটিক ইন্জিনিয়ারিং
(গ) ব্যায়োমেটিক্স (ঘ) আরর্টিফিসিয়াল
উত্তর: ক
২২। জীববিজ্ঞানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কি বলে ?
(ক) রোবটিক্স (খ) বায়োমেটিক্স
(গ) বায়োইনফরমেটিক্স (ঘ) ক্রায়োসার্জারি
উত্তর: গ
২৩। মানুষের সহজাত প্রবৃত্তি--
i. বিস্লেষন ক্ষমতা ii. চিন্তাশক্তি iii. বুদ্ধি
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
উত্তর: ঘ
২৪। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্জের প্রায়োগিক ক্ষেত্র--
i. ডিপ লার্নিং ii. রোবটিক্স iii. এন এল পি
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i ,ii ও iii
উত্তর: ঘ
২৫। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ--
i. ত্রক্সপার্ট সিন্টেম ii. ফাজি লজিক iii. লার্নিং সিস্টেম
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ)i,ii ও iii
উত্তর: ঘ
২৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি ?
(ক) রেডিও (খ) টেলিফোন
(গ) টেলিভিশন (ঘ) কম্পিউটার উঃ ঘ
২৭। তথ্য প্রযুক্তি বলতে মূলত কী বোঝায় ?
(ক) তথ্য রাখা ও ব্যবহার করা প্রযুক্তি
(খ) তথ্য বিক্রির প্রযুক্তি
(গ) তথ্য বিকৃতির প্রযুক্তি
(ঘ) শুধুমাত্র তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি উঃ ক
২৮। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ------
(ক) অপচয় কমায় (খ) শারীরিক শ্রম বাড়ায়
(গ) ব্যয় বৃদ্ধি পায় (ঘ) মানুষের মেধা ব্যবহার কমায় উঃ ক
২৯। গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি ?
(ক) ইন্টারনেট (খ) রেডিও
(গ) টেলিভিশন (ঘ) টেলিফোন উঃ ক
৩০। ই- কমার্স এর অন্তর্ভ ুক্ত নয় ------
(ক) বিপণন (খ) সরবরাহ
(গ) লেনদেন (ঘ) প্রচার উঃ ঘ
৩১। অনলাইনের মাধ্যমে ব্যবসায়-বানিজ্য করাকে বলা হয় -----
(ক) ই-মেইল (খ) ই-বুক
(গ) ই- গভর্নেন্স (ঘ) ই -কমার্স উঃ ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url