এসএসসি রসায়ন ১১তম অধ্যায় খনিজ সম্পদ- জীবাশ্ন




বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

 ১। Fossil Fuel  নয় কোনটি ?
(ক) কয়লা    (খ) টিজেল    (গ) মিথেন  (ঘ) ইথানল
উত্তর: ঘ
২। কোনটি জৈব জ্বালানি ?
(ক) কয়লা  (খ) ইথানল   (গ) পেট্রোল   (ঘ) প্রাকৃতিক গ্যাস
উত্তর: খ
৩। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি ?
(ক) বেনজিন   (খ) মিথেন   (গ) ইথেন    (ঘ) বিউটেন
উত্তর: খ
৪। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে কোন অ্যালকেনের  
 পরিমান সবচেয়ে বেশি ?
(ক) মিথেন   (খ) ইথেন   (গ) প্রোপেন     (ঘ) বিউটেন
উত্তর: ক
৫। প্রাকৃতিক গ্রাসে সাধারণত প্রোপেনের শতকরা পরিমান--
(ক) 6%  (খ) 7%   (গ) 80%   (ঘ) 99%
উত্তর: ক
৬। প্রাকৃতিক গ্রাসে শতকরা কতভাগ পেন্টেন থাকে ?
(ক) 3%    (খ) 4%     (গ) 6%      (ঘ) 7%
উত্তর: ক
৭। প্রাকৃতিক গ্যাসের পরিমান কত ?
(ক) 80%   (খ) 70%  (গ) 90%    (ঘ) 95%
উত্তর: ক
৮। প্রাকৃতিক গ্যাসে বিউটেন ও আইসাে বিউটেনের পরিমান কত ?
(ক) 80%    (খ) 7%   (গ) 5%  (ঘ) 4%
উত্তর: ঘ
৯। সি.এন.জি গ্যাসের প্রধান উপাদান কী ?
(ক) CH4   (খ) C2H6    (গ) C3H8   (ঘ) C4H8
উত্তর: ক
১০। ঘরাবড়িতে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য অধিক চাপে কোনটি 
সিলিন্ডারে রাখা হয ?
(ক) পেন্টেন    (খ) পেন্টিন    (গ) প্রোপেন   (ঘ) প্রেপিন
উত্তর: গ
১১। পেট্রোলিয়ামে কতভাগ LPG  থাকে ?
(ক) 2%  (খ) 10%   (গ) 20%   (ঘ) 50%
উত্তর: ক
১২। পেট্রোলিয়ামে গ্যাসোলিনের পরিমান কত ?
(ক) 2%   (খ) 5%  (গ) 10%    (ঘ) 13%
উত্তর: খ
১৩। পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ পেট্রোল থাকে ?
(ক) 5%  (খ) 10%  (গ) 15%    (ঘ) 20%
উত্তর: ক
১৪। ন্যাপথাতে কার্বন সংখ্যার পরিসর কত ?
(ক) 20-30   (খ) 17-20   (গ) 11-16 (ঘ)  7-14
উত্তর: ঘ
১৫। পেট্রোলিয়ামে ন্যাপথার পরিমান কত ?
(ক) 2%  (খ) 5%   (গ) 10%    (ঘ)  14% 
উত্তর: গ
১৬। অংশ কলামের 71-120oC তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত 
অংশ কোনটি ?
(ক) গ্যাসোলিন  (খ) ন্যাপথা   (গ) কেরোসিন    (ঘ) ডিজেল
উত্তর: খ
১৭।কেরোসিন বা প্রাকৃতিক গ্যাসে অগ্নি প্রজ্বলন প্রকৃতপক্ষে কোন
মৌলের যৌগের দহন ?
(ক) C   (খ) N   (গ) O   (ঘ) Na
উত্তর: ক
১৮। পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ ডিজের তেল থাকে ?
  
    (ক) 13% (খ) 20% (গ) 35% (ঘ) 50%
উত্তর: খ
১৯। পেট্রোলিয়ামে শতকরা কতভাগ কেরোসিন থাকে ?
(ক) 5% (খ) 10% (গ) 13% (ঘ) 20%
উত্তর: গ
২০। কোনটিতে 16 থেকে 20 টি কার্বন থাকে ?
(ক) কেরোসিন (খ) পেট্রোল (গ) ডিজেল (ঘ) লুব্রিকেটিং তেল
উত্তর: গ
২১। পেট্রোলিয়ামে শতকরা কতভাগ লুব্রিকেটিং তেল ও বিটুমিন থাকে ?
(ক) 13 ভাগ (খ) 20 ভাগ (গ) 35 ভাগ (ঘ) 50 ভাগ
উত্তর: ঘ
২২। ২০-৩৫ পর্যন্ত কার্বন সংখ্যা থাকে কোনটি ?
(ক) ডিজেল তেলে  (খ) লুবিকেটিং তেল   
(গ) কেরোসিনে   (ঘ) গ্যাসোলিনে
উত্তর: খ
২৩। জেট ইন্জিনে জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয় ?
(ক) কেরোসিন   (খ) ন্যাপথা   (গ) পেট্রোল  (ঘ) ডিজেল
উত্তর: গ
২৪। ভ্যাসলিন তৈরিতে কোনটি ব্যবহৃত হয় ?
(ক) ন্যাপথা   (খ) পিচ   (গ) লুবিকেটিং তেল   (ঘ) প্যারাফিন মোম
উত্তর: ঘ
২৫। রাস্তা তৈরিতে কোনটি ব্যবহৃত হয় ?
(ক) ন্যাপথা    (খ) পিচ   (গ) লুবিকেটিং তেল   (ঘ) পেট্রোলিয়াম
উত্তর: খ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url