এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় : সমাজকর্ম : প্রকৃতি এবং পরিধি
সমাজকর্ম
পূর্ণমান-২৫+১০=৩৫
সময়: ১ঘণ্টা
সৃজনশীল-১০
১.আমাজান জঙ্গলের হুয়ারোয়ানি আদিবাসীদের সরদারকে বিয়ে করেন বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা সারাহ বেগম। দক্ষিণ আমেরিকার সবচেয়ে তেলসমৃদ্ধ অঞ্চলটির আদিবাসীদের ওপর বেশ কিছু দিন ধরেই তেল অনুসন্ধানকারী কোম্পানিগুলো নজর দিয়ে আসছিল। বিষয়টি লক্ষ করে সারাহ তাদের হুমকি থেকে আদিবাসীদের রক্ষা করার পাশাপাশি তাদের নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে এক দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. সমাজকল্যাণের সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি?
খ. আর্থ-সামাজিক উন্নয়ন বলতে কী বোঝায়?
গ. চলচ্চিত্রকার সারাহ বেগমের উদ্যোগে সামাজিক বিজ্ঞানের কোন শাখার প্রকৃতি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর ।
ঘ. তুমি কি মনে কর, সারাহ বেগমের লক্ষ্য উক্ত বিষয়ের লক্ষ্য-উদ্দেশ্য থেকেই উৎসারিত? যুক্তিসহ মতামত দাও।
২. জামিল একটি পেশাগত সংগঠনের কর্মকর্তা। তাঁর সংগঠনের কর্মীরা সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সমস্যাগ্রস্ত লোকদের সাহায্য করে থাকে। সামাজিকভাবে তারা এ কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্যক্তি, পরিবার ও সমাজের চাহিদা পূরণে তারা সমাজের সম্পদ ব্যবহার করে ও কাজে লাগায় ।
[চ. বো, সি. বো, য. বো. 25]
ক. সমাজকর্ম কাকে বলে?
খ. সমাজকর্মের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ কর ।
গ. জামিলের সংগঠনের কাজের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়ের সাদৃশ্য আছে তা আলোচনা কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর ।
৩. রিনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। আর কিছুদিনের মধ্যে স্নাতক শ্রেণির ভর্তিযুদ্ধে অবতীর্ণ হতে হবে তাকে । তার জন্য যথাযথ প্রস্তুতিও চলছে। অবশেষে এমন একটি বিষয়ে তার উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ হয় যেটির জন্ম হয়েছে আধুনিক জটিল শিল্প সমাজের বহুমুখী সমস্যাগুলো সার্থকভাবে মোকাবিলা করার জন্য। বাস্তবতা এবং যুগের সাথে তাল মেলানোর জন্য বিষয়টির কতগুলো সুনির্দিষ্ট নিজস্ব পদ্ধতি, নীতিমালা এবং মূল্যবোধও গড়ে উঠেছে।
[চ., ব., রা., কু. বো. ১৮]
ক. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
খ. সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া— বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে রিনা যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে তার লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করো।
ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ কর ।
৪. হোসনে আরা খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি একটি সমাজসেবা প্রতিষ্ঠানে পেশাদার সমাজকর্মী হিসেবে কর্মরত আছেন। তাঁর কাজের প্রধান দিক হলো- সাহায্যার্থীর শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রের উন্নয়নে সহায়তা করা ।
[ঢা বো., ম. বো., রা. বো, দিবো., কু. বো, ব. বো, ২১]
ক. “Introduction to Social Welfare' গ্রন্থের লেখক কে? খ. সমাজকর্ম ধারনাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের কোন উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ঘ. মানুষকে পরিপূর্ণভাবে সাহায্য করার ক্ষেত্রে উদ্দীপকে ইঙ্গিতকৃত উদ্দেশ্যের তাৎপর্য ব্যাখ্যা কর ।
বহুনির্বাচনি প্রশ্ন
১ . সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?
ক. ঐতিহ্যবাহী সমাজকল্যাণ
খ. সমাজকর্ম
গ. শিল্প সমাজকর্ম
ঘ. সমাজবিজ্ঞান
২.সমাজকর্ম প্রতিটি মানুষকে কীভাবে তার অধিকার সম্পর্কে সজাগ রাখে?
ক. সচেতনতা সৃষ্টির মাধ্যমে।
খ. দক্ষতা বৃদ্ধির মাধ্যমে
গ. মূল্যবোধের বিকাশ ঘটিয়ে
ঘ. মানসিক অবস্থার বিকাশ ঘটিয়ে
৩ . মানুষকে পরিবর্তিত সামাজিক পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সক্ষম করে তুলতে কোনটি সহায়ক ভূমিকা রাখে?
ক. সমাজবিজ্ঞান
গ. সমাজকর্ম
খ. রাষ্ট্রবিজ্ঞান
ঘ. মনোবিজ্ঞান
৪. সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে সাহায্য করে— কথাটির তাৎপর্য কী?
ক. নাগরিকের মধ্যে দায়িত্ব-কর্তব্যের অনুভূতি সৃষ্টি করে
খ. ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে
গ. ব্যক্তির সামাজিকীকরণকে ফলপ্রসূ করে
ঘ. ব্যক্তির মনোজাগতিক পরিবর্তন ঘটায়
৫. কোনো দেশের প্রকৃত উন্নয়ন কীসের উপর নির্ভরশীল?
ক. খনিজ সম্পদের ওপর
খ.সাংস্কৃতিক উন্নয়নের ওপর
গ. ভারসাম্যপূর্ণ আর্থ-সামাজিক অবস্থার ওপর
ঘ.মানব সম্পদের পরিমাণের ওপর
৬. সমাজকর্ম পরিবেশের সাথে মানুষকে উপযোজনে সাহায্য করে । এখানে ‘উপযোজন' দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ক্রিয়া-প্রতিক্রিয়া
গ. উন্নয়ন করা
খ. খাপ খাইয়ে নেওয়া
ঘ. ভূমিকা পালন করা
৭. সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে কত সালে NASW কর্তৃক প্রকাশিত বিষয়গুলোকে প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হয়?
ক. ১৯৮০ সালে
গ. ১৯৮২ সালে
খ. ১৯৮১ সালে
ঘ. ১৯৮৪ সালে
৮. সমাজকর্মী আফিয়া ও সাহায্যার্থী রাবেয়ার পারস্পরিক সম্পর্ক বলে দেয় যে তারা একটি সুষ্ঠু সমাধানে পৌছাতে সক্ষম হবে। এখানে সমাধান কৌশল সফল হওয়ার যৌক্তিক কারণ কী?
ক. পর্যাপ্ত সম্পদ
খ.পেশাগত সম্পর্ক স্থাপন
গ. নীতির সঠিক প্রয়োগ
ঘ. সম্পদের সর্বোত্তম ব্যবহার
৯. অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম কীভাবে সহায়তা করে?
ক. সামাজিক সুসম্পর্ক তৈরির মাধ্যমে
খ . সকল মানুষের কল্যাণ সাধন করে
গ. জনগণের দক্ষতা বৃদ্ধি করে
ঘ. ব্যক্তিগত সমস্যা সমাধান করে
১০. কীভাবে সমাজকর্ম মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে?
ক. সমাজের অনাকাঙ্ক্ষিত সমস্যা দূর করে
খ. জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে
গ. সমাজে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে
ঘ. রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করে
১১. কাকে Change Agent বলা হয়?
ক. সমাজতত্ত্ববিদকে
খ. সমাজকর্মীকে
গ. রাজনীতিবিদকে
ঘ. শিক্ষককে
১২. আধুনিক সমাজকর্ম কোন ধরনের কার্যক্রমের ওপর বেশি জোর দেয়?
ক. সংশোধনমূলক
খ. উন্নয়নমূলক
গ. প্রতিরোধমূলক
ঘ. প্রতিকারমূলক
১৩. সমাজকর্মকে কেন মূল্যবোধ আশ্রিত পেশা বলা হয়?
ক. মূল্যবোধ সৃষ্টি করতে হয় বিধায়
খ. মূল্যবোধ অনুসরণ করে চলার কারণে
গ. মূল্যবোধকে অগ্রাধিকার দেয়া হয় তাই
ঘ. মূল্যবোধের প্রচার করতে হয় বলে
১৪. কোনটি সমাজকর্মের পরিধিভুক্ত?
ক. মানসিক স্বাস্থ্যসেবা
খ. শারীরিক স্বাস্থ্যসেবা
ঘ.আর্থিক সেবা
গ.বস্তুগত সেবা
১৫. বৈজ্ঞানিক ভিত্তিতে সমাজকর্মে কয় ধরনের জ্ঞান বিদ্যমান?
ক. ৩ ধরনের
গ. ৫ ধরনের
খ. ৪ ধরনের
ঘ. ৭ ধরনের
১৬. সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কী?
ক. সামাজিক সচেতনতা সৃষ্টি
খ. অর্থনৈতিক উন্নয়ন
গ. অবহেলিত শ্রেণির স্বার্থ সংরক্ষণ
ঘ.মানবাধিকার নিশ্চিতকরণ
১৭. কোন দিক থেকে বিবেচনা করলে সমাজকল্যাণ ও সমাজকর্ম দুটিই সুসংগঠিত সাহায্যকারী প্রক্রিয়া?
ক. পরিধিগত
খ. প্রকৃতিগত
গ. উদ্দেশ্যগত
ঘ. প্রক্রিয়াগত
১৮. একটি দেশের সার্বিক সামাজিক উন্নয়নের অন্যতম –
ক. ধর্মহীনতা
খ. নিরক্ষরতা
গ. নারীর নির্ভরশীলতা
ঘ. কুসংস্কার
১৯. সমাজকর্ম কাদের স্বার্থ সংরক্ষণে অধিক তৎপর?
ক. অক্ষম জনগোষ্ঠীর
খ. প্রভাবশালী জনগোষ্ঠীর
গ. নিম্নশ্রেণির জনগোষ্ঠীর
ঘ. বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন
২০. ওয়ার্নার ডব্লিউ বোয়েম এর মতানুযায়ী একজন সমাজকর্মী
যে লক্ষ্য অর্জনে কাজ করবেন—
i. সামাজিক নীতির বিকাশ ও উন্নয়নে
ii. মানুষের হৃত ক্ষমতা পুনরুদ্ধারে
iii. সামাজিক বিপর্যয় প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. i ও iii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. সকল মানুষকে সমস্যার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার
উদ্দেশ্য হলো—
i.সমঅধিকার ভোগের নিশ্চয়তা
ii. সম্পদের সদ্ব্যবহার
iii. নিজ ক্ষমতার পূর্ণ প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. i ও iii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. সমাজকর্মের লক্ষ্য অর্জনে NASW প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো- ঘটানো হলো —
i.সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ
ii. কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা
iii. মানুষের হৃত ক্ষমতার পুনরুদ্ধার করা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. সমাজকর্ম হচ্ছে সমস্যা সমাধানের—
i.আধুনিক বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া
ii.সেবামূলক প্ৰক্ৰিয়া
iii.পরিকল্পিত ও গঠনমূলক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৪. সমাজকর্মকে বিশেষায়িত করা যায়—
i.আর্থিক সাহায্য পরিচালনাকারী কার্যক্রম হিসেবে প্রতিবন্ধকতা হিসেবে কোনটি বিবেচনা করা হয়?
ii. বিশেষ জ্ঞাননির্ভর পদ্ধতি হিসেবে
iii. দক্ষতানির্ভর সেবাকর্ম হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. i ও iii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. সমাজকর্মের উদ্ভব ঘটেছে—'
i .সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে
ii. সামাজিক পরিবেশের সাথে মানুষের সামঞ্জস্য বিধাে জন্য
iii. মানুষের বহুমুখী চাহিদা পূরণের লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url