ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ সাজেশন

 
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

অধ্যায় :১ ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ

 পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



জ্ঞান মূলক প্রশ্ন 

প্রশ্ন-১. মার্গ-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়?
প্রশ্ন-২. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
প্রশ্ন-৩. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়
প্রশ্ন-৪. ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছি
প্রশ্ন-৫. পূর্ব বঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর কে ছিলেন?
প্রশ্ন-৬. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
প্রশ্ন-৭. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

 অনুধাবনমূলক

  •  প্রশ্ন-১. ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে— ব্যাখ্যা করো। 
  •  প্রশ্ন-২.ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝায়?
  • প্রশ্ন-৩. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
  • প্রশ্ন-৪. দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝ?
  • প্রশ্ন-৫. দ্বৈত শাসন বলতে কী বোঝায়?
  • প্রশ্ন-৬. 'ভাগ কর ও শাসন কর' নীতিটি ব্যাখ্যা করো।
  • প্রশ্ন-৭.বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়? 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? 

ক) ১৫০০ 
খ) ১৬০০
গ) ১৭৫০
ঘ) ১৯০০
উ:খ

২.ভারতে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় --

ক) ১৬০০
খ) ১৭৫৭
গ)  ১৭৬০
ঘ) ১৭৫৬
উ:খ

৩.কত সালে পলাশির যুদ্ধ শুরু হয়।

ক) ১৬০০
খ) ১৭৫৭
গ)  ১৭৬০
ঘ) ১৭৫৬
উ:খ

৪.পলাশির যুদ্ধে কে পরাজিত হন। 

ক) শহিদ তিতুমীর
খ) সম্রাট জাহাঙ্গী
গ) নবাব সিরাজউদ্দৌলা
ঘ) লর্ড ক্লাইভ
উ:গ

৫.ভারতবর্ষে প্রথম ঔপনিবেশিক শাসন শুরু হয়

ক) ১৭৫৭ সালে
খ) ১৭৬৫ সালে
গ) ১৮৫৭ সালে
ঘ) ১৮৮৫ সালে
উ:ক

৬.ফোর্ট উইলিয়াম দুর্গ গঠিত হয়েছিল-

ক) ইংরেজদের নিজেদের অবস্থান সুরক্ষিত করার জন্য
খ) কোম্পানির মালামাল চুরি প্রতিরোধের জন্য
গ) টাকশালে নিজস্ব টাকা তৈরির জন
ঘ) বিনা শুল্কে বাণিজ্য করার জন্য
উ:ক

৭.কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানি এলিজাবেথের নিকট থেকে অনুমতি লাভ করে।

ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) নবাব আলীবর্দী খান
গ) সম্রাট জাহাঙ্গীর
ঘ) সম্রাট বাহাদুর শাহ্
উ:গ

৮. দ্বৈতশাসন প্রবর্তন করেন কে?

ক) লর্ড ক্লাইভ
খ) উইলিয়াম হ্যামিল্টন
গ) লর্ড কর্ণওয়ালিস
ঘ)  ওয়ারেন হেস্টিংস
উ:ক

৯.‘চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে?

ক) ১৭৫৭
খ) ১৭৯৩
গ)  ১৯৮৭
ঘ) ১৭৯৭
উ:খ

১০. ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন- 

ক) লর্ড ক্লাইভ
খ) লর্ড কার্জন
গ) লর্ড বেন্টিংক
ঘ)  লর্ড কর্নওয়ালিশ
উ:ঘ

১১. সিপাহী বিদ্রোহ হয় কত সালে?

ক) ১৭৫৭
খ) ১৮৬০
গ) ১৭৬০
ঘ) ১৮৫৭
উ:ঘ

১২. এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়। 

ক) ১৭৫৭ সালে
খ) ১৮৫৭ সালে
গ) ১৮৬১ সালে
ঘ) ১৮৮৫ সালে 
উ:খ

১৩. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়। 

ক)  ১৮৮৫
খ) ১৯০৫
গ) ১৮৯০
ঘ) ১৯১৯
উ;ক

১৪. বঙ্গভঙ্গ কতসালে সংঘটিত হয়েছিল?

ক) ১৯১৯
খ) ১৯০৫
গ) ১৯০৯
ঘ)  ১৯১১
উ:খ

১৫. কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন।

ক) লর্ড কার্জন
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড মাউন্টব্যাটেন
ঘ) লর্ড ওয়ারেন হেস্টিংস
উ:ক

১৬. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের অন্যতম ফল হচ্ছে-

ক)  হিন্দু-মুসলিম সম্পর্কের উন্নতি
খ) অসাম্প্রদায়িকতার উদ্ভব
গ) পশ্চিমবঙ্গের ব্যাপক উন্নতি
ঘ) 'ভাগ কর ও শাসন কর' নীতির বিজয়
উ:ঘ

১৭. অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন—

ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ) মোহাম্মদ আলী জিন্নাহ
গ) খাজা নাজিমউদ্দিন
ঘ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
উ:ক

১৮. নিচের কোন কাজের দ্বারা ব্রিটিশদের "ভাগ কর ও শাসন কর” নীতির পরিচয় পাওয়া যায়? 

ক) দ্বৈত শাসন
খ) কংগ্রেস প্রতিষ্ঠা
গ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
ঘ) বঙ্গবিভাগ
উ:ঘ

১৯. ব্রিটিশদের 'ভাগ কর ও শাসন কর' নীতির উদ্দেশ্য ছিল—

ক) ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
খ)  মুসলমানদের স্বার্থ রক্ষা করা
গ) হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
ঘ) অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা
উ:ক

২০. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 

ক)  ১৯০৫
খ)  ১৯১১
গ)  ১৯০৬
ঘ) ১৯১৬
উ;খ

২১. বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?

ক) মুসলমানদের অভিমান
খ) ব্রিটিশ স্বার্থের রাজনীতি
গ)  হিন্দুদের বিজয়
ঘ) বাঙালির মোহভঙ্গ
উ:খ

২২. মুসলিম লীগ কত সালে গঠন করা হয়েছিল?

ক) ১৮৮৫
খ) ১৯০৫
গ) ১৮৯০
ঘ) ১৯০৬
উ:ঘ

২৩. কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?

ক)  নবাব স্যার সলিমুল্লাহ
খ)  লর্ড কার্জন
গ) নওয়াব আবদুল লতিফ
ঘ) নবাব ভিখারুল মুল্‌ক
উ:ঘ

২৪. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?

ক) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
খ)  মওলানা আবুল কালাম আজাদ
গ) নবাব স্যার সলিমুল্লাহ
ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ
উ:ঘ

২৫. 'একজাতি একরাষ্ট্র” কোন তত্ত্বের মূলমন্ত্র ? 

ক) দ্বি-জাতি তত্ত্ব
খ) প্রজাস্বত্ব
গ) কৃষক-প্রজা তত্ত্ব
ঘ) স্বদেশি তত্ত্ব
উ:ক

২৬.“ভারতে মাত্র দুটি জাতি বাস করে”- উক্তিটি কার? 

ক) মহাত্মা গান্ধী
খ)  সুভাষ চন্দ্র বসু
গ)  মোহাম্মদ আলী জিন্নাহ্
ঘ) জওহরলাল নেহেরু
উ:গ

২৭. লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত তারিখে?

ক) ১০ মার্চ
খ)  ১৩ মার্চ
গ)  ২১ মার্চ
ঘ) ২৩ মার্চ
উ:ঘ

২৮. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

ক)  কর্নওয়ালিস
খ) হার্ডিঞ্জ
গ) ডালহৌসি
ঘ) ক্লাইভ
উ:ক

২৯. ১৯৪০ সালের লাহোর প্রস্তাব কে পেশ করেন?

ক)  এ. কে. ফজলুল হক
খ) মওলানা ভাসানী
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ
উ:ক

৩০. মন্ত্রিমিশন পরিকল্পনা পেশ করা হয় কোন সালে? 

ক) ১৯৪৪
খ) ১৯৪৭
গ) ১৯৪৬
ঘ) ১৯৪৮
উ:গ

সৃজনশীল রচনামূলক

১. অধ্যাপক জাহানারা হক শ্রেণিকক্ষে ভারতীয় উপমহাদেশের অগ্রগতির ইতিহাস আলোচনা করতে গিয়ে বলেন যে, ব্রিটিশ ভারতের তৎকালীন শাসকগণ বহু আইন প্রণয়ন করেন।
 কিন্তু এ আইনগুলো উপমহাদেশের জনগণকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারেনি। তা সত্ত্বেও এ আইনগুলোর মধ্যে সর্বশেষ আইনটি ছিলো ভারতীয় উপমহাদেশের রাজনীতিবিদ ও
 জনগণের জন্য বহুল প্রতীক্ষিত ।
ক. ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 
খ. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 
গ. উদ্দীপকে বর্ণিত আইনের সাথে তোমার পঠিত কোন আইনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের অধ্যাপক জাহানারা হকের বর্ণিত আইনের তাৎপর্য বিশ্লেষণ করো ।
উত্তর উত্তরপত্র বইয়ের পৃষ্ঠা ২১২ এর প্রশ্ন ৫ দেখো ।
২. ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট ভারত মহাদেশ স্বাধীনতা লাভ করে। যে বিখ্যাত আইনের মাধ্যমে ভারতবর্ষের ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, 
সেই আইনের নেপথ্যে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল প্রদত্ত একটি পরিকল্পনা  উল্লেখযোগ্য ভূমিকার দাবি রাখে।
ক. ফরায়েজি আন্দোলন কী?
খ. মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
গ. উদ্দীপকে বর্ণিত কোন আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে? উক্ত আইনের বৈশিষ্ট্য বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত আইনের সাথে গভর্নর জেনারেল প্রদত্ত পরিকল্পনাটির সম্পর্ক বিশ্লেষণ করো।
৩. ভারতবর্ষে প্রশাসনিক সুবিধার্থে 'ক' অঞ্চলটি দুইভাগে ভাগ করা হয়।
এর পিছনে অন্যান্য কারণও ছিল।
ক. পাকিস্তানে প্রথমে সামরিক শাসন জারি করেন কে?
খ. ৩ জুন পরিকল্পনা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে ঘটনাটি ভারতবর্ষের রাজনীতিকে কীভাবে প্রভাবিত করেছে? আলোচনা করো ।
ঘ. উক্ত ঘটনাটি রদের কারণ মূল্যায়ন করো ।
৪. 'X' ও 'Y' দুই বন্ধু। তাদের দেশটি ব্রিটিশ উপনিবেশ দ্বারা শাসিত ছিল। উপনিবেশিক সরকার একটি আইন প্রণয়নের মাধ্যমে দেশটিকে স্বাধীন করে দেয় । ফলে দুই বন্ধু দুই দেশের 
নাগরিকে পরিণত হয় ।
ক. মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত ছিল?
খ. দুর্নীতি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের আইনটির প্রধান বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো । 
ঘ. উক্ত আইনটির গুরুত্ব মূল্যায়ন করো ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url