পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)সাজেশন
অধ্যায় ২ :পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
জ্ঞান মূলক প্রশ্ন
- প্রশ্ন-১.ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন?
- প্রশ্ন-২.মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?
- প্রশ্ন-৩.কত সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়?
- প্রশ্ন-৪.কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
- প্রশ্ন-৫.বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন?
- প্রশ্ন-৬.বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে স্বীকৃতি দেওয়া হয়?
- প্রশ্ন-৭.যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
- প্রশ্ন-৮.কত সালে ছয় দফা দাবি পেশ করা হয়েছিল?
- প্রশ্ন-৯.আগরতলা মামলার আসামি সংখ্যা কতজন ছিলেন?
- প্রশ্ন-১০.সত্তর সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
- প্রশ্ন-১১.অপারেশন সার্চলাইট কী?
অনুধাবনমূলক
- প্রশ্ন-১. ‘তমদ্দুন মজলিশ' কেন গঠন করা হয়েছিল?
- প্রশ্ন-২. ভাষা আন্দোলন বলতে কী বোঝায়?
- প্রশ্ন-৩. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে লেখো ।
- প্রশ্ন-৪. ২৫ মার্চকে 'কালরাত' বলা হয় কেন?
- প্রশ্ন-৫. মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?
- প্রশ্ন-৬. আগরতলা মামলা বলতে কী বোঝায়?
- প্রশ্ন-৭. অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
- প্রশ্ন-৮.বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোন কর্মসূচিকে?
- প্রশ্ন-৯. ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের বিজয়ের তাৎপর্য কী?
- প্রশ্ন-১০. ছয় দফা কর্মসূচির দুটি দফা বর্ণনা করো ।
- প্রশ্ন-১১. মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা করো ।
- প্রশ্ন-১২. মুক্তিযুদ্ধকে কেন জনযুদ্ধক বলা হয়?
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কোনটি?
ক) ভাষাখ) ধর্ম
গ) ঐতিহ্য
ঘ) রাজনৈতিক চেতনা
উ:ক
২.১৯৫২ সালের ভাষা আন্দোলন কীসের বহিঃপ্রকাশ?
ক) বিপ্লবী চেতনাখ) অর্থনৈতিক অধিকার আদায়ের চেতনা
গ) জাতীয়তাবাদের চেতনা
ঘ) স্বাধীনতার লড়াই
উ:গ
৩.পাকিস্তানের শতকরা কতভাগ লোকের ভাষা ছিল উর্দু?
ক) ৩.২৭খ) ১৩.২৭
গ) ৪৮.১২
ঘ) ৪.৫৪
উ:ক
৪. উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'- উক্তিটি কার?
ক) মোহাম্মদ আলী জিন্নাহ্খ) খাজা নাজিমউদ্দিনের
গ) লিয়াকত আলী খানের
ঘ) নূরুল আমীনের
উ:ক
৫. উর্দু ও ইংরেজির সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি পাকিস্তান গণপরিষদে উত্থাপন করেন-
ক) অধ্যাপক আবুল কাশেমখ) এ. কে. ফজলুল হক
গ) হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীঘ
ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত
উ:ঘ
৬.পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?
ক) যোগেন্দ্রনাথ মণ্ডলখ) মোহাম্মদ আলী জিন্নাহ
গ) তমিজ উদ্দিন খান
ঘ) গোলাম মোহাম্মদ
উ:ক
৭.কার নেতৃত্বে 'তমদ্দুন মজলিশ' গঠিত হয়?
ক) অধ্যাপক আবুল কাশেমখ) অধ্যাপক ইউসুফ
গ) অধ্যাপক এমাজউদ্দীন আহমদ
ঘ) অধ্যাপক মনিরুজ্জামান
উ:ক
৮.কত সালে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়?
ক) ১৯৫২খ) ১৯৫৬
গ) ১৯৫৪
ঘ) ১৯৬২
উ:খ
৯.কখন ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয়?
ক) ১৯৯৯ সালেখ) ২০০০ সালে
গ) ১৯৪৮ সালে
ঘ) ১৯৫৬ সালে
উ:ক
১০. বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে মর্যাদা দেওয়া হয়?
ক) ১৯৯৯ সালেখ) ১৯৫৪ সালে
গ) ১৯৫৬ সালে
ঘ) ২০০১ সালে
উ:গ
১১. যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
ক) ১৯৫১খ) ১৯৫৪
গ) ১৯৫২
ঘ) ১৯৭১
উ:খ
১২. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
ক) গোলাপ ফুলখ) হারিকেন
গ) নৌকা
ঘ) বাঘ
উ:গ
১৩. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট মোট কতটি আসন লাভ করে?
ক) ১৬৭খ) ২৩৬
গ) ২২৩
ঘ) ২২১
উ:গ
১৪. ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের ২১ দফায় মূল দফা কী ছিল?
ক) পূর্ব পাকিস্তানের স্বাধীনতাখ) বাংলাকে রাষ্ট্রভাষা করা
গ) রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন
ঘ) জমিদারি প্রথা উচ্ছেদ
উ:খ
১৫. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
ক) মুসলিম লীগখ) যুক্তফ্রন্ট
গ) কমিউনিস্ট পার্টি
ঘ) কংগ্রেস
উ:খ
১৬.১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?
ক) ১৬৭খ) ২২৩
গ) ১৮৮
ঘ) ২৩৬
উ:খ
১৭. যুক্তফ্রন্টের ২১ দফায় জমিদারি প্রথা সম্পর্কে কী বলা হয়েছিল?
ক) জমিদারি প্রথা উচ্ছেদখ) জমিদারি প্রথার সম্প্রসারণ
গ) জমিদারি প্রথা চালু
ঘ) জমিদার প্রথা হ্রাস
উ:ক
১৮. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক) এ.কে. ফজলুল হকখ) মওলানা ভাসানী
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উ:ক
১৯. আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কত সালে?
ক) ১৯৫৪খ) ১৯৫৬
গ) ১৯৫৫
ঘ) ১৯৫৮
উ:গ
২০. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি আসন লাভ করেছিল?
ক) ১৬২খ) ১৬৯
গ) ১৬৭
ঘ) ১৭০
উ:গ
২১. অপারেশন সার্চলাইট কবে সংঘটিত হয়?
ক) ২৫ মার্চ ১৯৭১খ) ২৭ মার্চ ১৯৭১
গ) ২৩ মার্চ ১৯৭১
ঘ) ২৬ মার্চ ১৯৭১
উ:ক
২২.“বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ” জারি করা হয়-
ক) ২৫ মার্চ, ১৯৭১ সালেখ) ১০ এপ্রিল, ১৯৭১ সালে
গ) ২৬ মার্চ, ১৯৭১ সালে
ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১ সালে
উ:খ
২৩. মুজিবনগর সরকারকে শপথবাক্য পাঠ করান কে?
ক) কমরেড মণিসিংখ) আবদুল হামিদ
গ) আবদুল হান্নান
ঘ) অধ্যাপক ইউসুফ আলী
উ:ঘ
২৪. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানখ) সৈয়দ নজরুল ইসলাম
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) এ. এইচ. এম. কামারুজ্জামান
উ:কক
২৫. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) সৈয়দ নজরুল ইসলামখ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) এম. মনসুর আলী
উ:গ
২৬. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
ক) সৈয়দ নজরুল ইসলামখ) তাজউদ্দীন আহমদ
গ) ক্যাপ্টেন (অবঃ) এম. মনসুর আলী
ঘ) এ.এইচ.এম. কামারুজ্জামান
উ:গ
২৭. মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের-
ক) ২৫ মার্চখ) ১০ এপ্রিল
গ) ২৬ মার্চ
ঘ) ২০ মে
উ:খ
২৮. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কৃত তারিখে?
ক) ১৫ এপ্রিল, ১৯৭১খ) ১৬ এপ্রিল, ১৯৭১
গ) ১৭ এপ্রিল, ১৯৭১
ঘ) ১৮ এপ্রিল, ১৯৭১
উ:গ
২৯. স্বাধীনতা সংগ্রামে আপামর জনগণ ছিল নিবেদিত প্রাণ। এর যথার্থ কারণ হলো—
ক) পাক-বাহিনীর নির্যাতন বন্ধ করাখ) রাজনৈতিক অধিকার লাভ করা
গ) পাক বাহিনীকে সীমানা থেকে বিতাড়িত করা
ঘ) যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করা
উ:ঘ
৩০. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
ক) সৈয়দ নজরুল ইসলামখ) খন্দকার মোশতাক আহমেদ
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) তাজউদ্দীন আহমদ
উ:গ
৩১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গন কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
ক) ১০খ) ১১
গ) ১২
ঘ) ১৩
উ:খ
সৃজনশীল রচনামূলক
১. 'ক' একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু তার প্রতিবাদে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তীব্র আন্দোলন গড়ে তোলে।ক. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
খ. মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা করো।
গ. উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে কোন ঐতিহাসিক আন্দোলনের সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. 'ক' রাষ্ট্রে পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।
২. বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে গঠিত অস্থায়ী সরকার অত্যন্ত দক্ষতার সাথে সঠিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে মাত্র নয় মাসের মধ্যে দেশকে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে সক্ষম হন।
ক. অপারেশন সার্চলাইট কী?
খ. ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকের তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? উক্ত সরকারের গঠন বর্ণনা করো।
ঘ. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।
৩. 'ক' রাষ্ট্রের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষাকে বাদ দিয়ে সংখ্যালঘিষ্ঠ জনগণের ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে চাইলে সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। এর ফলে শাসকগোষ্ঠী দাবি মানতে বাধ্য হয়।
ক. অপারেশন সার্চলাইট কী?
খ. ১৯৬৯ সালের গণভ্যুত্থানের ২টি কারণ লেখো ।
গ. উদ্দীপকে আলোচিত আন্দোলনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়?
ঘ. উক্ত আন্দোলনটি কীভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ভূমিকা রেখেছিল? আলোচনা করো।
৪. 'ক' একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু তার প্রতিবাদে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তীব্র আন্দোলন গড়ে তোলেন ।
ক. অপারেশন সার্চলাইট কী?
খ. কী উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়?
গ. উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে কোন ঐতিহাসিক আন্দোলনের সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. জাতীয় জীবনে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url