শর্করা (Carbohydrate)
তথ্যকণিকা(Information): শর্করা (Carbohydrate)
শর্করা (Carbohydrate):
সর্বাধিক কমনের কার্বন (C), হাইড্রোজেন (H) ও অক্সিজেনের (O) সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য গঠিত। কার্বোহাইড্রেটে C. H. O- এর অনুপাত ১:২:১। চাল, গম, আলু, মিষ্টি আলু,ভুট্টা,চিনি,গুড়,মধু,সাগু,বার্লি, সবজি ইত্যাদি শর্করা সমৃদ্ধ খাদ্য। শর্করা জাতীয় খাদ্য দেহে শোষিত হওয়ার পর খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। মানবদেহে প্রায় ৩০০-৪০০ গ্রাম শর্করা করে দেহে শক্তি জোগায়। মানবদেহে প্রায় ৩০০-৪০০ গ্রাম শর্করা জমা থাকতে পারে। বয়স, দেহের ওজন, উচ্চতা, পরিশ্রমের মাত্রার উপর শর্করার চাহিদা নির্ভর করে। একজন পূর্ণবয়স্ক পুরুষের শর্করার দৈনিক চাহিদা তার দেহের প্রতি কিলোগ্রাম ওজনের ৪.৬ গ্রাম হয়ে থাকে। একজন ৬০ কেজি ওজনের পুরুষের গড়ে প্রতিদিন শর্করা চাহিদা = (৬০X৪.৬ গ্রাম) বা ২৭৬ গ্রাম।
আমাদের মোট প্রয়োজনীয় ক্যালরির শতকরা ৬০-৭০ ভাগ শর্করা হতে করা দরকার।
কার্বহাইড্রেটের শ্রেণিবিভাগ। রাসায়নিক গঠন অনুসারে শর্করাকে তিন ভাগে বাগ করা হয়েছে।
যথা:-
মনোস্যাকারাইড এক অণু বিশিষ্ট । যেমন- গ্লুকোজ (C8H12O6).
ফ্রুক্টোজ, গ্যালাকেটাজ ।ড্রাইস্যাকারাইড দুই অণু বিশিষ্ট শর্করা।
যেমন- সুক্রোজ, ল্যাক্টোজ, ম্যালটোজ ইত্যাদি। সুক্রোজকে ইক্ষুচিনি বা বিটচিনি বলা হয়।
১ অণু সুক্রোজ ১ অণু গ্লুকোজ + ১ অণু ফ্রুক্টোজ ।
পলিস্যাকারাইড বহু অণু বিশিষ্ট শর্করা। যেমন- গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ ইত্যাদি।
রাফেজ:
শস্যদানা, ফল ও সবজির কিছু অংশ যা হজম বা পরিপাক হয় না এমন তন্তুময় বা আঁশযুক্ত অংশ রাফেজ নামে পরিচিত।ফল বা সবজির রাফেজ সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর ছাড়া আর কিছুই নয় ।রাফেজ হজম হয় না। রাফেজ পরিপাকের পর অপরিবর্তিত থাকে। এই অপরিবর্তিত রাফেজ মানবদেহে মল তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে।
১. কার্বোহাইড্রেট C, H, O- এর অনুপাত কত?
ক. ১:১:২খ. ১:২:১
গ. ১:৩:২
ঘ. ১:৩:১
উত্তর: খ
২.চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত?
ক. কার্বোহাইড্রেট জাতীয়খ. স্নেহ জাতীয়
গ. ধাতব লবণ জাতীয়
ঘ. ভিটামিন জাতীয়
উত্তর: ক
৩."মিষ্টি কুমড়া' কোন ধরনের খাদ্য?
ক. শ্বেতসারখ. আমিষ
গ. স্নেহ জাতীয়
ঘ. ভিটামিন
উত্তর: ক
8.নিচের কোনটি ডাইস্যাকারাইড?
ক. গ্লুকোজখ. ফ্রুক্টোজ
গ. ম্যান্টোজ
ঘ. রাফিনোজ
উত্তর: গ
৫.সুক্রোজ গঠিত হয়-
ক.১ অণু গ্লুকোজ এবং ১ অণু ফ্রুক্টোজ দ্বারাখ.১ অণু গ্লুকোজ এবং ১ অণু গ্যালাকটোজ দ্বারা
গ. ২ অণু গ্লুকোজ দ্বারা
ঘ. ২ অণু ফ্রুক্টোজ দ্বারা
উত্তর: ক
৬.ইক্ষুচিনি বা বিটচিনি বলা হয় কোনটিকে?
ক. ফ্রুক্টোজখ. গ্লুকোজ
গ. সুক্রোজ
ঘ. রাইবুলোজ
উত্তর: গ
৭.নিচের কোনগুলো মনোস্যাকারাইড--
ক. গ্লুকোজখ. সুক্রোজ
গ. মালটোজ
ঘ. ফ্রুক্টোজ
উত্তর: ক
৮. Cellulose which is the indigestible component of-
A. ProteinB. Carbohydrate
C. Fat
D. Vitamin
Ans: B
৯'Constipation' শব্দের বাংলা অর্থ-
ক. সংবিধান গ. কোষ্ঠকাঠিন্যখ. নির্বাচনী এলাকা
ঘ. কোনোটিই নয়
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url