গুণগত রসায়ন

গুণগত রসায়ন

অধ্যায় ২: গুণগত রসায়ন

 অধ্যায় ২:গুণগত রসায়ন সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



রসায়ন ১ম পত্র

রসায়ন সাজেশন(এইচএসসি)

পেজ সূচিপত্র : অধ্যায় ২:গুণগত রসায়ন

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।



জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. বর্ণালি কাকে বলে?

প্রশ্ন-২. নেসলার বিকারক কাকে বলে? 

প্রশ্ন-৩. অরবিটাল কী?

প্রশ্ন-৪. পলির বর্জননীতি কী? 

প্রশ্ন-৫. কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দাও।

প্রশ্ন-৬. Fe3+ এর ইলেকট্রন বিন্যাস লেখো ।

প্রশ্ন-৭. হুণ্ডের নিয়ম লেখো । প্রশ্ন-৮. ক্রোমাটোগ্রাফি কী?

 প্রশ্ন-৯. আউফবাউ নীতিটি বিবৃত করো ।

প্রশ্ন-১০. অরবিট কী?

প্রশ্ন-১১. ইলেকট্রন বিন্যাস কী?

প্রশ্ন-১২. দ্রাব্যতা কাকে বলে? 

প্রশ্ন-১৩. হেনরি সূত্র লেখো ।

প্রশ্ন-১৪. দ্রাবক নিষ্কাশন কী?প্রশ্ন-১৫. কোয়ান্টাম লম্ফ কী?

প্রশ্ন-১৬. ক্রোমোটোগ্রাফির দুইটি দশা কী কী?

প্রশ্ন-১৭. সম্পৃক্ত দ্রবণ কাকে বলে?

প্রশ্ন-১৮. বোর পরমাণু মডেল কী?

প্রশ্ন-১৯. অযুগ্ম ইলেকট্রন কী?

প্রশ্ন-২০. সহকারী কোয়ান্টাম সংখ্যা কী?

প্রশ্ন-২১. ইলেকট্রনের ঘূর্ণন কয়টি দিকে হতে পারে?

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-২২. ডেমোক্রিটাস কে ছিলেন?

উত্তর: ডেমোক্রিটাস একজন গ্রীক দার্শনিক।

প্রশ্ন-২৩. তেজস্ক্রিয় রশ্মি কী?

উত্তর: যেসব রশ্মি অস্বচ্ছ পদার্থের ভিতর দিয়ে গমন করতে পারে, গ্যাসের মধ্য দিয়ে গমনকালে গ্যাসকে আয়নিত করে এবং অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে তাকে তেজস্ক্রিয় রশ্মি বলে। 

প্রশ্ন-২৪. ডেমোক্রিটাস কর্তৃক প্রথম প্রস্তাবটি কী ছিল?

উত্তর: ডেমোক্রিটাস কর্তৃক প্রথম প্রস্তাবটি ছিল- সকল বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নামক অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত।

প্রশ্ন-২৫. সর্বপ্রথম কখন বস্তুর গঠন সম্পর্কে ধারণা লাভ করা যায়? 

উত্তর: প্রায় আড়াই হাজার বছর পূর্বে সর্বপ্রথম বস্তুর গঠন সম্পর্কে ধারণা লাভ করা যায়।

প্রশ্ন-২৬. রাদারফোর্ডের পরমাণু মডেলের অন্য নাম কী?

উত্তর: রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম- Solar System Atom Model বা সৌর মডেল ।

প্রশ্ন-২৭, রাদারফোর্ডের পরীক্ষায় কীসের পাত ব্যবহার করা হয়েছিল? 

উত্তর: রাদারফোর্ডের পরীক্ষায় পাতলা (0.0004 cm) স্বর্ণপাত ব্যবহার করা হয়েছিল।

প্রশ্ন-২৮, রাদারফোর্ডের পরমাণু মডেল কীসের সাথে সাদৃশ্যপূর্ণ? 

উত্তর: রাদারফোর্ডের পরমাণু মডেল সৌরজগতের গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ । 

প্রশ্ন-২৯. পরমাণুর নিউক্লিয়াসে কোন ধরনের চার্জ থাকে? 

উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক (+) চার্জ থাকে ।

প্রশ্ন-৩০. আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কী পাত ব্যবহার করা হয়? 

উত্তর: আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পাতলা সোনার পাত ব্যবহার করা হয়। 

প্রশ্ন-৩১. আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পাতের পিছনে কীসের পর্দা থাকে? 

উত্তর: আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পাতের পিছনে জিঙ্ক সালফাইড (ZnS) এর আবরণযুক্ত গোলাকার পর্দা থাকে।

প্রশ্ন-৩২, প্লাঙ্কের ধ্রুবক কী?

উত্তর: আলো বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র শক্তির নির্দিষ্ট একক প্যাকেট বা কোয়ান্টামরূপে বিকিরিত হয় এবং এর মান 6.626 × 1034 Js। এটিই প্লাঙ্কের ধ্রুবক ।

প্রশ্ন-৩৩, আইসোটোন কী? 

উত্তর: যে সব মৌলের নিউট্রন সংখ্যা সমান, কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোন বলে ।

প্রশ্ন-৩৪, আইসোটোপ কী? 

উত্তর: একই মৌলের বিভিন্ন পরমাণু, যাদের পারমাণবিক সংখ্যা একই (অর্থাৎ প্রোটন সংখ্যা একই), কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা বিভিন্ন হয়, তাদেরকে আইসোটোপ বলে। 

প্রশ্ন-৩৫. কোন মৌলের পরমাণুতে নিউট্রন নাই?

উত্তর: হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রন নেই ।

প্রশ্ন-৩৬. পরমাণুর মূলকণিকা কয়টি?

উত্তর: পরমাণুর মূল কণিকা হল তিনটি ইলেকট্রন, নিউট্রন, প্রোটন ।

প্রশ্ন-৩৭. স্থায়ী মূল কণিকা বলতে কী বুঝ ?

উত্তর: যে সব মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে।

প্রশ্ন-৩৮. পারমাণবিক সংখ্যা কী?

উত্তর: কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, প্রোটনের সে সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে।

প্রশ্ন-৩৯. ইলেকট্রন কোথায় থাকে?

উত্তর: নিউক্লিয়াসের বাইরে অনুমোদিত কক্ষপথে পরমাণুর ইলেকট্রনগুলো থাকে।

প্রশ্ন-৪০, a কণা কী?

উত্তর: দুটি প্রোটন ও দুটি নিউট্রনের সমন্বয়ে গঠিত হিলিয়াম নিউক্লিয়াসই হলো x কণা ( Het)। α

প্রশ্ন-৪১. পরমাণুর শক্তিস্তর কাকে বলে?

উত্তর: পরমাণুতে ইলেকট্রনসমূহ নির্দিষ্ট শক্তিসম্পন্ন কতগুলো স্থায়ী কক্ষপথে কোনরূপ শক্তি বিকিরণ না করে ঘুরতে থাকে। ঐ কক্ষপথগুলোকে পরমাণুর শক্তিস্তর বলে ।

প্রশ্ন-৪২. কীসের ভিত্তিতে বোর তাঁর পরমাণু মডেল উপস্থাপন করেন? 

উত্তর: কোয়ান্টাম বলবিদ্যা।

প্রশ্ন-৪৩. বোর পরমাণু মডেল কোন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত? 

উত্তর: বোর পরমাণু মডেল কোয়ান্টাম তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত

প্রশ্ন-৪৫. তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাংক কী?

উত্তর: তরঙ্গদৈর্ঘ্য: তড়িৎ চুম্বকীয় রশ্মির তরঙ্গের দুটো চূড়া বা দুটো খাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গদৈর্ঘ্য (A.) বলে ।

কম্পাঙ্ক: তরঙ্গ গঠনকারী কণা প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক (v) বলে।

প্রশ্ন-৪৬. ডি. ব্রগলির সমীকরণটি লেখ ও পদসমূহের পরিচয় দাও ।

উত্তর: ডি ব্রগলির সমীকরণটি হলো: A.

=

h      ---------------------------MATH HOBA 

mv

যেখানে, 2 = তরঙ্গদৈর্ঘ্য, m= কণার ভর v = কণার বেগ এবং h = প্লাঙ্কের ধ্রুবক ।

প্রশ্ন-৪৭. কোয়ান্টাম তত্ত্ব কী?

উত্তর: প্লাঙ্কের মতে আলো বিচ্ছিন্ন শক্তি যা প্যাকেট আকারে বিকিরিত হয় এবং এই বিকিরিত ফোটনের শক্তি বিকিরণের স্পন্দন সংখ্যার সমানুপাতিক এবং এটাই কোয়ান্টাম তত্ত্ব।

প্রশ্ন-৪৮. ইলেকট্রনের উপশক্তি স্তর কী?

উত্তর: নিউক্লিয়াসের বাইরে কিন্তু এর শক্তি ক্ষেত্রের মধ্যে অবস্থিত এমন একটি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন পাবার সম্ভাবনা সর্বাধিক সেই অঞ্চলকে ইলেকট্রনের উপশক্তিস্তর বলে।

প্রশ্ন-৪৯. ' দ্বারা কী নির্দেশিত হয়?

উত্তর: '/' দ্বারা সহকারী কোয়ান্টাম সংখ্যা বুঝায় ।

প্রশ্ন-৫০. প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে?

উত্তর: পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে যে নির্দিষ্ট শক্তিস্তরগুলো রয়েছে তাদের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে।

প্রশ্ন-৫১. প্রধান কোয়ান্টাম সংখ্যা n-এর মান বড় হলে পরমাণুর আকার কীরূপ হবে?

উত্তর: প্রধান কোয়ান্টাম সংখ্যা n-এর মান বড় হলে পরমাণুর আকারও বড় হবে।

প্রশ্ন-৫২. পরমাণুতে কতটি d অরবিটাল থাকতে পারে? 

উত্তর: পরমাণুতে পাঁচটি d অরবিটাল থাকতে পারে।

প্রশ্ন-৫৩. d অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 

উত্তর: d অরবিটালের ইলেকট্রনের ধারণ ক্ষমতা 10টি।

প্রশ্ন-৫৪. নোড কী? 

উত্তর: নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা শূন্য তাকে নোড বলে।

প্রশ্ন-৫৫. ক্যান্সারের ক্ষেত্রে MRI দ্বারা কী করা হয়?

উত্তর: ক্যান্সার আক্রান্ত টিস্যু MRI দ্বারা শনাক্ত করা যায় ।

প্রশ্ন-৫৬. অনুরণন কম্পাঙ্ক কী?

উত্তর: যে কম্পাঙ্ক MRI মেশিনে প্রয়োগ করলে H-পরমাণুর প্রোটন (p) চৌম্বক ক্ষেত্রের বিপরীতে অবস্থান করে তাকে অনুরণন কম্পাঙ্ক বলে। 

প্রশ্ন-৫৭. Cr(24) এর ইলেকট্রন বিন্যাস করো । 

উত্তর: Cr(24) → 1s 2s2 2p 3s 2 3p 3d 4s' ।

প্রশ্ন-৫৮. Fe" এর ইলেকট্রন বিন্যাস লেখো । 

উত্তর: Feat (26) 1s 2s 2p 382 3p 3d

প্রশ্ন-৫৯. Cu2+ এর ইলেকট্রন বিন্যাস লেখো ।

উত্তর: Cu2+ 1s 2 2s 2 2p 6 3s 2 3p 3d

প্রশ্ন-৬০, কোন অরবিটালের ক্ষেত্রে হুণ্ডের সূত্র প্রযোজ্য নয়?

উত্তর: s অরবিটালের ক্ষেত্রে হুণ্ডের সূত্র প্রযোজ্য নয়।

প্রশ্ন-৬১. কোন ধরনের অরবিটালের ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়? উত্তর: পূর্ণ এবং অর্ধ পূর্ণ অরবিটালের ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়।

প্রশ্ন-৬২. বর্ণালি কী? 

উত্তর: পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণের ফলে এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গমন করে, এর ফলে যে আলোক প্যাড সৃষ্টি হয় তাই বর্ণালী ।

প্রশ্ন-৬৩, জীম্যান প্রভাব কী? 

উত্তর: জীম্যান প্রভাব হলো— ‘বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে প্রতিটি পারমাণবিক বর্ণালি রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে। চুম্বক ক্ষেত্রের মান যতই বৃদ্ধি করা যাবে রেখার বিভক্তিকরণের পরিমাণ ততই বৃদ্ধি পাবে।

প্রশ্ন-৬৪. অবিচ্ছিন্ন বর্ণালি কী?

উত্তর: যে সকল বর্ণালিতে দৃশ্যমান অঞ্চলের সব কম্পাঙ্কের অংশ বিদ্যমান থাকে তাকে অবিচ্ছিন্ন বর্ণালি বলে।

প্রশ্ন-৬৫. পারমাণবিক বর্ণালি কী?

উত্তর: ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে স্থানান্তরের সময় শক্তির শোষণ বা বিকিরণের ফলে সৃষ্ট বর্ণালী হলো পারমাণবিক বর্ণালী।

প্রশ্ন-৬৬, তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন কীভাবে গঠিত হয়?

উত্তর: একটি তড়িৎক্ষেত্র এবং একটি চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত হয়। তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন।

প্রশ্ন-৬৭. তড়িৎ চৌম্বকীয় বর্ণালিতে দৃশ্যমান অঞ্চলের ব্যাপ্তি কত? 

উত্তর: 380 থেকে 780nm তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত।

প্রশ্ন-৬৮. কোন আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি? 

উত্তর: বেগুনী আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি।

প্রশ্ন-৬৯. রংধনু সৃষ্টি হয় কেন?

উত্তর: বৃষ্টি কণার মধ্যে আলোর প্রতিসরণের জন্য রংধনু সৃষ্টি হয়। 

প্রশ্ন-৭০. তড়িৎ চুম্বকীয় বিকিরণ কী? 

উত্তর: তড়িৎ ও চৌম্বকক্ষেত্রের কম্পনের ফলে সঞ্চালিত শক্তিকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলে।

প্রশ্ন-৭১. রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত?

উত্তর: রশ্মির তরঙ্গদৈর্ঘ্য > 10 "m | Y

প্রশ্ন-৭২. তড়িৎ চৌম্বকীয় বর্ণালি কী?

উত্তর: বিভিন্ন প্রকার তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশনকে তাদের তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধির ক্রমানুসারে পরপর সাজালে যে সম্পূর্ণ বর্ণালী পাওয়া যায়, তাকে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী বলে ।

জাল পাসপোর্ট / টাকা শনাক্তকরণে UV-রশ্মির ব্যবহার 

প্রশ্ন-৭৩, জাল পাসপোর্ট কী দ্বারা শনাক্ত করা হয়?

 উত্তর: জাল পাসপোর্ট অতিবেগুনী রশ্মি দ্বারা শনাক্ত করা হয় । 

প্রশ্ন-৭৪, পাসপোর্ট বা টাকায় কীসের জলছাপ দেয়া থাকে?

 উত্তর: পাসপোর্ট বা টাকায় UV রশ্মির জলছাপ দেয়া থাকে। 

প্রশ্ন-৭৫, অনুপ্রভা কী?

উত্তর: UV-রশ্মি পরমাণু কর্তৃক শোষিত হয় এবং পরবর্তীতে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান রশ্মির নিঃসরণ ঘটে। এই ঘটনাকে অনুপ্রভা বলে।

প্রশ্ন-৭৬, জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? 

উত্তর: জাল টাকা শনাক্তকরণে UV রশ্মি ব্যবহার করা হয়। 

প্রশ্ন-৭৭. IR রশ্মি কী?

| উত্তর: দৃশ্যমান আলোর লাল বর্ণের অঞ্চলের পর অদৃশ্য যে অঞ্চল | আবির্ভূত হয় যার তরঙ্গদৈর্ঘ্য (780-10nm এর মধ্যে তাকে IR (Infrared) বা অবলোহিত রশ্মি বলে।

প্রশ্ন-৭৮, IR রশ্মির ব্যবহারকে চিকিৎসা ক্ষেত্রে কী বলে?

উত্তর: চিকিৎসা ক্ষেত্রে IR রশ্মির ব্যবহারকে বলা হয় অবলোহিত থার্মোগ্রাফী (Infrared thermography)।

প্রশ্ন-৭৯. FIR Therapy চিকিৎসাক্ষেত্রে কী নামে পরিচিত? 

উত্তর: FIR Therapy চিকিৎসা ক্ষেত্রে Medical Infrared Thermography নামে পরিচিত।

প্রশ্ন-৮০. MRI কী?

উত্তর: MRI হলো Magnetic Resonance Imaging অর্থাৎ চৌম্বক অনুরণন প্রতিচ্ছবিকরণ যা MRI মেশিনের সাহায্যে রোগীর শরীরের সংশ্লিষ্ট অঙ্গের স্ক্যান করে কম্পিউটারে প্রাপ্ত সিগন্যালকে প্রসেস করে

আক্রান্ত অঙ্গের ত্রিমাত্রিক প্রতিচ্ছবি ধারণ করা হয়।

প্রশ্ন-৮১, শিখা পরীক্ষায় কীসের তার ব্যবহার করা হয়? 

উত্তর: শিক্ষা পরীক্ষায় প্লাটিনাম বা নাইক্রোমের তার ব্যবহার করা হয়। 

প্রশ্ন-৮২. শিখা পরীক্ষায় কীসের সাহায্যে কোন মৌল বা আয়ন শনাক্ত করা হয়?

উত্তর: শিখা পরীক্ষায় বিভিন্ন মৌল বা আয়ন বিভিন্ন বর্ণের শিখা উৎপন্ন করে। এই বর্ণের পার্থক্য থেকে মৌল বা আয়ন শনাক্ত করা যায়। 

প্রশ্ন-৮৩. শিখা পরীক্ষায় Na এর লবণ কোন বর্ণ সৃষ্টি করে? উত্তর: শিক্ষা পরীক্ষায় Na এর লবণ উজ্জ্বল সোনালি হলুদ বর্ণ সৃষ্টি কর।

প্রশ্ন-৮৪, শিখা পরীক্ষায় Pb এর লবণ কোন বর্ণ সৃষ্টি করে । উত্তর: শিখা পরীক্ষায় Pb হালকা নীল বর্ণ সৃষ্টি করে।

প্রশ্ন-৮৫, সম-আয়ন প্রভাব কী? 

উত্তর যে প্রক্রিয়ায় দুইটি তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে একটি মৃদু বা দুর্বল হলে তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থের উপস্থিতিতে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা হ্রাস পায় তাকে সম-আয়ন প্রভাব বলে।

প্রশ্ন-৮৬, পানির আয়নিক গুণফল কী? 

উত্তর: বিশুদ্ধ পানির জন্য,

K = [OH] [H] ই হলো পানির আয়নিক গুণফল।

-W

প্রশ্ন-৮৭, আয়নিক গুণফল কী? 

উত্তর: আয়নিত অবস্থায় কোনো পদার্থের আয়নসমূহের ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে ।

প্রশ্ন-৮৮, দ্রাব্যতার গুণফল কী? 

উত্তর: কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তড়িৎ বিশ্লেষ্য লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়নসমূহের গ্রাম প্রতি লিটার বা মোল প্রতি লিটার এককে ঘনমাত্রার গুণফলকে সংশ্লিষ্ট লবণের দ্রাব্যতার গুণফল বলে ।

প্রশ্ন-৮৯, দ্রাব্যতা কী?

উত্তর: কোনো নির্দিষ্ট তাপমাত্রায় গ্রামে প্রকাশিত যে পরিমাণ দ্রব 100.g দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে ঐ পরিমাণ দ্রব হলো ঐ দ্ভবের দ্রাব্যতা।

প্রশ্ন-৯০, অদ্রবণীয় যৌগ কী?

উত্তর: 100 cm' আয়তনে 0.1g এর কম দ্রবণীয় দ্রবসমূহকে অদ্রবণীয় যৌগ বলা হয়।

প্রশ্ন-৯১. আয়নিক যৌগ পানিতে কী অবস্থায় থাকে?

উত্তর; আয়নিক যৌগ পানিতে ক্যাটায়ন ও অ্যানায়নে বিয়োজিত অবস্থায় থাকে।

প্রশ্ন-৯২ দ্ৰাৰ্যতা গুণফল কোন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য? 

উত্তর: দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য ।

প্রশ্ন-৯৩, কোনো যৌগ কখন অধঃক্ষিপ্ত হয়?

উত্তর: যখন কোনো যৌগের উপাদান ক্যাটায়ন এবং অ্যানায়নের গাঢ়তার গুণফল তার দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করবে তখন যৌগটি অধঃক্ষিপ্ত হবে।

প্রশ্ন-৯৪. মজুদ দ্রবণ কাকে বলে?

উত্তর: পরীক্ষায় সরবরাহকৃত নমুনা লবণ যে তরলে দ্রবীভূত হয় তাকে দ্রাবক হিসেবে ব্যবহার করে যে দ্রবণ প্রস্তুত করা হয় তাকে মজুদ দ্রবণ বলে ।

প্রশ্ন-৯৫, বণ্টন গুণাঙ্ক কাকে বলে?

উত্তর: যদি কোন দ্রব দুটি পরস্পর অমিশ্রণীয় দ্রাবক A ও B এর মধ্যে বণ্টিত হয়ে সাম্যাবস্থার সৃষ্টি করে তাহলে স্থির তাপমাত্রায়,

A তে দ্রবের ঘনমাত্রা

B তে দবের ঘনমাত্রা ধ্রুবক (kn); একে বণ্টন গুণাঙ্ক বলা হয়। 

প্রশ্ন-৯৬. নেসলার বিকারক কী? 

উত্তর: ক্ষারীয় পটাসিয়াম টেট্রাআয়োডো মারকিউরেট (II) এর দ্রবণকে নেসলার বিকারক (KHgla) বলে।

প্রশ্ন-৯৭. বলয় পরীক্ষা কী?

উত্তর: নাইট্রেট মূলক শনাক্তকরণে বাদামী বর্ণের পেটা আকুয়া নাইট্রোসো ক্রোস সালফেট উৎপন্ন হয় যা দুই তরলের মাঝখানে বলয়াকার স্তর গঠন করে; যা বলয় পরীক্ষা নামে পরিচিত

প্রশ্ন-৯৮. কেলাসন কী?

উত্তর: কেলাসন হলো একটি রাসায়নিক কঠিন তরল বিচ্ছেদ কৌশল যেখানে দানা বাঁধা একটি বিশুদ্ধ কঠিন স্বচ্ছ তরল দ্রবণ থেকে একটি দ্রবীভূত পদার্থ ভর স্থানান্তর ঘটে।

প্রশ্ন-৯৯, কেলাসন প্রক্রিয়ায় Activated Carbon ব্যবহার করা হয় কেন?

উত্তর: উৎপন্ন কেলাসের ঘোলা ভাব দূর করার জন্য কেলাসন প্রক্রিয়ায় Activated Carbon ব্যবহার করা হয়।

প্রশ্ন-১০০. একটি তরল পদার্থ বিশুদ্ধ কিনা তা কীভাবে বুঝবে? 

উত্তর: যদি কোন তরল যৌগের স্থির স্ফুটনাংক, ঘনত্বের নির্দিষ্ট মান ও স্থির প্রতিসরণাংক থাকে তখন ঐ তরল যৌগকে বিশুদ্ধ তরল হিসেবে ধরা হয়।

প্রশ্ন-১০১. স্ফুটনাঙ্ক কাকে বলে?

উত্তর: যে তাপমাত্রায় কোন তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে ঐ তরলের স্ফুটনাঙ্ক বলে।

প্রশ্ন-১০২. বাষ্প পাতন কী?

উত্তর: যে সকল জৈব যৌগ পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে বিয়োজিত না হয়ে স্টীম প্রবাহে বাষ্পীভূত হয় তাদেরকে অনুদ্বায়ী অপদ্রব্যের মিশ্রণ থেকে স্টীম প্রবাহের মাধ্যমে পাতন করে

 পৃথকীকরণ করার পদ্ধতিকে বাষ্প পাতন বলে।

প্রশ্ন-১০৩, বাষ্পপাতন প্রক্রিয়ায় কোন ধরনের যৌগকে পৃথক করা যায়? 

উত্তর: যে সকল জৈব যৌগ পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না তাদেরকে বাষ্পপাতন প্রক্রিয়ায় পৃথক করা যায়।

প্রশ্ন-১০৪. কোন ধরনের যৌগগুলো ঊর্ধ্বপাতিত হয়?

উত্তর: যে সকল কঠিন যৌগের বাষ্পচাপ তাদের উপরিস্থিত বায়ুচাপ অপেক্ষা অধিক, তারাই সাধারণত ঊর্ধ্বপাতিত হয়।

প্রশ্ন-১০৫. ক্রোমাটোগ্রাফি শব্দের আভিধানিক অর্থ কী? উত্তর: ক্রোমাটোগ্রাফি শব্দের আভিধানিক অর্থ বর্ণ লিখন ।

প্রশ্ন-১০৬ R কী? 

উত্তর: পেপার ক্রোমাটোগ্রাফীতে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ও দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাতকে R দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন-১০৭. প্রধানত ক্রোমাটোগ্রাফিকে কত ভাগে ভাগ করা হয়?

উত্তর: পৃথকীকরণের কৌশলের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়

প্রশ্ন-১০৮. রাসায়নিক বিশ্লেষণ কী?

উত্তর: যে বিশ্লেষণ পদ্ধতিতে পরীক্ষাগারে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে কোন অজানা নমুনা শনাক্তকরণ এবং উপস্থিতির পরিমাণ নির্ণয় করা হয়, তাকে রাসায়নিক বিশ্লেষণ বলা হয় ।

প্রশ্ন-১০৯. ব্রাইন কী?

উত্তর: সোডিয়াম ক্লোরাইডের (NaCl) জলীয় দ্রবণকে ব্রাইন বলে । 

প্রশ্ন-১১০. নিউক্লিয় ফিউশান কী?

উত্তর: যে নিউক্লিয় বিক্রিয়ায় দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট ভিন্ন মৌল তৈরি করে, তাকে নি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 ১. 25°C তাপমাত্রায় Al(OH), এর দ্রাব্যতা গুণফল 3.7 x 10-15 হলে Al(OH), এর দ্রাব্যতা কত হবে? 

A) 1.08 x 10-10.mol. L-1

B) 1.08 x 108 mol.L!

C) 1.08 x 10- 4 molL-1

D) 2.18 x 10 mol.L-1

E) 3.28 x 104 mol.L

ANS:C

২.কোন জৈব পদার্থের 24 g 100 cm' জলীয় দ্রবণে দ্রবীভূত আছে। কী পরিমাণ পদার্থ ঐ দ্রবণ হতে নিষ্কাশিত হবে যদি প্রতিবারে 50 cm 3 ইথার দ্রবণ দ্বারা দুই বার নিষ্কাশন করা হয়?

 ইথার এবং পানিতে পদার্থটির বণ্টন গুণাঙ্ক ইথারের অনুকূলে 4।

A) 9.12g

B) 14.52 g

C) 21.33 g.

D) 11.23 g

E) 18.13 g

ANS:C

৩.কোয়ান্টাম সংখ্যার নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়?------------------

A) n=2, 1 = 1, m=1,s=+2

B)  n = 3, 1 = 2, m = -2, s =

C) n=3,1=0,m = 1, s=+1/2

D)  n=4,1=2, m=-1, s=+2

ANS:C

৪. একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 540nm । নিচের কোনটি এর

বিকিরণের বর্ণ নির্দেশ করে? 

A) বেগুনি

B) সবুজ

C) হলুদ

D) লাল

ANS:B

৫.o এর প্রকৃত ভর 15.9949 amu হলে প্রতিটি নিউক্লিয়নের বন্ধন শক্তি MeV তে কত হবে? (নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের ভর যথাক্রমে 1.0086, 1.0078 এবং 0.00054 amu) 

A) 12

B) 8

C) 10

D) 4

ANS:B

৬.দ্রবণে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল যদি — 

i. দ্রাব্যতার গুণফলের সমান হয় তবে দ্রবণটি সম্পৃক্ত হবে 

ii. দ্রাব্যতার গুণফলের কম হয়, তবে দ্রবণটি অসম্পৃক্ত হবে 

iii. দ্রাব্যতার গুণফলের বেশি হয়, তবে দ্রবণটি অধঃক্ষিপ্ত হবে 

iv. দ্রাব্যতার গুণফলের বেশি হয়, তবে দ্রবণটি অসম্পৃক্ত ও অধঃক্ষিপ্ত হবে।

নিচের কোনটি সঠিক?

A) iও ii

B) il ও iii

C) illও iv

D)i ও iii

E) i, ii ও iii

ANS:E

৭.নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে Q নির্ণয় করো। 

A) Th M

B) BNB

10. → P.-----------------------   PIC LAGBA


৮. 100 cm' জলীয় দ্রবণে 30 g দ্রব দ্রবীভূত আছে। প্রতিবার 100 cm করে তিনবারে মোট 300 cm' ইথার নিষ্কাশন করলে ঐ জলীয় দ্রবণে কী পরিমাণ পদার্থ থেকে যাবে? বণ্টন গুণাঙ্ক পানির অনুকূলে

A).251 

B) 5.54 g

C) 8.23 g

D) 10.93C

E) 14.12g

ANS:C

৯নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যার সেটের সবচেয়ে বেশি শক্তি রয়েছে? 

A) n = 4, 1 = 0, m = 0 and s = +1/2

B) n = 4, 1 = 0, m = 0 and s = -1/2

C) n = 3, 1 = 0, m = 0 and s = +1/2

D) n = 3, 1 = 1, m = 0 and s = +1/ 2

E) n=3,1=2, m = 0 and s=+1/2

ANS:E

১০.30°C ও 55°C তাপমাত্রায় কোনো একটি দ্রব্যের দ্রাব্যতা যথাক্রমে 50 ও 90 | 30°C তাপমাত্রায় 50g দ্রবণকে 55°C তাপমাত্রায় উন্নীত

করা হলো। এ অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম অতিরিক্ত দ্রব্যের প্রয়োজন হবে?

A) 10.12 g

B) 12.65 g

C) 16.66 g

D) 11.48 g

E) 13.33 g

ans:e

১১. 25°C উষ্ণতায় পানির আয়নিক গুণফল কত?

a) 1.0 × 107

b) 1.0 x 10-7

c) 1.0 x 10-14

D) 1.0 x 1014

ans:c

১২. অ্যামিনো এসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি

(chromatography)পদ্ধতিটি সবচেয়ে ভালো? 

a) কাগজ ক্রোমাটোগ্রাফি (paper chromatography)

b) কলাম ক্রোমাটোগ্রাফি (column chromatography)

c) গ্যাস ক্রোমাটোগ্রাফি (gas chromatography) 

d) পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি (thin layer chromatography)

ans:a

১৩. কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়।

A) এক্সরে আল্ট্রাসাউন্ড

B) রেডিও ওয়েভ

C) আন্ট্রাসাউন্ড 

D) মাইক্রো ওয়েভ\

ans:c

১৪.একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা 12, 25 362 কোন পদ্ধতিতে এই তিনটি পদার্থকে পৃথক করা যাবে?

A) আংশিক কেলাসন

B) কেলাসন

C) দ্রাবক নিষ্কাশন

D) আংশিক পাতন

ANS:A

১৫.সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? 

A) 5

B) 10

C) 13

D) 11

ANS:B

১৬.অক্সিজেন কতটি আইসোটোপ পাওয়া যায়

A) একটি

B) দুইটি

C) তিনটি

D) চারটি

ANS:C

১৭.নিচের কোনটি 'flame test' এ 'Golden yellow' প্রতীয়মান হয়?

A) Cu

B) Ca

C) Na

D) K

ANS:C

১৮. কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল পরমাণুর ইলেকট্রন বিন্যস্ত হয় না? 

A) আউফবাউ নীতি

B) হুন্ডের নিয়ম

c) VSEPR তত্ত্ব

D) পাউলির বর্জন নীতি

Ans:c

১৯. নিচের কোন প্রযুক্তিটি জালনোট শনাক্তকরণে ব্যবহৃত হয়?

A) NMR

b) UV rays

C) MRI

D) DOT

ans:b

২০. নিচের কোনটি মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয়?             

A) UV

B) radio wave

C) IR

D) MRI

ans:d

২১.ক্রোমোটোগ্রাফির দশা কয়টি? 

a) 2

b) 3

c) 1

d) 4

ans:a

২২.স্পিরিট ল্যাম্প সম্বন্ধে-সত্য নিচের কোনটি? 

a) সাশ্রয়ী

b) শিখায় তাপমাত্রা বেশি

c) শিখা নিয়ন্ত্রণ করা যায়

d) ইথানল এর জ্বালানি

ans:d

২৩.নিচের কোন মৌলটির (একমাত্র) স্থায়ী আইসোটোপ আছে?

a) Na

b) Fe

c) K

d) Ca

ans:b

২৪.পারদের রেখা বর্ণালিতে কোন রংটি সুষ্পষ্টভাবে পাওয়া যায়?

a) নীল

b) কমলা

c) হলুদ

d) আসমানি

ans:b

২৫. কোবাল্ট কাচের ভিতর দিয়ে ক্যালসিয়ামের শিখা দেখতে কেমন হয়?

a) ইটের মতো লাল

b) হালকা সবুজ

c) গাঢ় লাল

d) নীলাভ সবুজ

ans:b

২৬. Far-IR রশ্মি নিচের কোন কাজে ব্যবহৃত হয়? [ 18-191

a) জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে

b) বেদনা উপশমে

c) সিটি স্ক্যানিং এর

d) জাল টাকা শনাক্তকরণে

ans:b

২৭. বিজোড় ইলেকট্রনযুক্ত অণু কোনটি?

a) NO

b) CO2

c) O2

d) H2

ans:a

২৮. নেলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়?

a) Cu2*

b) At

c)NH4

d) Na+

ans:c

২৯. পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে?

a) বোর পরমাণু মডেল

b) কোয়ান্টাম বলবিদ্যা

c) রাদারফোর্ড পরমাণু মডেল

d) আউফবাউ নীতি

ans:b

৩০. কোন উপস্তরটি সম্ভব নয়? 

a) 2d

b) 4f

c) 3p

d) 1s

ans:a

৩১. Fe" আয়নের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত?

a) 5

b) 3

c) 4

d) 2

ans:c

৩২. 25°C তাপমাত্রায় AgCl এর দ্রাব্যতা গুণফল 1 x 10" হলে Cr

আয়নের ঘনমাত্রা moIL এ কত হবে?

a) 10 × 10-5

b) 1x 10-4

c) 1x 10-5

D1x-10-4

ans:c

৩৩. পরমাণুর অরবিটালে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 

a) 2d এর পূর্বে 2p তে ইলেকট্রন প্রবেশ করবে

b) d তে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে

c) একটি অরবিটালে প্রবেশকৃত দুইটি ইলেকট্রনের স্পিন একইমুখী থাকবে

d) 5s ও 3p এর মধ্যে 5s কম শক্তিসম্পন্ন

ANS:B

৩৪. একটি অন্ধকার ঘরে সরু ছিদ্র দিয়ে সূর্যের আলো প্রবেশ করলে আলোক রশ্মির মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জ্বল আলোক বিন্দু দেখা যায়। এরূপ আলোক বিন্দু সৃষ্টির কারণ নয় কোনটি?

A) ধূলিকণার সাইজ 2nm-500nm এর মধ্যে থাকা 

B) টিন্ডাল প্রভাব

C) বায়ু ও ধূলিকণার সমসত্ত্ব মিশ্রণ

D) ধূলিকণার ব্রাউনীয় গতি\

ANS:C

৩৫. NaCl এর বৈশিষ্ট্য কোনটি?

A) পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না

B) জলীয় দ্রবণে ও গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না 

C) গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ

D) উদ্বায়ী লবণ

ANS:C

৩৬. নিচের কোনটিতে সর্বাধিক বিজোড় ইলেকট্রন রয়েছে?

A) Mg 2+

B) V3+

C) TI

D) Fe3+

ANS:D

৩৭. অজৈব লবণের গ্রুপ বিশ্লেষণে গ্রুপ- IIIA এর গ্রুপ বিকারক হচ্ছে- চি. জি.

A)AHCI+H2S

B) _NH,CH+NHCH

C) NH4CI+NH4,OH+H2S

D) HCI

ANS:C

৩৮. দ্রবণে Cu + আয়ন পরীক্ষার জন্য প্রয়োজন ..

A) NH4OH solution

B) BaCl solution

C) AgNO3 solution

D) Fehling solution

ANS:A

৩৯. 30 °C তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা 5.0 g / L হলে 400mL সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে?

A) 4g

B) 2g

C) 3g

D) 5g

ANS:B

৪০. সকল মৌলের পরমাণুতেই সাধারণ মূল কণিকা হিসেবে কোনটি উপস্থিত থাকে? 

A) পজিট্রন

B) ইলেকট্রন

C) নিউটন

D) সবগুলো

ANS:B

৪১. কোন প্রক্রিয়াটি কঠিন যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয় না?

A) পরিস্রাবণ

B) পাতন

C) কেলাসন 

D) ক্রোমাটোগ্রাফি\

ANS:B

৪২. Cu* আয়নের দ্রবণে অধিক NH, OH দ্রবণ যোগ করলে কি বর্ণ সৃষ্টি হয়?

A) হালকা নীল

B) গাঢ় নীল

C) বাদামী

D) সবুজ

ANS:B

৪৩. প্লাঙ্কের ধ্রুবকের মান

A) 6.626 x 10 34 Js

B) 66.26 x 10-35 Js

C) 662.6 x 10-36 JS

D) উপরের সবগুলো

ANS:A

৪৪. কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোটি লাল বর্ণের?

A) 620 nm

B) 610nm

C) 360 nm

D) 650nm

ANS:D

8৫. 30°C তাপমাত্রায় 100g পানিতে নিচের দ্রবগুলোর দ্রাব্যতার ক্রম—

A) KCl < NaCl < KNO3 < NaNO3 

B) KNO < NaNO KCI < NaCl

C) NaCIKCI<NINO, < KNO,

D) KCI<NaCl < NaNO, <KNO,

ANS:A





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url