সবাই কাছাকাছি

 অধ্যায় ১৩: সবাই কাছাকাছি

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

বিজ্ঞান সাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ১৩: সবাই কাছাকাছি

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.যোগাযোগের মৌলিক নীতিমালা- ৪টি।
  • ২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বলা হয়- বর্তমান যুগকে।
  • ৩. মাইক্রোফোন শব্দ শক্তিকে রূপান্তর করে- তড়িৎশক্তিতে।
  • ৪. মাইক্রোফোনের মধ্যে ধাতুর পাতলা পাতটির নাম- ডায়াফ্রাম । 
  • ৫. স্থায়ী চুম্বক থাকে- স্পিকারে।
  • ৬. স্পিকারের বায়ুফাকে (Air gap) থাকে ভয়েস কয়েল 
  • ৭. নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ- এনালগ সংকেত। 
  • ৮. উৎস অনুসারে সংকেত- দুই প্রকার।
  • ৯. কন্ঠস্বর তড়িৎ সংকেতে রূপান্তরিত হয়- কডলেস ফোনে। 
  • ১০. রঙিন টেলিভিশনের মৌলিক রং- নীল
  • ১১. রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয়— ফসফরাসের দানা দিয়ে। 
  • ১২. ডিজিট অর্থ- সংখ্যা।
  • ১৩. ফ্যাক্স আবিষ্কার করেন- বিজ্ঞানী আলেকজান্ডার।
  • ১৪. টেলিভিশনে চিত্র প্রেরণ সম্ভব হয় – ১৯২৬ সালে।
  • ১৫. কম্পিউটারের আউটপুট ডিভাইস— প্রিন্টার । 
  • ১৬. সকল নেটওয়ার্কের জননী- ইন্টারনেট।
  • ১৭. ১৯৬৯ সালে চালু হয় ইন্টারনেট।
  • ১৮. কম্পিউটারের প্রাণ- সফটওয়্যার।
  • ১৯. কম্পিউটার থেকে দূরে বসা উচিত- ৫০-৬০ সে.মি. । 
  • ২০. ইন্টারনেট নির্ভর যোগাযোগ মাধ্যম – ই-মেইল।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. যোগাযোগ কাকে বলে?

উত্তর: যোগাযোগ হলো এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বা এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে কথাবার্তা, চিন্তাভাবনা বা তথ্যের আদান-প্রদান বা বিনিময়। 

প্রশ্ন-২. মাইক্রোফোন কী?

উত্তর: মাইক্রোফোন হলো এমন একটি যন্ত্র যা শব্দ শক্তিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে।

 প্রশ্ন-৩. অডিও সংকেত কী? 

উত্তর: কোনো বক্তা বা উপস্থাপকের কথা বা কন্ঠস্বর বা যেকোনো শব্দ তরঙ্গকে মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয়। এই রূপান্তরিত তড়িৎ সংকেতই হলো অডিও সংকেত।

 প্রশ্ন-৪. ফ্যাক্স কী? 

উত্তর: ফ্যাক্স হলো তার বা রেডিওর সাহায্যে ছবি, চিত্র, ডায়াগ্রাম বা যেকোনো লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ ও গ্রহণের একটি ইলেকট্রনিক ব্যবস্থা।

প্রশ্ন-৫. কম্পিউটার শব্দের অর্থ কী?

উত্তর: কম্পিউটার শব্দের অর্থ হলো গণক বা হিসাবকারী।

প্রশ্ন-৬. ই-মেইল কী?

উত্তর: ই-মেইল বা ইলেকট্রনিক মেইল হলো ইন্টারনেটের · মাধ্যমে বন্ধু-বান্ধব, সহপাঠী, আত্মীয় স্বজন বা সহকর্মীদের সাথে দ্রুত যোগাযোগের উপায়।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. যোগাযোগের নীতিমালা বলতে কী বোঝায়?

উত্তর: একজন প্রেরক ও একজন গ্রাহকের মধ্যে যোগাযোগের জন্য কয়েকটি নিয়মনীতি অনুসরণ করতে হয় যা না করলে যোগাযোগ অর্থবহ হয় না। এসব নিয়মনীতিকে বলা হয় যোগাযোগের মৌলিক নীতিমালা । প্রেরক ও গ্রাহকের উপস্থিতি, যোগাযোগের ভাষা সঠিক তথ্য আদান-প্রদান, সৌজন্যবোধ ইত্যাদি যোগাযোগের নীতিমালার অন্তর্ভুক্ত।

প্রশ্ন-২. ডিজিটাল সংকেত বলতে কী বোঝায়?

উত্তর: ডিজিটাল কথাটি এসেছে ডিজিট বা সংখ্যা কথাটি থেকে। ডিজিটাল সংকেত বলতে বোঝায় সেই যোগাযোগ সংকেতকে, যাদের প্রত্যেককে পৃথকভাবে চেনা যায়। এ ব্যবস্থায় বাইনারি কোড অর্থাৎ ০ ও ১ এর সাহায্য নিয়ে যেকোনো তথ্য, সংখ্যা, অক্ষর, বিশেষ সংকেত ইত্যাদি বোঝানো ও প্রেরিত হয়। ডিজিটাল সংকেত দ্বারা প্রত্যেক সংকেতকে স্বতন্ত্রভাবে চেনা যায় ।

প্রশ্ন-৩. এনালগ সংকেত বলতে কী বোঝায়?

উত্তর: এনালগ সংকেত হলো সেইসব সংকেত যাদের ঘটনার মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়। অডিও ও ভিডিও ভোল্টেজ হলো এনালগ সংকেতের উদাহরণ ।

প্রশ্ন-৪. ইন্টারনেটকে সকল নেটওয়ার্কের সমষ্টি বলা হয় কেন?

উত্তর: ইন্টারনেট হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক, যা সংযুক্ত করেছে ২০০ এর চেয়েও বেশি দেশের প্রায় ৪,০০,০০০ ছোট ছোট নেটওয়ার্ক। অনেকগুলো নেটওয়ার্ক মিলে এই নেটওয়ার্ক তৈরি হয় বলে একে সকল নেটওয়ার্কের সমষ্টি বলা হয়। 

প্রশ্ন-৫. যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট গুরুত্বপূর্ণ কেন?

উত্তর: কম্পিউটার ব্যবহারকারী স্থানীয়ভাবে বা সমগ্র বিশ্বে ইন্টারনেট মেইল বা ই-মেইলের সাহায্যে বার্তা আদান-প্রদান করতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যে ই-মেইল বার্তা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারে এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বার্তা সেকেন্ডের মধ্যেই আসতে পারে। ইন্টারনেট ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগে সময় ও খরচও কম লাগে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অতি দ্রুত ও সহজে যোগাযোগ করা

 যায় বলেই যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেট বেশি সুবিধাজনক।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.যোগাযোগের মৌলিক নীতিমালা কয়টি? 

ক)১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি

উ:ঘ

২.বর্তমান যুগকে কোন যুগ বলা হয়? 

ক) শিল্প ও কারখানার যুগ

খ) ব্যবসা ও বাণিজ্যের যুগ

গ)স  শিক্ষা ও সংস্কৃতির যুগ

ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ

উ:ঘ

৩. মাইক্রোফোনের মধ্যে ধাতুর পাতলা পাতটির নাম কী?

ক)  ডায়াফ্রাম

খ) স্পিকার 

গ) মাউথপিস

ঘ) ইয়ারপিস

উ:ক

৪.স্পিকারের বায়ুফাকে (Air gap) কোনটি থাকে?

ক) স্থায়ী চুম্বক

খ) ভয়েস কয়েল

গ) ডায়াফ্রাম

ঘ) ইলেকট্রনগান

উ:খ

৫.স্পিকার তড়িৎ সংকেতকে কীসে পরিবর্তন করে।

ক)  শক্তিতে

খ) ছবিতে

গ) শব্দে

ঘ) বায়ুতে

উ:গ

৬.কোন সংকেতকে নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ? 

ক) অডিও

খ) ডিজিটাল

গ) এনালগ

ঘ)   ভিডিও 

উ:গ

৭.কোন সংকেতকে স্বতন্ত্রভাবে চেনা যায়? 

ক)  এনালগ সংকেত

খ) ডিজিটাল সংকেত

গ) অডিও সংকেত

ঘ) ভিডিও সংকেত

উ:খ

৮.রঙিন টেলিভিশনে মৌলিক রং কোনটি?

ক) সাদা

খ) নীল

গ) কালো

ঘ হলুদ

উ:খ

৯.রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয় কিসের দানা দিয়ে?

ক) সোডিয়াম

খ) সালফার

গ)  সিলিকন

ঘ) ফসফরাস

উ:ঘ

১০. সকল নেটওয়ার্কের জননী কোনটি?

ক) ইমেইল 

খ) ইন্টারনেট 

গ) টেলিফোন 

ঘ) মোবাইল

উ:ঘ

১১. কত সালে ফ্যাক্স আবিষ্কার হয়।

ক) ১৮৪২

খ) ১৮৫৩

গ) ১৮৪৩

ঘ)  ১৮৫২

উ:ক

১২. কত সালে টেলিভিশনে চিত্র প্রেরণ সম্ভব হয়?

ক) ১৯৬০ সালে

খ) ১৯৩০ সালে

গ) ১৯২৬ সালে

ঘ) ১৯৫০ সালে

উ:গ

১৩.টেলিভিশনে ভিডিও সংকেত পাঠাতে হলে প্রতি সেকেন্ডে কয়টি স্থির ছবি পাঠাতে হবে? 

ক) ২০টি

খ). ২৫টি

গ) ৩০টি

ঘ) ৩৫টি

উ:খ

১৪. কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস?

ক)  স্ক্যানার 

খ)  মাউস.

গ) প্রিন্টার 

ঘ) কি-বোর্ড

উ:ক

১৫. কম্পিউটার থেকে কত দূরত্বে বসা উচিত?

ক) ৩০-৪০ সে.মি.

খ)  ২০-৩০ সে.মি.

গ)  ৪০-৫০ সে.মি.

ঘ) ৫০-৬০ সে.মি.

উ:ঘ

১৬. টেলিভিশন— 

i. শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে

ii. তড়িৎ সংকেতকে বিবর্ধিত করে

iii. তড়িৎ সংকেতকে শব্দ সংকেতে রূপান্তরিত করে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

১৭. ইনপুট ডিভাইস হলো— 

i. মাউস ও মনিটর

ii. কি-বোর্ড ও মাউস

iii. স্ক্যানার ও মাইক্রোফোন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

নিচের অনুচ্ছেদ হতে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :

এক সাথে রিমা প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা কম্পিউটার ব্যবহার করে। এ কারণে তার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।

১৮. রিমার দীর্ঘদিন কম্পিউটার ব্যবহারে কী রোগ হয়েছে?

ক) কম্পিউটার ডিজিস

খ) কম্পিউটার ভিশন রোগ

গ) কম্পিউটার ভিশন সিনড্রোম

ঘ) Out ভিশন সিনড্রোম

উ:গ

১৯. রিমার রোগটির লক্ষণগুলো—

i. চোখ জ্বালাপোড়া করে 

ii. চোখ শুষ্ক হয়ে যাওয়া

iii. চোখ চুলকানো 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

সৃজনশীল প্রশ্ন

S.
ক-রেডিও
খ-টেলিভিশন
গ-স্মার্টফোন
ঘ-কম্পিউটার
ক. LAN কাকে বলে?
খ. এনালগ সংকেত বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ‘খ’ যন্ত্রটির খবর সম্প্রচার প্রক্রিয়া ব্যাখ্যা করো। 
ঘ. উদ্দীপকের যন্ত্রগুলোর অনিয়ন্ত্রিত ব্যবহার ঝুঁকিপূর্ণ— ব্যাখ্যা করো।
২.। সাত্তার সাহেব অফিসে চিঠিপত্র পাঠানোর জন্য টেলিফোন লাইনের সাথে যুক্ত একটি মেশিন ব্যবহার করেন। একদিন তার বন্ধু অফিসে এসে বলল বর্তমানে Gmail, yahoo ইত্যাদি 
ব্যবহার করে দেশে-বিদেশে সব ধরনের তথ্য বিনিময় করা যায়।
ক. স্পিকার কাকে বলে?
খ. কম্পিউটার আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন?
গ.উদ্দীপকে সাত্তার সাহেবের ব্যবহৃত যন্ত্রের কর্মপদ্ধতি ব্যাখ্যা করো। 
 ঘ. সাত্তার সাহেবের ব্যবহৃত যন্ত্রের পরিবর্তে বন্ধুর বর্ণিত তথ্য বিনিময় কৌশল ব্যবহার করা যুক্তিযুক্ত কি না— যাচাই করো। 
৩.কেয়া ও হিয়া দুই বোন একই সঙ্গে পড়াশুনা করে কিন্তু অধিকাংশ সময় তারা মোবাইল গেম খেলে। এতে লেখাপড়ায় তারা অমনোযোগী হয়ে পড়ছে এবং কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে। 
ক. X-Ray কাকে বলে?
খ. রেডিওথেরাপি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কেয়া ও হিয়ার প্রযুক্তিটির কার্যক্রম ব্যাখ্যা করো। 
ঘ. প্রযুক্তিটি অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্ট সমস্যাবলি বিশ্লেষণ করো।
৪. শাহিনা বেগম একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাকে দীর্ঘক্ষণ ধরে কম্পিউটারের কাজ করতে হয়। এতে তার মাথা ব্যথাসহ নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়।
ক. হার্ডওয়্যার কী?
খ. ইন্টারনেট ব্যবহারের সুবিধা লেখো।
গ. শাহিনা বেগমের মাথা ব্যথাসহ আর কি কি সমস্যা হতে পারে? 
ঘ. তার সমস্যা দূরীকরণের উপায়গুলো বিশ্লেষণ করো। 
৫. কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ সাহেবকে বেশির ভাগ সময় কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে কাজ করতে হয়।
ক. স্পিকার কাকে বলে?
খ. এনালগ ও ডিজিটাল সংকেতের মধ্যে দুটি পার্থক্য লেখো । 
গ. উদ্দীপকে উল্লিখিত যন্ত্রটির গঠন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের যন্ত্রটি অধিক ব্যবহারের সৃষ্ট সমস্যা ও সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ করো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url