বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য

 অধ্যায় ১৩: বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



 ভূগোল  সাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ২: মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.পরিবেশের ভারসাম্য রক্ষা করে চালাতে হবে- উন্নয়ন কর্মকাণ্ড।
  • ২. কৃষি এবং শিল্পের উন্নয়নকে ত্বরান্বিত করে- যোগাযোগ । 
  • ৩. ক্লোরোফ্লোরো কার্বনের সংকেত- CFC ।
  • 8. CFC গ্যাস পরিমাণ বৃদ্ধি পেলে কমে যায়- বৃষ্টিপাত। 
  • ৫. মাটির আর্দ্রতা কমে যায়- বৃষ্টির অভাবে।
  • ৬.পুকুরের পানিতে অক্সিজেন হ্রাস পায়নতুন কীটপতঙ্গ জন্মালে । 
  • ৭. পুকুরে ৩য় পর্যায়ের খাদক- বড় মাছ।
  • ৮. জনসংখ্যা বৃদ্ধিতে নষ্ট হচ্ছে- প্রাণীর আবাসস্থল।
  • ৯. বনজ সম্পদের অতিরিক্ত ব্যবহারের ফলে বিলুপ্ত হচ্ছে- বন্য প্রাণী । 
  • ১০. বন ও পাহাড় কাটলে বৃদ্ধি পায়— ভূমিক্ষয়।
  • ১১. বাংলাদেশে স্তন্যপায়ী রয়েছে- ১১৯ ধরনের।
  • ১২. সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেলে জলমগ্ন হবে- সাতক্ষীরা, বরিশাল। 
  • ১৩. পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। 
  • ১৪. তাপমাত্রা এবং শৈত্যপ্রবাহ বৃদ্ধি পেয়েছে— উত্তরাঞ্চলে। 
  • ১৫. রয়েল বেঙ্গল টাইগার পাওয়া যায়- সুন্দরবনে।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১.পানিতে অক্সিজেনের ঘাটতি হলে কোন শ্রেণীর খাদকের সমস্যা হবে?

উত্তর: পানিতে অক্সিজেনের ঘাটতি হলে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী খাদকের সমস্যা হবে।

 প্রশ্ন-২.বাস্তুসংস্থান কী?

উত্তর: পরিবেশের প্রতিটি উপাদান একটি শৃঙ্খলের মধ্যে বসবাস করে, একে বাস্তুসংস্থান বলে। যেমন- জলজ বাস্তুসংস্থান।

প্রশ্ন-৩. পরিবেশের ভারসাম্য রক্ষার অমূল্য সম্পদ কোনটি?

উত্তর: জীববচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষার অমূল্য সম্পদ।

প্রশ্ন-৪. জীববৈচিত্র্য কাকে বলে? 

উত্তর: একই পরিবেশে বহু ধরনের উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক অবস্থানকে জীববৈচিত্র্য বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর: প্রাকৃতিক পরিবেশের প্রতিটি উপাদান একটি অপরটির উপর নির্ভরশীল। উদ্ভিদ, ক্ষুদ্রজীব, প্রাণী, মানুষ প্রত্যেকে পরিবেশের একটি সহনশীল অবস্থায় বসাবস করে। পরিবেশের সহনশীল অবস্থার পরিবর্তন হলে এই নির্ভরশীলতা ব্যহত হয়। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ (ঘূর্ণিঝড়, শৈত্যপ্রবাহ) সৃষ্টি হয়, যা মানুষ ও পরিবেশের ব্যাপক ক্ষতি করে থাকে।এ কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। 

প্রশ্ন-২. বাংলাদেশে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলাফল ব্যাখ্যা করো।

উত্তর: গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হয়ে পড়বে। উষ্ণতা বৃদ্ধি পেয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে । এতে করে সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, নোয়াখালী জলমগ্ন হয়ে পড়বে। এছাড়া ভূনিম্নস্থ পানিতে লোনা পানি প্রবেশের ফলে উদ্ভিদ জন্মানোর স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হবে। 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.উন্নয়ন কী?

ক) নতুন কিছু সৃষ্টি

খ) অভাব পূরণ

গ) জীবনযাত্রার মান বৃদ্ধি

ঘ) কোনো কিছুর উপযুক্ততা বৃদ্ধি

উ:ঘ

২.কোন ধরনের উন্নয়ন দেশের জন্য মঙ্গলজন---

ক) সার্বিক ও স্বাচ্ছ

খ)  স্থিতিশীল

গ) ভারসাম্যপূর্ণ

ঘ) টেকসই ও পরিবেশবান্ধব

উ:ঘ

৩.কৃষি ও শিল্পকে ত্বরান্বিত করে কোনটি? 

ক) স্থিতিশীল রাজনীতি

খ) যোগাযোগ

গ) দক্ষ শ্রমিক

ঘ) সরকারের ভর্তুকী

উ:খ

৪.কোনটি ক্লোরোফ্লোরো কার্বনের সংকেত? 

ক) FeO

খ) O CO

গ) H.CO

ঘ) CFC

উ:ঘ

৫.CFC গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পরোক্ষ ফল কোনটি?

ক) বন্যা বেশি

খ)  বৃষ্টিপাত কম

গ) খরা বেশি

ঘ) জলোচ্ছ্বাস ক

উ:খ

৬.পুকুরে নতুন কীটপতঙ্গ জন্মালে কী হয়?

ক) মাছের খাদ্য কমবে

খ) পানি দুর্গন্ধ হবে

গ)পানি দূষণ হবে।

ঘ) পানিতে অক্সিজেন হ্রাস পাবে

উ:ঘ

৭.বড় মাছ কোন পর্যায়ের খাদক?

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়

ঘ)  সর্বোচ্চ

উ:গ

৮.সস্থল  বাস্তুসংস্থান নষ্ট হওয়ার পরোক্ষ----

ক) জলমগ্নতা

খ) গোচ্ছ্বাস 

গ) সংক্রামক রোগ বৃদ্ধি ক.

ঘ) উত্তপ্ততা বৃদ্ধি

উ:গ 

৯.প্রাণীর আবাসস্থল সংকোচনের কারণ কী?

ক) পাহাড় ধস

খ) মৃত্তিকা

গ) পানি দূষণ

ঘ) জনসংখ্যা বৃদ্ধি

উ:ঘ

১০. বনজ প্রাণি ধ্বংসের কারণ কী?

ক) গাছপালা কমে যাওয়া

খ) গাছ কম লাগানো

গ) প্রাকৃতিক দুর্যোগ

ঘ) বনজ সম্পদের অধিক ব্যবহার

উ:ঘ

১১.গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে?

ক) সাতক্ষীরা

খ) দিনাজপুর

গ) রংপুর 

ঘ)  চাঁদপুর 

উ:ক

১২.বাংলাদেশের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা জানার জন্য কোন পর্যায়ে সমীক্ষা করা প্রয়োজন?

ক) স্থানীয়

খ) এলাকা

গ) জাতীয়

ঘ) আন্তর্জাতিক

উ: গ

১৩. ভূমিনিম্নস্থ পানি অধিক ব্যবহারের ফলে-

i. ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে 

ii. পানি দূষিত হচ্ছে 

iii. লবণাক্ত পানি তলদেশে প্রবেশ করছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i,iiও iii

উ: খ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

একদিন মামার সাথে সুন্দরবন দেখতে গেলে সুমি বিভিন্নন্ন ধরনের জীব ও বৃক্ষাদি দেখতে পায়। সে মামার কাছে জানতে পারে অতীতে এ বনে আরও বেশি জীবজন্তু ও গাছপালা ছিল।

১৪. উদ্দীপকে সুমির দেখা বনভূমিতে পাওয়া যায়-

ক) কড়াই, গজারি

খ) শাল, সেগুন

গ) গরান, গোলপাতা

ঘ) চাপালিশ, তেলসুর

উ:গ

১৫. উক্ত বনভূমি ধ্বংস হলে-

i. ভূগর্ভস্থ পানির লবণাক্ততা বাড়বে। 

ii. উদ্ভিদ জন্মানোর পরিবেশ নষ্ট হবে

iii. জলোচ্ছাসে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i,iiও iii

উ: ঘ

সৃজনশীল প্রশ্ন 

১. সুমনা বেগম উত্তরাঞ্চলের বাসিন্দা। তিনি খেয়াল করেন ইদানিং তার বসবাসকৃত অঞ্চলে গরমের সময় প্রচণ্ড গরম এবং শীতের সময় শৈত্য প্রবাহ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও একটি বিষয় অনুভব করেন 
যে, উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদনের জন্য পরিবেশের ভারসাম্য ব্যাহত হচ্ছে। 
ক. এসডিজি এর পূর্ণরূপ লেখো?
খ. বাংলাদেশকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের রোল মডেল বলা হয়েছে কেন?
গ. উদ্দীপকে সুমনা বেগমের বসবাসকৃত অঞ্চলের আবহাওয়ার এরূপ পরিণতি হওয়ার কারণ বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে সুমনা বেগম যে বিষয়টি অনুভব করলেন তা রক্ষায় তুমি কী ধরনের ভূমিকা পালন করবে? যুক্তিসহ তোমার মতামত দাও। 
 ২. বর্তমান সময়ে বাংলাদেশে কৃষি, শিল্প যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়ন লক্ষ করা যাচ্ছে। কিন্তু এই উন্নয়নের ফলে বেশ কিছু প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে এবং পরিবেশের ভারসাম্য
 রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে।
ক. উন্নয়ন কী?
খ. কীভাবে বনভূমি সংরক্ষণ করা যায়?
গ. উদ্দীপকে উল্লেখিত উন্নতির কারণ ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের উল্লেখিত উন্নয়নের পাশাপাশি কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় তা বিশ্লেষণ করো ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url