বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব

 অধ্যায় ৮: বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ৮: বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. ভাস্কো-ডা-গামা ভারত উপমহাদেশে আসেন- ১৪৯৮ খ্রিষ্টাব্দে। 
  • ২. ইংরেজরা ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে- 
  • ৩.ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়- ১৭০০ সালে।
  • ৪. অন্ধকূপ হত্যা' নামে মিথ্যা কাহিনি প্রচার করেন— হলওয়েল । 
  • ৫. পলাশির যুদ্ধ সংঘটিত হয়- ১৭৫৭ সালে।
  • ৬. পলাশির যুদ্ধে নবাবের পতন ঘটে— মীর জাফরের ষড়যন্ত্রে ।
  • ৭.. দ্বৈত শাসনের ফলে— দেশের অর্থনীতি ভেঙে পড়ে।
  • ৮.ছিয়াত্তরের মন্বন্তর বলা হয় বাংলা - ১১৭৬ সালকে। 
  • ৯. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়— ১৭৯৩ সালে ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

 প্রশ্ন-১. পর্তুগিজ কোন নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন?

উত্তর: পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা প্রথম সমুদ্রপথে এদেশে আসেন।

প্রশ্ন-২. কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?

উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬০০ খ্রিস্টাব্দে।

 প্রশ্ন-৩. কার নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ করা হয়? 

উত্তর: ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ করা হয়।

 প্রশ্ন-৪. ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কত খ্রিষ্টাব্দে গঠিত হয়?

উত্তর: 'ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠিত হয় ১৬৬৪ খ্রিষ্টাব্দে । 

 প্রশ্ন-৫. কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর: ভাগিরথী নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়।

 প্রশ্ন-৬. পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 

উত্তর; পলাশির যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের ২৩ জুন ।

প্রশ্ন-৭.বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 

 উত্তর: বক্সারের যুদ্ধ সংঘটিত হয় ১৭৬৪ সালে।

প্রশ্ন-৮. চিরস্থায়ী বন্দোবস্ত কৃত খ্রিষ্টাব্দে প্রবর্তন করা হয়?

উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় ১৭৯৩ খ্রিষ্টাব্দে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

 প্রশ্ন-১.ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয় কেন? 

উত্তর: ইংরেজদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। ওলন্দাজ বা ডাচরা ১৬০২ সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। তারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি নির্মাণ করলেও ইংরেজদের সাথে তাদের বাণিজ্য নিয়ে বিবাদ বাড়তে থাকে। ইংরেজদের সাথে বিদারার যুদ্ধে ওলন্দাজরা শোচনীয়ভাবে পরাজিত হয়ে সব বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয় ।

প্রশ্ন-২. বাণিজ্য করতে এসেও পর্তুগিজরা কেন এ দেশ ত্যাগ করতে বাধ্য হয়?

উত্তর: পর্তুগিজরা এদেশে আগত অন্যান্য ইউরোপীয় শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়ে এদেশ ত্যাগ করতে বাধ্য হয়। পর্তুগিজরা ব্যবসা-বাণিজ্যকে মূলধন করে এদেশে আসলেও ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়ে। তারা বিভিন্ন স্থানে। বাণিজ্য কুঠি স্থাপনের পাশাপাশি ১৫৭৯ সালে হুগলীতে উপনিবেশ। গড়ে তোলে। বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি নির্মাণে তাদের অগ্রণী ভূমিকা থাকলেও বিভিন্ন অপকর্ম ও দস্যুতাও বৃদ্ধি পেতে থাকে। ফলে শায়েস্তা খান তাদের বাংলা থেকে বিতাড়ন করেন। এছাড়া ইউরোপীয় বিভিন্ন শক্তির কাছেও এরা পরাজিত হয়। ফলে তারা এ দেশ ত্যাগ করতে বাধ্য হয়।

প্রশ্ন-৩. দ্বৈত শাসন বলতে কী বোঝায়?

উত্তর: দ্বৈত শাসন বলতে ইংরেজ কোম্পানি ও বাংলার নবাবের সমন্বয়ে ভারতীয় উপমহাদেশে রবার্ট ক্লাইভ প্রবর্তিত শাসনব্যবস্থাকে বোঝায়।১৭৬৫ সালে প্রণীত এ শাসনব্যবস্থায় নিয়ামত বা বাংলার আইনশৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। অন্যদিকে রাজস্ব আদায়,-দেওয়ানি সংক্রান্ত বিচার, জমিজমার বিবাদ সংক্রান্ত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়। বাংলার শাসনের দায়িত্ব এভাবে দুটি পৃথক সংস্থার হাতে চলে যাওয়াই দ্বৈত শাসন ।

 প্রশ্ন-8. ওয়ারেন হেস্টিংস কেন দ্বৈতশাসনের অবসান ঘটান?

উত্তর: দ্বৈতশাসনের ফলে প্রশাসনিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈতশাসনের অবসান ঘটান। দ্বৈতশাসন ছিল বাংলার ইতিহাসে এক অভিনব ব্যবস্থা। এ ব্যবস্থার ফলে ১৭৭০ সালে ১১৭৬ বঙ্গাব্দে) ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা ইতিহাসে 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। এ দুর্ভিক্ষে বাংলার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়। এছাড়া এ ব্যবস্থায় নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় ব্যর্থ হলে সারাদেশে বিশৃঙ্খলা শুরু হয়। এ পরিস্থিতিতে ওয়ারেন হেস্টিংস দ্বৈতশাসন ব্যবস্থা বিলুপ্ত করেন।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 ১. নিচের ছকটির ‘?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?

 ( পর্তুগিজ → ?  → দিনেমার )

ক)  ফরাসি 

খ) স্পেনীয়

গ) ডাচ

ঘ) ইংরেজ

উ:গ

২. 'ডাচরা' কোন দেশের অধিবাসী ছিল?

ক) ইংল্যান্ড 

খ) হল্যান্ড 

গ) ডেনমার্ক

ঘ) তুরস্ক

উ:খ

৩. ইংরেজরা ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেন?

ক) সুতানটিতে সুরাটে

খ)  চন্দননগরে হুগলিতে

গ) সুরাটে

ঘ) হুগলিতে 

উ:গ

 ৪. ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় কত সালে? 

ক) ১৬০০

খ) ১৬৬৮

গ) ১৬৯০

ঘ) ১২৭০০

উ:ঘ

৫. ফরাসি বণিকরা ব্যবসা গুটিয়ে এদেশ থেকে চলে যায় কেন?

ক) বিনাশুল্কে বাণিজ্য করার সুযোগ না থাকায়

খ) ইংরেজদের ষড়যন্ত্র ও রণকৌশলের কাছে হেরে যাওয়ায়

গ) নবাবের বিরোধিতার কারণে

ঘ) ডাচ কোম্পানির সাথে টিকতে না পারায়

উ:খ

৬.পলাশির যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়? 

ক) ১৭৫৭ 

খ) ১৭৫৮

গ) ১৭৫৯

ঘ) ১৭৬০

উ:ক

৭. পলাশির যুদ্ধের প্রধান কারণ কী?

ক) নবাবের অদূরদর্শিতা

খ) নবাবের অযোগ্যতা

গ) নবাবের হঠকারিতা

ঘ) পারিবারিক ও বাহ্যিক ষড়যন্ত্র

উ:ঘ

৮. পলাশির যুদ্ধের ফলে -

i. ইংরেজরা একচেটিয়া ব্যবসার অধিকার পায় 

ii. মীর জাফর বাংলার সিংহাসনে বসে 

iii. ফরাসিরা বাংলা থেকে বিদায় নেয়

 নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ: ঘ

৯.বক্সারের যুদ্ধ হয় কত সালে? 

ক)১৭৫৭

খ) ১৭৬৪

গ) ১৮৫৭

ঘ) ১৮৫৮

উ:খ

১০. বক্সারের যুদ্ধের ফলাফল হচ্ছে- 

i. প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শুরু

ii. নবাবি আমলের পরিসমাপ্তি

iii. ইংরেজদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ: ঘ

নিচের ছক চিত্রের আলোকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মীর কাশিম সুজাউদ্দৌলা      

 --?  - 
মেজর মনুরো
শাহ আলম

১১. “?” চিহ্নিত স্থানে কোনটি বসবে? 

ক)  পলাশির যুদ্ধ

খ) পানিপথের প্রথম যুদ্ধ

গ) বক্সারের যুদ্ধ

ঘ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ

উ:গ

১২. উক্ত যুদ্ধের সুদূরপ্রসারী ফলাফল ছিল—

i. মীর কাশিমের পরাজয়

ii. দিল্লী থেকে বাংলা পর্যন্ত ইংরেজদের কর্তৃত্ব লাভ

iii. সুজাউদ্দৌলার মৃত্যু

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ: ক

১৩. দ্বৈত শাসনের ফলে – 

ক) নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল

খ) সামাজিক উন্নয়ন হয়েছিল।

গ) দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল।

ঘ) প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উ:গ

১৪. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিষ্টাব্দে হয়?

ক)  ১৭৭০ খ্রিষ্টাব্দে

খ)  ১৭৮২ খ্রিষ্টাব্দে

গ) ১৭৭৬ খ্রিষ্টাব্দে

ঘ)  ১৭৮৯ খ্রিষ্টাব্দে

উ:ক

অনুচ্ছেদটি পড়ো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মি. জনসন ফুলপুর অঞ্চলে ব্যবসা করতে এসে জমিদারের দুর্বলতার কারণে তাকে উৎখাত করেন । জমিদারের লাঠিয়াল বাহিনীর প্রধানকে ক্ষমতায় বসিয়ে জনসন আড়াল থেকে শাসনকার্য পরিচালনা করেন । জনসন ও তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সমস্ত অর্থনৈতিক সুবিধা ভোগ করে এবং এক বিশেষ শাসনব্যবস্থার প্রবর্তন করেন। 

১৫. মি. জনসনের কর্মকাণ্ডে ইতিহাসের কোন ব্যক্তির কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে?

ক)  লর্ড কর্নওয়ালিস

খ) লর্ড কার্জন

গ) ওয়ারেন হেস্টিংস

ঘ)  রবার্ট ক্লাইভ

উ:ঘ

১৬. উক্ত ব্যক্তির বিশেষ শাসন পদ্ধতির ফলে -

i. কৃষি অর্থনীতি ভেঙে পড়ে 

ii. ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয় 

iii. অনেক লোকের মৃত্যু ঘটে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ: ঘ

১৭. 'চিরস্থায়ী বন্দোবস্ত' কত সালে প্রবর্তিত হয়?

ক) ১৭৭৩

খ) ১৭৯৩

গ) ১৯৭০

ঘ) ১৯৭২

উ:খ

উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রফিক তার পৈত্রিক জমি প্রথমে দশ বছর, পরে এক বছরের জন্য জমিটি বন্দোবস্ত দেয়। কিন্তু এতে লাভ না হওয়ায় সে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইজারাদারদের নিকট স্থায়ী বন্দোবস্ত দেয়। 

১৮. উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে?

ক) ঋণ সালিশী আইন 

খ) সূর্যাস্ত আইন

গ) প্রজাসত্ব আইন

ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত

উ:ঘ

সৃজনশীল প্রশ্ন  

১. দৃশ্যকল্প-১: রনি ও জনি দুই ভাই । পারিবারিক ব্যবসা পরিচালনায় তারা একটি ভিন্ন পন্থা অবলম্বন করে। ব্যবসা পরিচালনার দায়িত্ব থাকে রনির ওপর আর আর্থিক দিক দেখাশুনা করে জনি। 
জনি মাসিক খরচ হিসেবে রনিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে।
দৃশ্যকল্প-২: রহমান সাহেব তার ১০০ বিঘা জমি কৃষকদের মাঝে বণ্টন করেন প্রথমে মাসিক মাসোহারা প্রদানের বিনিময়ে। কিন্তু এ ব্যবস্থা লাভজনক না হওয়ায় পরবর্তীতে তিনি পাঁচ বছরের জন্য 
কৃষকদের মাঝে বণ্টন করে দেন । 
ক. পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 
খ. “অন্ধকূপ হত্যা” বলতে কী বোঝায়?
গ. দৃশ্যকল্প-১ ব্রিটিশ শাসনামলের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো ।
ঘ. দৃশ্যকল্প-২-এ যে ঘটনার পটভূমির প্রতিফলন ঘটেছে তা মূলত কৃষকদের শোষণ করে- বিশ্লেষণ করো।
২. আকাশ ও তার দাদু হোসেন সাহেব টিভিতে 'নবাব সিরাজউদ্দৌলা' নামক একটি সিনেমা দেখছিল। সিনেমা শেষে জনাব হোসেন সাহেব তার নাতিকে বলেন যে, পলাশি যুদ্ধে পরাজয়ের ফলে বাংলায় 
মুসলিম শাসনের অবসান ঘটে এবং ঔপনিবেশিক শাসনের পথ সুগম হয়। এর প্রায় ছয় বছর পর অন্য আরেকটি যুদ্ধে ইংরেজরা জয়ী হলে বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শুরু হয়।
ক. কে 'মনসামঙ্গল' কাব্য রচনা করেছিলেন?
খ. ইংরেজ বণিকরা এ অঞ্চলের সাথে ব্যবসা-বাণিজ্যে উৎসাহিত হয় কেন?
গ. উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। 
ঘ. উক্ত যুদ্ধের গুরুত্ব উপমহাদেশের ইতিহাসে পলাশির যুদ্ধ অপেক্ষাও বেশি” — তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ করো। 
৩. রহমান সাহেব তার পার্মেন্টস কারখানা থেকে নির্দিষ্ট পরিমাণ আয় ঝামেলামুক্তভাবে পেতে ম্যানেজারের নিকট কয়েক বছরের জন্য বরাদ্দ দেন। ম্যানেজার অতিরিক্ত লাভের আশায় শ্রমিকদেরকে 
দিয়ে অতিরিক্ত কাজ করতে বাধ্য করতে শুরু করলেন। অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই কারখানার উন্নয়নে তার কোনো চেষ্টা ছিল না। অবশেষে রহমান সাহেব কারখানাটি ম্যানেজারকে স্থায়ীভাবে বরাদ্দ দেন
ক. ফরাসিরা ইংরেজদের কোন কৌশলের কাছে পরাজিত হয়েছিল ? 
খ. ওয়ারেন হেস্টিংস কেন দ্বৈতশাসনের অবসান ঘটান? ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকের রহমান সাহেবের কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, উক্ত ঘটনাটি তদানীন্তন বাংলার আর্থ-সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল? যুক্তিসহ মতামত দাও।
৪. বাণিজ্য করার উদ্দেশ্যে বিদেশি একদল বণিক সুন্দরবন অঞ্চলে আসে। বাণিজ্যের পাশাপাশি তারা শাসন ক্ষমতা দখলের ফন্দি আঁটে। নানা অজুহাতে তারা সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে। 
বিভিন্ন সময়ে চেয়ারম্যানের সাথে তারা কোন্দলে জড়িয়ে পড়ে। এক সময়ে তারা চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। চেয়ারম্যানের সচিবের বিশ্বাসঘাতকতায় বণিক শ্রেণি সুন্দরবন অঞ্চলে প্রভুত্ব লাভ করে। 
এর প্রেক্ষিতে অত্র অঞ্চলের জনগণ পরাধীনতার শিকার হন।
ক. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? 
খ, বাণিজ্য করতে এসেও পর্তুগিজরা কেন এ দেশ ত্যাগ করতে বাধ্য হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত দ্বন্দ্বের সাথে বাংলার ইতিহাসের কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়"- উক্তিটির পক্ষে মতামত দাও।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url