সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯ খ্রিষ্টাব্দ)

অধ্যায় ১২: সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯ খ্রিষ্টাব্দ)

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ১২: সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন— ইস্কান্দার মীর্জা।
  • ২.পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন— ইস্কান্দার মির্জা
  • ৩. মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন— আইয়ুব খান। -
  • ৪. ভারত-পাকিস্তান যুদ্ধের সমাপ্তি হয়— তাসখন্দ চুক্তির মাধ্যমে। 
  • ৫.ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়— লাহোরে।
  • ৬. বঙ্গবন্ধু ছয় দফাকে আখ্যায়িত করেন— 'আমাদের বাঁচার দাবি হিসেবে।
  • ৭. ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়— ১৯৬৬ সালে।
  • ৮. বাঙালি জাতির মুক্তির সনদ — ছয় দফা ।
  • ৯. ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত ছিলেন— ৩৫ জন । 
  • ১০. শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়- রেসকোর্স ময়দানের জনসভায়, ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১.পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে?

উত্তর: পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা।

প্রশ্ন-২. মৌলিক গণতন্ত্র কী? 

উত্তর: মৌলিক গণতন্ত্র হচ্ছে একধরনের সীমিত গণতন্ত্র যাতে কেবল নির্দিষ্টসংখ্যক লোকের প্রেসিডেন্ট ও আইন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল।

 প্রশ্ন-৩. কত সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়? 

উত্তর: ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়।

প্রশ্ন-8. DAC কী?

উত্তর: ১৯৬৯ সালের গণআন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে গঠিত জোট হচ্ছে ‘DAC' বা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি।

প্রশ্ন-৫.COP-এর পূর্ণরূপ কী?

উত্তর: COP-এর পূর্ণরূপ হলো 'Combined Opposition Party' | 

প্রশ্ন-৬.পাকিস্তানি শাসনামলে শতকরা কতজন বাংলা ভাষায় কথা বলতো?

উত্তর: পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬.৪০% বাংলা ভাষায় কথা বলতো।

প্রশ্ন- ৭. ঐতিহাসিক 'ছয়-দফা' প্রস্তাব পেশ করেন কে?

উত্তর: ঐতিহাসিক 'ছয় দফা' প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-৮.১৯৬৬ সালের ছয়দফা কর্মসূচির যে কোনো একটি দফা উল্লেখ করো।

উত্তর: ১৯৬৬ সালে ছয়দফা কর্মসূচির একটি দফা হলো- ফেডারেল সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়। অন্যান্য বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাতে।

প্রশ্ন-১০.শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর: শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়।

প্রশ্ন-১১.আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আগরতলা মামলার প্রধান আসামি

প্রশ্ন-১২.আগরতলা মামলার সরকারি নাম কী?

উত্তর: আগরতলা মামলার সরকারি নাম হলো “রাষ্ট্র বনাম শেখ, মুজিবুর রহমান এবং অন্যান্য” ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১.'মৌলিক গণতন্ত্র' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর: মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত গণতন্ত্র যাতে কেবল নির্দিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট ও অন্যান্য নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল। মৌলিক গণতন্ত্র ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ(পশ্চিম পাকিস্তানে তহসিল পরিষদ), জেলা পরিষদ, বিভাগীয় পরিষদ এ চারটি স্তরে বিভক্ত ছিল। মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে ৪০,০০০ করে মোট ৮০,০০০ নির্বাচনি ইউনিট নিয়ে  দেশের নির্বাচকমণ্ডলী গঠিত হয়। বিডি মেম্বারগণ ছিলেন প্রকৃত নির্বাচক। তারাই দেশের প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচন করতেন।

প্রশ্ন-২. তাসখন্দ চুক্তি বলতে কী বোঝায়?

উত্তর: ১৯৬৬ সালে ভারত-পাকিস্তানের মাঝে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি তাসখন্দ চুক্তি নামে পরিচিত। কাশ্মীর দখলকে কেন্দ্র করে ১৯৬৫ সালে দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে।উক্ত বছরের ৬ সেপ্টেম্বর পাকিস্তানি বাহিনী ভারত আক্রমণ করলে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়। ১৯৬৬ সালের জানুয়ারি মাসে সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় তাসখন্দ শহরে ভারত ও পাকিস্তানের মাঝে 'তাসখন্দ চুক্তি' স্বাক্ষরিত হয়।

প্রশ্ন-৩.পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানের প্রতি কোন কোন ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে?

উত্তর: পশ্চিম পাকিস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তানের প্রতি ধর্মীয় দিক ছাড়া অন্য সকল ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে। পশ্চিম পাকিস্তানি শাসকেরা রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে চরম বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। শুধু তাই নয়, এই নীতির পাশাপাশি নিপীড়নমূলক নীতিরও আশ্রয় গ্রহণ করে। এই বৈষম্য ছিল বিস্তর ব্যবধানমূলক। যেমন- সামরিক বাহিনীর মোট ২২১১ কর্মকর্তার মধ্যে মাত্র ৮২ জন ছিল পূর্ব পাকিস্তানের। মন্ত্রণালয়গুলোতে ৯৫৪ শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে বাঙালি ছিলেন মাত্র ১১৯ জন।

প্রশ্ন-৫. আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?

উত্তর: আগরতলা মামলার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে নষ্ট করা এবং তাঁর অনুসারীদের কোণঠাসা করে রাখা। পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই পূর্ব পাকিস্তানের প্রতি ক্রমবর্ধমান বৈষম্য নিরসনে বঙ্গবন্ধু অধিক সম্পৃক্ত ছিলেন। এ সমপৃক্ততা তাঁকে পূর্বপাকিস্তানের জনমানুষের নেতায় পরিণত করে। বঙ্গবন্ধুর আকাশচুম্বী জনপ্রিয়তা পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর জন্য হুমকি দাড়ায়। তাই বঙ্গবন্ধু ও তাঁর সহযোগীদের কোণঠাসা করতে আগরতলা মামলা দায়ের করা হয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ১৯৫৬ সালের ২৩ মার্চ কে পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন?

ক) মোহাম্মদ আলী জিন্নাহ

খ) ইস্কান্দার মীর্জা

গ) আইয়ুব খান

ঘ) মালিক ফিরোজ খান

উ:খ

২.১৯৫৮ সালের ৭ই অক্টোবর সামরিক আইন জারি করেন কে?

ক)  আইয়ুব খান

খ)  ইস্কান্দার মির্জা

গ) ফিরোজ খান

ঘ) ওমরাও খান

উ:খ

৩.পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন কে?

ক) ইয়াহিয়া খান

খ) বেনজির ভুট্টো

গ) পারভেজ মোশাররফ

ঘ) বেনজির ভুট্টো

উ:ক

৪. মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেছিলেন কে?

ক) ইস্কান্দার মির্জা

খ)ওমরাও খান

গ) আইয়ুব খান

ঘ) ফিরোজ খান

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রসুলপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হতো সব সদস্যদের ভোটের মাধ্যমে। মোস্তফা তার প্রভাব খাটিয়ে সভাপতি পদটিতে নিজেকে প্রতিষ্ঠিত করে। পরবর্তী সময়ে তার এ পদটিতে থাকাকে বৈধতা দেওয়ার জন্য সদস্যদের মধ্যে নিজের মতাদর্শ চাপিয়ে দেয় এবং গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করে।

৫.উদ্দীপকে মোস্তফা নিচের কোন ব্যক্তির কর্মকাণ্ড লালন করে? 

ক) মওলানা আবদুল হামিদ খান ভাসানী

খ) লিয়াকত আলী

গ) জেনারেল আইয়ুব খান

ঘ) মওলানা আবদুল হামিদ

উ:গ

৬.উক্ত নেতার কর্মকাণ্ডের ফলে -

i. পাকিস্তানের রাজনীতিতে নতুন ধারার সূচনা হয়। 

ii. পাকিস্তানের দুই অংশের মধ্যকার বৈষম্য বৃদ্ধি পায় 

iii. পূর্ব পাকিস্তানের জনগণ প্রতিবাদী হয়ে ওঠে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

৭.COP-এর পূর্ণরূপ কী? 

ক) Combine Opposite Party.

খ) Combined Opposition Party

গ) Combined Opposite Party

ঘ) Combine Opposition Party

উ:খ

৮.১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল?

ক)১৫

খ) ১৭

গ)১৮

ঘ)১৯

উ:খ

৯.কোন চুক্তির অধীনে ভারত-পাকিস্তান যুদ্ধের সমাপ্তি হয়?

ক) লাহোর

খ) দিল্লি

গ) তাসখন্দ

ঘ) ঢাকা

উ:গ

১০. বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি?

ক) ৬ দফা

খ) ১৪ দফা

গ) ১১ দফা

ঘ) ২১ দফা

উ:ক

১১. ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় কত সালে? 

ক) ১৯৬৫

খ) ১৯৬৭

গ) ১৯৬৬

ঘ) ১৯৬৮

উ:গ

১২. ছয় দফাকে মুক্তির সনদ বলা হয় কেন?

ক) পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য

খ) সাংস্কৃতিক বৈষম্য দূর করার জন্য 

গ) সামরিক বৈষম্য দূর করার জন্য

ঘ) স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটানোর জন্য

উ:ক

১৩. ছয় দফাকে 'আমাদের বাঁচার দাবি' বলা হয়, কারণ-

i. এটি ছিল বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতীক

ii. এটি ছিল পাকিস্তানি শোষণ-বৈষম্য থেকে মুক্তির উপায়

iii. এটি ছিল আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

১৪. বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন-

i. ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য

ii. বৈষম্যের কবল থেকে মুক্তির জন্য

iii. বাঙালিদের বিলাসবহুল জীবন-যাপনের জন্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

১৫. আগরতলা মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়?

ক)৩৩ 

খ)৩৪

গ)৩৬

ঘ) ৩৫

উ:ঘ

১৬. শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?

ক) ১৯ ফেব্রুয়ারি ১৯৬৯

খ)  ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

গ) ২০ ফেব্রুয়ারি ১৯৬৯. 

ঘ) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

উ:খ

১৭. কত তারিখে আওয়ামী লীগ 'নির্যাতন প্রতিরোধ দিবস' পালন করে?

ক) ৪ঠা জানুয়ারি-

খ)  ৪ঠা ফেব্রুয়ারি

গ) ১০ই আগস্ট

ঘ) ১০ই ডিসেম্বর

উ:ঘ

সৃজনশীল প্রশ্ন  

১. ‘ক’ অঞ্চলটি ‘খ’ দেশের একটি প্রদেশ ছিল । কিন্তু প্রতিটি ক্ষেত্রে 'ব' অঞ্চলের সাধারণ মানুষেরা “খ” দেশের শাসক দ্বারা শোষিত ছিল। এমতাবস্থায় 'ক' অঞ্চলের একজন বিখ্যাত নেতা এগিয়ে আসেন এবং ১৯৬৬ সালে একটি প্রস্তাব উপস্থাপন করেন। উক্ত প্রস্তাবটি ‘ক’ অঞ্চলের ‘আমাদের বাঁচার দাবি' নামে পরিচিত।
ক. শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
খ. ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. ‘খ’ অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।-
ঘ. উক্ত প্রস্তাবটি ‘ক’ অঞ্চলে ‘আমাদের বাঁচার দাবি' নামে আখ্যায়িত করা হয়— তুমি কি একমত?
২.                                      
                
খ. ‘মৌলিক গণতন্ত্রী' বলতে কাদেরকে বোঝানো হয়?
গ. উদ্দীপকের ছকে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের প্রতি কোন ধরনের বৈষম্য নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. তুমি কি মনে কর, শুধুমাত্র উক্ত বৈষম্যের কারণেই পূর্ব বাংলার স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটে? যুক্তিসহকারে মতামত উপস্থাপন করো ।
৩.                                                       
                


ক. কোন কোন দল নিয়ে NDF গঠিত হয়?
খ.ছয় দফা কেন বাঙালিদের মুক্তির সনদ? ব্যাখ্যা করো। 
গ.উল্লিখিত ছকের ? স্থান পাঠ্যবইয়ের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো ।
ঘ. উক্ত ঘটনার গুরুত্ব বিশ্লেষণ করো।
8. 'ক' ও 'খ' একই প্রশাসন ব্যবস্থার অধীনস্থ দুটি প্রদেশ। রাষ্ট্র। পরিচালনায় 'ক' অঞ্চলের লোকজন বেশি অংশ নেয়ার সুযোগ পায়। রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ নিরপেক্ষভাবে দেশ পরিচালনা না করে। পক্ষপাতিত্ব করে। ফলে 'খ' অঞ্চলের জনগণ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। এরূপ বৈষম্যের অবসানকরে জনগণের বিভিন্নমুখী কর্মসূচিতে বাধা দিলে শেষ পর্যন্ত তাদের আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়।
ক. মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে?
খ. বেগম রোকেয়া কীভাবে শিক্ষালাভ করেন? ব্যাখ্যা করো।
গ.এ অঞ্চলের জনগণের আন্দোলনের সাথে বাংলাদেশের কোন আন্দোলনের মিল আছে? ব্যাখ্যা করো।
ঘ. 'খ' অঞ্চলের গণ-অভ্যুত্থানের যৌক্তিকতার কারণ বিশ্লেষণ করো। 
ক. আগরতলা মামলায় কতজন সাক্ষী ছিল?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url