বারিমণ্ডল

 অধ্যায় ৬: বারিমণ্ডল

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


  এসএসসি গণিত রাজশাহী বোর্ড -২০২৪এর সমাধান

ভূগোল ও পরিবেশ সাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ৬: বারিমণ্ডল

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশি — মহাসাগর। 
  • ২. পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর – প্রশান্ত ।
  • 9.প্রশান্ত মহাসগরের গড় গভীরতা- ৪.২৭০ মিটার।
  • ৪. ভগ্ন উপকূলবিশিষ্ট মহাসাগর - আটলান্টিক
  •  ৫. চারদিকেই স্থলবেস্টিত - উত্তর মহাসাগর।
  • ৬. তিনদিকে স্থল এবং একদিকে জল পরিবেষ্টিত উপসাগর। 
  • ৭. চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগ - হ্রদ।
  • ৮. বৈকাল হ্রদ- রাশিয়ায়।
  • ৯. ফ্যাদোমিটার যন্ত্র দিয়ে মাপা হয়- সমুদ্রের গভীরতা
  • ১০. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য প্রায় ৭১৬ কি.মি. ।
  •  ১১. পৃথিবীর বৃহত্তম মহীসোপান— ইউরোপে।
  • ১২. অধিক খাড়া এবং অপ্রশস্ত- মহীঢাল ।
  • ১৩. পৃথিবীর গভীরতম খাত ম্যারিয়ানা অবস্থিত- গুয়াম দ্বীপে। 
  • ১৪. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ— নিয়ত বায়ুপ্রবাহ । 
  • ১৫. শৈবাল সাগরের অবস্থান- উত্তর আটলান্টিকে । 
  • ১৬. সবচেয়ে উল্লেখযোগ্য জলমগ্ন শৈলশিরা— মধ্য আটলান্টিক। 
  • ১৭. হিমশৈলের আঘাতে ডুবে গিয়েছিল— টাইটানিক। 
  • ১৮. চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি- জোয়ার-ভাটার কারণ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১ বারিমণ্ডল কাকে বলে?

উত্তর: পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণকে বারিমণ্ডল বলে ।

প্রশ্ন-২ মহাসাগর কাকে বলে?

উত্তর: বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে ।

 প্রশ্ন-৩. উপসাগর কাকে বলে? 

উত্তর: তিনদিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জল, তাকে উপসাগর বলে। যেমন- বঙ্গোপসাগর ।

প্রশ্ন-৪. হ্রদ কাকে বলে? 

উত্তর: চারদিকে স্থলভাগ দিয়ে পরিবেষ্টিত জলভাগকে হ্রদ বলে। যেমন- রাশিয়ার বৈকাল হ্রদ।

প্রশ্ন-৫.মহীঢাল কাকে বলে? 

 উত্তর: মহীসোপানের শেষ সীমা হতে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সাথে মিশে যায়। একে মহীঢাল বলে।

প্রশ্ন-৬. সমুদ্রস্রোত কাকে বলে?

উত্তর: সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে, এটাই সমুদ্রস্রোত ।

 প্রশ্ন-৭.জোয়ার-ভাটা কাকে বলে? 

উত্তর: সমুদ্র এবং উকূলবর্তী নদীর জলরাশির নিয়মিত ও নেমে যাওয়াকে জোয়ার-ভাটা বলে।

প্রশ্ন-৮.জোয়ারের বান কাকে বলে?

উত্তর: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে অধিক জোয়ারে নদীর সংকীর্ণ মোহনায় শব্দতরঙ্গ সৃষ্টি হলে একে জোয়ারের বান বলে ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

 প্রশ্ন-১. ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে কোন ভূমিরূপ? ব্যাখ্যা করো। 

উত্তর: ১° কোণে সমুদ্র তলদেশে মহীসোপান নিমজ্জিত থাকে। সমুদ্রের উপকূলরেখা থেকে তলদেশ পর্যন্ত ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান (Continental shelf) বলে । উপকূলীয় অঞ্চল সমুদ্রে নিমজ্জিত হওয়ার ফলে বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্যে মহীসোপানের সৃষ্টি হয়ে থাকে। সমুদ্র উপকূলে সমুদ্রতরঙ্গ ও প্রাকৃতিক শক্তির (যেমন- জোয়ার-ভাটা) ক্ষয়ক্রিয়া মহীসোপান গঠনে সহায়তা করে থাকে। ইউরোপের উত্তর-পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত।

প্রশ্ন-২.কানাডার পূর্ব উপকূল খুব শীতল হওয়ার কারণ ব্যাখ্যা করো।

উত্তর: শীতল সমুদ্রস্রোতের প্রভাবে কোনো অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায় ।কানাডার পূর্ব উপকূলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে সারাবছর বরফাচ্ছন্ন থাকে। এ কারণে কানাডার পূর্ব উপকূল খুব শীতল হয়।

 প্রশ্ন-৩ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মহীসোপান অসমানের কারণ কী? ব্যাখ্যা করো। 

উত্তর: মহাদেশীয় স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ার ফলে অথবা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্য হওয়ার কারণে মহীসোপানের সৃষ্টি হয়।উপকূলভাগের বন্ধুরতার উপর মহীসোপানের বিস্তৃতি নির্ভর করে। উপকূল যদি বিস্তৃত সমভূমি হয় তবে মহীসোপান অধিক প্রশস্ত হয়। মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান সংকীর্ণ হয়। এ কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মহীসোপান অসমান হয় ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. 'Hydro' শব্দের অর্থ কী?

ক) পানি

খ) মণ্ডল

গ) আকাশ 

ঘ বাতাস

উ:ক

 ২. বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কী বলে?

ক )হ্রদ 

খ) মহাসাগর

গ) সাগর

ঘ  উপসাগর

উ:খ

৩. মিঠা পানির উৎস

ক)মহাসাগর

খ) উপসাগর

গ) হ্রদ গর্ভস্থ পানি

ঘ) ভূগর্ভস্থ পানি

উ:গ

৪.কোন মহাসাগরের চারদিক স্থল দ্বারা বেষ্টিত? 

ক) প্রশান্ত

খ) ভারত

গ) দক্ষিণ

ঘ) উত্তর

উ:ঘ

৫.পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কী?

ক) প্রশান্ত

খ) ভারত

গ) দক্ষিণ

ঘ) উত্তর

উ:ঘ

৬.সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?

ক) প্রশান্ত

খ) ভারত

গ) দক্ষিণ

ঘ) উত্তর

উ:গ

৭.কোন মহাদেশ সারাবছর বরফে আচ্ছন্ন থাকে?

ক) অস্ট্রেলিয়া

(খ) দক্ষিণ আমেরিকা

গ) এন্টাকটিকা

ঘ)আটলান্টিক মহাসাগর

উ:গ

৮. মহীসোপান কত ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজিত থাকে?

ক) ১°

খ)২°

গ)৩°

ঘ)৪°

উ:ক

৯.শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের কী মাপা যায় ?

ক) গভীরতা

খ) দৈর্ঘ্য 

গ)প্রস্থ

ঘ) আয়তন

উ:ক

১০. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে?

ক) ব্যারোমিটার

খ) ক্রোনোমিটার

গ)ফ্যাদোমিটার

ঘ) সিসমোগ্রাফ

উ:গ

১১. পৃথিবীর গভীরতম খাত 'ম্যারিয়ানা'কোন মহাসাগরে অবস্থিত?

ক) আটলান্টিক মহাসাগর

খ)প্রশান্ত মহাসাগর

গ) দক্ষিণ মহাসাগর

ঘ) উত্তর মহাসাগর

উ:খ

১২. কোন মহাসাগরে সবচেয়ে বেশি গভীর সমুদ্রখাত দেখা যায়?

ক) প্রশান্ত

খ) ভারত

গ) আটলান্টিক

ঘ) উত্তর

উ:ক

১৩. পোর্টোরিকো কী?

ক) সমুদ্রের বরফ

খ) গভীর সমুদ্রখাত

গ) মালভূমি

ঘ)মহীঢাল

উ:খ

১৪. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কোনটি?

ক) আহ্নিক গতি

খ)গভীরতার তারতম্য

গ)সমুদ্রের বরফ গলন

ঘ) নিয়ত বায়ুপ্রবাহ

উ:ঘ

১৫. কোন অঞ্চলে উষ্ণ স্রোত দেখা যায়?

ক) নিরক্ষীয়

খ) উত্তর মেরু

গ)দক্ষিণ মেরু

ঘ) ৬৫° অক্ষাংশ

উ:ক

১৬. শীতপ্রধান দেশে নদীর পানি সহজে জমে না কেন?

 ক) লবণাক্ত পানি প্রবেশ করায়

খ) স্রোত বেশি থাকায়

গ)বায়ুপ্রবাহ বেশি থাকায় 

ঘ) সূর্যরশ্মি বেশি পড়ায়

উ:ক

১৭. কোনটির আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠে ও জোয়ার হয়?

ক) সূর্যের

খ) পৃথিবীর

গ) গ্রহের

ঘ) চদৈর

উ:ঘ

১৮. পৃথিবীর উপর কোনটির আকর্ষণ সবচেয়ে বেশি? 

ক) সূর্য

খ)  নক্ষত্র

গ) মঙ্গল

ঘ) চদৈ

উ:ঘ

১৯. দৈনিক কতবার জোয়ারভাটা সংঘটিত হয়?

ক) ২

খ)  ৩

গ) ৪

ঘ) ৫

উ:ক

২০. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কি.মি.?

ক) ৭১৫

খ) ৭১৬

গ) ৮১৫

ঘ) ৭৪৫

উ:খ

২১. সমুদ্রের তলদেশের বড় বড় গর্তগুলোতে সৃষ্টি হয়—

i. সুনামি

ii. ভূমিকম্প

iii. অগ্ন্যুৎপাত

নিচের কোনটি সঠিক?

ক) iওii

খ) iiওiii

গ)iওiii

ঘ) i, ii ও iii

উ:খ

২২. সমুদ্রস্রোতের কারণ হলো-

i. আহ্নিক গতির প্রভাব

ii. নিয়ত বায়ুপ্রবাহ

iii. সমুদ্রের পানির তাপের পার্থক্য

কোনটি সঠিক?

ক) iওii

খ) iiওiii

গ)iওiii

ঘ) i, ii ও iii

উ:ঘ

২৩. বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীতে জোয়ার-ভাটার ফলে - 

i. নৌ-চলাচলে সুবিধা হয়

ii. কৃষিকাজে সুযোগ-সুবিধা পায়

iii. নদ-নদীর আবর্জনা সাগরে পতিত হয়

নিচের কোনটি সঠিক?

ক) iওii

খ) iiওiii

গ) iওiii

ঘ) i, ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপক থেকে ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

আটলান্টিক মহাসাগরের অভ্যন্তরে অগ্ন্যুৎপাতের ফলে এক ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয়। 

২৪. উদ্দীপকের ভূমিরূপটির নাম কী?

 ক) মহীঢাল

খ) সমুদ্রখাত

গ) নিমজ্জিত শৈলশিরা

ঘ) গভীর সমুদ্রের সমভূমি

উ:গ

উদ্দীপকটি পড়ে ২৫ নং প্রশ্নের উত্তর দাও;

ভোরে মাছ ধরতে গিয়ে হোছেন মিয়া দেখলেন, কর্ণফুলী নদীর তীরে অনেকগুলো নৌকা আটকে আছে। সন্ধ্যায় ফেরার পথে তিনি খেয়াল করলেন, নৌকাগুলো পানিতে ভাসছে।

২৫. উদ্দীপকে বর্ণিত ঘটনার কারণ—

i.মহাকর্ষ শক্তি

ii.কেন্দ্রাতিগ শক্তি

iii.সমুদ্রের গভীরতা 

নিচের কোনটি সঠিক?

ক) iওii

খ) iiওiii

গ) iওiii

ঘ) i, ii ও iii

উ:ক

সৃজনশীল প্রশ্ন

১. 


ক. জোয়ারের বান কাকে বলে?
খ. গ্র্যান্ড ব্যাঙ্ক সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
গ. 'B' ভূমিরূপটি ব্যাখ্যা করো ।
ঘ. 'A' ও 'C' ভূমিরূপের মধ্যে যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিদ্যমান তা বিশ্লেষণ করো ।
 ২. দৃশ্যকল্প ১: আফ্রিকা মহাদেশের পশ্চিমে অবস্থিত এই মহাসাগরটির বাণিজ্যিক গুরুত্ব অনেক।
দৃশ্যকল্প ২: বাংলাদেশের দক্ষিণে অবস্থিত একটি উপসাগর।
ক. সাগর কাকে বলে?
খ. গভীর সমুদ্রখাত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প ১ এর মহাসাগরটির বাণিজ্যিক গুরুত্ব বর্ণনা করো।
ঘ. দৃশ্যকল্প ২ এ উল্লিখিত উপসাগরটি বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে সমৃদ্ধ করছে? বিশ্লেষণ করো।
৩.→ রকির বন্ধু শীতপ্রধান দেশের উপকূলে বসবাস করে। সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারে ঐ দেশের জলবায়ুর ওপর সমুদ্রস্রোত প্রত্যক্ষ ভূমিকা পালন করে। 
আবার পরিবহন ব্যবস্থাও উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত দ্বারা প্রভাবিত হয়।
ক.উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোতের পানি কোন দিকে প্রবাহিত হয়? 
খ.শীতল স্রোত বলতে কী বোঝায়?
গ.রকির বন্ধু তার দেশের জলবায়ুর ওপর যে কারণটির প্রভাব উল্লেখ করেছে তা ব্যাখ্যা করো ।
ঘ. পরিবহন ব্যবস্থার ওপর উক্ত কারণটির প্রভাব কী হতে পারে বলে তুমি মনে করো?



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url