কৃষি ও জলবায়ু

 

অধ্যায় ৩: কৃষি ও জলবায়ু

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



পেজ সূচিপত্র :অধ্যায় ৩:কৃষি ও জলবায়ু

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ব্রি ধান ৩৬ ও ব্রি ধান ৫৫ জাতের ধানগুলো— শৈত্যসহিষ্ণু।
  • ধান গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় ও জীবনকাল বেড়ে যায়— নিম্ন তাপমাত্রায় ।
  • তাপমাত্রা ২০° সে এর নিচে কমে গেলে চিটা হয়— ধানে ।
  • শুষ্ক মৌসুমে একটানা ২০ দিন বা তার অধিক দিন কোনো বৃষ্টিপাত না হওয়াকে বলে— খরা।
  • ব্রি ধান ৫৬ ও ব্রি ধান ৫৭ জাতের ধানগুলো— খরাসহিষ্ণু।
  • ফসলের মূল খুব দৃঢ় ও শাখা-প্রশাখাযুক্ত এবং গভীরমূলী হয়— খরা সহিষ্ণু জাতের ।
  • লবণাক্ত মাটি থেকে ফসলের সংগ্রহ করতে অসুবিধা হয়— পানি ।
  • উপকূলীয় লবণাক্ততা অঞ্চলের প্রধান ফসল – ধান ।
  • আমন মৌসুমে লবণাক্ত এলাকায় চাষ উপযোগী ধানের জাত— ব্রি ধান ৪০ ও ব্রি ধান ৪১।
  • লবণাক্ততা সহনশীল এবং রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ধানের জাত — বিনা ধান ৮।
  • লবণাক্ততা, খরা ও বন্যা সহিষ্ণু আখের জাত — ঈশ্বরদী ৪০।
  • নাবী জাতের আমন ধান— কিরণ ও দিশারী।
  • গভীর পানির আমন ধানের স্থানীয় জাত—বাজাইল ও ফুলকুড়ি। 
  • ঢল বন্যাপ্রবণ এলাকায় আমন মৌসুমে চাষাবাদের জন্য উপযোগী ধানের জাত ব্রি ধান ৫১ ও ব্রি ধান ৫২ ।
  • তীব্র খরায় ফসলের ফলন ঘাটতি হয়— শতকরা ৭০-৯০ ভাগ ।
  •  উদ্ভিদ দেহে খরা প্রতিরোধে সাহায্য করে— মজুদ করা প্রোটিন।
  •  খরা কবলিত অবস্থায় পাতার আকার হ্রাস করে প্রস্বেদন কমিয়ে দেয়- ফেলন।
  • সারাদিন পত্ররন্ধ বন্ধ রাখে এমন CAM জাতীয় উদ্ভিদ হলো— আনারস। 
  • উপকূলীয় অঞ্চলে জীবনচক্র সম্পন্ন করতে পারে এমন হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদগুলো হলো— গোলপাতা ও কেওড়া।
  •  এ্যারেনকাইমা জাতীয় টিস্যু থাকে— ধান গাছে ৷
  • বৃষ্টিবহুল এলাকা উপযোগী ধানের জাত— ব্রি ধান ৪২।
  •  আবাহওয়া ও জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়— জীবের অভিযোজন।
  •  মাছ চাষে বাংলাদেশের অবস্থান - ৫ম।
  • অভ্যন্তরীণ জলাশয় থেকে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান — ৩য় ।
  • বর্তমানে মাছের প্রজনন বাধাগ্রস্ত ও ডিম কম নিষিক্ত হওয়ার কারণ— জলবায়ুর পরিবর্তন
  • খরা সহনশীল মাছ হলো— তেলাপিয়া, কই, দেশি মাগুর। 
  • লবণাক্ততা সহিষ্ণু মাছ হলো— ভেটকি, বাটা, পারশে ইত্যাদি।
  •  ঘাসে বিষক্রিয়া সৃষ্টি হয়, গবাদিপশু অসুস্থ হয়— বন্যাজনিত কারণে।
  •  গবাদিপশু কৃমি দ্বারা আক্রান্ত হয়— বন্যায় ।
  • জীবের অভিযোজন নিয়ন্ত্রিত হয়– আবহাওয়া ও জলবায়ু দ্বারা ।
  •  গবাদিপশুকে ইউরিয়া প্রক্রিয়াজাতকৃত খড় ও ইউরিয়া মোলাসেস ব্লক খাওয়াতে হয়- খরায় ।
  • পরিবেশ অস্বাস্থ্যকর হয় এবং গবাদিপশু অপুষ্টিতে ভোগে— বন্যায় ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. জলবায়ু কী?

উত্তর: কোনো স্থানের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে।

প্রশ্ন-২লবণাক্ত সহিষ্ণু ১টি আখের জাতের নাম লেখো।

উত্তর: লবণাক্ত সহিষ্ণু ১টি আখের জাতের নাম হলো ঈশ্বরদী ৪০।

 প্রশ্ন-৩.শৈত্য সহিষ্ণু ফসল কাকে বলে?

উত্তর: যেসব ফসল বিভিন্ন মাত্রার শৈত্য সহ্য করতে পারে সেসব ফসলকে শৈত্য সহিষ্ণু ফসল বলে ।

প্রশ্ন-8. IPCC এর অর্থ কী? 

উত্তর: IPCC-এর পূর্ণরূপ হলো— Inter Governmental Pannel on Climate Change.

 প্রশ্ন-৫. খরা কাকে বলে? 

উত্তর: যখন কোনো নির্দিষ্ট মৌসুমে বৃষ্টিপাত কম হয় বা দীর্ঘদিন বৃষ্টিপাত হয় না তখন মাটিতে রসের ঘাটতি দেখা দিলে এ অবস্থাকে খরা বলে ।

প্রশ্ন-৬. অভিযোজন কাকে বলে?

 উত্তর: বিভিন্ন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ও জৈব রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে অভিযোজন বলে ।

প্রশ্ন-৭. খরা প্রতিরোধ কাকে বলে?

উত্তর: খরাকবলিত অবস্থায় ফসলের টিকে থাকার কৌশলকে খরা প্রতিরোধ বলে ।

প্রশ্ন-৮. হ্যালোফাইটস উদ্ভিদ কী?

 উত্তর: যেসব উদ্ভিদ লবণাক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে সেখানেই জীবনচক্র সম্পন্ন করতে পারে তারাই হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ।

 প্রশ্ন-৯. সামুদ্রিক মাছের উৎকৃষ্ট আবাসস্থলের নাম কী?

 উত্তর: সামুদ্রিক মাছের উৎকৃষ্ট আবাসস্থলের নাম হলো কোরাল রীফ বা প্রবাল ।

প্রশ্ন-১০. একমাত্র কোন নদীতে প্রাকৃতিকভাবে রুই জাতীয় মাছ ডিম পাড়ে?

উত্তর: একমাত্র হালদা নদীতে প্রাকৃতিকভাবে রুই জাতীয় মাছ ডিম পাড়ে ।

প্রশ্ন-১১. দেশীয় জাতের ছোট মাছের প্রজননকাল কোন মাস?

 উত্তর: এপ্রিল-মে মাস হলো দেশীয় জাতের ছোট মাছের প্রজননকাল।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১.খরা অঞ্চলের জন্য আখের জাত নির্বাচন গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

 [সকল বোর্ড-২০১৯]

উত্তর: জলবায়ু পরিবর্তনজনিত কারণে ফসলের উৎপাদন হ্রাস রোধে খরা অঞ্চলের জন্য আখের জাত নির্বাচন গুরুত্বপূর্ণ। খরা প্রবণ এলাকায় খরা সহিষ্ণু ফসল চাষ করা উচিত। খরা সহিষ্ণু ফসলের মূল দৃঢ় গভীর ও শাখা-প্রশাখাযুক্ত হয়। এ সকল ফসলের পাতা ছোট, সরু, পুরু বা পেঁচানো হয়ে থাকে। ধান, গমের মতো আখেরও খরা সহিষ্ণু জাত রয়েছে। যেমন— ঈশ্বরদী ৩৫, ঈশ্বরদী ৩৭, ঈশ্বরদী ৩৯, ঈশ্বরদী ৪০ ইত্যাদি। এ সকল জাতের জীবনকাল স্বল্প এবং উচ্চমাত্রার চিনি বিদ্যমান। খরা কবলিত অবস্থায় ফলনও ভালো পাওয়া যায়। তাই খরা অঞ্চলের জন্য আখের জাত নির্বাচন গুরুত্বপূর্ণ।

প্রশ্ন-২. বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির দুইটি কারণ লেখো।

উত্তর: বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ বেড়ে বৈষ্ণিক উষ্ণতা দিন দিন বেড়েই চলছে। গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধির দুইটি কারণ নিম্নে উল্লেখ করা হলো-

  • জ্বালানি তেল ও কয়লার যথেচ্ছ ব্যবহার।
  • অবাধ বৃক্ষনিধন ।

প্রশ্ন-৩. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর: জলবায়ু পরিবর্তন হলো কোন স্থানের বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুচাপ, আর্দ্রতা ইত্যাদি সূচকের পরিবর্তন যার ব্যাপ্তি কয়েক যুগ থেকে কয়েক লক্ষ বছর পর্যন্ত হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতকালে অতি শৈত্য বা কম শৈত্য গ্রীষ্মকালে অতি উচ্চ তাপমাত্রা, খরা, লবণাক্ততা, বন্যা বা জলাবদ্ধতা ইত্যাদি বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রশ্ন-৪. পোলিন কীভাবে ফসলকে খরা সহ্যশীল করে? 

উত্তর: উদ্ভিদ দেহের অভ্যন্তরে মজুদ থাকা প্রোটিন খরা প্রতিরোধে সাহায্য করে। খরার প্রভাবে এই প্রোটিন ভেঙে বিভিন্ন জৈব-রাসায়নিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। পাশাপাশি প্রোটিন ভেঙে নানা রকম বিষাক্ত দ্রব্যও উৎপন্ন হয়। এ জন্য কিছু কিছু উদ্ভিদ প্রোলিন নামক রাসায়নিক দ্রব্য তৈরি করেযা এ বিষাক্ততার মাত্রাকে কমিয়ে ফসলকে খরা সহ্যশীল করে তোলে। 

 প্রশ্ন-৫. কিছু কিছু উদ্ভিদ প্রোলিন উৎপাদন করে কেন? ব্যাখ্যা করো।

উত্তর: খরার প্রভাবে উদ্ভিদ দেহের প্রোটিন ভেঙে বিভিন্ন জৈব রাসায়নিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। আবার প্রোটিন ভেঙে নানা রকম বিষাক্ত দ্রব্য উৎপন্ন হয়। এ জন্য কিছু কিছু উদ্ভিদ প্রোলিন নামক রাসায়নিক দ্রব্য তৈরি করে যা এ বিষাক্ততার মাত্রাকে কমিয়ে ফসলকে খরা সহ্যশীল করে তোলে।

প্রশ্ন-৬: সুপ্ততার মাধ্যমে খরা সহ্যকরণ বলতে কী বোঝায়?

উত্তর: খরাকালীন সময়ে অনেক বহুবর্ষজীবী উদ্ভিদের মাটির উপরের অংশ মরে যায় কিন্তু মাটির নিচে কন্দ / বাল্ব/রাইজোম ইত্যাদি আকারে সুপ্তাবস্থায় বেঁচে থাকে। অনুকূল পরিবেশে এগুলো অঙ্কুরিত হয়। এটিই হলো সুপ্তাবস্থার মাধ্যমে খরা সহ্যকরণ।

প্রশ্ন-৭. হ্যালোফাইটস ও গ্লাইকোফাইটস কী ব্যাখ্যা করো।

উত্তর: লবণাক্ততার প্রতি সাড়া প্রদানের উপর ভিত্তি করে ফসলকে দুইভাগে ভাগ করা হয়; 

  • (ক) হ্যালোফাইটস ও 
  • (খ) গ্লাইকোফাইটস। 

যেসব উদ্ভিদ লবণাক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে সেখানেই জীবনচক্র সম্পন্ন করতে পারে তারা হ্যালোফাইটস। যেমন : গোলপাতা, কেওড়া ইত্যাদি। আর যেসব উদ্ভিদ লবণাক্ত মাটিতে অঙ্কুরোদগম করতে পারে না, এমনকি বেঁচে থাকতেও পারে না, তাদেরকে গ্লাইকোফাইটস বলে। যেমন : তুলা, সুগারবিট।

প্রশ্ন-৮.ফসলের অভিযোজন বলতে কী বোঝ?

। উত্তর: কোনো প্রজাতির তার নিজস্ব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে অভিযোজন বলে ।ফসলের অভিযোজন পরিবেশের আবহাওয়া ও জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ও বায়ুর উপাদান, সমুদ্রপৃষ্ঠ থেকে ঐ স্থানের উচ্চতা এবং শারীরিক গঠন ও দৈহিক অবস্থার ওপর ফসলের অভিযোজন নির্ভর করে। অভিযোজনের এসব উপাদান মোকাবিলা করেই ফসল তার অবস্থানে টিকে থাকে।

প্রশ্ন-৯.কোরাল রীফ ধ্বংস হচ্ছে কেন? ব্যাখ্যা করো।

উত্তর: কোরাল রীফ হলো সামুদ্রিক মাছের উৎকৃষ্ট আবাসস্থল। জলবায়ু পরিবর্তনের কারণে পানির তাপমাত্রা বৃদ্ধি, ঢেউয়ের তারতম্য বৃদ্ধি, সমুদ্রের অম্লত্ব বৃদ্ধি, দূষণ ও স্রোতের গতি "পরিবর্তন হচ্ছে। ফলে কোরাল রীফ ধ্বংস হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনে পশুপাখির উপর প্রভাব ও এর অভিযোজন কৌশল।

প্রশ্ন-১০. জলবায়ু পরিবর্তনের সাথে পশুপাখির স্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক আছে কিনা? ব্যাখ্যা করো।

উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে খরা, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি বিরূপ আবহাওয়া দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের সাথে পশুপাখির স্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পশুপাখির নানারকম সমস্যা দেখা দেয়। যেমন— খরার সময় গবাদি পশু অপুষ্টিসহ বিভিন্ন রোগে ভোগে। তাপপীড়নে খামারে ব্রয়লার ও লেয়ার মুরগির মৃত্যু হয়। বন্যায় পশু-পাখির কৃমির আক্রমণ বৃদ্ধি পায় ও বিভিন্ন সংক্রামক রোগের সৃষ্টি হয়। অস্বাস্থ্যকর পরিবেশে অনেক পশুর মৃত্যু হয়। জলোচ্ছ্বাস ও ঝড়ের ফলে গবাদিপশুপাখি তাৎক্ষণিক মারা যায়। এ সময় গবাদি পশু উদরাময়, পেটের পীড়া ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.শীতকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোন মাসের হয়ে থাকে ?

 ক) জানুয়ারি

 খ) ফেব্রুয়ারি 

গ) নভেম্বর

 ঘ) ডিসেম্বর

উ:ক

২. আমাদের দেশে শীতকালে সর্বোচ্চ তাপমাত্রার গড় কত ডিগ্রি সেলসিয়াস থাকে?

 ক)২০

 খ)২২

গ) ২৯

 ঘ) ৩২

উ:গ

৩. শৈত্য সহিষ্ণু ধান কোনটি?

(ক) ব্রি ধান ৩২

খ)ব্রি ধান৩৬

গ) ব্রি ধান ১৪

ঘ)ব্রি ধান৪৫

উ:খ

৪.প্রতি বছর দেশে কত লক্ষ হেক্টর জমি খরার সম্মুখীন হয়? 

ক) ৫-১০

খ) ১০-২০

গ) ২০-৩০

 ঘ) ৩০-৪০

উ:ঘ

৫.নিচের কোনটি খরা সহিষ্ণু মাছ?

 ক তেলাপিয়া 

খ) মাগুর

গ) রুই

ঘ)বোয়াল

উ:ক

৬. গমের খরা সহিষ্ণু জাতের মধ্যে রয়েছে—

i. কিরণ

ii. গৌরব

iii. প্রদীপ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) iiও iii

গ) i ও iii 

ঘ i, ii ও iii

উ:খ

৭. খরা সহিষ্ণু ফসলের বৈশিষ্ট্য—

i. গভীর মূলী ও সরু পাতাযুক্ত

ii. গভীর মূলী ও সরু পাতাযুক্ত

iii. গভীর মূলী ও সরু পাতাযুক্ত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) iiওiii

গ) i ও iii 

ঘ i, ii ও iii

উ:ঘ

৮. খরাসহিষ্ণু আখের জাত হচ্ছে—

i.ঈশ্বরদী-৩৩

ii. ঈশ্বরদী-৩৫

iii. ঈশ্বরদী-ও

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) iiওiii

গ) i ও iii 

ঘ i, ii ও iii

উ:ক

৯.লবণাক্ত মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করতে ফসলের অসুবিধা হয়? 

ক) ক্যালসিয়াম 

খ) পটাশিয়াম

 গ) অক্সিজেন 

ঘ) পানি

উ:ঘ

 ১০. উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল কোনগুলো?

ক) শিম-গাজর

(খ) তুলা-স্ট্রবেরি

গ) সুপারবিট-সুপর

ঘ) মরিচ-বরবটি

উ:গ

১১. বাংলাদেশের কোন অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব দ্রুত বাড়ছে?

ক) উত্তরাঞ্চল

খ) পূর্বাঞ্চল

গ) দক্ষিণাঞ্চল

ঘ) পশ্চিমাঞ্চল

উ:গ

১২. লবণাক্ততার বাধা অতিক্রম করতে উদ্ভিদের মাটি থেকে কোনটি গ্রহণ করা জরুরি? 

ক) Cat, Mg T

খ) Nat, Cat

গ) Na+, K+

ঘ) K, MG 

উ:গ

১৩. ব্রি ধান ৪৭ জাতের জীবনকাল কতদিন? 

ক)১২৫

খ)১৩০

গ) ১৪৮

ঘ)১৫২

উ:ঘ

১৪. 'সৈকত' কোন ফসলের জাত? 

ক) গম

খ)আলু

গ) ছোলা

ঘ) আখ

উ:খ

১৫.আমন মৌসুমে লবণাক্ত এলাকায় চাষ করতে হয়—

i. ব্রি আর ২৩

ii. ব্রি ধান ৪০

iii. ব্রি ধান ৪১

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) iiওiii

গ) i ও iii 

ঘ i, ii ও iii

উ:খ

১৬. ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর? 

ক) বিনা ধান ৮

থ) ব্রি ধান ৪৭

গ) ব্রি ধান ৫৩

ঘ) ব্রি ধান ৫৪

উ:ক

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ ও ১৮ নং পশ্নের উত্তর দাওঃ

আজাদ মিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাসিন্দা, তার জমিতে ধানের ফসল কখনোই ভালো হয়নি।

১৭. আজাদ মিয়ার অঞ্চলে কোন ফসলটি চাষ করা উচিত?

ক) বি আর ২১

খ)বি আর ২২

গ)বি আর ২৪

(ঘ) বিনা ধান ৮

উ:ঘ

১৮. মাটির লবণাক্তৃতা বেড়ে গেলে—

i. উক্ত সমস্যায় ফসল জন্মাতে পারে না

ii. গাছের পানি সংগ্রহে অসুবিধা হয় 

iii. মাটির উর্বরতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) iiওiii

গ) i ও iii 

ঘ i, ii ও iii

উ:ক

১৯. আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম?

ক)ঈশ্বরদী-৪০

খ)ঈশ্বরদী-৩৪

গ)ঈশ্বরদী-৩৭

ঘ) ঈশ্বরদী-৩২

উ:ক

২০. দেশের বিস্তৃত বন্যা প্রবণ এলাকার প্রধান ফসল কোনটি?

(ক) আখ

খ)পাট

গ)ধান

ঘ) ডাল

উ:গ

২১. কিরণ ও দিশারী কোন ফসলের জাত?

ক) সরিষা

খ) আখ

গ) গম 

(ঘ) ধান

উ:ঘ

২২. বন্যা সহিষ্ণু স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে -

i. দিশারী 

ii. বাজাইল

iii. ফুলকড়ি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) iiও iii

গ) i ও iii 

ঘ i, ii ও iii

উ:খ

২৩. তীব্র খরায় শতকরা কত ভাগ ফলন ঘাটতি হয়?

ক) ৩০-৪০

খ) ৪০-৫০

গ) ৫০-৬০

ঘ) ৭০-৯০

উ:ঘ

২৪. ফসলের পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা কম থাকলে—

i. প্রস্বেদন কম হয়।

ii. প্রস্বেদন বেশি হয়

iii. পানি সংরক্ষিত থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii 

ঘ i, ii ও iii

উ:গ

২৫. কোন উদ্ভিদ সারাদিন পত্ররন্ধ্র বন্ধ রাখে?

ক)সয়াবিন

খ) ভুট্টা

গ) আনারস

ঘ) কাউন

উ:গ

২৬. নিচের কোন উদ্ভিদটি উপকূলীয় অঞ্চলে জীবনচক্র সম্পন্ন করতে পারে? 

ক) শিম

খ) তুলা

গ) গোলপাতা

ঘ) সুগারবিট

উ:গ

২৭. ধান গাছে কোন ধরনের টিস্যু থাকে?

(ক) প্যারেনকাইমা

খ) কোলেনকাইমা

গ) এ্যারেনকাইমা

ঘ) স্ক্লেরেনকাইমা

উ:খ

২৮. নির্দিষ্ট সময় পর্যন্ত পানির নিচে থাকা অবস্থায়ও ধান গাছ মরে না যাওয়ার কারণ হলো— 

i. অ্যারেনকাইমা টিস্যু

ii. টিস্যুর মধ্যে প্রচুর বায়ুকুটরির উপস্থিতি

iii. বায়ুকুটুরিতে খদ্যের উপস্থিতি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

২৯. জীবের অভিযোজন নিয়ন্ত্রিত হয়-

i. মানুষ কর্তৃক

ii. আবহাওয়া দ্বারা

iii. জলবায়ু দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

৩০. মাছ চাষের ক্ষেত্রে এদেশের অবস্থান কততম?

ক) দ্বিতীয়

খ) চতুর্থ

গ) তৃতীয়

ঘ) পঞ্চম

উ:ঘ

৩১. সামুদ্রিক মৎস্য বিচরণ এলাকা পরিবর্তনের কারণ কোনটি?

(ক) নদী ভাঙ্গন

খ) প্রচুর বৃষ্টিপাত

গ) জলবায়ুর পরিবর্তন

ঘ) প্রচুর মাছ ধরা

উ:গ

৩২. জলবায়ু পরিবর্তনের কারণে—

i. মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে

ii. মাছের ডিম কম নিষিক্ত হচ্ছে

iii. পেটে ডিম এলে সাথে সাথে ছেড়ে দিচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

৩৩. বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মাছ পরিবর্তন করছে— 

i. অভিপ্রায়ন পথ

ii. প্রজনন ক্ষেত্র

iii. বিচরণ ক্ষেত্র

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও  iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

৩৪. লবণাক্ততা সহনশীল মাছগুলো হলো—

i. ভেটকি

ii. রুই

iii. বাটা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

৩৫. গবাদিপশুর কৃমি রোগের কারণ কী?

(ক) বন্যা

(খ) খরা

গ) জলোচ্ছ্বাস

ঘ) সবগুলো

উ:ক

৩৬. খরাতে গবাদিপশুকে দিতে হবে কোন খাদ্য?

(ক) শুকনো খড়

(খ) ইউরিয়া

(গ) অদানাদার খাদ্য

(ঘ) ইউরিয়া মোলাসেস

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

নিজাম শীতকারে তার জমির ধানে চিটা দেকতে পায়। তাপমাত্রা আরও কমার কারণে ফলন ব্যাপক হ্রাস পায়। সে ক্ষতির সম্মুখীন হয়।

৩৭. ঐ সময় তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াসের নিচে নামলে ধানে চিটা হয়?

ক)২০°

খ) ১৫°

গ) ১০°

ঘ)৫°

উ:ক

৩৮. নিজামের সমস্যার সমাধান হলো-

i. শৈত সহিষ্ণু জাতের ধান চাষ করা

ii. শীতকালীন ফসল চাষ করা

iii.তাপমাত্রা বৃদ্ধির চেষ্টা করা নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

গ) i ও ii 

ঘ) i, ii ও iii

উ:গ

সৃজনশীল প্রশ্ন

১. জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম । মাঠ ফসল, পুশপাখি ও মৎস্য ক্ষেত্রে এর প্রভাব মারাত্মক। 
জীব বৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্ নষ্টের হুমকি থেকে রক্ষার জন্য কৃষি গবেষকগণ নিরলস প্রচেষ্টা চালিয়ে অভিযোজনের কৌশল খুঁজে বের করেছেন। 
মৎস্য বিভাগও মাছ উৎপাদন ঠিক রাখতে অভিযোজন কৌশল গ্রহণের পরামর্শ দিচ্ছে। ফলে মাছ চাষের উন্নয়ন ঘটছে। 
ক. IPCC এর অর্থ কী?
খ. বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির দুইটি কারণ লেখো।د
গ. উদ্দীপকে উল্লিখিত কৃষি গবেষকদের উদ্ভাবিত অভিযোজন কৌশল ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মৎস্য বিভাগের দেওয়া পরামর্শের যৌক্তিকতা মূল্যায়ন করো।

২. যশোর জেলার মৎস্য চাষিরা বন্যা ও খরার কারণে মৎস্য উৎপাদনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হন। এমতাবস্থায় স্থানীয় মৎস্য অধিদপ্তর বিভিন্ন কলাকৌশল সম্পর্কে কৃষকদেরকে অবহিত করার জন্য একটি কৃষক সভার আয়োজন করে। উক্ত সভায় অধিদপ্তরের কর্মকর্তাগণ 'মাছের পোনা উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব' এবং 'জলবায়ু পরিবর্তনের প্রেক্ষপটে মাছ উৎপাদন ও রক্ষার কৌশল' সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তার এ সভা থেকে যেসব কৌশল জানতে পারেন তারা তাদের খামারে সেসব কৌশল অবলম্বন করে সাফল্য লাভ করেন। সিব্বা রেসিডেনসিয়াল মডেল কলেজ।
ক. বাংলাদেশের কোন নদীতে রুই জাতীয় মাছ ডিম পাড়ে?
খ. 'জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো।
গ. সভায় অংশগ্রহণকারী কৃষকেরা কীভাবে মাছ উৎপাদন করতে সক্ষম হবেন তা বর্ণনা করো।
ঘ. অধিদপ্তরের কর্মকর্তাগণ জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে যে বর্ণনা দিলেন তা ব্যাখ্যা করো।

৩.কাদের মিয়া দেশের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন জাতের ফসল উৎপাদন করেন। কিন্তু লবণাক্ততার তীব্রতার কারণে গত বছর অর্ধেকে নেমে আসে।তাই এ বছর তিনি এক কৃষি কর্মকর্তার নিকট তার সমস্যার কথা বললেন। সব কিছু শোনার পর কর্মকর্তা বললেন, “ফসল উৎপাদনে লবণাক্ততার প্রভাব অত্যন্ত ভয়াবহ।পরে তিনি লবণাক্ততা সহিষ্ণু বিভিন্ন জাতের ফসল চাষ সম্পর্কে কাদের মিয়াকে বুঝিয়ে বলেন ।
ক. IPCC এর পুরো নাম কী?
খ. ফসলের লবণাক্ততা পরিহারকরণের একটি কৌশল ব্যাখ্যা করো। 
গ. কাদের মিয়ার অঞ্চলে বিভিন্ন উদ্ভিদ কীভাবে নিজেদের টিকিয়ে রাখবে?
ঘ. উদ্দীপকে উল্লিখিত কৃষি কর্মকর্তার উক্তিটি বিশ্লেষণ করো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url