বাংলা ১ম পত্র অধ্যায়৭: রেইনকোট সাজেশন

অধ্যায়৭: রেইনকোট



Raincoat



 রেইনকোট 

আখতারুজ্জামান ইলিয়াস

এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায়৭:রেইনকোট 

সৃজনশীল রচনামূলক

১. ‘কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি-আক্রমণ করে কোথায় হাওয়া হয়ে যায়, খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে না। কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়। হাট-বাজারের লোকজন, মিল-ফ্যাক্টরির শ্রমিক, দোকানদার, স্কুল মাস্টার, ছাত্র সকলকে কাতারবন্দি করে বন্দুকের নল উঁচিয়ে জিজ্ঞাসাবাদ করছে, 'মুক্তি কিধার হ্যায় বোলো।' এক উত্তর, ওরা জানে না।”

ক. ‘রেইনকোট' গল্পের পিয়নের নাম কী?

খ... “এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।”—কথাটি বুঝিয়ে বলো। 

গ. উদ্দীপকের ঘটনা 'রেইনকোট' গল্পের সাথে কি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. “উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খণ্ডাংশ মাত্র।”-এ মন্তব্যটি বিশ্লেষণ করো।

২. আনোয়ার পাশা রচিত 'রাইফেল, রোটি, আওরাত' উপন্যাসে উল্লিখিত সুদীপ্ত শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতের ভয়াবহতায় আতঙ্কগ্রস্ত একজন মানুষ। তাঁর যাপিত জীবন আতঙ্ক আর ভয়ের মধ্য দিয়ে কাটে। কারণ, সে রাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকার নিরস্ত্র মানুষের ওপর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায় । সেই হত্যাযজ্ঞ থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ এমনকি মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত রেহাই পায়নি। সুদীপ্ত শাহীন এর মাঝে বেঁচে আছেন এটা বিশ্বাস করতে তাঁর বিস্ময় লাগে। ২৬ মার্চের সূর্যোদয় কথা তিনি ভাবতেও পারেননি।

ক. 'রেইনকোট' গল্পে পিয়নের নাম কী?

খ. “দেশে একটা কলেজেও শহিদ মিনার আর অক্ষত নেই।” কেন? আলোচনা করো।

গ. উদ্দীপকে বর্ণিত সুদীপ্ত শাহীন 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কীভাবে? বিচার করো।

ঘ. 'রেইনকোট' গল্পের মূলভাব উদ্দীপকে অনেকটাই প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটি মূল্যায়ন করো।

৩. কলিমদ্দি দফাদারের বোর্ড অফিস শীতলক্ষ্যার তীরের বাজারে। নদীর এপারে-ওপারে বেশ কিছু বড়ো বড়ো কলকারখানা। এগুলো শাসনের সুবিধার্থে একদল খানসেনা বাজারসংলগ্ন হাই স্কুলটিকে ছাউনি করে নিয়েছে। কোনো কোনো রাতে গুলিবিনিময় হয়। কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খানসেনারা তার রহস্য ভেদ করতে পারে না। 

ক. ‘বর্ষাকালেই তো জুৎ'- কথাটি কে বলেছিল?

খ. “রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকটির শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো ।

ঘ. “উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে।' তোমার মতামতসহ আলোচনা করো ।

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. ‘রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়? 

উত্তর: ‘রেইনকোট' গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে ।

প্রশ্ন-২. ‘রেইনকোট' গল্পের পিয়নের নাম কী? 

উত্তর: ‘রেইনকোট' গল্পের পিয়নের নাম ইসহাক মিয়া।

প্রশ্ন-৩. ‘বর্ষাকালেই তো জুৎ'— কথাটি কে বলেছিল?

উত্তর: ‘বর্ষাকালেই তো জুৎ'— কথাটি বলেছিল কুলির বেশধারী এক মুক্তিযোদ্ধা।

প্রশ্ন-৪. “সেই চোখ ভরা ভয়, কেবল ভয়”— ‘রেইনকোট' গল্পে কোন চোখের কথা বলা হয়েছে?

উত্তর: “সেই চোখ ভরা ভয়, কেবল ভয়”— উক্তিটিতে ‘রেইনকোট' গল্পে বাসের তথাকথিত ক্রিমিনাল লোক দুটোর মধ্যে সর্দার টাইপের লোকের চোখের কথা বলা হয়েছে।

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. “টুপির তেজ কী পানিতেও লাগল নাকি?” ব্যাখ্যা করো। 

প্রশ্ন-২. “সত্যি বলেছে? আমার নাম বলেছে?”—নুরুল হুদার এ উত্তেজনার কারণ ব্যাখ্যা করো ।

প্রশ্ন-৩. উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে কেন? ব্যাখ্যা করো।

প্রশ্ন-৪. “রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন”- ব্যাখ্যা করো।

প্রশ্ন-৫. “ড্রেসিং টবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুনরূপে সে ভ্যাবাচ্যাকা খায়।”— কে, কেন ভ্যাবাচ্যাকা খায়?

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. রেইনকোট গল্পটি কত সালে প্রথম প্রকাশিত হয়।

(ক) ১৯৮০

(খ) ১৯৮৫

(গ) ১৯৯০ 

(ঘ) ১৯৯৫

উত্তর: ঘ

২.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায় ?

(ক) মাঠ পেরিয়ে ডান দিকে

(খ) মাঠ পেরিয়ে বাম দিকে

(গ)মাঠের সামনের দিকে

(ঘ) মাঠের পেছন দিকে

উত্তর: খ

৩.নুরুল হুদার জীবনের কি বারের ঘটনা 'রেইনকোট' গল্প আকারে উপস্থাপিত হয়েছে। 

(ক) শনি

(খ) রবি

(গ) সোম

(ঘ) মঙ্গল

উত্তর: ঘ

৪. 'রেইনকোট' গল্পে রেইনকোটটি কীসের প্রতীক?

(ক) প্রতিহিংসার

(খ) দেশপ্রেমের

(গ) অত্যাচারের

(ঘ) গণহত্যার

উত্তর: খ

৫. দুশমনকে সম্পূর্ণ কবজা করা গেছে'— 'রেইনকোট' গল্পালোকে কাদেরকে দুশমন বলা হয়?

(ক) মুক্তিযোদ্ধাদের

(খ) হানাদার পাকিস্তানিদের

(গ) রাজাকারদের

(ঘ) ছ্যাঁচড়া চোরদের

উত্তর: ক

৬. 'রেইনকোট' গল্পে কে দরজায় প্রবল কড়া নাড়ছিল?

(ক) মিলিটারি

(খ) নুরুল হুদা

(গ) আবদুস সাত্তার

(ঘ) ইসহাক মিয়া

উত্তর: ঘ

৭. 'রেইনকোট পরে স্কুল-কলেজের শহিদ মিনার ভেঙে দেওয়ার মধ্য দিয়ে কোনটিকে আঘাত করা হয়েছে? 

(ক) বাঙালির স্বাধীনতায়

(খ) বাঙালি স্বকীয়তায়

(গ) বাঙালি চেতনায়

(ঘ) বাঙালির ঐতিহ্যে

উত্তর: গ

৮.'বায়ান্নর দিনগুলো' রচনায় 'আমলাতন্ত্র' শব্দটি দ্বারা রাষ্ট্রীয় প্রশাসনের কাদের কর্তৃত্ব বোঝায়?

(ক) সরকারি কর্মচারী

(খ)সামরিক বাহিনী

(গ) রাজনৈতিক দল

(ঘ) প্রতিক্রিয়াশীল চক্র

উত্তর: ক

৯. 'রেইনকোট' গল্পে মিলিটারির ভয়ে নুরুল হুদা কয়বার বাড়ি বদল করেছিলেন? 

(ক) তিনবার

(খ) চারবার

(গ) পাঁচবার

(ঘ) কেবল একবার

উত্তর: খ

১০. ‘রেনইকোর্ট' গল্পে ভিতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ- 

(ক) মিসক্রিয়েন্টদের ঠিকানা জানা 

(খ) সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম 

(গ) কুলিদের আস্তানা চেনা 

(ঘ) গেরিলাদের সঙ্গে আঁতাত 

উত্তর: খ

১১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রাশিয়ার কোন জেনারেলের উল্লেখ 'রেইনকোট পরে রয়েছে?

(ক) জেনারেল মনসুন

(খ) জেনারেল সামার

(গ) জেনারেল উইন্টার

(ঘ) জেনারেল স্প্রিং

উত্তর: গ

১২. ছোটোবেলায় গ্ৰাম্য সালিশে দাদুকে বিচার পরিচালনা করতে দেখেছিল আদৃতা। ছুটিতে গ্রামে গিয়ে দাদুর ব্যবহৃত চেয়ারে বসে নিজেও যেন সেই সালিশ পরিচালক বলে অনুভূত হয়। উদ্দীপকটির দাদু 'রেইনকোট' গল্পের কার প্রতিনিধি?

(ক) নুরুল হুদা

(খ) মিন্টু

(গ) আসমা

(ঘ) ইসহাক

উত্তর: খ

১৩. 'রেইনকোট' গল্পে কোন বিষয়টি অধিক ব্যঞ্জনাময় হয়ে উঠেছে?

(ক) গেরিলা আক্রমণ

(খ) হানাদার বাহিনীর নিপীড়ন

(গ) নুরুল হুদার দেশপ্রেম

(ঘ) রাজাকারদের দৌরাত্ম্য

উত্তর: গ

১৪. 'রেইনকোট' গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক?

(ক) জিওগ্রাফি

(খ) বোটানি

(গ) হিস্ট্রি

(ঘ) কেমিস্ট্রি

উত্তর: ঘ

১৫. 'রেইনকোট' গল্পে কোন শব্দের বহুল ব্যবহার লক্ষণীয়?  

(ক) আরবি

(খ) ফরাসি 

(গ) উর্দু

(ঘ) ইংরেজি

উত্তর: ঘ

১৬. 'রেইনকোট' গল্পে রেইনকোট বহন করেছে— 

(ক) মুক্তিযুদ্ধের ইতিহাস

(খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট

(গ) ভাষা আন্দোলনের চেতনা

(ঘ) মুক্তিযুদ্ধের চেতনা

উত্তর: ঘ

১৭. 'রেইনকোট' গল্পে 'বর্ষাকালই তো জুৎ' কথাটা কে বলেছিল?

(ক) নুরুল হুদা

(খ) কুলি

(গ) প্রিনসিপালের পিওন

(ঘ) মিলিটারি

উত্তর: খ

১৮. 'রেইনকোট' গল্পের কথক কে?

(ক) আকবর সাজিদ

(খ) নুরুল হুদা

(গ) আফাজ আহমেদ

(ঘ) আব্দুস সাত্তার মৃধা

উত্তর: খ

১৯. 'রেইনকোট' গল্পে ছোটো মামা কে?

(ক) সান্টু

(খ) রিন্টু

(গ) ঝান্টু

(ঘ) মিন্টু

উত্তর: ঘ

২০. চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন?

(ক) আঘাত সয়ে যাওয়ায়

(খ) মৃত্যু নিশ্চিত জানায়

(গ) মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়

(ঘ) শরীর অবশ হওয়ায়

উত্তর: গ

২১. ‘রেইনকোট' গল্পে রেইনকোটটি কীসের প্রতীক? 

i. প্রতিহিংসার

ii. দেশপ্রেমের

iii. মুক্তিযুদ্ধের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ

২২. ‘রেইনকোট' গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয়--

i. উষ্ণতা

ii. সাহস

iii. দেশপ্রেম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

২৩. 'রেইনকোট' গল্পে জাঁদরেল টাইপের এক মিলিটারি পান্ডা হলেন-

i. কর্নেল

ii. মেজর জেনারেল

iii. মেজর বা ব্রিগেডিয়ার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

'অলভ্য জয়ের লোভে, জ্বালায় শহর গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লুক বাঁধে কেল্লা। 

২৪. উদ্দীপকে 'রেইনকোট' গল্পের কোন বিষয়টি সাদৃশ্যমান?

(ক) নির্যাতন

(খ) ধ্বংসাত্মক

(গ) রাজনৈতিক

(ঘ) মুক্তিযুদ্ধ

উত্তর: খ

২৫. উক্ত বিষয়ে যে দিকটি ফুটে উঠেছে—

i. সভ্যতার ঐতিহ্য ভাঙা

ii. অপ্রতিরোধ্য হামলা

iii. মানুষকে বাস্তুহারা করা 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url