পরিচ্ছেদ ৩৫ : কারক

SSC  বাংলা ২য় পত্র  Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

 পরিচ্ছেদ -৩৪➤   অধ্যায় কুইজ-৩৪


 ১।   বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে ?
       ক   বিশেষ্য ও বিশেষণ                 খ   বিশেষ্য ও সর্বনাম
       গ  বিশেষ্য ও অনুসর্গ                    ঘ   বিশেষণ ও আবেগ
উ:   খ
২। অনেক ব্যাকরণবিদ বাংলা ব্যাকরণে কোন কারক স্বীকার করেন না ?
(ক) কর্তৃকারক  (খ) কর্মকারক   (গ) সম্প্রদান কারক  (ঘ) অপাদান কারক
উত্তর: গ
৩। ক্রিয়া যার দ্বারা সম্পদিত হয়, তাকে কী বলে ?
(ক) কারক  (খ) কর্তা কারক  (গ) কর্তা  (ঘ) সমাপিকা ক্রিয়া
উত্তর: খ
৪। কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে ?
(ক) পাগলে কী না বলে ।  (খ) বনে বাঘ আছে  ।
(গ) ফুলে ফুলে বাগান ভরেছে । (ঘ) অন্ধ জনে দেহ আলো ।
উত্তর: ক
৫। আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম‘-
বাক্যটিতে ‘আমরা‘ কোন কারক ?
(ক) কর্তা  (খ) কর্ম   (গ) করণ  (ঘ) অপাদান
উত্তর: ক
৬। “বাঘে –মহিষে‘ এক ঘাটে জল খায় ।“-
‘বাঘে মহিষে‘ কর্তৃকারকের প্রকারভেদে কোনকর্তা উদাহরণ 
   অথবা, ‘বাঘে মহিষে‘ এক ঘাটে জল খায় ।“-
বাঘে- মহিষে কোন কর্তা ?
(ক) মুখ্য কর্তা   (খ) প্রযোজ্য কর্তা   
(গ) ব্যতিহার কর্তা  (ঘ) ভাববাচ্যের কর্তা
উত্তর: গ
৭। কলমটা লেখে ভালো । এখানে কোন কর্তার উল্লেখ আছে ?
 (ক) কর্ম-কর্তৃবাচ্যের কর্তা  (খ) ভাববাচ্যের কর্তা   
 (গ) কর্মবাচ্যের কর্তা   (ঘ) ব্যাতিহার কর্তা
উত্তর: ক
৮। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে বলে-
(ক) কর্ম কারক   (খ) কারণ কারক  (গ) সম্প্রদান কারক  (ঘ) কর্তৃকারক
উত্তর: ক
৯। কোন কর্ম কারকে বিভক্তি যুক্ত হয়না ?
(ক) গৌণ কর্ম কারক (খ) মুখ্য কর্ম কারক  (গ) করন কারক  (ঘ) অপাদান কারক
উত্তর: খ
১০। সে রোজ সকালে  এক প্লেট ভাত খায় ।‘
বাক্যের দাগ দেওয়া অংশটি কোন কারকে কোন বিভক্তি ?
(ক) কর্তায় শূন্য  (খ) কর্মে শূন্য  (গ) করণে শূন্য  (ঘ) অপাদানে শূন্য
উত্তর: খ
১১।‘শিক্ষককে জানাও ।‘ -এ বাক্যে শিক্ষককেー
(ক) কর্তা কারকে দ্বিতীয়া   (খ) কর্ম কারকে ৫ মী  
(গ) কর্ম কারকে দ্বিতীয়া  (ঘ) অপাদানে দ্বিতীয়
উত্তর: গ
১২। সম্প্রদান কারকের উদাহরণ কোনটি ?
(ক) ফুল দিয়ে মালা গাঁথ । (খ) প্রভাতে সূর্য  ওঠে । 
(গ) পাপে বিরত হও । (ঘ) অন্ধজনে দেহ আলো ।
উত্তর: ঘ
১৩। কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি হয় ?
(ক) কে   (খ) হতে    (গ) রে    (ঘ) য়  
উত্তর: গ
১৪। যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে—
(ক) কর্মকারক  (খ) করণ কারক  (গ) অপাদান কারক  (ঘ) অধিকরণ কারক
উত্তর: খ
১৫। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় ।‘—বাক্যটি কোন কারকের উদাহরণ ?
(ক) কর্তা    (খ) কর্ম  (গ) করণ   (ঘ) অপাদান
উত্তর: গ
১৬। করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ আছে —
(ক) আমি স্কুলে যাচ্ছি     (খ) তাড়াতাড়ি রিক্সা ডাকো  
(গ) ছেলেরা মাঠে বল খেলে   (ঘ) সে রাঙ্গামাটি যাবে
উত্তর: গ
১৭। অপাদান কারকে সাধারণত যে অনুসর্গ শব্দের পরে বসে—
(ক) হতে, থেকে   (খ) বই,পরে   (গ) দ্বারা, দিয়ে   (ঘ) র, এর
উত্তর: ক
১৮। ‘জমি থেকে ফসল পাই ।‘ーবাক্যটি কোন কারকে  কোন বিভক্তি  ?
(ক)  কর্তায় পঞ্চমী   (খ) কর্মে পঞ্চমী   
(গ) করণে পঞ্চমী    (ঘ) অপাদানে পঞ্চমী
উত্তর: ঘ
১৯। ‘মেঘে বৃষ্টি হয়‘ এখানে ‘মেঘ‘ কোন কারকে কোন বিভক্তি ?
(ক) কর্মে ৭মী   (খ)  অধিকরণে ৭মী  (গ) করণে ৭মী   (ঘ) অপাদানে ৭মী
উত্তর: ঘ
২০। যে কারণে স্থান , কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয় তা কোন কারক ?
(ক) অপাদান   (খ) অধিকরণ    (গ) সম্বন্ধ  (ঘ) কর্তা
উত্তর: খ
২১।নৌকা ঘাটে বাঁধা । ‘ঘাটে‘ হলোー
(ক) কর্মে  ২য়    (খ) করণে ৭মী   (গ) অধিকরণে ৭মী  (ঘ) অপাদানে ৫মী
উত্তর: গ
২২। অভিব্যাপক আধারাধিকরণের উদাহরণ কোনটি ?
(ক) নদীতে মাছ আছে   (খ) বনে বাঘ আছে   
(গ) তিলে তৈল আছে   (ঘ) ঘরে লোক আাছে
উত্তর: গ
২৩। নদীতে পানি আছে‘ㄧ‘নদীতে‘ কোন কারক ?
(ক) ঐক্যদেশিক অধিকরণ   (খ) বৈষয়িক অধিকরণ  
(গ) অভিব্যাপক অধিকরণ    (ঘ) কালাধিকরণ
উত্তর: গ
২৪। ‘গছের  ফল পেকেছে‘ーএখানে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে ?
(ক) -র    (খ) -এর    (গ) -য়ের   (ঘ) -এ
উত্তর: খ
২৫। ক্রিয়ার সঙ্গে সরাসরি সস্পর্ক নেই, তেমন কারকের নাম কী ?
(ক) সম্বন্ধ   (খ) অপাদান   (গ) অধিকরণ  (ঘ) কর্তা
উত্তর: ক

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি বাংলা ২য় পত্র -কারক

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url