পরিচ্ছেদ ২৬: নির্দেশক

SSC  বাংলা ২য় পত্র  Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

 পরিচ্ছেদ -২৬➤   অধ্যায় কুইজ-২৬

 ১। কোনটি নির্দেশক নয় ?

(ক) -টা    (খ) -তম    (গ) -খানা    (ঘ) -জন  

উত্তর: খ 

২। -টা/-টি নির্দেশকের রুপান্তর ?

(ক) -টো    (খ) -টুকু    (গ) -তা    (ঘ) -তে  

উত্তর: ক

৩। কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমান বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয় ?

(ক) -টুকু    (খ) -টি    (গ) -খানা    (ঘ) -খানি  

উত্তর: ক

৪। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে ?

(ক) জন   (খ) টুকু   (গ) খানা   (ঘ) খানি  

উত্তর: ক

৫। নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে ?

(ক) বিশেষ্য    (খ) সর্বনাম    (গ) বিশেষণ    (ঘ) সবগুলোই  

উত্তর: ঘ

৬। যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে কী বলে ?

(ক) অব্যয়    (খ) নির্দেশক     (গ) যোজক    (ঘ) আবেগ 

উত্তর: খ 

৭। কী ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয় ?

[য,২২]

(ক) পদ    (খ) পুরুষ    (গ) বিভক্তি    (ঘ) বচন  

উত্তর: ঘ

৮। টি, টা কিসের উদাহরণ -

(ক) নির্দেশক    (খ) যোজক    (গ) আবেগ    (ঘ) অব্যয় 

উত্তর: ক

৯। নির্দেশকের উদাহরণ হলো-

(ক) দ্বারা , দিয়ে    (খ) র,এরা    (গ) খানা, খানি    (ঘ) য়, তে  

উত্তর: গ

১০। নিচের কোনটি নির্দেশকের উদাহরণ -

(ক) আমার    (খ) অনেকখানি    (গ) গরুর পাল    (ঘ) হস্থিযূথ  

উত্তর: খ 

১১। যেসব ক্ষেত্রে টা বা টি বসে সেসব ক্ষেত্রে বসতে পারে-

(ক) জন    (খ) টুকু    (গ) খানা , খানি    (ঘ) যূথ  

উত্তর: গ 

১২। বাড়িটা বা বাড়িটা না বলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি-

(ক) বাড়িখানা    (খ) বাড়িগুলো    (গ) বাড়িগুলি    (ঘ) বাড়ি  

উত্তর: ক

১৩। সংখ্যার সঙ্গে কোন নির্দেশকের ব্যবহার হয় ?

(ক) খানা    (খ) টুকু    (গ) জন    (ঘ) খানি  

উত্তর: গ

১৪। অধিক সংখ্যার বেলায় ‘জন’ নির্দেশকটি আলাদা শব্দের মতো বসে ; যেমন -

(ক) ৪৫ জন    (খ) একজন    (গ) ১ জন    (ঘ) অসংখ্যজন  

উত্তর: ক

১৫। কোন পদাশ্রিত নির্দেশকগুলো নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয় ?

[দি, বো,২২]

(ক) গোটা , পাটি    (খ) টাক, টুকু    (গ) তা, পাটি    (ঘ) রা, এরা  

উত্তর: খ 

১৬। কোন পদাশ্রিতা নির্দেশকের নির্দিষ্টিতা ও অনির্দিষ্টাতা উভয় অর্থেই ববহৃত হয় ?

[দি,২২]

(ক) গোটা   (খ) টো    (গ) পাটি    (ঘ) ঢা  

উত্তর: ক 

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি বাংলা ২য় পত্র - নির্দেশক 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url