বাংলাদেশ ও বিশ্বপরিচয়; অধ্যায় ৪ : বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু

 


SSC  বাংলাদেশওবিশ্বপরিচয়  Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-4

১। বাংলাদেশের ভূ-প্রকৃতি কেমন ?

                             [চটগ্রম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ]

(ক) নিচু ও সমতল        (খ) উঁচু ও নিচু   

(গ) পাহাড়ি ও পর্বতময় (ঘ) সমতল ও পর্বতময় 

উত্তর: ক

২। বাংলাদেশ পৃথিবীর অন্যতম-

[রা.বো.১৯.কু.বো.১৭]

(ক) বৃহৎ দেশ       (খ) বৃহৎ ব-দ্বীপ 

(গ) বৃহৎ বনভূমি  (ঘ) বৃহৎ সমভূমি

উত্তর: খ

৩। কোনটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম ?

[চ.বো ‘১৭]

(ক) কিওক্রাডং  (খ) পিরামিড  

(গ) তাজিওডং   (ঘ) মোদকমুয়াল

উত্তর: গ

৪। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বিজয় তাজিওডং এর উচ্চতা-

                     [সরকারি অগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,সিলেট]

(ক) ১২৩১মিটার   (খ) ১২৩০মিটার   (গ) ১০০০মিটার (ঘ) ৯১৫মিটার

উত্তর: ক

৫। বাংলাদেশের উঁচু ভূমিগুলো দেশের কোন অংশে অবস্থিত ?

[আইডিয়াল স্কুল এন্ড কলেজ.মতিঝিল ঢাকা]

(ক) দক্ষিন-পূর্ব      (খ) উত্তর -পশ্চিম  

(গ) উত্তর-পূর্বাংশে (ঘ) দক্ষিণ-পশ্চিমাংশে

উত্তর: ক

৬। বাংলাদেশের দক্ষিণ -পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কত ?

[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

(ক) ৬১০মিটার  (খ) ৬১৫মিটার  

(গ) ৬২০মিটার   (ঘ) ৬২৫মিটার

উত্তর: ক

৭। বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিধৌত সমভূমি ?

[নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়,চট্রগ্রাম]

(ক) ৮%  (খ) ১২%  (গ) ৪০%  (ঘ) ৪০%

উত্তর: ঘ

৮। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল ?

[রা.বো.২০]

(ক) ১০.৯২ কোটি  (খ) ১১.৯০ কোটি  

(গ) ১২.৯৩ কোটি   (ঘ) ১৪.৯০ কোটি 

উত্তর: গ

৯। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি ?

[মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]

(ক) জানুয়ারি  (খ) এপ্রিল (গ) জুন  (ঘ) সেপ্টেম্বর

উত্তর: খ

১০। জানুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ?

[দি.বো.‘১৭]

(ক) ১৪.৭ ૦ (খ) ১৫.৭ ૦   (গ) ১৬.৭ ૦    (ঘ) ১৭.৭ ૦

উত্তর: ঘ

১১। বাংলাদেশে যখন শীতকাল, তখন সূর্য কোন গোলার্ধে থাকে ?

[চট্রগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]

(ক) উত্তর  (খ) দক্ষিণ   (গ) পূর্ব   (ঘ) দক্ষিণ-পূর্ব

উত্তর: খ

১২। গ্রীষ্মকালে ( এপ্রিল মাসে ) নারায়ণগন্জ এবং রাজশাহীর তাপমাত্রার পার্থক্য কত ?

[হলি ক্রাস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]

(ক) ২.১৪ ডিগ্রী সে. (খ)  ২.০৪ ডিগ্রী সে. (গ) ১.৪৩ ডিগ্রী সে. (ঘ)  ১.৩৪ ডিগ্রী সে.

উত্তর: ঘ

১৩। North Westerlise এর অর্থ কী ?

[সি.বো.২০]

(ক) উত্তর - পূর্ব বায়ু   (খ) উত্তর-পশ্চিম বায়ু   (গ) আশ্বিনা ঝড়   (ঘ) কালবৈশাখী ঝড় 

উত্তর: ঘ

১৪। সাধারণত কত বছর পর একটা বড় ভূমিকম্প হয় ?

(ক) ৭৭ বছর   (খ) ৯৭ বছর   (গ) ১০০ বছর   (ঘ) ১২৫ বছর  

উত্তর: গ

১৫। বরেন্দ্র ভূমির মাটি-

i. কংকর মিশ্রিত

ii. ধূসর বর্ণের 

iii. লাল বর্ণের

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: গ

১৬। সুনামির মূল কারণ কী ?

[য.বো.১৭]

(ক) ভূমিকম্প   (খ) বন্যা   (গ) সমুদ্রস্রোত   (ঘ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত 

উত্তর: ক

১৭। ‘সিসমিক রিস্ক জোন’ কী ?

[কু.বো.১৯]

(ক) ভূমিকম্প প্রবণ এলাকা   (খ) আগ্নেয়প্রবল এলাকা   

(গ) বন্যা প্রবল এলাকা           (ঘ) নদী ভাঙন এলাকা 

উত্তর: ক

১৮। ভূমিকম্পের লঘু বলয়ে অবস্থিত স্থান কোনটি ?

[চ.বো.১৯]

(ক) খুলনা   (খ) ঢাকা   (গ) চট্টগ্রাম   (ঘ) সিলেট 

উত্তর: ক

১৯। বাংলাদেশে বর্ষাকালে কোন মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় ?

[ব.বো.১৯]

(ক) উত্তর-পূর্ব   (খ) দক্ষিন-পূর্ব   (গ) দক্ষিন-পশ্চিম   (ঘ) উত্তর-পশ্চিম 

উত্তর: গ

২০। ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত কোন জেলা ?

[সি.বো.২০]

(ক) ঢাকা   (খ) রংপুর   (গ) চট্টগ্রাম   (ঘ) খুলনা 

উত্তর: ক

২১। টারশিয়ারি যুগের পাহাড় গুলো-

i. কিওক্রাডং

ii. লালমাই

iii. চিকনাগুল 

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: খ

২২। বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয় কেন ?

(ক) মৌসুমী বায়ুর প্রভাব বেশি   (খ) পশ্চিমা বায়ুর কারণে  

(গ) আয়ন বায়ুর কারণে             (ঘ) মেরু বায়ুর কারণে 

উত্তর: ক

২৩। বাংলাদেশের জলবায়ু মোটামুটি-

i. উষ্ণ

ii. আর্দ্র

iii. চরমভাবাপন্ন

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

২৪। কোন কারণে বর্ষাকাল দেরিতে আসছে এবং অধিক বৃষ্টিপাত হচ্ছে ?

[কু.বো.২০]

(ক) আবহাওয়া পরিবর্তন     (খ) জলবায়ু পরিবর্তন  

(গ) বায়ুপ্রবাহ পরিবরতন     (ঘ) পরিবেশের পরিবর্তন 

উত্তর: খ

২৫। প্লাইস্টোসিনকাল বলা হয়-

(ক) ২৫ হাজার বছর পূর্বের সমযকে   (খ) আন্তঃবরফগলা সময়কে 

(গ) ২৫ লক্ষ বছর পূর্বের সময়কে       (ঘ)  ৭৫ হাজার বছর পূর্বের সময়কে

উত্তর: ক

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- বাংলাদেশ ও বিশ্বপরিচয়; অধ্যায় ৪ : বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url