এসএস সি জীববিজ্ঞান ৮ম অধ্যায়: রেচন প্রক্রিয়া

 


SSC ICT Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ৮ম অধ্যায় ➤  ৮ম অধ্যায় কুইজ-8

১। কোন খাবার অতিরিক্ত গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায় ?

(ক) মাছ    (খ) মাংস    (গ) ভাত    (ঘ) আম

উত্তর: ক

২। মানুষের মূত্রের কত ভাগ পানি ?

(ক) ৯০    (খ) ৯২   (গ) ৯৫   (ঘ) ৯৭

উত্তর: গ

৩। নিচের কোন উপাদান গ্রহন করলে সাধারনত ক্ষারীয় মূত্র তৈরি হয় ?

(ক) ফলমূল   (খ) ডিম-দুধ   (গ) মাছ-মাংস   (ঘ) ঘি

উত্তর: ক

৪। কোনটি গ্রহণের ফলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায় ?

(ক) জাম   (খ) সবজি   (গ) চিনি   (ঘ) মাছ

উত্তর: ঘ

৫। নিচের কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয় ?

(ক) আপেল   (খ) কাতল মাছ   (গ) গরুর মাংস   (ঘ) চিনাবাদাম

উত্তর: ক

৬। আমিষ জাতিয় খাদ্য গ্রহনে মূত্রের -

(i) ক্ষারীয়তা বৃদ্ধি করে 

(ii) অম্লতা বৃদ্ধি করে 

(iii) পানির পরিমাণ বাড়ে

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) ii  (গ) i  (ঘ)  ii ও iii

উত্তর: খ

৭। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত মিলিলিটার (প্রায়) মূত্র ত্যাগ করে ?

(ক) 1000   (খ) 1200   (গ) 1500   (ঘ) 1800

উত্তর: গ

৮। কোনটি প্রসারিত হয়ে পিড়কা গঠন করে ?

(ক) ক্যাপসুল   (খ) পেলভিস   (গ) রেনাল পিরামিড   (ঘ) কর্টেক্স

উত্তর: গ

৯। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে ?

(ক) পেলভিস   (খ) পিরামিড   (গ) ইউরেটর   (ঘ) হাইলাস

উত্তর: ঘ

১০। প্যাপিলা সরাসরি কোথায় উন্মুক্ত হয় ?

(ক) মেডুলায়   (খ) পেলভিসে   (গ) হাইলাসে   (ঘ) সংগ্রাহী নালীতে

উত্তর: খ

১১। কোনটি আল্ট্রফিলট্রেট তৈরি করে ?

(ক) গ্লোমেরুলাস   (খ) হাইলাস   (গ) রেনাল ক্যাপসুল   (ঘ) বোম্যান্স ক্যাপসুল

উত্তর: ক

১২। একটি রেনার ক্যাপসুল-এ কয়টি অংশ থাকে ?

(ক) ২টি   (খ) ৩টি   (গ) ৪টি   (ঘ) ৫টি 

উত্তর: ক

১৩। প্রত্যেকটি রেনাল টিউব্যুল কয়টি অঞ্চলে বিভক্ত ?

(ক) ২    (খ) ৩    (গ) ৪   (ঘ) ৫ 

উত্তর: খ

১৪। বৃক্কের অবস্থান -

(i) উদর গহ্বরের পিছনে 

(ii) হৃৎপিন্ডের উপরে 

(iii) বক্ষ পিঞ্জরের নিচে

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: খ

১৫। রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনি বিকল হয়ে যায় ?

(ক) ইউরোক্রোম   (খ) ক্রিয়েটিনিন   (গ) ইউরিক এসিড   (ঘ) ফ্যাট

উত্তর: খ

১৬। আকস্মিক কিডনি অকেজো হতে পারে কোন কারণে ?

(ক) ডায়াবেটিস   (খ) নেফ্রাইটিস   (গ) মারাত্মক ডায়রিয়া   (ঘ) উচ্চ রক্তচাপ

উত্তর: গ

১৭। প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে প্রায় কতটি ?

(ক) 10-12 টি   (খ) 10-12 শত   (গ) 10-12 হাজার   (ঘ) 10-12 লক্ষ

উত্তর: ঘ

১৮। কিডনিতে পাথর হওয়ার কারণগুলো -

(i) অতিরিক্ত শারীরিক ওজন

(ii) কম পানি পান করা 

(iii) কিডনির সংক্রমণ

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

১৯। নিচের কোনটি বৃক্কের কাজ নয় ?

(ক) রক্তচাপ নিয়ন্ত্রণ   

(খ) পানি, অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা  

(গ) মূত্র জমা রাখা 

(ঘ) ধাতব আয়নের পরিমান নিয়ন্ত্রেণ 

উত্তর: গ

২০। কিডনি বিকল হলে-

(i) মূত্রের পরিমান কম হয় 

(ii) প্রোটিন জাতীয় খাবার কম খেতে হয় 

(iii) রক্তে ক্রিয়েটিনিন কমে যায়

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

২১। কিডনি প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত কোনটি ?

(ক) পিতামাতা  

 (খ) রক্তগ্রুপ ম্যাচ   

(গ) টিস্যু ম্যাচ 

 (ঘ) ব্রেন ডেড

উত্তর: গ

২২। বৃক্ক মানবদেহে-

(i) রক্তচাপ নিয়ন্ত্রণ করে

(ii) অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে 

(iii) সোডিয়াম, পটাসিয়াম ইত্যাদির পরিমান নিয়ন্ত্রণ করে 

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

২৩। কিডনি সংযোজন বা প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ক কোনটি ?

(ক) নিকট আত্মীয়  

 (খ) রক্তের আত্মীয় 

  (গ) টিস্যু ম্যাচ  

 (ঘ) রক্তগ্রুপ ম্যাচ

উত্তর: গ

২৪। শিশুদের টনসিল এবং খোসপাঁচড়া থেকে কোনটি রোগাক্রান্ত হতে পারে ?

(ক) বৃক্ক   

(খ) যকৃত   

(গ) ফুসফুস  

 (ঘ) জিহ্বা

উত্তর: ক

২৫। রেনাল টিউব্যুলের অংশ গুলো হরো -

(i) গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা

(ii) হেনলির লুপ 

(iii) প্রান্তিয় প্যাঁটানো নালিকা

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-   রেচন প্রক্রিয়া



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url